বোকা ছেলে পর্ব ১১

0
738

# বোকা ছেলে
# পাঠ ১১
(যারা আগের পর্বগুলো পড়েন নাই তারা আমার টাইমলাইন থেকে পড়ে নিবেন)
আবেগী ভালোবাসা
এভাবেই চলছিলো অভির জীবন,এখন আর অভি কে দেখে কেউ বেশি ভয় পায়না, তবে অভি রাখ দেখালে সবাই পালিয়ে যায়,
একদিন অভি ক্লাস করছে এমন সময় একটা মেয়ে এসে সরাসরি ক্লাসে ডুকে পরে, আর অবির সামনে গিয়ে ঠাস ঠাস করে কয়কাটা থাপ্পড় মেরে দেয়,
স্যার=এই মেয়ে কি করছো
অভি=
মেয়ে=আপনি জানেন না স্যার এই ছেলেটা কতোটা লম্পট, লুচ্ছা
অভি=আপনার কথাও ভুল হচ্ছে
স্যা=কেনো ও কি করেছে
মেয়ে=ও আমার এক ফ্রেন্ড কে ভালোবাসার কথা বলে ওর সব কেরে নিয়েছে, এখন বলছে ও নাকি ওকে ভালোবাসে না
অভি=আমি এরকম কিছু করিনাই, বিশ্বাস করেন স্যার,ওনার কথাও ভুল হচ্ছে
মেয়ে=আমার ভুল হচ্ছে তাইনা, তুই যে কি মানের লুচ্ছা সেটা আমার জানা হয়ে গেছে
ক্লাসের সবাই অবির দিকে এক ভাবে তকিয়ে আছে,আর অভি নিচের দিকে তাকিয়ে আছে চোখ থেকে ফোটা ফোটা পানি ঝরছে আর মনে মনে বলছে, মা দেখছো তুমি এখানে ভালো মানুষ এর কনো দাম নেই, আজ যদি আমি মেয়েটা কে একটা মেরে দিতে পারতাম আজ আর এতো অপমান হতে হতো না,
মেয়ে=অবির কলার ধরে, ক্লাস থেকে টানতে টানতে বাহির করে নিয়ে আসে, আজ তোর এমন অবস্থা করবো সবাই জেনো ওই কাজটা করতে দশ বার ভাবে
অভি শুধু নিছের দিকে তাকিয়ে আছে কিছুই বলতে পারছে না, সারা কলেজ অভির দিকে তাকিয়ে আছে,এমন সময় এক ছেলে বলে এখনি মেড়ে ফেলি সালাকে
অভি তাকিয়ে দেখে এটা সেই বড় ভাই, যাকে মেরেছিলো,এমন সময় একটা মেয়ে এসে, তোরা কাকে ধরে নিয়ে এসেছিস, অভি তাকিয়ে দেখে এটা সেই মেয়ে যার জন্য বড়
বাইকে মেরেছিলো,অভি কিছুই বুজতে পারছে না, মেয়ে=কেনো ও তোর সাথে টিজ করেনি
মে=না ও হবে কেনো,
মেয়ে=তাহলে বললি যে নিল শার্ট পরা ছেলে
মে=হুম বলেছিলাম কিন্তু এই ছেলে না
মেয়ে=সরি, বিশ্বাস করো আমি
অভি=কথা থামিয়ে দিয়ে, বলতে হবে না, কাউকে অপমান করার আগে, তার ব্যাপারে জেনে তার পর আসেন, আজ ত আমাকে সবার সামনে অপমান করলেন,
জিম=হাতে ধরে প্লিজ আমাকে মাফ করে দাও
বড় ভাই=কি করছিস নিলা মাথা ঠিক আছে তোর
নিলা=হুম আমার মাথা ঠিক আছে এখন তুমি যাও
ভরভাই=আচ্ছা তুই যা বুজিস
এই বলে ছেলে গুলা চলে যায়
স্যা=শুধু ছেলেটা এতো ছেলে মেয়ের সামনে অপমান করলে,
নিলা=আমি আসলে খুব লজ্জিত, জীবনের প্রথম এমন একটা কাজ করে বসলাম, যা এই ছেলেটা করেই নাই,আপনি ওকে একটু বুজান না প্লিজ স্যার, আমি ত আর ইচ্ছে করিনি
স্যা=বাবা আমি বলছিলাম কি, ভুল ত মানুষ এরি হয়, তুমি ওকে মাফ করে দাও
অভি=আমি কি বলেছি আমি ওর অপর রেগে আছি
