তেজস্ক্রিয় রক্তধ্বনি পর্ব-২২

0
1077

#তেজস্ক্রিয়_রক্তধ্বনি
#লেখিকা_রিয়া_খান
#পর্ব_২২

মিশান বাইকের নাম্বার প্লেটের নাম্বারটা নিয়ে BRTA অফিস থেকে এড্রেস কালেক্ট করে নেয়।পরিচিত লোক থাকায় কোনো কাঠখড় পোড়াতে হয় না এখানে,শুধু একটু সময়ের জন্য বসে অপেক্ষা করতে হয় ।
ঘুরে ফিরে সব নিজেদের ই লোক সেট করা থাকে সব জায়গাতে।

জায়গায় জায়গায় এতো সুবিধা এগুলো সব তীব্রর খাতিরেই, মিশান চাইলে মামার নামও ব্যবহার করতে পারবে অনেক ক্ষেত্রে, কিন্তু ও চায় না এমন কিছু করুক যার জন্য কোনো ভাবে মামার মুখাপেক্ষী হতে হয়। কারণ মামা যথেষ্ট করেছে, তাঁর খাতিরে অনেক কিছু পেয়েছে। বিশেষ করে লেখাপড়া আর চাকরির ক্ষেত্রে মামার নাম অনেক ব্যবহার করা হয়েছে।

-স্যার দেখা করতে পারবেন?
-ব্যস্ত আছি, পরে।
-আমি তো এখন দেখা করতে বলি নি।
একটা জিনিস পেয়েছি আজকে। বলেন তো কি?
-কি আর হবে যত্তসব ফাউ জিনিস,তোমাদের এলাকায় শীত কালে তরমুজের বাম্পার ফলন।
-ঠিক ধরেছেন স্যার।
-কোথায়?
– স্যার বিদ্যুৎ অফিস।
-আইভির অ্যাপয়েন্টমেন্ট টা দিয়েছো?
-হ্যাঁ স্যার,
-ওকে। ফ্রি হলে দেখা করবো, না হলে নাই।
-আচ্ছা,স্যার আরেকটা কথা।
-কি?
– পেন ক্যামেরাটা কি আমার কাছেই রাখবো?নাকি কারো কাছে পাঠিয়ে দেবো আপনার কাছে?
-রাখো,দরকার হলে নিয়ে নেবো।
-ওকে স্যার, আসসালামু আলাইকুম।
-ওয়ালাইকুম আসসালাম।

সাংকেতিক কিছু কথার মাধ্যমে নিজেদের মধ্যে পরামর্শ করে নিলো, কি দিয়ে কি বুঝালো ওরাই ভালো বুঝেছে।

কোনো ভাবেই যেনো কোনো কিছু ফাঁস না হয় সেদিকে অনেক সতর্ক।

এমনকি সেদিন মিশানের সাথে শপিংমলে যাওয়ার পর তীব্র লোক দিয়ে সেরাতের সব কটা সিসিক্যামেরার ফুটেজ থেকে আগে পরে মিলিয়ে তিনঘণ্টার ফুটেজ ডিলেট করিয়ে নেয়।

যেনো কোথাও ওদের একসাথে দেখা গেলেও সন্দেহজনক ভাবে দেখা না যায়।
আর মিশানও বাইরে বের হলে মাথাই স্পোর্টস ক্যাপ আর চোখে সানগ্লাস থাকেই।
মাঝে মাঝে ওয়ান টাইম মাস্ক পড়েও থাকে, তাই মাঠেঘাটে কোথাও মিশানের পুরো চেহারা দেখাটা এতো সহজ কথা না।

আপাততো দিনের বেলা মিশানের কোনো কাজ নেই,এ বেলা ঘুরে ফিরে কাটালেও মন্দ হয় না।
মিশানের সময় কাটানোর সঙ্গী একমাত্র অই ফুটপাতের ছোটো ছোটো ছেলেমেয়ে গুলো।
পকেটে যখন টাকা থাকে তখনি ওদের সামনে যায়, না হলে একা একাই ঘুরে।
শুন্যপকেটে ওদের সামনে গেলে যখন ওরা কোনো কিছুর আবদার করে বসে তখন সেটা দিতে না পারলে ভেতরে ভেতরে কষ্ট হয়, সেজন্যই ওদের কাছে খালি পকেটে যায় না।

