এক_রক্তিম_শ্রাবণে❤️পর্ব-১৩

এক_রক্তিম_শ্রাবণে❤️পর্ব-১৩
#লেখিকা_মালিহা_খান❤️

বিস্তর ফ্ল্যাটে ভয়াবহ নিস্তব্ধতা।তিনরুম,রান্নাঘর,আর বড় ড্রইংরুম জুড়ে পিনপতন নিরবতা।সব লাইট নিভিয়ে রুমের দরজা ভিড়িয়ে বিছানায় কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে তোহা।জ্বরটা এখন আবার বাড়ছে।অস্থির লাগছে।মুখ দিয়ে অস্ফুষ্ট স্বরে গোঙানির মতো শব্দ বের হচ্ছে।পানি পিপাসা পেয়েছে বড্ড।ঘরে পানি নেই।ঘুমানোর আগে বোতল সাথে নিয়ে ঘুমায়নি সে।
বহুকষ্টে পাশে হাতরিয়ে ফোনটা মুঠোয় নেয় তোহা।রাত বাজে তিনটা পনেরো।আধো আধো চোখে তিহানের নাম্বারে ডায়াল করতে যেয়েও করেনা সে।সামান্য পানি খাওয়ানোর জন্য তিহানকে গভীর ঘুম থেকে ডেকে তোলাটা নিতান্তই বোকামি মনে হলো।অগত্যা কোনরকমে দাঁতে দাঁত চেপে উঠে বসলো সে।গা ঝাঁড়া দিয়ে ঘরের লাইট জ্বালিয়ে বেরিয়ে গেলো।ড্রইংরুম অন্ধকার।তবুও ঘরের আলোয় এখন হাল্কা আলোকিত।শুকনো ঢোঁক গিলে দুরুদুরু মন নিয়ে দ্রুত হেঁটে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে যেইনা সে ঘুরেছে সঙ্গে সঙ্গেই অবচেতন মস্তিষ্ক আর ঘোলাটে দৃষ্টিতে ড্রইংরুমের মাঝখানটায় ছায়ার মতো একটা কিছু চোখে পরলো তার।শরীর জমে গেলো সেকেন্ডেই।আকস্মিক ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পানির বোতলটা ওখানেই ফেলে ছুট লাগালো সে ফ্ল্যাটের দরজার দিকে।দরজার লক খুলে দৌড়ে তিহানদের দরজায় পর পর চার পাঁচবার কলিংবেল বাঁজালো।সাথে চললো হাতের ঠাস ঠাস বাড়ি আর ভয়ার্ত কন্ঠের ডাক,”তিহান ভাই,দরজা খুলেন”।

কিছু জরুরি কাজ সেরে খাওয়া দাওয়া করে তখন সবেমাত্র একটু শুয়েছে তিহান।তোহার এহেন ডাকাডাকিতে বুকটা ধরফরিয়ে গেলো তার।উদাম গায়ে জামা না জড়িয়েই হনহন করে দরজা খুললো সে।আশেপাশের ফ্ল্যাটের মানুষ এই রাতের বেলা দরজা ধাক্কানোর শব্দ শুনলে তিল কে তাল বানিয়ে ছাড়বে।
দরজা মাত্র খুলতে না খুলতেই তার উপর একপ্রকার হামলে পরলো তোহা।একহাত কাঁধে আরেকহাতে পিঠ জড়িয়ে তিহানের বাহুতে কপাল ঠেকালো সে।

একটু অপ্রস্তুত হয়ে পরে তিহান।তোহাকে হঠাৎই এতটা কাছে আশা করেনি সে।চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে সামলালো তিহান।অত:পর তোহার চুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে শান্ত স্হির কন্ঠে বললো,
—“জ্বর তো আবার বেড়েছে তোর।ফোন দিসনি কেনো?”

ভয়ে থরথর করে কাঁপছে তোহা।একেতো জ্বর তার উপর এরকম আকস্মিক ভয়ে হৃদস্পন্দন প্রবলহারে বেড়ে গেছে তার।তোহাকে সহই একটু পিছিয়ে গিয়ে দরজাটা আটকে দিল তিহান।এই অবস্থায় তাদের কেউ দেখে ফেললে ব্যাপারটা খুবই বাজে দেখাবে।
তোহা চুপটি করে তিহানের বাহুতে মুখ লুকিয়ে রেখেছে।মাথার হাত বুলানোটা ধীরে ধীরে তার উর্ধ্বগতিতে দৌড়ানো হৃদস্পন্দনটাকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনছে।খানিকবাদে একটু শিথিল হলো সে।কাঁপুনি কমে আসতেই তিহান স্নেহময় কন্ঠে আস্তে করে বলে,
—“ভয় পেয়েছিস কেনো?”

