বাঁধিব হৃদয়ে তোমায় পর্ব-১৫ ১৬

0
1109

#বাঁধিব_হৃদয়ে_তোমায়
#পর্ব_১৫
#সুমাইয়া মনি [ ১৫+১৬ ]

দিন, সপ্তাহ, মাস, বছর অতিবাহিত হতে হতে দেখতে দেখতে কেঁটে যায় ছয়’টি বছর। পরিবর্তন আসে অনেক কিছুর।
একটা মানুষ পরিবর্তন হতে পারে কয়েক মিনিটে, আবার অনেকেই মাস, বছর পেরিয়ে যায় তবুও রয়ে যায় সেই একই রকম। বিভাকে এক বছরে অনেক স্থানে খোঁজা হয়েছে। পাওয়া যায় নি তাকে। তার বিরহ আবির এখনো কাটিয়ে উঠতে পারেনি। বিরহজনিত অন্তর্বেদনা নিয়ে প্রতিনিয়ত সময় পার করেছে। তার দৃঢ় বিশ্বাস বিভা কোথাও না কোথাও ঠিকিই আছে। আবির এক সময় পাগলামি করা বন্ধ করে দেয়। আফিনের বাক্যাটি মেনে নেয়, যে নিজ থেকে হারিয়ে যায়, তাকে খোঁজা কষ্টকর। তবুও সে হাল ছাড়েনি। খুঁজেছে! এখনো খুঁজছে। সে এখন আগের মতো নেই। নেই তার মধ্যে আনলিমিডেট দুষ্টু ভাব। সে এখন নিরব, জনশূন্য স্থানে থাকতে পছন্দ করে। আগের তেমন বাক্যবিনিময় করে না কারো সঙ্গে। বেশ গম্ভীর হয়ে উঠেছে সে। সবই তাকে পরিস্থিতি শিখিয়েছে।
নিজের চেম্বারের চেয়ারে হেলান দিয়ে বসে আঁখিযুগল বন্ধ করে কথা গুলো ভাবছিল আবির। বিভা নিঁখোজ হবার এক বছরের মাথায় আবিরের বাবা মারা যায়। বাবার ওপর জমে থাকা অভিমান, অভিযোগ গুলো তার মনেই রয়ে যায়। বলা হয়তা তাকে আর। যার ফলে আইরিন বেগম দু ভাইকে বাবার বিজনেস সামলাতে বলেন। আফিন দায়িত্ব নিতে অস্বীকার করে আবিরকে ফোস করে। আবিরের ইচ্ছে না থাকা শর্তেও বাধ্য হয়ে বাবার বিজনেস সামলে আসতে পাঁচটি বছর ধরে। আফিন সেই আগের মতো জীবন কাঁটাচ্ছে।

