হাতে_রেখো_হাত (২০)

0
311

#গল্পগুচ্ছ_সমগ্র
#হাতে_রেখো_হাত (২০)

বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করতে কিছুটা বেগ পেতে হয়েছে সবাইকেই। তবে মোটিমুটি সবাই উত্তীর্ণ হয়ে গেছে। যেহেতু জঙ্গলে পর্যাপ্ত পরিমানে ফল গাছ ছিল তাই তেমন অসুবিধা হয় নি। সীরাত তো সব থেকে বেশি খুশি। একটু আগে সবাইকে ধরে ধরে নাচ শুরু করেছে। হেসে কুটি কুটি হয় আবরাজ। মেয়েটা আস্ত এক পাগলি। দুপুর হয় নি এখনো। সীরাতের ফোনটা বেজে উঠল। নাচ থামিয়ে কল রিসিভ করল। ভাগ্যিস নেট প্রবলেম নেই এখন। ভিডিও কল করেছে রকি। সাথে রাই ও রয়েছে। হাত নাড়িয়ে সীরাত বলল “হেইই মাই ডিয়ার ভাইয়া অর ভাবী। সব কেমন চলছে?”

“খুব ভালো তোমার ভাইয়া তো আজকাল অতিরিক্ত দরদ মাখা হয়ে গেছে। দেখ কেমন পাশে বসে আছে। যেন নড়তে গেলে ও ধরে রাখে হাত।”

“হুমম প্রেম চলছে দুজনের। এদিকে আমার ছোট্ট ময়না টা বাবা মায়ের প্রেম কাহিনী দেখে নিজেই না প্রেম শুরু করে দেয়। হা, এভাবে চললে তো আমাদের অন্তর পুড়ে যাবে। একটু দেখ,বুঝো আমাদের কষ্টটা।”

সীরাতের কথায় হেসে উঠল রকি আর রাই। মুচকি হাসছে সীরাত। ততক্ষনে মেয়েটার সঙ্গী হয়েছে আবরাজ। সকলের সাথে কুশল বিনিময় করে বলল
“খুব দ্রুত বাবুকে দেখতে চাই। আমার তো ইচ্ছে করছে এখনি চলে আসি।”

“আরে থামো ভাই। এখনো কয়েকটা মাস বাকি। সময় হোক, একটু সবুর কর ইয়ার।”

“সেটা ও ঠিক। আচ্ছা সবাই কথা বল আমি যাই।”

“ওকে।”

“কি রে তোর প্রেম কতদূর?”

“পানি কত দূর গড়িয়েছে ননদীনি?”

“ভাবী প্লিজ।”🙏ফলোঃ👉👉👉গল্পগুচ্ছ সমগ্র👈👈👈❤️

লজ্জা পেল সীরাত। রকি আর রাই দুজনেই স্বস্তি ময় একটি দম ফেলল। রাই আর আবরাজের সম্পর্কটা এখন স্বাভাবিক। অতীতের কথা স্মরণে নেই কারোর। প্রিয় মানুষ গুলো ভালো থাকলে কতটা সুখ অনুভব হয় তা মুখে বলা যায় না।
.

‘ভালোবাসার কোনো সংজ্ঞা হয় সীরাত?’

সূর্যাস্ত দেখতে দেখতে কথাটা বলল আবরাজ। ঘোর লাগা চোখে তাকায় সীরাত। শরীরের সাথে কিছুটা চেপে বসেছে মেয়েটা। আবরাজের গা থেকে অদ্ভুত শুভ্রতা এসে নাকে এসে লাগছে। সেই সুবাস নিতেই ব্যস্ত হলো সে। দীর্ঘশ্বাস ফেলল আবরাজ। মেয়েটাকে হালকা হাতে জড়িয়ে ধরল। চোখ বন্ধ করতেই সীরাত বলল “অনুভূতি। ভালোবাসা হলো অনুভূতি। এটা কে অনুভব করতে হয় কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এই যে ধরেছ হাত, এর চেয়ে সুখময় আর কি হয় বলতে পারবে? উহু পারবে না। উচিত ও না। এটা শুধু অনুভব করবে। শুধুই অনুভব।”

