এক_তুমিতে_আসক্ত #পার্টঃ২৬ #Writer:#মারশিয়া_জাহান_মেঘ

0
354

#এক_তুমিতে_আসক্ত
#পার্টঃ২৬
#Writer:#মারশিয়া_জাহান_মেঘ

বউ’ চলো আমরা ঘরতে যাই। প্রান্তিকের কথায় অর্ষার কোনো ভাবান্তর হলোনা৷ সে ঠাঁই বেলকনির গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। প্রান্তিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুমে গেলো। হাতের ফোনটা হাতে নিয়ে শৈবালকে কল দিলো।

‘শৈবাল…

‘কি হয়েছে প্রান্তিক কন্ঠ এমন শুনাচ্ছে কেনো? অর্ষা ঠিক আছেতো?

‘নারে কিছু ঠিক নেই। তুই কোনো ভালো ডক্টরের এপোইরমেন্ট নিয়ে রাখ আজকে বিকেলেই আমি অর্ষাকে নিয়ে ডক্টরের কাছে যাবো।

‘তুই কোনো চিন্তা করিসনা। আমি এক্ষুনি দেখছি।

১৭৪.

মনিশা আমরা যাই তোরা অর্ষাকে দেখে রাখিস’

‘চিন্তা করিওনা আপা আমরাতো আছি। মেয়েটা আসলে এতো বড় সত্যিটা মেনে নিতে পারছেনা।

‘হুম জানি। নিয়তি। আচ্ছা আমরা যাই কেমন?

‘ঠিক আছে দোলাভাই।

নাফিস সরদার আর রাহেলা বানু চলে যেতেই একটা নিশ্বাস ছাড়েন মনিশা চৌধুরী। মনে মনে নিজের কাছে তার নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। কথাগুলো ওইসময় তোলাই ঠিক হয়নি।

‘আম্মু আম্মু…

‘কি হয়েছে প্রিয়?

‘অর্ষাকে নিয়ে ভাইয়া ডক্টরের কাছে যাবে।

‘যেতে তো হতেই হবেরে মেয়েটা যে কথা বলতেই ভুলে গেছে।

‘আম্মু অর্ষার সাথে খুব খারাপ হয়েছে ওই নরপশুটার ফাঁসি হওয়ার দরকার ছিলো।

‘আমরা কেউ ছাড়বোনা সোহেলকে। এতো ছোট মেয়েটার সাথে আজ থেকে কয়েক বছর আগে কি বাজে জঘন্যতম কাজটাই না করেছে। তা ভাবলেই আমার দেহ কেঁপে উঠে।

‘কান্না করোনা আম্মু চলো তাড়াতাড়ি আমায় খেতে দাও ভার্সিটি যাবো। আজতো অর্ষা যেতেই পারবেনা।

‘না অর্ষা সুস্থ হোক তারপর যাবে।

১৭৫.

‘তাইফা অর্ষার সাথে খুব খারাপ হয়েছে তাইনারে?

‘খুব খুব খারাপ হয়েছে। আসলে কি বলতো রিমি আমাদের সমাজটাই এমন। পুরুষ নামের কিছু কাপুরুষ ধ্বংস করে দেয় মেয়েদের জীবনটাকে।

‘হুমরে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কিছুই করার নেই।

‘চল রেডি হয়ে নে ভার্সিটি যাবো।

‘হুম চল চল। অলরেডি লেইট।

১৭৬.

‘দেখুন মিস্টার চৌধুরী আপনার ওয়াইফের মানসিক চিন্তা ভাবনায় অনেকটা শকড এর জন্যই তিনি চুপচাপ হয়ে গেছেন কিন্তু কোনো প্রবলেম নেই কিছুদিন পর তিনি ঠিক হয়ে যাবেন।

“সত্যি ডক্টর কোনো প্রবলেম নেইতো?