কিছু না করেও মিশানের খেয়ে দেয়ে দিব্যি ভালো দিন কাটে, কিন্তু ওদের কোনোমতে একবেলা পেটের আহারের জন্য সারাদিন কত যুদ্ধ পরিশ্রম ই করতে হয়।

মিশানের সাথে কথা শেষ করে, তীব্র কয়েকটা জায়গায় কিছু সাংকেতিক ওয়ার্ড লিখে এসএমএস পাঠায়,

এরমধ্যে মিশান আব্দুর রহমানের কাছে অই ছেলের এড্রেস বায়োডাটা পাঠিয়ে দিয়েছে।

আব্দুর রহমান তীব্রর অফিসের ভেতরে এসেই একটা খাম হাতে দিলো।
-স্যার!
-বলো,
-বাইরে দীপ্তি ম্যাডামকে দেখলাম, আপনি না উনাকে কল দিচ্ছিলেন, উনি রিসিভ করছিলো না।তাহলে এখন কথা বলে নিতে পারেন।
-ওর সাথে কি ওর ভাই আছে?
-হ্যাঁ আদিব স্যারকেও দেখলাম।
-তুমি বললে তো দীপ্তি আসবে না,আমি গেলেও আমায় এড়িয়ে যাবে, কি করা যায়?
-বুঝতে পারছি না স্যার।

তীব্র মোবাইল বের করে দীপ্তির ভাই আদিবকে কল দিলো।
-হ্যাঁ তীব্র বলো।
-আদিব তোমার সাথে যদি দীপ্তি কখনো দেখা করতে আসে, তাহলে ওকে আমার অফিসে আসতে বলো, একটু দরকার আছে।
-ও তাই নাকি,দীপ্তি তো আমার এখানেই, দাঁড়াও আমি এখনি পাঠাচ্ছি।

ফোন রেখেই আদিব দীপ্তিকে বলে,
-দীপ্তি চল তোকে তীব্রর অফিসে দিয়ে আসি।
-কেনো?
– তোর সাথে নাকি কি দরকার আছে, বললো।
-আমার এখন কাজ আছে সময় নেই, যেতে পারবো না।
-আরে বেশি সময় লাগবে না,তুই ওর সাথে দেখা করতে যা,ও কি বলে সেটা শুনেই চলে যাবি। আমার সাথে তো কাজ শেষ,আমার কাছে আসতে হবে না।ওর সাথে দেখা করেই চলে যা।
-………………
দীপ্তি কিছু না বলে চুপচাপ রইলো,ওর মন চাইছে না তীব্রর সামনে দাঁড়াতে।
তবুও যেতে হচ্ছে,জোর দিয়ে বলতেও পারছে না কিছু, আদিব যদি আবার সন্দেহ করে।

দীপ্তিকে তীব্রর অফিসে কক্ষের সামনে দিয়ে আদিব চলে গেলো,
-আসবো?
দীপ্তিকে দেখে হাতের কলম টেবিলে রেখে তীব্র উঠে দাঁড়িয়ে বললো,
-দীপ্তি আসো।
দীপ্তি ভেতরে আসলো,তীব্রর সামনে দাঁড়াতে ভেতরে অনেক গিল্টি ফিল হচ্ছে, একরকম বিব্রতকর অবস্থায় পড়ে গেছে।
-বসো।
-বসবো না, কি বলবে বলো। আমার কাজ আছে।
-চা, কফি?
-কোনোটাই না।
তীব্র নরম স্বরে বললো,
-একটু বসো না প্লিজ!

দীপ্তি একটু বিরক্তি প্রকাশ করে অন্যদিকে তাকিয়ে চেয়ার টেনে বসলো।
-এতোবার কল দেয়ার পরেও রিসিভ কেনো করছিলে না?
-এমনিই, ইচ্ছে করছিলো না।

