মন_পাড়ায় পর্ব_৪৩

মন_পাড়ায়
পর্ব_৪৩
#নিলুফার_ইয়াসমিন_ঊষা

অর্ক গভীর নিশ্বাস ফেলে বলল,
“সৈকত আমি তোর সাথে প্রভার ব্যাপারে কথা বলতে এসেছি।”
সৈকত একটু অবাক হলো। তার অর্কের সাথে কথা বলার বিন্দু পরিমাণ আগ্রহ ছিলো না কিছু মুহূর্ত পূর্বেও কিন্তু প্রভা ভাবির কথা শুনে তার আগ্রহ হচ্ছে। সৈকত সামনে এগিয়ে এসে বলল,
“কী কথা বলুন?”
অর্ক একটা ফাইল এগিয়ে দিয়ে বলল,
“এইটা বিনয় ও নূহার কেইসের ফাইল।”
“তো আমাকে কেন দিচ্ছেন?”
“একটা সাহায্য লাগবে। বিনয় ও নূহার অতীত সম্পর্কে কিছু ডিটেইলস বের করতে পারবি?”

সৈকত কিছুই বুঝতে পারছিলো না। জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে রইলো অর্কের দিকে। অর্ক গভীর নিশ্বাস ফেলে মাথা ঝুঁকিয়ে বলল,
“প্লিজ ভুল বুঝিস না আমাকে আমি প্রভার সাথে বিয়েটা করেছিলাম ওর বিরুদ্ধে প্রমাণ জমা করার জন্য। তুই জানিস বিনয় আমার কত কাছের বন্ধু আর নূহাও আমার জন্য বিশেষ ব্যক্তি ছিলো। ভালোবাসতাম ওকে আমি। সব পরিস্থিতি ইশারা করছিলো প্রভা এইসবের পিছনে দায়ী। সাথে খালা অর্থাৎ বিনয়ের মা প্রভার ব্যাপারে যা বলেছে, বিনয় যা বলেছিলো তাতে আমার সন্দেহ হয়। ওকে সাইক্রিয়াটিস্টের কাছে নেওয়া হতো তুই জানিস। আমি ভাবতাম হয়তো ওর সমস্যার কারণে ভুল করেছে। কিন্তু কথা হলো বিনয় আমাকে ওর চরিত্র নিয়ে অনেক কথা বলেছে আর খালা বলেছিলো ও পরিবারে অনেক অশান্তি করতো। আমাদের বিয়ের প্রায় পাঁচ মাস হতে এলো কিন্তু আমি এমন কিছু দেখি নি। আগে আমি ওকে জানতাম বা চিনতাম না কিন্তু এখন ওকে ভালোমতো বুঝতে শিখেছি। ও বুঝেশুনে কখনো এত বড় কাজ করবে না। আরে ও তো কারও ক্ষতির কথাও ভাবে না। সারাক্ষণ শুধু অন্যদের সুখের কথা ভাবে।”

