#এক_তুমিতে_আসক্ত
#পার্টঃ০৫
#Writer:#মারশিয়া_জাহান_মেঘ
অর্ষা হুড়মুড় খেয়ে শোয়া থেকে উঠে পড়ে। উঠে আয়নার সামনে যায়। নিজেকে গুটিয়ে দেখে বললো,”না সব ঠিকি আছে। কিন্তু রাতে তো আমার স্পষ্ট মনে আছে দরজা লাগিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ একটা কথা ভাবতেই অবাক হয়ে যায় অর্ষা। “তার মানে বারান্দা দিয়ে এসেছে! হাউ???? আর ওনি কেনো এমন করছে?
প্রিয়ন্তির রাত থেকে জ্বর এসেছে। তাই ভার্সিটিতে অর্ষা একাই যেতে হবে..এই বলে মনিশা চৌধুরী পা বাড়ালেন রান্না ঘরের দিকে।
“খালামনি খেতে দাও ভার্সিটি যেতে হবে”
” তুই বস মা আমি এক্ষুনি আসছি”।
অর্ষা খাবার টেবিলে বসে খাবারের জন্য ওয়েট করছিলো,,এমন সময় দেখে সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রান্তিক শার্টের হাতা ফোল্ড করছে৷ “অফ ব্লু কালারের শার্টের সাথে হোয়াইট প্যান্ট। হাতে একটা স্কিন কালারের ফিতার ঘড়ি পড়েছে৷ চুলগুলো কিছুটা ভেজা। দেখেই বুঝা যাচ্ছে হয়তো সদ্য গোসল সেড়ে এসেছে। হঠাৎ কানের কাছে ” ফিসফিসিয়ে… “এমনভাবে কি দেখছো? প্রেমে পড়ে যাবেতো” কথাটা শুনতেই চমকে উঠে অর্ষা। সামনে তাকিয়ে দেখে প্রান্তিক চেয়ার টেনে বসছে। অর্ষা মনে মনে নিজেকে হাজারটা বকা দিচ্ছে। ইশশ কি একটা লজ্জার বিষয়ই না ঘটলো। “হাতের ব্যথা ঠিক হয়েছে মিস ভীতুর রাণী?
” ইয়ে মানে জ্বি। ভাইয়া..আপনি হাতে মলম লাগিয়েছিলেন?
“আমার ঠেকা পড়ছে?[ ডন্ট কেয়ার ভাব নিয়ে ]
“আজকে আটা একটু বেশি মাখা হয়ে যায়নি বলে মনে হয়না তোমার?..প্রান্তিক এর গম্ভীর্য কথা শুনে অর্ষা একবার নিজেকে গুটিয়ে নিয়ে বললো, ” ম..মা মানে?
“জাস্ট ওয়েট” এইটা বলেই প্রান্তিক মনিশা চৌধুরীকে ডাক ছাড়লো..আম্মু খেতে দাও।
৩১.
আজ একা অর্ষাকে প্রান্তিকের সাথে যেতে হবে ভাবতেই অর্ষার হার্টবিট থমকে যাচ্ছে।
“এদিকে এসো”
“ক কেনো ভাইয়া?
” আসতে বললামতো..আসো।
অর্ষা প্রান্তিকের কাছে যেতেই প্রান্তিক প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে এক মুছনে অর্ষার ঠোঁটের লিপস্টিক মুছে ফেলে বললো,
“নেক্সট টাইম লিপে এইসব ফালতু জিনিস ইউজ করলে….এইটুকু বলেই চোখের সানগ্লাসটা পড়ে বাইকে বসে প্রান্তিক।
হঠাৎ প্রান্তিক এমন করাতে আৎকে উঠে অর্ষা। কয়েক সেকেন্ডের জন্য যেনো সে থমকে গিয়েছিলো। অর্ষা মনে মনে ভাবছে,” কি এমন দিয়েছিলো সে? একটু গোলাপি লিপস্টিকইতো তাও এতো গাঢ় নয় একদম হালকা।
“কি হলো বাইকে উঠো..প্রান্তিক এর ডাকে ধ্যান ভাঙ্গে অর্ষার। অর্ষা আমতা আমতা করে প্রান্তিকের পেছনে বসে। প্রান্তিক বাইকের আয়নায় অর্ষার ভীত চেহারা একটু দেখে আনমনে হেসে উঠে বললো,” ভালো করে ধরে বসো।
“ধরেছি”
“আমাকে ধরে বসো। রাস্তা ভালোনা। পড়ে যাবে” প্রান্তিকের কথায়…অর্ষা প্রান্তিকের কাঁধে হাত রাখলো। প্রান্তিক গাড়ির স্পিড এমন ভাবে বাড়িয়েছে যে অর্ষা নিজেকে সামলাতে না পেরে ঝাপটে ধরে প্রান্তিক কে। প্রান্তিক একবার বাইকের গ্লাসে অর্ষাকে দেখে ডেবিল স্মাইল দিয়ে মনে মনে বললো,”প্রিয়শিনী তুমি যতোই দূরে যেতে চাইবে আমার থেকে, আমি ততো বাধ্য করবো তোমাকে আমার নিকটে আসতে”।
৩২.