তীব্র দীপ্তির মুখের দিকে তাকিয়ে খেয়াল করলো, এতো সুন্দর মেয়েটাকে আজ কেমন ফ্যাকাসে দেখাচ্ছে, চোখ দুটো দেখেই বুঝা যাচ্ছে রাতে এক ফোঁটাও ঘুমাই নি,হয়তো সারা রাত ই কেঁদেছে অনেক।
আনমনে হাতের দিকে তাকিয়ে হাত কচলাচ্ছে, ঠোঁটের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে দীপ্তি এখন কথা বলতে গেলেই কেঁদে দেবে। শ্বাস প্রশ্বাস আটকে আসছে, মনে হচ্ছে লম্বা নিশ্বাস নিতে পারলে, যন্ত্রণা একটু নিরাময় হতো।
মেয়েটার হাসির রেখা এমন ভাবে ছিন্ন হয়েছে যে কখনো আর ফিরে আসবে না,এভাবেই চলবে জীবন।
চোখে দেখে সবটা বুঝতে পারলেও তীব্রর কিছু করার নেই।দীপ্তির হাসি ফিরিয়ে দেয়ার জন্য ওর সাথে প্রতারণা করতে চায় না।

-দীপ্তি আমি দুঃখিত! তোমাকে আমার নিজে থেকে আগেই সব বলা উচিৎ ছিলো,এভাবে অপেক্ষা না করিয়ে।
আসলে আমি তো ভুলেই গিয়েছিলাম যে এরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছিলাম।
জানোই তো কত কাজের প্রেশারে থাকি, আমার উপর দিয়ে অতীতে কি গিয়েছে।
সব মিলিয়ে আমার মাথা আমার নেই দীপ্তি।
সব ঠিক থাকতো যদি অতীতটা ঠিক থাকতো। তোমার, আমার সবার জীবন ই সুন্দর হতো।
আমি জানিনা এখন কি করবো, কি করা উচিৎ, রাতে ঘুমাতে পারি না এটা ভেবে আজ সারাদিন যা যা করেছি তা ঠিক করেছি কিনা, কাল সারাদিন কি কি করবো।
জানিনা তোমার অগোছালো জীবনটা আমি কি করে গোছিয়ে দেবো, আই উইশ তোমার জীবনের সব কিছু কেউ এসে গুছিয়ে দিক।তোমার চোখে ঠোঁটে কোনো ভাবেই দুঃখ বিলাপ মানায় না। সব সময় হাসি, লজ্জা লেগে থাকবে তোমার চেহারাতে এটাই মানানসই।
তোমার কাছে ক্ষমা চেয়ে”ক্ষমা”শব্দটাকে লজ্জিত করতে চাই না।
আমার এই কাজের কোনো ক্ষমাই নেই, কারো জীবন নষ্ট করার অধিকার কারো হাতে নেই, সেখানে আমি তোমার জীবনের এতোগুলো সময় নষ্ট করে দিয়েছি।

-ইট’স ওকে!
বাট আই এম সরি তীব্র।
আমিই তোমায় নিয়ে ভ্রান্ত ধারণা পোষে এতোগুলো বছর কাটিয়ে দিয়েছি।
তুমি কখনো বলোনি আমায় ভালোবাসো, তবুও আমি মনে করে বসে থাকতাম তুমি আমায় ভালোবাসো।
দু একবার আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে দেখে চোখে চোখ পড়লে তুমি যখন নজর ফিরিয়ে নিতে, আমি মনে করতাম তুমি আমায় ভালোবাসো। অকারণে কখনো রাগ দেখালে আমি মনে করতাম তুমি ভালোবাসো।
সবাই মিলে শপিংয়ে বা বাইরে কোথাও ঘুরতে গেলে কোনো ছেলে আমার দিকে তাকালে, ইভটিজিং করলে আমার ভাই সহ তোমরা মিলে তাকে পিটিয়ে আসতে।তখন আমি মনে করতাম তুমি আমায় ভালোবাসো।কখনো একটু কেয়ার করলে মনে করতাম ভালোবাসো তাই।আমার মন খারাপ দেখলে, জোকস বলে বলে হাসানোর চেষ্টা করলে ভাবতাম ভালোবাসো তাই আমার মন খারাপ সহ্য হচ্ছে না।পরীক্ষাতে আশানুরূপ রেজাল্ট না আসলে তুমি প্রতিনিয়ত আমাকে এতো সুন্দর করে মোটিভেট করতে,যা আমার বাবা মাও পারতো না। আমি বোকাটা স্বাভাবিক ব্যাপারটাকে ধরে নিয়েছিলাম তোমার মোটিভেশনাল কথার মাঝে ভালোবাসা আছে বলেই আমার উপর এতো ভালো প্রভাব পড়ছে।
ভুলে গেছিলাম আমাদের সম্পর্কটা বন্ধুত্বের।বন্ধুত্বে এরকম খুনসুটি, কেয়ারিং, রাগ,অভিমান, হাসি, সাপোর্ট এসব কিছু থাকাটাই স্বাভাবিক। আমিই পাগল সব নিজের মতো বানিয়ে নিয়েছিলাম।
কিন্তু শেষ যেদিন তোমার সাথে আমার দেখা হয় তখন যে নিজে থেকে বলেছিলে “আমার জন্য অপেক্ষা করো, তাড়াহুড়ো করে এমন কাউকে বিয়ে করো না যার সাথে থাকতে পারবে না।
আমার ফেরা অব্ধি অপেক্ষা করো।
ভালো ছেলে দেখে বিয়ে দেবো আর যদি ভালো ছেলে না পাই তাহলে নিজেই করে নেবো।”
তোমার এইটুকু উক্তিই আমার ভেতরে আশা জাগিয়েছিলো, আমার সব অপেক্ষার ক্লান্তি বিনাশ হচ্ছিলো, সেদিন থেকে অপেক্ষা করতে আর কষ্ট হতো না, সময়টা দীর্ঘ লাগতো কিন্তু কষ্ট হতো না।