ইষৎ হাসে আবরাজ। সীরাতের হাতে হাত গলিয়ে চোখ বন্ধ করে। সত্যিই ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। এটা কেবল অনুভব করতে হয়।

রাতের খাবার শেষ হতেই ক্যাপ্টেন মনসুর আহমদ এর ডাক। সকলে কাঁপতে কাঁপতে জড়ো হলো। একটা কাগজ হাতে নিলেন তিনি। সরকারি নির্দেশনার ফর্ম এটা। এক পলক তাকিয়ে বললেন “সবাই ফর্মটা তে লক্ষ্য করো। আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ ম্যাসেজ দিতে চলেছি। এটাই তোমাদের সর্বশেষ পরীক্ষা। ইন্টারন্যাশনাল পর্যায়ে কিভাবে ট্রেনিং দেওয়া হয় সবার ই জানা। তাঁর মধ্য থেকে টিকে থাকার লড়াই এর জন্য একটি বিশেষ ব্যবস্থা ধার্য করা হয়েছে। সবাই প্রস্তুত?”

সবাই সম্মতি জানায়। চার পাশে কুয়াশার আস্তরণ। মনসুর ঘন ঘন শ্বাস নিলেন। পরক্ষণেই মুখে তৃপ্তি এনে বললেন “ভালো খাবার, ময়লা জায়গায় ফেলে দেওয়া হবে। সেটা কুড়িয়ে খেতে হবে সবাই কে। সাত দিন চলবে এটা। এখন যারা যারা প্রস্তুত তাঁরা এগিয়ে আসো।”

কেউ এগোলো না। সবার মধ্য চাঁপা ভয় কাজ করছে। এমন একটা বিষয় যেন কেউ ই হজম করতে পারছে না। সীরাতের মাথায় হাত। প্রচন্ড পরিমানে আশংকা গ্রস্ত। আবরাজের দিকে তাকিয়ে হো হো করে কেঁদে দিল। মেয়েটি খাবারের বিষয়ে খুবই সেনসেটিভ। এটা প্রায় অসম্ভব। ছেলেটা এক হাতে জড়িয়ে নিল ওকে। কিছুটা দূরে এসে হাঁটু গেড়ে বসল। সীরাতের হাতটা নিজের বুকে চেপে ধরল “ভালোবাসো আমায়?”

বিস্ফোরিত চোখে তাকায় সীরাত। এ কেমন ধারার প্রশ্ন?

“বল ভালোবাসো কি আমায়?”

“আবরাজ!”

“কোনো কথা নয় যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর কর।”

“প্রচন্ড ভালোবাসি।”

“আমার জন্য হলে ও পারতে হবে তোমায়। মনে কর আমার মাথায় রাইফেল ঠেকানো। তুমি হেরে গেলেই আমার জীবন শেষ। তাছাড়া আমাকে শক্তি দিয়েছ তুমি। তোমায় দেখে আমি নিজেকে দেশের জন্য উৎসর্গ করতে চলেছি।”

শেষোক্ত কথা গুলোতে বুক কাঁপুনি দিয়ে উঠল। হাতটা ছাড়িয়ে দূরে এসে দাঁড়ায় মেয়েটি। বুকের ভেতর অদ্ভুত শূন্যতা কাজ করছে। ছলছল নয়নে তাকিয়ে রইল আবরাজের দিকে। ছেলেটার ঠোঁটের কোনে স্মিত হাসি। হাত উঁচিয়ে অবরাজ বলল “তুমি পারবে সীরাত। তুমি পারবে, আমার ভালোবাসার জোরে হলে ও তোমাকে পারতে হবে।”

তখনি ছেলেটাকে জড়িয়ে ধরল সীরাত। হুটহাট জড়িয়ে ধরা যেন ওর জীবনের অংশ হয়ে দাড়িয়েছে। সীরাতের চোখে মুখে ভয় নেই এখন। যা আছে তা ভাষায় ব্যক্ত সম্ভব নয়। কারণ এটা কেবল অনুভব করা যায়।