সৈকত ভীষণ খুশি হলো অর্কের কথা শুনে। অবশেষে সে নিজের মনের কথা শুনছে। প্রভা ভাবিকে বিশ্বাস করছে। তবুও সে তার খুশু না দেখিয়ে গম্ভীর গলায় বলল,
“অর্থাৎ আপনি শেষমেশ মেনেছেন যে বিনয় ভাইয়া ও নূহা সম্পর্কে ছিলো?”
“অসম্ভব। বিনয় কখনো এমন কিছু করবে না। সম্ভবত কোনো ভুল বুঝাবুঝি হয়েছে।”
সৈকত গভীর নিশ্বাস ফেললো। কিন্তু বিনয় ও নূহার সম্পর্কের ব্যাপারে কিছু বলল না। কারণ এইটা অর্কের নিজে বুঝতে হবে ও নিজেকে সামলাতে হবে। তাই সে বলল,
“আপনার ফাইল নিজের কাছে রাখুন।”
“সৈকত আমার জন্য না হলেও প্রভার জন্য এতটুকু কর। আমি প্রভার পাশে থাকলেও খালা ওকে বুঝতে চাইবে না। আবার কেইসও ওপেন করতে পারে অথবা ওর মানসিক সমস্যার কথা তুলতে পারে। এইটা প্রভার জন্য সমস্যা দাঁড় করবে।”
সৈকত অর্কের কথা না শোনার ভান করে আলমারির দিকে এগিয়ে গেল এবং সেখানে থাকা ব্যাগ থেকে একটি কাগজ বের করে অর্কের দিকে এগিয়ে দিয়ে বলল,
“আমি এই কাজ আড়াই বছর আগের থেকে শুরু করে দিয়েছি। আপনার থেকে আমার কাছে এই কেইসের বেশি তথ্য আছে। আর এই রইলো নূহার সাইক্রিয়াটিস্টের প্রিসক্রিপশন। নূহারও মানসিক সমস্যা ছিলো আর এইটা অনেক আগের থেকে। সময় দেখুন প্রায় সাত বছর আগের এই কাগজ।”
অর্ক সৈকতের হাত থেকে কাগজটা নিয়ে ভালোমতো দেখলো। বিস্মিত সুরে বলল,
“সাইক্রিয়াটিস্ট দীপ্তির কাছে তো প্রভাও যায়।”
“ওইটাই আর অনেক আগের থেকে।”
“তুই এইটা কোথা থেকে পেয়েছিস?”
“কোথা থেকে পেয়েছি সেটা আপনার জানার বিষয় না। আপনার কাছে এখন এইটা আছে তাই কাজে লাগান। আমি কাল দীপ্তি চক্রবর্তীর সাথে দেখা করতে যাচ্ছি।”
“আমিও যাব কিন্তু পুরশু যেতে পারবো। কাল অভিজিৎ এর বোনের বিয়ের অনুষ্ঠান। যেতেই হবে।”
“উনি কী বিনয় ভাইয়ার বন্ধু ছিলেন? কারণ প্রভা ভাবিকে নিয়ে গেলে তার কথা শুনতে হবে।”
“অভিজিৎ আমাদের বিজনেসের সাথে জড়িত। ও প্রভাকে চিনে না।”
“এখন এইখান থেকে যেতে পারেন।”
অর্ক দীর্ঘশ্বাস ফেললো। কিছু বলতে নিয়েও আর বলল না। ফেরত হাঁটা শুরু করল। আবার থেমে যেয়ে পিছনে ফিরে তাকিয়ে বলল,
“আচ্ছা তুই দুই বছর ধরে কেন এই প্রমাণ খুঁজতেছিলি। আর এখনও? তুই জানতি যে আমার ও প্রভার বিয়ের কারণ কী?”
“কারণ যাই হোক বর্তমানে আপনি তাকে আপন করে নিয়েছেন। যত্নে রাখবেন, নাহয় আবার হারিয়ে যাবে।”
অর্ক মৃদু হেসে বলল,
“তুই বলতে না চাইলে হাজার চেষ্টা সত্ত্বেও তোর থেকে কথা বের করা যাবে না। জানা আছে।”
সৈকত অন্যদিকে তাকাল। অর্কের কথার উত্তর দিলো না। মানুষ যতটা আপন হয় তার সাথে অভিমানটা ততটাই গভীর হয়।
.
.
প্রভা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। দেখছে মেঘলা আকাশটাকে। এই যেন ঝুম করে এক বৃষ্টি নামবে ও এই শুকনো শহরটা ভিজে যাবে। কেউ মন পাঠাবে বৃষ্টির আহ্বানে আর কেউ মন পোড়াবে এই বৃষ্টিময় রাতে কারো মায়ায়……

কিন্তু সে ঠিক কী করবে? কাকে মন পাঠাবে আর কার জন্য মন পোড়াবে?
স্মৃতির পীড়াদায়ক সময়গুলো মনে করে না বর্তমানের এক অসম্পূর্ণ সম্পর্কের বাঁধনে থাকায়? এত ছোট ছোট কথায় অভিমান করা মেয়ে সে কখনোই ছিলো না। কিন্তু সে যতই ভাবুক না কেন যে বিনয়ের সাথে অর্ককে মিলাবে না। বিশ্বাস ভাঙলে সে মানুষের উপর ভাঙে সম্পর্কের উপর নয়। কিন্তু তবুও মনের কোনো এক অংশে সে ভয়টা থেকেই যায়। নিজ অনিচ্ছাকৃত ভাবেই একই সম্পর্কে জড়িত থাকা মানুষগুলোকে মন তুলনা করতে শুরু করে। বিনয়ও তাও সাথে এমন ব্যবহার করত প্রায়-ই। কিন্তু সে কখনো তার সাথে অভিমান করতো না। বুঝত তাকে, ভালোবাসলে ভালোবাসার মানুষটাকে বুঝতে শিখতে হয়। অথচ সে ভালোবাসার এমন পরিমাণ পেয়ে মনের কোণে ভয় ঢুকে যাওয়াটা তো অস্বাভাবিক কিছু না। যদি অর্কও তার সাথে এমন করে?

