এক_তুমিতে_আসক্ত #পার্টঃ২৩ #Writer:#মারশিয়া_জাহান_মেঘ

0
375

#এক_তুমিতে_আসক্ত
#পার্টঃ২৩
#Writer:#মারশিয়া_জাহান_মেঘ

তাইফা এই তাইফা তোর কি হয়েছে? হঠাৎ এইভাবে বসে পড়লি কেনো?

রিমির কথায় তাইফা মনে মনে ভাবনার তাড়না করে যে তাকে যতটা সম্ভব স্বাভাবিক থাকতে হবে। তবে সে কল্পনাও করেনি যে সে তারই আপন মানুষগুলোর চারিপাশে। রিমি পুনরায় তাইফার কাঁধে হাত দিয়ে ধাক্কা দিলো।

‘এই তাইফা

‘হুম হুম বল।

‘কি হয়েছে তোর বলতো?

‘না না কিছু হয়নিতো। আসলে হঠাৎ কি যেনো হলো শরীর টা খারাপ লাগছে ভীষণ।

‘কি বলছিস জ্বর টর হয়েছে নাকি? [ কপালে গলায় হাত রেখে ]

‘নারে তেমন কিছু হয়নি। চল শুয়ে পড়ি দুপুরতো তাই চোখ টানছে।

‘হুমরে। আমারো ক্লান্ত লাগছে শরীরটা রেস্ট দরকার। চল ঘুমাই।

এরপর রিমি আর তাইফা কাথা মুড়িয়ে দুজন দুজনাকে জড়িয়ে ধরে শুয়ে পরে। কিন্তু তাইফা! সেতো আর ঘুমাতে পারছেনা। সে বুঝতেই পারছেনা হাসবে না কাঁদবে।

১৫৪.

প্রান্তিক অফিস থেকে এসেই দেখে পুরা বসার রুম আড্ডার মজলিস বসেছে। প্রান্তিক কে দেখেই মনিশা চৌধুরী বললেন,

‘কিরে দেখ কারা এসেছে।

‘খালুজান কেমন আছেন?

‘ভালো বাবা তুমি?

‘আলহামদুলিল্লাহ। খালামনি আপনি?

‘ভালা আছি বাপজান। প্রান্তিক ব্লেজার টা সোফায় রেখে আফ্রাকে কোলে নিয়ে বসে পড়ে তাদের সাথে। ফরহাদ চৌধুরী হঠাৎ বললেন,

‘প্রান্তিক সব ব্যবস্থা শেষ?

‘জ্বি আব্বু। প্রান্তিক অর্ষার দিকে এক পলক তাকিয়ে প্রিয়ন্তিকে বললো,

‘প্রিয়ন্তি….

‘হুম ভাইয়া যাচ্ছি যাচ্ছি।

প্রিয়ন্তি অর্ষার হাত টেনে বসা থেকে তুলে রুমপ যাচ্ছে।

‘আরে ক কি করছিস প্রিয়..আহ ব্যথা পাচ্ছি ছাঁড়।

‘অর্ষা কোনো কথা না বলে চল আমার সাথে।

‘আরে কোথায়?

প্রিয়ন্তি অর্ষাকে প্রান্তিকের রুমে এনে দরজা বন্ধ করে দেয়। অর্ষা প্রান্তিকের রুমটা একবার দেখে নিয়ে অবাক সুরে বললো,

‘আরে আমরা এই রুমে কি করছি প্রিয়? চল এই রুম থেকে।

অর্ষার কথার পাত্তা না দিয়ে প্রিয়ন্তি প্রান্তিকের কাভার্ড থেকে ওইদিনের কেনা গাঢ় লাল রংয়ের শাড়ীটা বের করে। অর্ষা অবাক হয়ে বললো,

‘তুই শাড়ী বের করছিস কেনো? আর এইটা ওই শাড়ীটা না? যেইটা প্রান্তিক ভাইয়া আমাকে কিনে দিয়েছে।

প্রিয়ন্তি অস্ফুটে উত্তর দেয় ‘হুম’

‘বের করছিস কেনো? আর ওনার রুমেই বা এই শাড়ী কেনো?

প্রিয়ন্তির চোখে পানি। ছলছল চোখে বলে,

‘অর্ষা আজ তোর বিয়ে।

অর্ষা হেসে বলে, মজা নিচ্ছিস?