পরদিন খুব ভোর বেলা উঠে আবরাজ। সীরাত এখনো ঘুমে। তাঁবুর কাছে গিয়ে বলল “সীরাত উঠ। লেইট হয়ে যাচ্ছে।”

হাই তুলতে তুলতে তাঁবু থেকে বের হলো সীরাত। ইদানিং মেয়েটার মাঝে অলসতা এসেছে। আড়মোড়া ভেঙে নিয়ে বলল “গুড মর্নিং।”

“গুড মর্নিং। ফ্রেস হবে, চল।”

“হ্যাঁ।”

“সীরাত, আবরাজ।”

কারো কণ্ঠ শুনে পেছন ঘুরে তাকালো দুজনেই। একজন কর্মকর্তা দাঁড়িয়ে আছেন। লম্বা হাসি টানা ঠোঁটে। “আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন। শুধু মাত্র বাথরুম ব্যবহার করতে পারবেন। ব্রাশ পেস্ট ছাড়াই ফ্রেস হতে হবে।”

“হোয়াট!”

সীরাতের মাথা যেন চক্কর দিয়ে উঠল। মেয়েটা যতই শারীরিক পরিশ্রম করে থাকুক না কেন এসব বিষয়ে খুঁতখুঁতে। ওকে সামলে নিল আবরাজ। সীরাতের চেহারায় যেন ছোপ ছোপ কালি পরে গেল। মুহূর্তেই যেন বয়স বেড়ে হলো কয়েক হাজার গুন।

কোনো মতে ফ্রেস হলো দুজনেই। ব্রাশ পেস্ট ছাড়া মুখ ধোঁয়াটা যথেষ্ট বাজে বিষয় বলে মনে হয় সীরাতের কাছে। খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে সবাই। আটাশ জন থেকে বিশ জন এই চ্যালেঞ্জ গ্রহন করবে বলে সম্মতি জানিয়েছে। এক বস্তা খাবার নিয়ে এলেন একজন সার্ভেন্ট। মনসুর বললেন “এই প্রথম নিজ হাতে খাবার নষ্ট করছি। সবাইকৃ লড়তে হবে।”

খাবার গুলো মাটিতে ফেলে দিলেন তিনি। রুটি ডিম সেদ্ধ আর কিছু ফল ছিল। সবাই কে সেগুলো উঠিয়ে নিতে হচ্ছে। সীরাতের গা গুলিয়ে আসল। মেয়েটা সইতে না পেরে বমি করে দিল প্রথমবার। এক হাতে খাবার অন্য হাতে সীরাত কে ধরে একটা খোলা জায়গায় নিয়ে আসে আবরাজ। হঠাৎ ই হাউ মাউ করে কেঁদে ফেলল সীরাত। নিজের উপর থেকে ভরসা হারিয়ে যাচ্ছে। “আমি পারব না এটা করতে।”

“পারতে হবে তোমায়। এ দেশ তোমার আমার। এ দেশ আমাদের সকলের। টিকে থাকার লড়াই এ হেরে গেলে চলবে না।”

“কিন্তু এসবের কি খুব প্রয়োজন? ওমন পরিস্থিতি এলে সময়ের সাথে সাথে সবাই মানিয়ে নিত।”

“পারবে তুমি। নিজের ভেতরে সাহস রাখো। তাছাড়া সবাই মানিয়ে নিতে পারে না। তুমি এমন কেন হয়ে যাচ্ছ। কয়েক মাস আগেও কতটা স্ট্রং ছিলে। আর এখন!”

সাহস এলো সীরাতের। চোখ বন্ধ করতেই অনুভব করল আবরাজের হাতটা ওর হাতের তালু কে ধীরে ধীরে মুষ্টিবদ্ধ করছে। ভালো লাগে বেশ। চোখ দুটো ভিজে যায় সুখে। বলতে ইচ্ছে করে এভাবেই হাতে রেখো হাত। অন্ততকাল, অন্ততসুখে।