ফোনের রিংটোনে ধ্যান ভেঙে যায় আবিরের। স্ক্রিনে মায়ের নামটি দেখে দ্রুত পীক করে,
‘বলো আম্মু।’
‘দুপুরে কি বাড়িতে আসবে?’
‘নাহ!’
‘খাবার পাঠাবো?’
‘দেও।’
‘কি করছো?’
‘নাথিং। তুমি?’
‘রান্না সেরে আসলাম।’
‘ভাইয়া কোথায়?’
‘এখনো বাড়িতে আসেনি।’
‘আর কিছু বলবে?’
‘নাহ!’
‘রাখছি।’ বলে ফোন রেখে দেয় আবির। আবার সেই ভাবনায় মগ্ন হয়ে যায়। আইরিন বেগম ভারী নিশ্বাস টেনে ফোন বিছানার উপর রেখে দেয়। এখন সে অবসর। শিক্ষিকা পদবি ছেড়েছে স্বামী মারা যাওয়ার পর। এখন দুই ছেলেকে নিয়েই তার জীবন। তবে মাঝেমধ্যে সে বেশ চিন্তিত হয়ে পড়ে। আফিন এখনো বিয়ে করেনি। ববির স্মৃতিকে আঁটকে ধরে বেঁচে থাকতে চায় সে। আর আবির বিভাকে পাওয়ার আশা, আকাঙ্ক্ষা নিয়ে প্রহর গুনছে। একজন শিক্ষিকা হয়ে অনেক কেই বুঝিয়েছে জীবন সম্পর্কে। কিন্তু তার দুই ছেলেকে এখনো জীবনের সম্পর্কে বোঝাতে পারেনি। বার বার ছেলেদের কাছে হার মানতে হয়েছে তাকে। কঁপালে স্নান গতিতে আঙুল বুলায়। ছেলেদের নিয়ে চিন্তিত হয়ে পেশার বেড়ে যায় তার। তিনি বেঁচে থাকা অবস্থায় ছেলেদের ভবিষ্যৎ রঙিন ভাবে সাজিয়ে দিতে চায়। কিন্তু কীভাবে সেটা সম্ভব হবে জানা নেই তার।
.
‘আবির অফিসিয়াল পার্টির জন্য যদি আমরা কোনো মডেলকে ইনভাইট করি কেমন হবে?’ সামিম কথাটি আবিরের উদ্দেশ্যে বলল। সামিম আবিরের পি,এ হিসাবে কাজ করছে তিন বছর আগে থেকে। অবশ্য এই পদবি সে নিজ থেকেই সামিমকে অফার করেছিল। সামিমও রাজি হয় বন্ধুর সঙ্গে কাজ করতে। মারুফ অন্য একটি কোম্পানির মেনেজার হিসেবে কাজ করছে। সেই কোম্পানির সঙ্গে প্রজেক্ট ফাইনাল হওয়ায় তারা একটি পার্টির আয়োজন করতে চলেছে। সামিম মোহনার বিয়ে ঠিক হয়ে আছে। তারা খুব শীঘ্রই বিয়ে করবে। পার্টির বিষয়ে কথা বলতে এসেছে সামিম।
‘এটা অফিসিয়াল পার্টি। মডেল দিয়ে কি হবে?’
‘এতে আমাদের কোম্পানির র্যাংক বৃদ্ধি পাবে।’
‘র্যাংকের সঙ্গে মেডেলের কি সংযোগ?’
‘আরে বুঝিস না কেন। আমাদের পার্টিতে অনেক প্রভাবশালী লোক আসবে। তাদের মধ্যে যদি একজন মডেলও উপস্থিত থাকে, পার্টি আরো জমে যাবে।’
‘আমার মাথায় এসব উদ্ভট জিনির ঢুকবে না। তোর যা ভালো মনে হয় তাই কর।’
‘আচ্ছা, তাহলে মডেল’কে ইনভাইট করা হোক।’
‘এস ইউ উইশ।’
‘ওকে।’
‘তবে, কোনো গন্ডগোল হলে, তুই শেষ।’
‘হবে না, ভরসা রাখ।’
‘হুম।’
________
আফিন সবে মাত্র ক্লাস শেষ করে বেরোয়। হঠাৎ একজন ছাত্রী ওঁকে পিছন থেকে ‘স্যার’ বলে ডাক দেয়। আফিন ঘুরে তাকিয়ে বলল,
‘কিছু বলবে সিমা?’
‘জি স্যার।’ কথাটা বলেই সিমা মাথা নত করে ফেলে।
‘বলো?’
‘দেখেন স্যার! আমি সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করি। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যেস আমার নেই।’ মাথা নত রেখেই জোরে জোরে কথা গুলো বলল।
‘খুব ভালো। বলে ফেলো কি বলতে চাও।’
‘আমি..আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি।’
আফিন অবাক হয় না। স্থির ভঙ্গিতে তাকায় সিমার দিকে। সিমা ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। প্রথম থেকেই আফিন লক্ষ্য করেছে সিমা তার উপর একটু দূর্বল। ক্লাস চলাকালীন এক দৃষ্টিতে চেয়ে থাকে। হঠাৎ করে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। চুপিচুপি চুরি করে বিভিন্ন স্থান থেকে ওঁকে লুকিয়ে দেখে।
যত প্রকার পাগলামি আছে সব কিছুর সীমা সে অতিক্রম করেছে। আফিন কয়েকবার বলতে চেয়েও পারেনি। সিমা জিদ্দি একটা মেয়ে। যদি রাগের বশে ভুল কিছু করে ফেলে এই ভেবে চুপ ছিল। কিন্তু আজ আর মেনে নিতে পারে না। সিমার হাত ধরে মাঠের কোণায় এনে দাঁড় করায়। তারপর স্বাভাবিক কণ্ঠে বলে,
‘আমার বয়স কত তুমি জানো?’
‘কত আর হবে, ২৯-৩০।’
‘আর তোমার?’
‘১৮।’
‘কত বছরের পার্থক্য দেখেছো?’
‘তাতে কি? আমি আপনাকে ভালোবাসি। আর ভালোবাসা বসয়, জাত-ধর্ম এগুলো দেখে হয় না।’
‘এসব আমাকে বুঝাচ্ছো? আমি তোমার টিচার, তুমি নও।’
‘আমি তো আপনাকে বুঝাচ্ছি না। শুধু বললাম। এ যাবত কয়জন মেয়ের চুল ছিঁড়েছি আপনার জন্য, সেটা জানেন না। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে চাই ব্যস!’
আফিন সিমার পাগলামি কথাবার্তা শুনে রেগে যায়। কণ্ঠে দৃঢ়তা এনে বলল,
‘এখন আমার কি উচিত জানো?’
‘নিশ্চয়! চড় দেওয়া উচিত। দেন, তবুও আমি আপনার উপর থেকে মুভ অন করব না। আর আমাকে বুঝাতে আসবেন না। উত্তর পরে দিয়েন, চললাম।’ বলেই এক প্রকার দৌঁড়ে ক্যাম্পাস ত্যাগ করল সিমা। আফিন অবাক হয়ে শুধু চেয়ে আসে। সিমার সাহসের তারিফ করলে কম হবে। মাথাটা কেমন হ্যাং হয়ে গেছে। চোখের চশমা জোড়া খুলে চোখ কচলিয়ে পুনোরায় পড়ে নেয়।
.
রাতে….

