—“নীরা আপনি কি ভয় পাচ্ছেন?
ওরহানের ঠোটের কোনায় ক্রুর হাসির রেখা ফুটে উঠেছে। তাকে এখন আরও মারাত্মক লাগছে দেখতে। নীরা তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। ওরহানের এমন ভয়ংকর সৌন্দর্য্য নীরা’কে যেন আরও বেশি আতংকিত করে তুলছে।
—“না। আপনি আবার কোন সময় আমার ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত চুষে খাবেন কে জানে!
—“আমরা আর এখন সেভাবে রক্ত খাই না। ব্লাড ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণের পছন্দের রক্ত কিনে নিয়ে আসি। চলে যায় মাসখানেক।
—“শুনে শান্তি পেলাম।
নীরার কাচুমাচু করা মুখটা দেখেই বোঝা যাচ্ছে সে বেশ শান্তি পেয়েছে। কিন্তু ওরহান মুহুর্তেই তার শান্তি চুরমার করে বলল,
—“আমার ও-পজেটিভ রক্ত খুব ভালো লাগে। হালকা মিষ্টি মিষ্টি ঘ্রাণ আছে।
নীরার মুখটা মলিন হয়ে গেছে। ওরহান কি জানে তার ব্লাডগ্রুপ কি! অবশ্য জানতেও পারে। অসম্ভব কিছু নয়। নীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল,
—“ওহ!
—“আচ্ছা নীরা, আপনার রক্তের গ্রুপ কি?
—“জানি না। কখনো পরীক্ষা করাইনি।
#child_of_night
এটা কোনো পর্ব নয়। তবে গল্পের একটা ছোট অংশ। একেবারে লেখালেখি ছেড়ে থাকতে পারছিনা। অংশ টুকু পড়ে আপনাদের প্রতিক্রিয়া কেমন তা জানতে চাই। কি মনে হয়, কি ঘটবে ওরহান আর নীরার সাথে?
সময় পেলেই লিখছি। অথচ আমার এখন পড়া উচিৎ 😑
১৩ তারিখ থেকে এক্সাম, যাই পড়তে বসি😅
আর আপনারা আমার জন্য দোয়া করবেন প্লিজ😪