কিছুক্ষন নিরবতা!তারপর তোহা বললো,
—“ছায়ার মতো কি যেন একটা…”।এখনও ভীত কন্ঠ তার।

নি:শব্দে হুট করে হেসে ফেলে তিহান।কন্ঠে হাসির রেশ টেনে বলে,
—“ওটা তোর মনের ভুল,এমন কিছু নেই।”

—“বিশ্বাস করুন।আমি সত্যিই দেখেছি।”

—“আচ্ছা ঠিকাছে,বিশ্বাস করলাম।এখন ছাড়।রাত হয়েছে অনেক।”

তোহা সাথে সাথে তাকে ছেড়ে দাড়ালো ঠি কই তবে পরমূহুর্তেই বলে উঠলো,
—“আমি যাবোনা ওখানে।”

তিহান উওর দিলোনা।ছোট্ট করে শ্বাস ফেলে ঘর থেকে টি-শার্ট গায়ে দিয়ে এসে তোহার হাত টেনে বললো,
—“পাগলামো করিস না তিহু।আমার সাথে আয়।কিছু নেই ওখানে।আমি বলছিতো।”

অনিচ্ছা সত্তেও সেদিকে পা বাড়ালো তোহা।তার অস্থির মনিজোড়া বারবার এদিক ওদিক ছুটে বেরাচ্ছে।ফ্ল্যাটে ঢুকতেই চুঁপসে গিয়ে তিহানের হাত ঘেঁষে দাড়ালো সে।ঠোঁট কামড়ে নিজেকে সংযত করলো তিহান।ড্রইংরুমের লাইট জ্বালিয়ে তোহাকে আশ্বস্ত করে বললো,
—“বলেছি না কিছুই নেই।কেবলই তোর মনের ভুল।ফ্ল্যাটে একা তো,একটু এমন হতেই পারে।ভয় পাস না।”

তোহা প্রত্যুওরে কিছু বললোনা।বারকয়েক পিটপিট করে সারা ড্রইংরুমে চোখ বুলাতেই তিহান বললো,
—“এখানে এসেছিলি কেনো?”

—“তেষ্টা পেয়েছিলো।পানি নিতে এসেছিলাম।”

—“ঘরে পানি ছিলোনা?আর না থাকলেও কি?আমাকে ফোন করতি।”

—“এইটুকুর জন্য আপনাকে বিরক্ত করবো?”

“সেই তো আমার কাছেই গেলি।”বিরবির করে কথাটা বলে তোহাকে রুমে নিয়ে বিছানায় বসালো তিহান।

টেবিলের উপর থেকে প্যারাসিটামলের পাতাটা থেকে একটা ওষুধ বের করে বাইরে থেকে পানি নিয়ে আসলো ।তোহার মুখে ওষুধটা দিয়ে পানি খাইয়ে দিতে দিতে ধীরস্হির কন্ঠে বললো,
—“তোমার উপর কখনো বিরক্ত হতে পারিনা আমি।”

কথাটা শুনতেই পানি মুখেই একটু কেঁশে উঠলো তোহা।তাড়াহুড়ো করে পানিটা গিলে নিয়ে দৃষ্টি নামিয়ে ফ্লোরের দিকে চেয়ে রইলো সে।তিহান হাল্কা হেসে তার মাথায় স্বস্নেহে হাত বুলিয়ে বললো,
—“ঘুমিয়ে পর।এভাবে জেগে থাকলে আরো অসুস্থ অসুস্থ লাগবে।”

বলে তিহান দরজার কাছাকাছি যেতেই তোহা দ্বিধাগ্রস্ত কন্ঠে বলে উঠলো,
—“আপনি এখানেই থাকেননা প্লিজ।”

তিহান থামে।তোহার দিকে তাকিয়ে শক্ত কন্ঠে রূঢ়ভাবে বলে,
—“তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস?এতোটা অবুঝ থাকার বয়স তো তোর নয়।”

তিহানের কথার মানে বুঝে আসতেই বিচলিত হয়ে পরে তোহা।তাড়াহুড়ো করে বলে,
—“আ..না না এখানে নয়।আসলে আমি বলতে চাচ্ছি আপনি পাশের রুমে থাকেন আজকের রাতটা।একা ফ্ল্যাটে আমি থাকতে পারবোনা।প্লিজ।”

কিছুক্ষন হাতের দু আঙ্গুল দিয়ে কপাল ঘঁসলো তিহান।অত:পর তোহার মিনতি ভরা চেহারার দিকে তাকিয়ে বললো,
—“আচ্ছা আমি তূর্যর রুমে আছি।দরজা খোলাই রাখবো।আর ভয় লাগলে বা কিছু হলে আস্তে ধীরে ডাকবি।চেঁচামেচি করবিনা একদম।”

মুখ লটকালো তোহা।তিহান তাকে ইশারা করতেই গায়ে কাঁথা টেনে শুয়ে পড়লো সে।
লাইট নিভিয়ে দিয়ে বের হওয়ার আগে তিহান গম্ভীর স্বরে ডাকলো,
—“শোন?”