নাক টেনে নিল সীরাত। জীবনের সব থেকে বেশি কান্না এই ট্রেনিং এ এসেই করেছ ওহ। দম বদ্ধকর একটি পরিস্থিতি। খাবারটা বাড়িয়ে দিল আবরাজ। ওহ নিজে ও খেতে পারছে না। সীরাত কোনো মতে মুখে তুলে আবার ফেলে দিল। আবরাজের ও প্রায় একি অবস্থা। ভেতর থেকে নাকোচ করছে। দুজনেই মাটিতে বসে পরল। সত্যিই বলতে এটা খুব বেশি কষ্টকর। নর্দমার ময়লা থেকে খাবার কুড়িয়ে খাওয়া যেন ইতিহাসের পাতায় পাতায় নীল বি’ষ হয়ে রয়ে গেছে। সেই বি’ষ পান করেই অমর হতে হবে সকলের।

সকাল থেকে কয়েক বার বমি করে কাহিল অবস্থা সীরাতের। অনেকেই হার মেনে নিয়েছেন। কোনো মতে টিকে আছে দশ জন। না জানি কি হয়। পারফর্মেন্স খুব ভালো ছিল সীরাতের। তবে খাবারের বিষয়টা ওকে একদম শেষ করে দিচ্ছে। আবরাজ নিজে ও দ্বিধায় দ্বিধান্বিত। মুখের ভঙ্গিতে বোঝা যায় ঠিক কতখানি হতাশাগ্রস্ত। খাবার খেতে পারে নি। পেট যেন চিপে ধরেছে খাবারের নেশায়। তবে সেই নর্দমার কথা মনে হতেই খাবারের রুচি চলে যাচ্ছে কোথাও। “ভালো লাগছে না আমার।”

“কি করবে বল। এটাই নিয়ম।”

“বাবা কে কল করি?”

“কর।”

সীরাত কল করল। আবুল সাহেবের মুখে কাঠিন্য। তিনি বুঝতে পারছেন মেয়েটি ক্রমশ দূর্বল হয়ে এসেছে। একটা সম্পর্কের মায়ায় জড়িয়েছে। কোনো কিছু বলার পূর্বেই তিনি বললেন “দেশ কে ভালোবাসে যে জন সেই হয় অমর। আমি আশা করব বিষয়টা স্মরণে রাখবে।

“কিন্তু বাবা।”

“কোনো কথা নয় সীরাত। আমি জানি কি বলতে চাও তুমি। মনে রেখো কাগজে কলমে একজন নাগরিক হলেই সব কিছু হয় না। এর জন্য কিছু কাজ করতে হয়। আরে নিজের জীবন দেশের জন্য রাখতে হয় সর্বদা। আর সামান্য খাবারের বিষয়টা মেনে নিতে পারছ না তোমরা?”

আবরাজের মাথাটা নিচু হয়ে গেল। আবুল ফের বললেন “অরিতা কে মনে পরে আবরাজ? জান দিতে রাজি ছিলে তুমি। তবে কিছু ভুলের কারনেই বাঁচাতে পারো নি ওকে। মাথাটা ঠান্ডা কর। দেশকে রক্ষা করা নৈতিক দায়িত্ব। বোনের জায়গায় দেশ কে রাখো। এগিয়ে যাও দুজনেই। রাখছি।”

টুট টুট শব্দ তুলে কল কেঁটে গেল। সীরাত চোখ থেকে পানি মুছে নিচ্ছে। মনের ভেতর অদ্ভুত প্রশান্তি।আবরাজের হাতটা মুঠোয় নিল।
“চোখ বন্ধ কর।”

বিনা বাক্যে চোখ বন্ধ করল ছেলেটি। মনে মনে আল্লাহর নাম স্মরন করলো দুজনেই। এক যুগে বলে উঠল “ভালোবাসি দেশকে। নিজের জীবন দিতে রাজি তবু ও দেশ কে রক্ষা করবোই। শুধু পাশে চাই তোমার হাত। এভাবেই থেকে যেও হাতে রেখো হাত।”

কলমে ~ ফাতেমা তুজ
চলবে……

সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ বন্ধুদের ইনভাইট করে গল্প পড়ার সুযোগ করে দিন।
নতুন পর্ব পেতে পেজে ফলো করে রাখলে পোস্ট করলেই নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ ফলো 👉👉👉গল্পগুচ্ছ সমগ্র👈👈👈❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here