কথাগুলো বলতে বলতে দীপ্তি চোখের পানি আটকে রাখতে পারলো না, তীব্র টিস্যু এগিয়ে দিলো। দীপ্তি চোখের পানি মুছতে মুছতে আবার বললো,

-কাল রাতে তোমার জীবনের অই কঠিন সত্যিটা জানার পর আমি মেনে নিতে পারছিলাম না কিছু,বার বার মনে হচ্ছিলো আর যাই হোক আমার তীব্র অন্য কাউকে ভালোবাসতে পারে না।
তারপর সারা রাত ধরে নিজেকে বুঝালাম, তুমি সেই তীব্র না যাকে আমি ভালোবাসি। বর্তমানের তুমি সেই তীব্র যে অন্য কাউকে ভালোবাসে।
ধরে নিয়েছি দুজন আলাদা মানুষ। তাছাড়া নিজেকে আর কোনো ভাবে বুঝাতে পারছিলাম না।
তুমি চিন্তা করো না তীব্র, আমি তোমার জীবনে কোনো সমস্যা সৃষ্টি করবো না।

আমি আমার সেই অতীতের বাল্যকালের, কৈশরকালের তীব্রকে ভালোবাসি, বর্তমানের না।নিজেকে বুঝিয়েছি, তুমি সেই তীব্র না যাকে আমি চিনি।
তুমি তোমার শুভাকাঙ্ক্ষীকে নিয়ে ভালো থাকো এই দোয়াই করি।

দীপ্তি কথাগুলো শেষ করেই বের হয়ে গেলো, কারণ কান্নার বেগ আটকাতে তো পারছেই না উল্টো বেড়েই চলছে।

তীব্র দীপ্তিকে না থামিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলো।
-তুমি ঠিকি বলেছো দীপ্তি আমি সেই তীব্র না যাকে তুমি চেনো। আমি অন্য একটা তীব্র।অতীতের তীব্র ছিলো ইনোসেন্ট আর বর্তমানের তীব্র একটা পাপী। এই পাপী জীবনে তোমাকে ভাসিয়ে তোমার অই সাদা মেঘের মতো জীবনকে কালো করে দিতে চাই না, চাই না তোমার জীবনে বজ্রধ্বনির সাথে বৃষ্টি বর্ষণ হোক। অতীতের পুরো স্টোরিটা তুমি জানো না দীপ্তি। যদি জানো তবে পৃথিবীর সব টুকু ঘৃণা জড়ো করে, তুমি সেই ঘৃণা আমায় করবে।
আমি অনেক বড় অপরাধী দীপ্তি,এতোবড় অপরাধের বোঝা ঘাড়ে পেতে আমি তোমার কাছে গিয়ে নিজের অপরাধ বাড়াতে চাই না।
আমি মানুষটা অনেক খারাপ, অনেক!