নিলা=তার মানে ক্ষমা করেছো
এটাই হয়তো নিলার প্রথম সূত্র যা দ্বারা অভির কাছে যেতে পারে আর বদলা নিতে পারে
তারপর অখান থেকে যে যার মতো চলে যায়
তারপর নিলাও সেই কলেজে ভর্তি হয়ে যায়,
তারপরের দিন নিলা এগিয়ে যায় অভির সাথে কথা বলতে,
নিলা=হাই
অভি=বিরক্ত নিয়ে, আপনি এখানে
নিলা=আমি এখানেই ভর্তি হয়েছি, আর কার জন্য জানো
অভি=সেটা আমি জেনে কি করবো,
নিলা=আমি তোমার জন্য ভর্তি হয়েছি
অভি=কেন
নিলা=সময় হলেই জানতে পারবে
এরি মাঝে ক্লাসে টিচার চলে আসে, তারপর স্যার নিলার ব্যাপারে বলে, কথা এমন ছিলো এ হচ্ছে নিলা, আজ থেকে তোমাদের সাথে ক্লাস করবে, আর এর বাবা একজন শিল্প পতি, দেশের দশ জনের মধ্যে একজন, আর তার একমাত্র মেয়ে এই নিলা,বুজতেই পারছো আমি কি বুজাতে চাইছি
তারপর ক্লাস শুরু হয়, নিলা গিয়ে অভির পিছোনে বসে,পিছন থেকে, অভি কে কলম দিয়ে খুঁচিয়ে যাচ্ছে, অভি বিরক্তি ভাব নিয়ে, কি হচ্ছে তোমার সমস্যা কি
নিলা=কিছুই না
অভি=তাহলে আর খুঁচিয়ো না
নিলা=আমি মানলে ত
আবার যখন খচা দেয় অভি স্যার কে ডাক দেয়
অভি=স্যার, চিৎকার দিয়ে
নিলা=ভয় পেয়ে যায়, সরি ভুল হইছে
অভি=স্যার
নিলা=বলছি ত আর করবো না
অভি=না আমি বলবোই, স্যার
স্যার=কি হয়েছে
নিলা=
অভি=বাহিরে যাবো
স্যার=এর জন্য এতো জোরে চিৎকার করতে হয়
অভি=না মানে না স্যা
স্যা=যাও বলতে হবে না
অভি=নিলার দিকে তাকিয়ে
নিলা=
স্যা=
অভি বাহিরে চলে আসে, কিন্তু কি করবে ভেবে না পেয়ে একটা গাছের নিছে বসে পরে
নিলা=স্যার আমিও বাহিরে যাবো
স্যা=যাও,
নিলা=জ্বি স্যার
নিলা দেখে অভি গাছের নিছে বসে আছে,
তাই অখানেই চলে যায়
( অভির যে নিলাকে পছন্দ হয়না তা কিন্তু না সামথিং সামথিং যাকে বলে আর কি)
নিলা=
অভি=
নিলা=তখন আমাকে ভয় দেখালে কেনো
অভি=মজা নিলাম
নিলা=আমার সাথে মজা নিতে ভালো লাগে তাই না
অভি=এই তুমি কাঁদছ কেনো
নিলা=জানো আমি তখন কতো ভয় পেয়েছি
অভি=ভয়ের কি আছে স্যার ত আর তোমাকে মাড়বে না, হাজার হলেও শিল্পপতির মেয়ে বলে কথা
নিলা=
অভি=
নিলা=আমার গুনা গুন করতে বলছি তোমাকে, আর আমার এতো বিশালত্ব ভালো লাগেনা
অভি=তাই নাকি
নিলা=জানো আমার ইচ্ছা কি
অভি=সেটা আমার জানতে হবে না
নিলা=হুম
অভি=
এভাবে কিছুদিন কেটে যায়, তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে, একে অপরকে ছাড়া বাচতেই পারবেনা,
একদিন অভি রাতে ঘুমিয়ে আছে,এমন সময় অভি খিয়াল করলো তার ঘরে কেউ প্রবেশ করছে, অভি ভয়ে ভয়ে কে কে অখানে
নিলা=আমি অভি
অভি=তুমি এতো রাতে আর আমার বাড়িতে কেনো আসছো, ঘরে প্রবেশ করলে
—– চলবে ——
(সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here