‘না সত্যি বলছি আমি। প্রিয়ন্তির মুখের সিরিয়াস ভাব দেখে রুহ কেঁপে উঠে অর্ষার। ঠোঁটজুড়া ঈষৎ কেঁপে উঠে তার। জোরে বললো,

‘কিই? কার সাথে?

‘ভাইয়ার সাথে।

প্রিয়ন্তির মুখের ‘ভাইয়ার সাথে’ কথাটা যেনো অর্ষার কানে ধোঁয়া বের করছে। অর্ষা বিছানা থেকে দাঁড়িয়ে হাতের মুঠোয় দুটা শক্ত করে তড়িঘড়ি করে দরজা খুলতে যায়। বাঁধা হয়ে দাঁড়ায় প্রিয়ন্তি।

‘তুই না সেজে যেতে পারবিনা অর্ষা।

‘সর বলছি..আমাকে যেতে দে।

‘আজ তোর কথা রাখতে পারবোনা অর্ষা। এইটা ভাইয়ার আদেশ। এইবার অর্ষা যেনো নিজেকে আর সামলাতে পারেনি। সামনে থাকা ফুলদানিটা সজোড়ে ফেলে চিৎকার করে বলে,

‘তোর ভাই নিজেকে ভাবেটা কি? ওনার যা ইচ্ছে ওনি তাই করবে? আর আমি চুপ থাকবো? কেউ কি জানতে চেয়েছে আমি এই বিয়েতে রাজি কিনা? তাহলে কোন অধিকারে তিনি এই বিয়েতে মত দিয়েছেন? আমি এই বিয়ে কিছুতেই করবোনা। কিছুতেই না..এইটা বলেই কান্নায় ফ্লোরে লুটিয়ে পরে অর্ষা।

প্রিয়ন্তি নিরব দর্শক। আপাতত তার কিছুই করার নেই। সে জানে যা হচ্ছে অর্ষার ভালোর জন্যই৷ প্রিয়ন্তি চোখের পানিটুকু মুছে অর্ষাকে টেনে তোলার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ। হঠাৎ তাদের রুমে প্রবেশ করে নাফিস সরদার।

১৫৫.

লাল রঙা শাড়ীতে রুম থেকে বেরিয়েছে অর্ষা। তাকে ধরে ধরে নিচে নিয়ে আসছে প্রিয়ন্তি। প্রান্তিক অর্ষার দিকে আড়ঁচোখে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। এখন তাকে স্ট্রং থাকতে হবে। কারণ সে জানে অবশ্যই অর্ষা তাকে একটা নয় হাজারটা প্রশ্ন করবে।

‘আমার আম্মাডারে কি সুন্দর লাগছে।

‘আব্বা জানেন? মেয়েদেরকে যখন অন্যের ঘরে পাঠানো হয় তখন মা-বাবাদের এক অদ্ভুত ক্ষমতা মহান আল্লাহ তায়ালা দিয়ে দেন। আর তা হলো মেয়েটির নামে সুন্দর প্রশংসার বহিঃপ্রকাশ করা।

মেয়ের মুখের এই কথাটি যেনো নাফিস সরদারের বুকে গিয়ে বিঁধেছে। তাও নিজেকে অনেক কষ্টে সামলান তিনি। রাহেলা বানু নিরবে চোখের পানি ফেলছে। মনিশা চৌধুরী বোনের চোখের পানি মুছতে ব্যস্ত। প্রিয়ন্তি ফরহাদ চৌধুরীর পাশে দাঁড়িয়ে আছে।

‘প্রান্তিক কাজী আসবে কখন?

‘আব্বু এইতো কিছুক্ষনের মাঝেই চলে আসবে।

অর্ষা প্রান্তিকের এই হেলদোলহীন ব্যাপারগুলো সহ্য না করতে পেরে মনে এক ঘৃণার দাগ কেটে নেয়। এক পলক অশ্রু জড়া আখিঁ পল্লবে প্রান্তিকের দিকে তাকায়। ভায়োলেট কালারের পান্জাবি,হাতে ঘড়ি। চুলগুলো সিল্ক এর মধ্যে অনেকটা উঠা উঠা। সোফায় বসে বার বার দরজার সহিত ব্যস্ত হয়ে তাকাচ্ছে হয়তো কাজীর জন্য। এইসব ভাবতেই অর্ষার কষ্টে বুক ফেটে যাচ্ছে। অর্ষা তার মায়ের দিকে এক পলক তাকিয়েছে। করুন দৃষ্টিতে হয়তো এই করুন দৃষ্টি বার বার বলছে, ‘আম্মা কিছু করেন’ কিন্তু একি! তার মা যে অসহায় ভঙ্গিতে চোখের পানি ফেলছে। হঠাৎ প্রিয়ন্তির মুখ থেকে অর্ষা শুনলো,

‘কাজী এসেছে’।

১৫৬.