কথাগুলো মনে মনে বলে মাথা চেপে বসে অতীতের ডায়েরীতে ডুবে গেলো।
কি এমন হয়েছিলো ওর সাথে যার জন্য তীব্র এতো অনুতপ্ত, নিজের উপর বিরক্ত সেটা তীব্রই ভালো জানে।

মিশান ফুটপাতে গালে দিয়ে চুপচাপ বসে আছে,নিশানের কথা খুব বেশি মনে পড়ছে।
এই রাস্তা দিয়ে দুই বোন কত আঁকাবাঁকা হেঁটেছে। হাঁটতে হাঁটতে দুষ্টুমি করে একজন আরেকজনের গায়ে ঢলে পড়েছে।
নিশান এটা সেটা দেখে বাচ্চাদের মতো বাইনা করেছে।
কোনো ফুচকা ঝালমুড়ির দোকান দেখলে সেদিকে দৌড়ে চলে গেছে।

নিশানের জন্য কাঁদতে কাঁদতে এখন আর কান্না পায় না।কষ্ট হয়,বুক ফেটে আসে কিন্তু চোখ দিয়ে পানি বের হয় না ।
কাঁদতে পারলেও হয়তো মন কিছুটা হাল্কা লাগতো।
কোনো কারণে হাসলেও মন থেকে হাসতে পারে না।শুধু তাল মেলানোর জন্য হাসি হাসে।

মিশানের একাকীত্বের মাঝে সঙ্গ দিতে হঠাৎ করে অবতরণ হলো তমালের,
-মিশান!
ঘাড় ঘুরিয়ে তমালকে দেখে চুপ করে রইলো।
-…………
তমাল পাশে বসতে বসতে প্রশ্ন করলো,
-মন খারাপ?
-নাহ।
-কেনো জানি মনে হচ্ছে মনবিষন্ন তোমার।
-কিছু হয় নি।
-তোমার মাথার ক্যাপটা খুব ভালো লাগে আমার, এটা দিয়ে দাও আমাকে।
-এটা দেয়া যাবে না, আমার টাকা হলে এরকম একটা কিনে দিতে পারবো।
– তোমার কাছে টাকা নেই?
-নাহ।
-আমার কাছে আছে, নিবে?
-নাহ,ধন্যবাদ।
-তোমাকে এভাবে মন খারাপ করে থাকতে দেখলে আমার ভালো লাগে না।
-…………

-ভালোবাসার মানুষের মন খারাপ, কান্না
এসব চোখে দেখে সহ্য করা যায় না।
-তো আমি কি করবো?
-মিশান,তোমার কাছে ভালোবাসা মানে কি?
-নিজের সবটুকু দিয়ে আঁকড়ে ধরে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টার পরেও নিজের অজান্তে তাকে হারিয়ে যাওয়া।এমন ভাবে হারিয়ে যাওয়া যে কখনো ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না।
-তুমি কি কখনো কাউকে হারিয়েছো?
-কাকে হারাইনি বলো।
-তোমার বাবা মা কোথায় থাকে?
-জানি নাহ!
-মানে?
-ছোটো বেলায় একটা লম্বা ঘুম দিয়েছিলাম,যতদূর মনে পড়ে ঘুমের মাঝে কিছু বিকট আওয়াজ শুনছিলাম নাকি স্বপ্ন দেখছিলাম জানি নাহ।
ঘুম থেকে উঠে দেখি আমি অন্য একটা নাম না জানা পৃথিবীতে, সাথে শুধু নিশান । না দেশটাকে চিনতে পারছি, নাতো আশেপাশের মানুষগুলোকে।

বাবা মাকে সেরাতের পর আর দেখতে পাইনি। সময়ের সাথে ভুলে গেছি তাঁরা দেখতে কেমন ছিলো । যখন তাদের চেহারা মনেছিলো তখন তাদের খুঁজতে পারিনি, এখন খুঁজতে পারবো কিন্তু চেহারা মনে নেই।

বেঁচে আছে কি নেই, সেটুকু অব্ধি জানা নেই।

তমাল মন খারাপ করে উত্তর দিলো,
-তুমি কতটুকু ছিলে?
-জানি নাহ।মামা মিমি বলে আমার বয়স ৫ বছর ছিলো।
-তোমার মামা মিমি জানে না, তোমার বাবা মা কোথায়?
-কি করে জানবে, আমার বাবা মা কে সেটাই তো জানে না। উনি আমার আপন মামা না ।
-আমার কোনো স্পেশাল পাওয়ার থাকলে আমি তোমার সব হারিয়ে যাওয়াকে ফিরিয়ে দিতাম মিশান ।