‘না। সত্যি বলছি।

‘ওকে থেংকস ডক্টর। আজ তাহলে আসি। প্রান্তিক বাইরে আসতেই দেখে অর্ষা টেবিলে বসে আছে। ছোট বেঞ্চিতে। অর্ষাকে ডক্টর বলেছে বাইরে যেতে তাই সে বাইরে চলে আসে। আর প্রান্তিকের সাথে আলাদা কথা বলে। অর্ষাকে প্রান্তিক হাত ধরে উঠিয়ে হসপিটাল থেকে বাইরে বের হয়ে গাড়িতে উঠে। আজ সে অর্ষাকে নিয়ে ঘুরবে। গাড়িতে উঠতেই প্রান্তিক এক হাত দিয়ে ড্রাইভিং করছে আর অন্য হাত দিয়ে অর্ষার হাতে হাত রাখলো। অর্ষা জানালার বাইরে তাকিয়ে ছিলো হঠাৎ কারো হাতের স্পর্শ পেতেই ফিরে তাকালো। প্রান্তিকের হাতটা সরিয়ে আলতো করে নিজের হাতটা গুটিয়ে নিয়ে বললো,

‘আমাকে স্পর্শ করবেন না। আমার লাইফে নিজেকে জড়ানোর চেষ্টাও করবেন না।

হঠাৎ অর্ষার মুখে কথা ফোঁটাতে প্রান্তিক কিছুটা চমকে তাকালো। পরে বললো,

‘আমি একবার নয় হাজারবার তোমাকে স্পর্শ করবো। আর ভুলে যেওনা আমরা ছোট থেকেও বিবাহিত আর ওইদিনও বিবাহে পুনরায় আবদ্ধিত হয়েছি।

‘আমি নিজে দাঁড়িয়ে অন্য কোনো মেয়ের সাথে আপনার বিয়ে দিবো।

অর্ষার এই কথা শুনে প্রান্তিক রেগে গাড়ি স্পিডে চালাচ্ছে আর ঘন ঘন নিশ্বাস নিচ্ছে।

অর্ষা প্রান্তিকের এমন রেগে যাওয়াতে ভয় পেলেও চুপ থাকে। কারণ সে জানে এখন ওইসব কিছু বলে লাভ নেই।

গাড়ী থামে একটা পার্কের সামনে। প্রান্তিকের চোখ দুটো লাল হয়ে আছে। বুঝাই যায় কতোটা রেগে আছে অর্ষার কথায়। প্রান্তিক গাড়ি থেকে নামতেই অর্ষার জন্য না দাঁড়িয়েই কোথায় যেনো চলে যায়।

‘এই এই কোথায় যাচ্ছেন আমাকে ফেলে?

প্রান্তিক অর্ষার কোনো কথা কানে না নিয়ে আপনমনে হেঁটে চললো।

‘ইশশ ওনি কোথায় গেলেন।

রৌদ্রে ঘুরতে ঘুরতে অর্ষা চারিদিকে খুঁজছে প্রান্তিক কে কোথাও পাচ্ছেনা৷ হঠাৎ চোখ যায় পার্কের আনমনে এক কোণে। অনেকগুলো বাচ্চার সাথে খেলা করছে প্রান্তিক। কি স্নিগ্ধ তার হাসি। হঠাৎ প্রান্তিক ওই বাচ্চাগুলোর থেকে আলাদা হয়ে একটা বেঞ্চে বসে চুল টেনে মাথা নিচু করে বসে। বুঝাই যাচ্ছে তার ভীষণ মন খারাপ। অর্ষা এইসব ভাবতেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে। অর্ষা আনমনে হেঁটে প্রান্তিকের পাশে বসে অন্যদিকে চেয়ে বললো,

‘আমি বাসায় যাবো।

………

এই যে শুনছেন আমি বাসায় যাবো। আমার ভালো লাগছেনা এইখানে।

প্রান্তিক এইবার মাথা তুলে বসলো। অর্ষা প্রান্তিকের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। লাল চোখে পানি টলমল করছে। প্রান্তিক অর্ষাকে এক হাত হেচকি দিয়ে টেনে নিজের একদম কাছে এনে ছলছল চোখে বলে,

‘এই অর্ষা অর্ষা..তুই কেনো আমাকে বুঝিসনা কতোটা ভালোবাসি? আনসার মি ম্যান আনসার মি।

অর্ষা প্রান্তিকের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়।

‘প্লিজ শান্ত হোন প্লিজ। আম আমি…আসলে প্লিজ শান্ত হোন।

প্রান্তিকের এই অবস্থা দেখে অর্ষার সব কথা তালগোল পাকিয়ে যায়।

‘আচ্ছা তোমাকে কি আমি বিয়ে করেছি অন্য কাউকে জীবনে আনার জন্য? তুই কি করে ভাবলি তোকে এই প্রান্তিক চৌধুরী এইভাবে ছেড়ে দিবে? নো ওয়ে। ছোটবেলা থেকে তুই আমার। আর আমার জিনিস আমি কিভাবে বুঝে নিতে হয় তা ভালো করে জানি।

‘প্লিজ এখন চলুন বাসায় চলুন প্লিজ৷ মানুষজন দেখবে।

১৭৭.

