#প্রেম_হয়ে_এলি_তুই
#লেখিকা : #ohona_akther
#বোনাস_পার্ট
🚫 কপি করা সম্পুর্ণ নিষেধ ~
ছাদের উপর দাঁড়িয়ে আছে রুপা আর জিসান। তাদের মধ্যে নিরবতা বিরাজমান। নিরবতা ভেঙ্গে জিসান বলল-
” তুই নাকি আমাকে ভালোবাসিস? তাহলে এখন অন্য একজনের সামনে এভাবে সেজেগুজে আসলি কেনো? এখন যদি পাত্রের জায়গায় আমার পরিবর্তে অন্য কোনো ছেলে থাকতো তখন? ”
” তো? ”
” তো মানে? তুই সেই ছেলেকে ঢেং ঢেং করে বিয়ে করে নিতি? ”
” না নেওয়ার তো কিছু নেই। ওই যে একটা গান আছেনা তুমি যদি ভুলে থাকো আমাকে ছাড়া আমি কেনো পারবোনা। ”
” বাহ! তোরা মেয়েরা তো দেখছি একেবারে গিরগিটির মতো।
সেদিন তো একেবারে কেঁদে কেটে একাকার হয়ে গেলি। দুদিনের মধ্যেই ভালোবাসা হাওয়া হয়ে গেলো! আবার বলছিস তুমি যদি ভুলে থাকো আমাকে ছাড়া আমি কেনো পারবোনা। ”
” আমি বলিনি। সঙ্গীতশিল্পী আসিফ বলেছে। ”
” যেই বলুক তুই তো আমাকেই বললি। ”
” হুমম। তো বলবো না? তোর কি মনে হয় তুই আমাকে রিজেক্ট করবি আর সেই শোকে আমি কেঁদে কেটে বুক ভাসাবো! সেগুরে বালি। ”
” এই তুই আমাকে তুই-তোকারি করে কথা বলছিস কেনো? তুই কি ভুলে গেছিস দুদিন পর আমি তোর বর হবো? ”
” তো তুই কিভাবে কথা বলছিস? ”
” আব…ততুই আগে শুরু কর। তারপর আমি করবো। ”
” আমি পারবোনা। তুই করে বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে তাই এখন তুমি করে বলতে আমার কেমন জানি লগাছে। তুই আগে শুরু কর তারপর আমি শুরু করবো। ”
” না তুই আগে শুরু করবি মানে তুই আগেই শুরু করবি। ”
” আমি যখন বলছি তখন তুই আগে শুরু করবি। ”
” আমি আগে বলেছি তুমি করে বলতে তাই তুই আগে তুমি করে বলবি। ”
এই সামান্য কথা নিয়ে দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে গেলো।
অবনি ছাদে এসেছে জিসান আর রুপাকে ডাকতে কিন্তু এসে ওদের এরকম ঝগড়া করতে দেখে অবনি হতভম্ব হয়ে গেলো।
” এই তোরা দুজন কি শুরু করলি? এই মূহুর্তে মানুষ একটু রোমান্টিক কথাবার্তা বলে আর তোরা কিনা ঝগড়া করছিস? ”
রুপা বলল-
” আমি মোটেও ঝগড়া করিনি। ও নিজেই ঝগড়া শুরু করে দিয়েছে। ”
” মিথ্যে কথা। এই রুপাই সব সময় এক্সকিউজ খুঁজে ঝগড়া করার জন্য।”
” আরে থাম তোরা৷ সামনা-সামনি এমন একটা ভাব করিস যেনো দুজন দুজনকে মোটেও সহ্য করতে পারিসনা। অথচ ভেতরে ভেতরে দুজনই দুজনকে ভালোবাসিস। ”
” অসম্ভব। এরকম ডাইনি ঝগড়ুটে মেয়েকে কে ভালোবাসে। ”
” তোর মতো সয়তান ঝগড়াটে ছেলেকে ভালোবাসতে আমার বয়েই গেছে। ”
” কেনো? সেদিন তো একেবারে কেঁদে কেটে একাকার হয়ে বললি তুই আমাকে ভালোবাসিস। ”
” সেটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাহ। ”
তাদের আবারও ঝগড়া করতে দেখে অবনি বলল-
” এই থাম তোরা। আবার শুরু করে দিয়েছিস? দুজন দুজনকে ভালোবাসিস না বলে একজন খাওয়া-দাওয়া বন্ধ করে কান্নাকাটি করে দেবদাস হয়ে গেছিস আরেকজন ব্লক খেয়ে ফোন দিতে দিতে আমার কান জ্বালা পালা করে দিয়েছিস। আর ভালোবাসলে জানি কি করতিস! ”
অবনির কথা শুনে রুপা অবাক হয়ে বলল-
” কিহ! তোকে জিসান বলেছিলো আমি যে ব্লক করেছিলাম? তুই না বললি তুই অনুমান করে নিয়েছিস। ”
” সেটা তো এমনিই বলেছিলাম। জিসান তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলো তাই। ”
” কিহ! তোরা দুজন প্ল্যান করে আমার সাথে অ্যাক্টিং করছিলি? ”
” আরে বাবা একটু আকটু অ্যাক্টিং না করলে কি সারপ্রাইজ দেওয়া যায় নাকি। ”
” পেটে পেটে তোদের এতো কিছু। তোর কপাল ভালো আমার পুচকু সোনা তোর সাথে আছে নাহলে তোর কপালে আজ শনি ছিলো। ”
” শনি রবি পরে খুঁজিস। সবাই নিচে অপেক্ষা করছে নিচে যাবি চল। ”
তিনজন মিলে নিচে নেমে আসছিলো। অবনি সামনে সামনে হাঁটছে জিসান আর রুপা পেছন পেছন আসছে। অবনি একেবারে নিচের সিঁড়িতে এসে যেইনা ফ্লোরের দিকে পা বাড়াবে অমনি শাড়ির কুঁচির সাথে পা বেজে হুমড়ি খেয়ে নিচে পড়ে গেলো।
রুপা আর জিসান ভয়ার্ত চেহারা নিয়ে অবনি বলে চিল্লিয়ে উঠলো। ওদের চিৎকার শুনে সকলে সেদিকে দৃষ্টি দিতেই অবনিকে পড়ে যেতে দেখে ঘাবড়ে গেলো। সকলে দ্রুত পায়ে অবনির দিকে এগিয়ে এলো।
#চলবে….
( ভুলত্রুটি ক্ষমা করবেন। গাইস গল্পটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ১/২ পর্ব হবে হয়তো। 🥲 )
আমার গ্রুপ : https://facebook.com/groups/834251051795835/
[ কোনো মেয়ে পাঠিকা আমার মেসেঞ্জার গ্রুপে এড হতে চাইলে বলিও। 👍 ]