মিশান তমালের দিকে তাকিয়ে মলিন হেসে বললো,
-ধন্যবাদ।
-তুমি অনেক ভালো মিশান!
-রাত হলে মানুষ মারতে মেতে উঠি, তুমি বলছো আমি ভালো?
-তুমি তো আর ভালো মানুষকে মারো না।
-আমি এমন সব মানুষদের মারি, আমি নিজেও জানি না সে ভালো নাকি খারাপ।
-তাহলে মারো কেনো?
-আমার বাঁচার জন্য মদ দরকার, আর তোমার বাঁচার জন্য একজন মানুষ সরানো দরকার। তাহলে কি হবে?
-আমি তোমাকে মদ দেবো, তুমি আমার রাস্তা ক্লিয়ার করবে।
মিশান হেসে দিয়ে তমালের পিঠে চাপড় মেরে বললো,
-ব্রিলিয়ান্ট বয়!সহজে বুঝে গেছো।
-তুমি সহজে বুঝিয়েছো।

মাঝ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর,সবার আড়ালে বাড়ি থেকে বেরিয়ে পড়ার মিশনে নামতে হলো মিশানের।
দ্বীপের খালার জন্য বেরুনো টা একটু মুশকিল কারণ উনার ঘরের দরজাটা খোলা রেখে ঘুমান, আর ঘুমের ঘোরেই উঠে হাঁটাচলা করেন,এর জন্য সামনের গেট দিয়ে বের হওয়া সম্ভব না।
সব দিক দিয়ে ভেজাল এই মহিলাটা।

পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে প্রথমে বাড়ির ছাদে গেলো।
রেলিংয়ের উপর দিয়ে এমন ভাবে ডিজাইন করা যেখানে সহজেই দড়ি বাঁধা যায়, মিশান চিলেকোঠার ঘরটা আস্তে করে খুলে সেখান থেকে একটা মোটা দড়ি বের করলো,দরজা আটকে দিয়ে রেলিংয়ের সাথে দড়ি বেঁধে নিলো। দড়িটা এক ফিট দুরত্ব পর পর একটা করে গিট দেয়া, যাতে উঠতে নামতে সুবিধা হয়।
এবার দড়ি বেয়ে মিশান নিচে নেমে আসে। এরপর বাড়ির বাইরের ওয়াল ডিঙানোর পালা।

ওয়ালের থেকে দু ফিট দুরত্বে একটা মেহেগুনি গাছ।গাছ বেয়ে কিছুটা উপরে উঠে বাদুড়ের মতো ঝুলে পকেট থেকে প্লাস আর একটা কি যেনো বের করলো, এগুলো দিয়ে ওয়ালের উপরের তারকাটা গুলো খুলে সরিয়ে নিয়ে সেখানে পা রেখে লাফ দিয়ে নেমে গেলো। ফেরার সময় আবার সব কিছু আগের মতো সেট করে দড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে চলে যাবে।

আসল মিশনে ভালোমতো সাকসেসফুল হওয়ার পর এবার মিশান সোজা হাঁটতে শুরু করলো।

বেশ কিছুদূর হেঁটে যেতেই একটা কালোরঙের গাড়ি দেখতে পেলো, যেটার ভেতরে তীব্র মিশানের জন্য অপেক্ষা করছে, এটা তীব্রর অফিসিয়াল কার না ।
অন্য একটা প্রাইভেট কার।
মিশান এসে সোজা গাড়িতে উঠে বসলো।

-জীবনে একটা দুঃখ কখনোই নিরাময় হবে না।আজ অব্ধি টাইমলি এন্ট্রি দেখলাম নাহ!
-স্যার আপনার মতো যখন তখন হনহন করে বাড়ি থেকে বের হতে পারি না, আমার লুকিয়ে বের হতে হয়।
আপনার মতো সুযোগ সুবিধা হলে আমি আপনার আগেই জায়গামতো উপস্থিত হোতাম।
-সোয়া মণ ঘি ও জুটবে না, রাধাও আর নাচবে না।

মিশান নজর বাঁকিয়ে তীব্রর দিকে তাকিয়ে মনে মনে গালী দিলো।
হাই স্পীডে গাড়ি চালিয়ে গাড়িটা একটা এলাকার ভেতর প্রবেশ করালো।এলাকাটা সম্পূর্ণ আবাসিক এলাকা।

কনস্ট্রাকশনের কাজ চলছে এরকম একটা অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামিয়ে, দুজনে উপরে উঠলো,দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দুজনেই একটা বাড়ি পর্যবেক্ষণ করছে।
-স্যার বাড়িটা দেখেছেন কিরকম হাই ফাই!
পুরো রাজ প্রাসাদ! এই বাড়িতে এক কাপ চা খাওয়ার জন্যে হলেও যেতে হবে স্যার, কি বলেন?
-আমরা গরীব মানুষ, অই বাড়ির ত্রিসীমানায় যেতে পারবোনা আর তো চা।
-ওটা কার বাড়ি স্যার?
-আমার এক্স গার্লফ্রেন্ডের।
-এক্স কি ব্রহ্মাণ্ডে আছে নাকি গেছে?