আবির রাত বারোটার বাড়ি ফিরে। আইরিন বেগম তখনো জেগেছিল। আফিন অনেক আগেই খাবার খেয়ে শুতে গিয়েছে। আবির মা’কে খাবার বাড়তে দেখে এগিয়ে এসে চেয়ারে বসতে বসতে বলল,
‘তুমি আমার জন্য অপেক্ষা করো কেন আম্মু? ঘুমিয়ে যেতে পারো না। আমি তো নিজেও খাবার বেড়ে নিতে পারি।’
‘ধুর পাগল! আমি থাকতে তুই কেন খাবার বেড়ে নিবি। আমি যে এত তাড়াতাড়ি ঘুমাই না, সেটা তুই তো জানিস।’
‘হুম জানি। ভাইয়া খেয়েছে?’
‘খেয়ে ঘুমাতে গিয়েছে।’
‘বিয়ের বিষয় কিছু বললে?’
‘নাহ! আফিন বিয়ে করতে চায় না।’ সরু নিশ্বাস ফেলে বলল।
আবির কিছু বলে না। আইরিন বেগম আবার বললেন,
‘আমি বলি কি। তুই বিয়ে করে নে না। আর কতদিন অপেক্ষা করবি বিভার জন্য। আদৌও বেঁচে আছে না মারা গেছে সেটাও তো জানা নেই।’
আবিরের বুকে মোচড় দিয়ে উঠে। মলিন সুরে বলে,
‘আম্মু পরবর্তী এই কথাটি আর বলবে না। ভাল্লাগে না, খাব না।’ বলে হাত ধুয়ে উঠে যায়। আইরিন বেগম ছেলের যাওয়ার দিকে মনঃক্ষুণ্ন করে চেয়ে রয়। দুই ছেলের করুণ অবস্থা দেখে তার মন অশান্ত সাগরে ভাসছে। তিনি জানেন না মা হয়ে এখন তার কি করা উচিত ছেলেদের জন্য। কী করলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
.
.
.
#চলবে?