—“জি?”ঘাড় উঁচিয়ে বললো তোহা।

—“চাইলে দরজাটা ভেতর থেকে আটকে ঘুমাস।”বলেই তোহার উওরের জন্য অপেক্ষা করতেই তোহা বললো,

—“প্রয়োজন নেই।”বলে আবারো আগের মতো শুয়ে পরলো তোহা।

তিহান মুচকি হাসলো।মনের মাঝে সমুদ্রের ঢেউয়ের মতো বারি খেতে লাগলো প্রশান্তির অনুভূতিগুলো।কারো এতটা বিশ্বাস অর্জন করা সহজ কথা নয়।একেবারেই সহজ কথা নয়।
________________
সকালে ঘুম ভাঙতেই দুহাতে মাথা চেপে উঠে বসলো তোহা।এখন একটু ভালো লাগছে তবে মাথাটা ভার ভার লাগছে।দুহাত মেলে আড়মোড়া ভেঙে রুম থেকে বেরিয়ে তূর্যর রুমে উঁকি দিলো সে।কিন্তু এমা!তিহান তো নেই রুমে।তবে বিছানার কুঁচকানো চাদরটা দেখেই সে বুঝলো রাতে তিহান এখানেই শুয়েছিলো।
ঘড়ির দিকে চোখ পরলে হঠাৎই আৎকে উঠলো সে।প্রায় দুপুর বারোটা বাঁজতে চললো।দ্রুতপায়ে ড্রইংরুমে যেতেই টেবিলের উপর নাস্তার প্লেট চোখে পরতেই আরো একটু অবাক হলো সে।ধীরপায়ে রুমে যেতেই ফোন বাঁজলে দ্রুত সেটা রিসিভ করতেই তিহানের কন্ঠ ভেসে আসলো,
—“ঘুম থেকে উঠিসনি এখনো?”

—“উঠেছি।”

—“এখনই উঠেছিস তাইনা?”

—“আপনি কিকরে বুঝলেন?”

—“তোর কন্ঠ শুনে।(অস্পষ্ট স্বরে বললো তিহান)

—“কি বললেন?বুঝিনি।”

তিহান প্রসঙ্গ এড়িয়ে বলে,
—“আমি অফিসে।ফ্ল্যাটেই থাকিস।বের হবিনা একদম।শুধু দুপুরবেলা খাবার দিয়ে যাবে একজন তখন দরজা খুলবি।তাছাড়া আর যেই আসুক না কেনো রাতে আমি ফিরা না পর্যন্ত দরজা খুলবিনা।বুঝেছিস?”

—“বুঝেছি।…আপনার কি দেরি হবে ফিরতে?”

—“হতে পারে।বলতে পারছিনা।”নিরস কন্ঠে বলে তিহান।অফিসে অনেক কাজের চাপ।নয়তো কখনোই তোহাকে একা রেখে আসতোনা সে।নেহাতই চাপে পরে আসতে হয়েছে।
________________

রাতের বেলা…..
সব কাজ শেষে বারান্দায় মোড়ায় বসে গিটার নিয়ে টুংটাং শব্দ করছে তিহান।হঠাৎ পাশের বারান্দায় চোখ পরতেই তোহাকে সেখানে দেখে সে উচ্চস্বরে ডাকলো,
—“তিহু,এখানে আয়তো।”

—“জি?”

—-“শুনতে পাস না?এই বারান্দায় আসতে বলেছি।ফ্ল্যাটের চাবি আছেনা তোর কাছে?”

তিহানের গিটারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তোহা।তারপর বলে,
—“ওখানে এসে কি করবো?”

—“আসতে বলেছি মানে আসবি।ফাস্ট।”

তিহানের ধমকে মুখ গোমড়া করে কিছুক্ষন বাদেই সেখানে উপস্থিত হয় তোহা।তিহান মুচকি হেসে পা দিয়ে ঠেলে তার পাশের মোড়াটা একদম মুখ বরাবর রেখে বলে,
—“বস।”

তোহা বসেনা।মিনমিনে কন্ঠে বলে,
—-“আমার ঘুম পাচ্ছে।আমি ঘুমাবো।”

তিহান তাকে হাত ধরে টেনে বসিয়ে চোখে চোখ রেখে মোহনীয় কন্ঠে বলে,
—“একদম মিথ্যা বলার চেষ্টা করবেনা আমার সাথে।ভুলে যাচ্ছো বোধহয়,তোমাকে তোমার থেকেও বেশি আমি চিনি।।”

বলে আরো কিছুক্ষণ গিটারে উল্টাপাল্টা স্বুর তুলে তিহান।তোহা আঁটসাঁট হয়ে বসে আছে।তার চোখে মুখে অস্থির অশান্ত ভাব।
তিহান হেসে তোহার দিকে চেয়ে ঠোঁটে ক্ষীণ হাসির রেখা টেনে গান ধরে,

Hum tere bin ab rhe nhi sakte,
Tere bina Kya wajood mera.

Tujhe juda agar Ho jayenge ,
To khudse hi ho jayenge juda.

এটুকু গেয়ে একমূহুর্ত থামলো তিহান।এতক্ষনের একধ্যানে চেয়ে থাকা দৃষ্টিতে একবার চোখের পলক ফেলে আবারো গাইতে শুরু করলো,

Cause you’re the one,Girl you’re the one
You mean my life cause you’re the one
~
I find My peace in you
My pain in you
My love in you
~
Cause you’re the one
You’re the one…..

~চলবে~

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here