বাসায় ফিরতেই প্রান্তিক আর অর্ষা দেখলো বাড়ি ভর্তি মেহমান। হঠাৎ প্রান্তিক কে একটা মেয়ে জড়িয়ে ধরেছে। আচমকা এমন ঘটনায় চমকে উঠে অর্ষা। তার কেমন জানি লাগছে। কিন্তু কেনো লাগছে তার উত্তর অজানা। প্রান্তিক একটু আগে যতটুকু রেগেছিলো তা সামলে নিলো তাকে জড়িয়ে ধরে থাকা মেয়েটিকে দেখে। অবাক হয়ে বললে,

রাই!

‘কেমন আছো প্রান্তিক?

‘ভালোতো ছিলাম না তোমাকে দেখে ভালো হয়ে গেছি। অর্ষার দিকে আড়ঁচোখে তাকিয়ে কথাটা বললো প্রান্তিক। অর্ষা বুঝতে পারছে প্রান্তিকের চোখের রাগ।

‘মা অর্ষা এই হলো প্রান্তিকের দূরসম্পর্কের একজন ফুপ্পি আর এই হলো রাই প্রান্তিকের ফুপ্পির মেয়ে।

‘আসসালামু ওয়ালইকুম ফুপু মা।

‘ওয়ালাইকুম সালাম। এ বুঝি আমাদের প্রান্তিকের বউ?

‘হুম আপা।

‘মাশাল্লাহ।

প্রান্তিকের হাত এখনো ধরে আছে রাই। রাই প্রান্তিকের পাশ থেকে এসে বললো,

‘তুমি অর্ষা রাইট?

‘জ্বি।

‘আমি রাই। প্রান্তিকের কাজিন। তোমাদের বিয়ের কথা শুনেছি। হঠাৎ ই হয়ে গেলো।

‘রাই তুমি থাকো আমি ফ্রেইশ হয়ে আসছি। এইটা বলেই প্রান্তিক বড় বড় পা ফেলে উপরতলায় উঠলো। প্রান্তিক যেতেই মনিশা চৌধুরী বললো,

‘বুঝলি অর্ষা? রাই আর প্রান্তিক একে অপরের বেষ্ট ফ্রেন্ড। ছোট বেলায় একজন আরেকজনকে ছাড়া একটুও থাকতে পারতোনা।

হঠাৎ প্রিয়ন্তি রুমে ঢুকতে ঢুকতে বললো,

“শুধু তাই নয় একজনের কিছু হলে অন্যজন অস্থির হয়ে যেতো।

রাই গিয়ে দৌঁড়ে জড়িয়ে ধরে প্রিয়ন্তিকে।

‘কেমন আছিস বুড়ি?

‘ভালো আছি টেডিবিয়ার আপু। তুমি কেমন আছো?

‘হুম আমিও অনেক ভালে আছি।

অর্ষার এইসব কিছুই ভালো লাগছেনা। তাই কাউকে কিছু না বলে উপরে চলে গেলো। অর্ষা যেতেই সবাই খিলখিল করে হেসে ফেললো।

১৭৮.

‘হ্যালো..হ্যাঁ আজকের মিটিং ক্যান্সেল করে দাও আমার বেষ্টফ্রেন্ড রাই এসেছে।

……..

‘নো প্রবলেম একটা ডিল গেলে আরেকটা আসবে। প্রান্তিক ফোনে কারো সাথে এমন কথা বলছে শুনে অর্ষা কাপড় ভাজঁ করতে থাকে আর মনে মনে বিড়বিড় করতে থাকে,

‘আজব বেষ্ট ফ্রেন্ড কি আর কারো নেই নাকি যে বেষ্ট ফ্রেন্ডের জন্য মিটিং ক্যান্সেল করতে হবে।

প্রান্তিক ফোনটা রেখে এক পলক অর্ষার দিকে তাকিয়ে দেখলো অর্ষা কি যেনে বিড়বিড় করছে। হঠাৎ কেউ একজন বললো,

‘আসতে পারি?

অর্ষা আর প্রান্তিক দরজার সামনে তাকায়। প্রান্তিক হেসে বলে,

‘আরে রাই আসো আসো ভেতরে আসো।

চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here