কার্টেসী ছাড়া কপি করা সম্পূর্ণ নিষেধ।

#বাঁধিব_হৃদয়ে_তোমায়
#পর্ব_১৬
#সুমাইয়া_মনি

পূর্ণিমার মেঘহীন আকাশে তারাদের ফুলঝুরি ফোটেছে। চাঁদ বিহীন ভুবন কেমন অন্ধকার ছেঁয়ে আছে। একটি তারা জ্বলজ্বল করছে। সেটির দিকে আবিরের দৃষ্টি নিবদ্ধ। বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। কয়েক বছর হলো সঙ্গী করে নিয়েছে তাকে। হাতের ফোনটিতে শাড়ি পড়া বিভার সেই ছবিটি রয়েছে। স্মৃতি হিসাবে আপাতত এতটুকুই রয়ে গেছে। বিরহের দহনে পুড়ে পুুড়ে অঙ্গার সে। মাঝেমধ্যেই প্রিয়তমার স্মৃতি তাকে ভীষণ রকম তাড়া করে বেড়ায়। তখন মনের জ্বালা কমাতে সিগারেট তার সঙ্গী হয়।
চার-পাঁচটি শেষ করে চেয়ারে এসে বসে। ঘড়িতে সময় দেখে নেয়। একটা বাজে। ভোর হতে এখনো ঢের দেরি। ঘুমহীন চোখজোড়ায় ক্লান্ত ছাপ দেখা যাচ্ছে না। কিন্তু তাকে ঘুমাতে হবে। বেলকনি থেকে বিছানায় এসে শোয়। ঘুমানোর আপ্রাণ চেষ্টা করে এক সময় ঘুমিয়ে যায়।

সকালের এলার্ম ঘড়ির শব্দে ঘুম ভাঙে। মিটিং থাকায় নাস্তা বাদে জুস খেয়েই বেরোয়। আইরিন বেগম খাইয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও শুনে না।
___
‘সিমা তার সীমা অতিক্রম করতে প্রস্তুত। কেবল, আফিন স্যারের জন্য হুহ্!’ ভাব নিয়ে বান্ধবীদের বলল সিমা।
ওর বান্ধবী জিনি বলল,
‘স্যার তো তোকে পাত্তাই দেয় না।’
‘এক সময় ঠিকিই দিবে। ক’দিন? এক দিন, দু দিন আমাকে এড়িয়ে চলবে। তারপর নিজ থেকেই আমার পিছনে ঘুরঘুর করবে।’
‘গাছে কাঁঠাল দেখে, গোঁফে তেল দেওয়ার মতো বিষয়টি হলো না।’
‘তোর এই স্বপ্ন পূরণ হবে না দেখিস।’ আমিনা বলল।
সিমা রাশভারী কণ্ঠে বলল,
‘তোরা আমার বান্ধবী না। একেকটা ডাইনি। আমাকে সার্পোট না দিয়ে উল্টো গীত গাইছিস।’
‘উচিত কথা বললেই দোষ।’
‘উদ্ধার করেছিস আমায় উচিত কথা বলে।’ ক্রোধ নিয়ে বলল সিমা।
‘এই স্যার এসেছে…’ আমিনা কথাটা বলেই ঘুরে বসে।
ওরাও আফিন’কে দেখে ঠিকঠাক বসে।
আফিন ওদের ক্লাস নিতে এসেছে। একটি অংক বুঝাতে আরম্ভ করে। হঠাৎ আফিনের সঙ্গে সিমার চোখাচোখি হতেই চোখ টিপ দেয় সিমা। আফিনের বলা থেমে যায়। নজর সরিয়ে নেয়। সিমা মুচকি হাসে। হঠাৎ আফিন থেমে যাওয়ার ফলে ছাত্র-ছাত্রী’রা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আফিন কিঞ্চিৎ রাগ নিয়ে সিমা’কে ক্লাস থেকে বের হয়ে যেতে বলল। সিমা হাসিমুখে আফিনের আদেশ মেনে নেয়। যাওয়ার সময় আরেকটি চোখ টিপ দিয়ে যায়। আফিন রাগ নিয়ে সরু নিশ্বাস ফেলে। এই মেয়ে চরম লেভেলের ফাজিল!
____________
রাতে….