দূরবীক্ষণে চোখ রেখেই বিরক্তি নিয়ে তীব্র উত্তর দিলো,
-মুখটা একটু অফ রাখতো মিশান।

মিশান চুপ করলো।
এবার চোখ থেকে দূরবীন সরিয়ে বললো,
-অইখানকার সিকিউরিটি কেমন দেখবি?
-দেখান।
তীব্র হাতে হ্যান্ড গ্লাভস পড়ে পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলো, যেটার ভেতর ছোট্ট তীরের মতো আর একটা বন্দুকের মতো বস্তু।
বন্দুকের মতো বস্তুটার মুখে ছোট্ট তীর লাগিয়ে, অই বাড়ির দিকে টার্গেট করে শ্যুট করলো,
তীরটা দ্রুতবেগে বাড়িটার দিকে যায়, বাড়ির সীমানার মধ্যে যেতে না যেতেই অনেক জুড়ালো আওয়াজের সাইরেন বেজে উঠে, মিশান তীব্র এতো দূরে থাকার পরেও এই আওয়াজ শুনতে পারছে এমন ভাবে যে কানে বিঁধছে।
-এবার ভাগো, না হলে মারা পড়বো!
কথাটা শেষ করতে না করতেই মিশানের হাত ধরে দুজনে দ্রুতগতিতে নিচের দিকে নেমে গাড়িতে উঠে হাই স্পীডে চালিয়ে এলাকা ছাড়লো!

অনেকটা দূর যাওয়ার পর তীব্র গাড়ী থামালো। মিশান বড় বড় নিশ্বাস নিতে নিতে বললো,
-স্যার অমন কেনো হলো?
-অই বাড়িটাতে এক বিন্দু হাওয়া প্রবেশ করলেও সেটা ওখানকার মানুষ জানে, এতোটা সিকিউরিটি দেয়া!
এতো কঠিন সিকিউরিটি!
-হুম!ভাবো একবার অই বাড়ির মালিক বের হয় কতোটা সিকিউরিটি নিয়ে।
-স্যার ভাবতে পারছি না।
-ভাবতে হবে মিশান, সময় নিয়ে হলেও ভাবতে হবে, আমিও ভাবছি তুমিও ভাবো।ভাবতে ভাবতে আজকে আমি এই এক্সপেরিমেন্টটা করলাম।
-এতো কিছু কেনো করছি স্যার?
-ওকে মারতে।
-স্যার এটাতে আমার লাইফ রিস্ক আছে স্যার পারবো না এটা।
-এটা তুমি মারবে না, আমি মারবো। তুমি জাস্ট আমার সঙ্গ দেবে, মেন্টালি সাপোর্ট দেয়ার জন্য তোমার সাথে থাকতে হবে।
মিশান মুখ বাঁকিয়ে বললো,
-আমাল বয়েই গেতে।
তীব্র চোখ গরম করে মিশানের গলা চেপে ধরতে আসে, তার আগেই মিশান তীব্রর হাতে কামড় দিয়ে দেয়।
-আয়ায়ায়া!এভাবে কামড় দেয় কেউ?বেয়াদব!
-এতো বড় একটা মেয়ের গায়ে হাত তুলে কেউ?
ভদ্রলোক!
রাগ দেখিয়ে মিশান অন্যদিকে ঘুরে বসে রইলো।
তীব্র নিজের হাত মালিশ করছে।
মিশান একনজরে বাইরের দিকে তাকিয়ে আছে।
বাইরের দিকে কিছু একটা দেখে বিষ্ময়কর দৃষ্টিতে তাকিয়ে মিশান ফিসফিস করে বললো,
-স্যার!
তীব্র ধমকের স্বরে উত্তর দিলো
-কি হয়েছে?
-এতো রাতে মাঝ রাস্তায় একটা গাড়ি থেমে আছে, আবার কেমন কেমন যেনো নড়াচড়াও করছে! স্যার কারো আত্মা না তো? আচ্ছা এই রোডে কি কোনো মার্ডার করেছি?
-কোথায় গাড়ি?