অর্ষাকে প্রিয়ন্তি বার বার জোর করছে কবুল বলতে কিন্তু অর্ষা পাথরের ন্যায়।

হঠাৎ অর্ষার বাবা অর্ষাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললো, ‘কবুল বল’

‘আব্বা আপনি আমারে মাইরা ফেলান তাও আমারে কবুল বলতে বলবেন না৷ কান্না করতে করতে কথাগুলো বলছিলো অর্ষা। প্রান্তিক রেগে অর্ষার হাত দুটো শক্ত করে ধরে বলে,

”Say Kobol..নয়তো যেই থাপ্পড়টা খালুজান দিয়েছে সেইটা আবার তোমার অপর গালে আমি রিপিড করবো।

অর্ষা……নিশ্চুপ

‘অর্ষা বলো কবুল.. চিৎকার করে কথাটা বলতেই অর্ষা ঈষৎ কেঁপে উঠে। আস্তে করে তিনবা এক নাগারে কবুল বলে ফেলে এরপর সাথে সাথে সেন্সল্যাস হয়ে যায় অর্ষা।

১৫৭.

ছোট ছোট চোখ খুলে তাকায় অর্ষা। চোখ খুলো কপালে এক হাত রেখে উঠতে গেলে কারো কন্ঠে

‘কষ্ট করে উঠতে হবেনা রেস্ট নাও’

এই কথাটি শুনে সামনে তাকায় অর্ষা। দেখে প্রান্তিক হাতে সুপের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। মুহুর্তেই কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই চোখে পানি এসে জমা হয় তার। রাগে জেদে প্রান্তিকের দিক থেকে চোখ ফিরিয়ে হাতের মুষ্টি আবদ্ধ করে এক ধ্যানে অন্যদিকে তাকিয়ে থাকে সে। তার বাবার মাথা ছুঁয়ে কথা না দিলে হয়তো সে বিয়েটা মরে গেলেও করতোনা।

‘সুপটা খেয়ে নাও’

‘খাবো নাআআআআ’

‘আমি জোর খাটাতে চাচ্ছিনা অর্ষা’

‘বললামতো খাবোনা। আর আপনি এই রুমে কি বের হোন এইখান থেকে’।

‘আমাদের রুম এইটা আজ থেকে।

‘আমি এই বিয়ে মানিনা।

‘মানতে তুমি বাধ্য..এইটা বলেই প্রান্তিক অর্ষার দুই গাল চেপে হা করিয়ে সুপের চামচটা মুখে ঢুকিয়ে দেয়।

‘সরুন বলছি আমার কাছ থেকে সরুন। ভুলেও আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না।

‘যদি করি?

‘করবেনা নাআআ বললামতো।

‘যদি করি তাহলে?

‘যানতো এইখান থেকে।

প্রান্তিক বিছানা থেকে উঠে চলে যায়। অর্ষা ভেবেছে প্রান্তিক হয়তো রুম ছেড়ে চলে যাবে কিন্তু প্রান্তিক রুম ছেড়ে না গিয়ে দরজা বন্ধ করে অর্ষার দিকে এগোচ্ছে। প্রান্তিক একদম অর্ষার সামনে যেতেই অর্ষা ভয়ে ঘাবড়ে বলে উঠে,

‘দে দেখুন…

হঠাৎ প্রান্তিক অর্ষার পাশে শুয়ে পরে।। আচমকা এমনটা করাতে অর্ষা বেশ অবাক হয়। অর্ষা উঠতে যাবে এমন সময় প্রান্তিক নেড়েচেড়ে অর্ষার দিকে তাকিয়ে বলে,

‘শুয়ে পড়ো। বিছানা থেকে উঠলে….

‘কি?

‘খবর আছে। প্রান্তিকের শেষ কথাটা অতিরিক্ত গম্ভীরর্য বলেই অর্ষা আর কথা না বাড়িয়ে বিছানাতেই বসে রইলো। চুপ হয়ে আছে সে। তার কোনো কথা বাড়ানোর ইচ্ছে বা আগ্রহ কোনোটায় নেই এখন।

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here