‘ভাইয়া কাল পার্টিতে তুমিও থাকবে। ‘
‘আমি কেন থাকবো?’
‘আমি কিন্তু একা মালিক নই এই কোম্পানির। তুমিও আছো।’
‘তাতে কি। তোকে দায়িত্ব দেওয়া হয়েছে। যা করার তুই করিস।’
‘তুমি থাকবে ব্যস! আর আম্মুকেও আমি সঙ্গে নিয়ে যাব।’
‘আমারও যেতে হবে।’
‘তোমরা এমন বিহেভ করছো কেন? শুধু তো পার্টিতে থাকতে বলেছি, অফিস তো আর সামলাতে বলিনি।’
‘আচ্ছা থাকবো।’ আফিন বলল।
‘পার্টি কখন?’
‘রাতে।’
আবির কোম্পানির আরো বিভিন্ন বিষয়ে আলাপ করে। আলাপের মাধ্যমে খাওয়া শেষ হয় তাদের। আবির উঠে যেতে নিলে আফিন পিছুডাকে,
‘আবির শোন।’
‘বলো ভাইয়া।’
আফিন কিছুটা মলিন স্বরে বলে,
‘এত বছরেও আমি তোর প্রতিশ্রুতি রাখতে পারিনি। স্যরি!’
আবির বুঝতে পারে আফিন কিসের প্রতিশ্রুতির কথা বলছে। দৃষ্টি নত করে ফেলে। পরক্ষণে নজর তুলে বলল,
‘কিছু প্রতিশ্রুতি পূর্ণতা পায়না ভাইয়া। ভুলে যাও!’ বলেই আবির প্রস্থান করে।
আফিন হতাশ জড়িত নিশ্বাস টেনে নেয়। আইরিন বেগম কিছু বলে না। তার ছেলেদের কষ্টে মনটা অস্থির হয়ে উঠে। হঠাৎ আফিনের ফোনে সিমার একটি মেসেজ আসে। সেখানে ‘আই লাভ ইউ’ বাক্যটি লিখা। আফিন সেটি দেখে এক প্রকার রাগ নিয়ে কক্ষে ফিরে। রেগে সিমাকে কল দেয়। প্রথম রিং হতেই সিমা রিসিভ করে বলে,
‘আপনার কলের অপেক্ষা করছিলাম।’
‘এসব কোন ধরনের পাগলামি সিমা।’
‘আপনি আমার কল ধরছেন না দেখেই তো এই পদ্ধতি অবলম্বন করতে হলো।’
আফিন বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেলে। পুনোরায় বলে,
‘বুঝেছি, তোমার বাবা-মা’কে বলতে হবে।’
‘আম্মু অলরেডি জানে। আব্বু’কে আপনি যদি জানিয়ে দেন তো আমার লাইন ক্লিয়ার।’ খুশি মুডে বলল।
‘তুমি আসলে…’
‘বলুন বলুন আমি কী?’
‘কাল কলেজে এসে বলব ওয়েট।’
‘না স্যার, আমাকে মারবেন না। এখনই বলে দিন। না হলে সারারাত ঘুম হবে না।’
‘রাখো ফোন!’ ঝাড়ি মেরে ফোন রেখে দেয়।
সিমা কান থেকে ফোন সরিয়ে মুচকি মুচকি হাসে।
______
পার্টির আয়োজন করা হবে ফালগুনি কমিউনিটি সেন্টারে। ডেকোরেশনের কাজ চলছে। দায়িত্ব সব সামিমের কাঁধে রয়েছে। একটু পর পরই আবির কল দিয়ে খবরা-খবর নিচ্ছে। পরিপূর্ণ কাজ শেষ হয় একটার দিকে। কাজ শেষের বার্তা জানিয়ে সামিম বাড়িতে ফিরে আসে। আবির ল্যাপটপে প্রজেক্টের বিষয় কাজ করছিল। তখন জামিলা কল দেয়। অনেকক্ষণ কথা বলে তারা। এই পার্টিতে জামিলা’কেও ইনভাইট করা হয়েছে। এত বছরেও ওদের বন্ধুত্ব অটুট আছে। তারা এখনো যোগাযোগ রেখেছে একে অপরের সঙ্গে।