মিশান আঙুল দিয়ে বাইরের দিকে দেখালো, তীব্র মিশানকে ডিঙিয়ে বাইরের দিকে তাকালো অনেকটা দূরে একটা গাড়ি। গাড়ির সিচুয়েশন দেখে বুঝতে পারলো পরিস্থিতি।
-আত্মা না কারো,মানুষ ই আছে।
-কিন্তু ওভাবে নড়ছে কেনো?গিয়ে দেখে আসবো?
-ওখানে গিয়ে দেখে আসতে হবে কেনো এখান থেকেই দেখো।
মিশান তীব্রর মুখের দিকে তাকালো,
-ও হ্যাঁ আমাদের তো দূরবীন আছে!দূরবীনটা দিন স্যার।
-অন্যের কাজে আড়ি পাতবে অবশেষে?
-আড়ি পাতবো মানে কি?হতে পারে কেউ আমাদের এট্যাক করার জন্য ওখানে গাড়ি থামিয়ে ফাঁদ পাতছে।
-আমাদের এট্যাক করবে না।ওরা নিজেরা নিজেদের এট্যাক করছে।
মিশান ভ্রুঁ কুঁচকে বললো,
-কি বলছেন আপনার একটা কথাও মাথায় ঢুকছে না।

তীব্র সিগারেট ধরাতে ধরাতে উত্তর দিলো।
-তোমার জামাকাপড় খুলো তারপর সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি।দেখবে, বুঝবে, ফিল করবে।

বাঁকা করে হলেও মিশানের মাথায় তীব্রর কথাটা ঢুকে গেলো, কয়েক সেকেন্ডের ফ্ল্যাশব্যাক মনে পড়লো,এটা পিকে সিনেমার ড্যান্সিং কারের রিয়েল ভার্সন চলছে এখানে।
ব্যাপারটাতে মিশান লজ্জা না পেয়ে রেগে গেলো তীব্রর লাস্ট কথা শুনে, দাঁত কিড়িমিড়ি করে নাক ফুলিয়ে বললো,
-BNCD!

তীব্র চোখ রাঙিয়ে বললো,
-কি বললি রে তুই?
মিশান তুচ্ছ হাসি দিয়ে বললো,
-বাংলা ন্যাশনাল ক্যাডেটময় দেশ!
-আমাকে কি তোর মতো ই ছাড়া *** মনে হয়?
-তাহলে তো স্যার ঘটনা অন্যরকম,আপনি না হলেও আপনার মা তো তাই না?
তীব্র হাতের সিগারেট ফেলে দিয়ে আগুনদৃষ্টিতে তাকিয়ে বললো,
-তুই গাড়ি থেকে বের হয়ে যা।
-স্যার কি বলেন, আপনার মেন্টাল সাপোর্ট দিবো কিভাবে তাহলে?
-তোর মেন্টাল সাপোর্টের গোষ্ঠী দু*!
যাহ।
মিশান চোখ গরম করে, সীট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে যাবে যাবে এমন সময় তীব্র গাড়ি স্টার্ট দিয়ে স্পীড বাড়ালো,মিশান কিছু বলার আগেই তীব্র বললো,
-রাগ করিস না। মেন্টালি সাপোর্ট দে, পেছনের সীটে দেখ মদের বোতল আছে, খা আর মেন্টালি সাপোর্ট দে।
-ব্যাটা ঘুষখোর!
-আবার শুরু করলি?
চলবে…………

(ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ভুল গুলো ধরিয়ে দেবেন শুধরে নেবো। গল্পকে গল্প হিসেবে দেখুন,বাস্তব জীবনের সাথে মেলাতে যাবেন না দয়া করে।
ভালো লাগলে অনুপ্রেরণা দিয়ে পাশে থাকুন,ভালো না লাগলে ইগনোর করুন,ধন্যবাদ!)
আগের পর্বের লিংক:-
https://www.facebook.com/112848997065058/posts/256490656034224/
পরের পর্বের লিংক:-

https://m.facebook.com/story.php?story_fbid=259160045767285&id=112848997065058

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here