“এই এই ভাইয়া কোথায় যাচ্ছেন? এইটাতো আমাদের ভার্সিটির রাস্তা নয়। অর্ষা একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে প্রান্তিক এইসব পাত্তা না দিয়ে নিজের মতো করে বাইক চালিয়ে যাচ্ছে। একটা নদীর পাশে এনে বাইক থামায় প্রান্তিক।
” বাইক থেকে নামো।
“কেনো ভাইয়া?
প্রান্তিক বাইক থেকে নেমে সানগ্লাসটা খুলে হাতে নিয়ে অর্ষার হাত ধরে বললো, নামো। অর্ষা চুপচাপ নেমে বললো,,”এইখানে কেনো এসেছি আমরা?
” কেনো আবার ঘুরতে।
অর্ষা চারপাশটা একবার দেখে বললো,”এইখানেতো নদী ছাড়া তেমন কিছুই নেই তাহলে এইখানে কেনো ঘুরতে এসেছি আমরা?
“ইশশ অর্ষা এতো প্রশ্ন কেনো করছো? চলো নদীর সামনে গিয়ে বসি।
” না আমি ভার্সিটি যাবো সরুন” এইটা বলে অর্ষা চলে আসার জন্য যেই পা বাড়াবে তখনি পেছন থেকে হাত ধরে ফেলে প্রান্তিক৷ আর রাগী কন্ঠে বললো,”তোমাকে বলেছি যেতে? এইখানে এসেছি কি চলে যেতে? চলো আমার সাথে ওইখানে বসবো। এইটা বলেই প্রান্তিক অর্ষার হাত ধরে টেনে নিয়ে যায় নদীর ধারে৷
৩৩.
“আসলেই এই জায়গাটাতে আলাদা এক প্রশান্তি আছে একদম আমাদের গ্রামের মতো” অর্ষার কথা শুনে প্রান্তিক অর্ষার দিকে একটু হেসে তাকিয়ে হাতে থাকা একটা ইটের কণা নদীতে ফেলে আনমনে বললো,”জানো অর্ষা? আমার যখন ভীষণ মন খারাপ থাকে তখন আমি এইখানে এসে বসে থাকি।
“আজ ওকি আপনার মন খারাপ ভাইয়া?
” না।
“তাহলে?
“এতোদিন যে ভীষন্নতা আমি এই জায়গাটাকে দিয়েছি তা আজ তোমাকে নিয়ে এসে ভালো করে দিলাম। অর্ষা প্রান্তিকের কথার আগা মাথা কিছুই বুঝতে না পেরে বললো, মানে?
” কিছুনা” চলো…ভার্সিটিতে যাবে।
“হুম চলেন”
৩৪.
প্রান্তিক তুমি এই মেয়েটার সাথে কেনো এতো মিশছো? কেনো? আনসার মি..ছারিনের এইসব কথায় প্রান্তিক বাইকে বসে ফোনের দিকে তাকিয়েই বললো, “তাতে তোর কি ছারিন? তুই ফ্রেন্ড ফ্রেন্ডের মতোই থাকনা।
” হেই প্রান্তিক আর ইউ মেড? আই এম নট অনলি ইউর ফ্রেন্ড..আই এম ইউর গার্লফ্রেন্ড।
প্রান্তিক বাঁকা হেসে চলে যায় শৈবাল,অনিক আর ইরফানের কাছে।
প্রান্তিক শুনো….প্রান্তিক…
ছারিন এতো করে ডাকার পরও সাড়া দেয়নি প্রান্তিক।
৩৫.
“এই দেখ..এই মেয়েটা প্রান্তিক ভাইয়ার বাইক থেকে নেমেছে ওইসময় দেখেছিলাম”
“কি বলছিস? আমার চকলেট বয় এর বাইক থেকে এই মেয়েটা নেমেছে? [ অবাক হয়ে ]
” এই শোন তোর চকলেট বয় চকলেট বয় করছিস কেনো? প্রান্তিক ভাই শুধু তোর না পুরো ভার্সিটির ক্রাশ বয় বুঝলি? শুধু ক্রাশ বয় নয় টপারো ছিলো”
পেছনের বেঞ্চ থেকে দুইটা মেয়ের এইসব কথা শুনে অর্ষার কিছুটা গায়ে লাগলো। তাই অর্ষা…ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললো, “প্রান্তিক ভাইয়া আমার কাজিন। আশা করি পরবর্তী সময়ে আর আমাকে নিয়ে কানঘুষা করবেনা…অর্ষার এমন কথায় মেয়েগুলো অবাক হয়ে চুপসে যায়।
৩৬.
ঠাসসস..এই মেয়ে তোর সাহস কি করে হয় আমার বোনদেরকে থ্রেট করার? ছারিনের থাপ্পড়ে গালে হাত দিয়ে মাঠে দাঁড়িয়ে আছে অর্ষা। চোখে পানি ছলছল করছে। এই বুঝি পড়ে যাবে চোখের পানি।
৩৭.