সন্ধ্যার দিকে আবির রেডি হয়ে আগেই সেন্টারে উপস্থিত হয়।
আজ সে কালো রঙটি ম্যাচিং করে সব কিছু পরিধান করেছে। বেশ মানিয়েছে তাকে। আইরিন বেগম ও আফিন এক সঙ্গে আসবে বলে জানায় তাকে। সামিম গেস্টদের ওয়েলকাম জানাচ্ছে। আফিন, আইরিন বেগমও চলে আসে তখন। কিছুক্ষণ বাদে রূপা কোম্পানির মালিক হাজির হয়। মারুফ’কে দেখে খুশি হয় আবির, সামিম। জামিলাও উপস্থিত হয় তার হাসবেন্ড’কে নিয়ে। এক বছর হলো তাদের বিয়ে হয়েছে। চার বন্ধু মিলে আগের দিনের খুনসুটি গুলো একে একে আওড়াতে থাকে।
আবির কয়েকবার জামিলা’কে ‘ঝামেলা’ বলে রাগায়। জামিলাও এতে রেগে কয়েক ঘা কিল -ঘুষি মেরে দেয় আবির’কে।
‘ফাজলামো অফ। সামিম তোর মডেল কোথায়?’
‘আর পাঁচ মিনিট ওয়েট কর। চলে আসবে।’
‘তুই কোন মডেল’কে ইনভাইট করেছিস বল তো।’
‘আমি ইনভাইট করিনি। এর দায়িত্ব রতন বোস’কে দিয়েছি। তিনি একজন নতুন মডেল’কে ইনভাইট করেছে।’
‘নাম?’ আবির জিজ্ঞেস করে।
‘সেটা তো জানি না। জিজ্ঞেস করা হয়নি।’
‘কি আজব কথা বলছিস তুই। রতন বোস’কে ডাক।’ আবির মেকি রাগ নিয়ে বলল।
‘ওয়েট।’
সামিম রতন’কে ফোন দিয়ে তাদের এখানে ডাকে। তাকে জিজ্ঞেস করা হয়,
‘আপনার মডেল কখন আসবে?’
‘এই তো আসলো বলে।’
‘তার নাম কী?’
রতন বোস মুখ থেকে ‘জা’ উচ্চারণ শেষ করার আগেই দু’জন গার্ড সহ দু’টি মেয়ে গেট দিয়ে প্রবেশ করে। তিনি হাতের ইশারায় বলল,
‘ঐতো জারা, জেরিন এসেছে।’
সকলে সেদিকে তাকিয়ে থ হয়ে যায়। আবির যেন সেখানেই জমে গেছে। সে বাকরূদ্ধ, হতবাক। সে-ই আগের বিভা’কে দেখছে। পড়নে কালো রঙের লং গাউন। গর্জিয়াছ সাজ। স্ট্রেট চুলগুলো নিচ থেকে গোল্ডেন কালার করা।
হাই হিল জুতোর খঠখঠ আওয়াজ তুলে ক্রমশে এগিয়ে আসছে তাদের নিকট। সঙ্গে আরো একটি মেয়ে রয়েছে। সে-ও একই সাজে সজ্জিত। বিভা’কে শুধু তারা দেখছে, এমনটা নয়। আফিন, আইরিন বেগমের নজরেও পড়েছে।তারাও হতভম্ব! আবিরের চোখ জোড়া ছলছল করে উঠে।
অব্যক্ত স্বরে ‘বিভা’ নামটি উচ্চারণ করে সে।
.
.
.
#চলবে?

কার্টেসী ছাড়া কপি করা সম্পূর্ণ নিষেধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here