ঠাসসস…প্রান্তিকের থাপ্পড়ে অবাক হয়ে তাকিয়ে আছে ছারিন। প্রান্তিক কে দেখেই সে ভয় পেয়ে যায়। চোখ লাল হয়ে গেছে। শরীর কাঁপছে রাগে।
” প্রান্তিক তুমি আমাকে মারলে!
” তোর সাহস কি করে হয়? অর্ষাকে থাপ্পড় দেওয়ার?
“প্রান্তিক…..
” সাট আপ। জাস্ট সাট আপ…
“প্রান্তিক প্লিজ শান্ত হো প্লিজ…
” শৈবাল ওকে স্পষ্ট জানিয়ে দে, নেক্সট টাইম যদি.. আমি ওকে…অর্ষার পাশে একবারো ঘুরঘুর করতে দেখি…তাহলে ভুলে যাবো যে ও আমার কে। এইটা বলেই প্রান্তিক অর্ষার হাত ধরে নিয়ে বাইকে বসায়। চোখে সানগ্লাসটা পরে বাইক স্টার্ট দেয়। রাগে শরীর বার বার কেঁপে উঠছে প্রান্তিকের। অর্ষা চুপ হয়ে আছে। চোখে গড়গড়িয়ে পানি পড়ছে। গালটায় ৫ আঙুলের ঝোক উঠে গেছে।
৩৮.
ক্যাফে অর্ষার ঠিক সামনাসামনি চেয়াটটায় বসে আছে প্রান্তিক। এক মনে তাকিয়ে দেখছে অর্ষাকে। কান্না স্বরূপ নাক মুখ লাল হয়ে গেছে। ফরসা চেহারাটা।
“স্টপ ক্রাই অর্ষা।
” অর্ষা কেঁদেই যাচ্ছে”
“বললাম না কান্না থামাতে?
….
স্টপ ক্রাই অর্ষা..জাস্ট স্টপ..প্রান্তিক শেষ কথাটা চিৎকার দিয়ে বলে টেবিলে রাখা গ্লাসটা ছুড়ে ফেলে দিলো রেগে। প্রান্তিকের রাগ দেখে অর্ষার কান্না এক নিমিষেই বন্ধ হয়ে যায়। ভয়ে ভয়ে প্রান্তিকের হাতটা ধরে সে। রক্ত হাতে৷ ক্যাফের উয়েটার আসতে নিলে প্রান্তিক চোখের ইশারায় থেমে যেতে বলে। অর্ষা তাড়াতাড়ি করে…ব্যাগ থেকে রোমালটা বের করে প্রান্তিকের হাতে বেঁধে দেয়। প্রান্তিক এক মনে অর্ষার দিকে তাকিয়ে আছে।
৩৯.
” তোর হাতে কি হয়েছে বাবা?
“কিছু হয়নি আম্মু ।
” বলনা বাবা কি হয়েছে?
“আহা..বললামতো আম্মু কিছু হয়নি আমার” এইটা বলেই প্রান্তিক লাফিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। মিসেস মনিশা চৌধুরী অর্ষার দিকে তাকিয়ে আৎকে উঠে বললো, “মা..তোর কি হয়েছে গালে?
” ক কই খালামনি কিছু হয়নিতো” আমি যাই ফ্রেশ হয়ে আসি..এইটা বলেই অর্ষা মনিশা চৌধুরীকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে উপরে উঠে গেলো।
৪০.
“তোমার ছেলে ভাবনা চিন্তা করে ডিসাইড নিয়েছেতো মনিশা? মিস্টার ফরহাদ চৌধুরী চা খেতে খেতে খবরের কাগজে তাকিয়ে কথাটা বললো।
” প্রান্তিক কেতো তোমার জানারই কথা। ওতো বরাবরই সব ভাবনা চিন্তা করে ডিসাইড নেয়”
“মনিশা এই সিদ্ধান্তটা সব সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ আলাদা”
“অর্ষা এখনো অনেক ছোট। প্রান্তিক তো এর জন্য সময় নিচ্ছে তাইনা?
” তাও…ফরহাদ চৌধুরী কথা সম্পূর্ণ শেষ না করতেই রুমে ডুকতে ডুকতে প্রান্তিক বললো,”আব্বু.. আমি চাইনা এইটা নিয়ে আর কোনো দ্বিমুখী সিদ্ধান্ত হোক।
“প্রান্তিক এইটা সাড়া জীবনের ব্যাপার”
“আব্বু আমি জানি”
“তোমার খালামনিকে?
” আমার উপর ছেড়ে দাও…এইটা বলতেই প্রান্তিক তার আম্মু-আব্বুকে জড়িয়ে ধরে। আর মনে মনে ভাবে,”যেমন ভাবে সব ভেবে রেখেছি..তেমনভাবে সব হলেই হবে..প্রিয়শিনী “Just have to wait some more time’
চলবে…..