পরক্ষণেই ভাবলো এমন তো না যে অর্ক কখনো বলেছে সে তাকে ভালোবাসে। উল্টো অর্ক আগেই বলে দিয়েছে সে এখনো অন্যকাওকে ভালোবাসে। আর অর্ক থেকেই বা কেন আশা করছে সে? সে নিজে কী অর্ককে ভালোবাসতে পেরেছে?
সম্ভবত না।
তবে তার প্রতি এক গভীর স্থান সৃষ্টি করেছে পাড়াতে৷ যদি মন পাড়ায় সকল স্থানের নাম প্রয়োজন হয় তবে অর্কের জন্য মায়ার স্থানটাই যথাযথ হবে।

চিন্তা করতে করতেই কারো ছোঁয়া পেল সে৷ তার কাঁধে কেউ হাত রাখল। কিন্তু পিছনে তাকাল না। কিছু বললও না। সে জানে তো অর্ক ছাড়া আর কে আসবে?
অর্ক পিছন থেকে বলল,
“সরি আসলে ভীষণ চিন্তায় ছিলাম। ক্লায়েন্টদের একটা প্রেজেন্টেশন দিতে হতো। কালকে দেওয়ার কথা অথচ সম্পূর্ণ কাজ ভুল করে রেখেছিলো তাই তাড়াহুড়ো করে আমারই সব করতে হলো। আর একটা বিষয় নিয়েও চিন্তিত ছিলাম। সরি, আর হবে না প্রমিজ।”
প্রভা মৃদু কন্ঠে বলল,
“আমি কিছু মনে করি নি।”
অর্ক প্রভার কাঁধ থেকে হাত সরিয়ে তার হাতটা পিছন থেকে গলায় জড়িয়ে ধরে তার পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে দিলো।
অর্ক তার কাঁধের উপর চিবুক রেখে মোহগ্রস্ততা কন্ঠে বলল,
“তোমার কন্ঠ শুনে মনে হচ্ছে আঘাত পেয়েছ আমার ব্যবহারে।”
চমকে উঠলো প্রভা। মুহূর্তে যেন তার মন পাড়াতে উষ্ণতা ছড়িয়ে গেল। অর্ক তাকে বুঝে এতটুকু জেনে। এতটুকু কথাও তার মন পাড়ায় খুশির বর্ষণ হতে পারে সে জানতো না। সে তার নিশ্বাস রুদ্ধ করে বলল,
“কিছুটা।”
“কাউকে ভালো না বাসলে কী তার মন্দ ব্যবহারে জন্য মানুষ কষ্ট পায়?”
সে মুহূর্তেই ঝুম বৃষ্টির আগমন হলো। মাতাল হাওয়ায় সাথে বৃষ্টি মিশে ছুঁয়ে গেল দুইজনকে। সে মাতাল হাওয়ায় এক মাতোয়ারা জাদু ছিলো যা দুইজনকে এক অদ্ভুত নেশায় ডুবিয়ে দিয়ে গেল।
অর্ক আবারও জিজ্ঞেস করল,
“বলো না কাউকে না ভালোবাসলে কী কারো একটুখানি খারাপ ব্যবহারেও মানুষ কষ্ট পায়?”
“ভালোবাসা থাক বা না থাক, আপন মানুষগুলোর ছোট থেকে ছোট আঘাতেও ভীষণ কষ্ট হয়।”
অর্ক প্রভার কাঁধে আলতো করে ঠোঁট ছোঁয়াল।
শিউরে উঠলো প্রভা। বৃষ্টির মিষ্টি হাওয়ার সাথে অর্কের ছোঁয়া লাগছে আরও মিষ্টি।

বিদ্যুৎ চমকালো। বজ্রপাতের বিকট শব্দে প্রভা প্রচন্ড ভয় পেল। সাথে সাথে পিছনে ফিরে জড়িয়ে ধরলো অর্ককে। খামচে ধরলো তার পরনের শার্ট। চোখ বন্ধ করে গভীর নিশ্বাস ফেললো। যখন সে বিকট শব্দটা কমে এলো তখন সে অর্ককে ছেড়ে তার দিকে তাকালো। চোখে চোখ রাখতে তার বুক কেঁপে উঠলো। এমন নেশাভরা রাতে এই নেশাভরা চাহনিতে সে হাজারোবার ডুবে যেতে চাইবে।

তুমুল ঝড় এসে দুই জলে ভিজিয়ে দিলো। প্রভার সে মায়া-মাখা মুখটায় বৃষ্টির বিন্দু বিন্দু জল তার মুখে সেজে আছে। তাকে দেখাচ্ছে আরও আকর্ষণীয় ও মায়াময়। সে চেয়েও দূরে সরতে পারছে না এই মায়া থেকে। প্রভার এক কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নিলো। মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে বলল,
“তুমি এতটা মায়াময়ী কেন? যে আমি নিজ অজান্তেই তোমাকে খুব করে চাইতে শুরু করি।”

প্রভা ঢোক গিললো। তার নিশ্বাস ভারী হয়ে আসছে। অর্ক যখন একটু ঝুঁকে তার কানে নিচে চুমু খেল তখন সে যেন নিজের সাথের সকল যুদ্ধ হেরে গেল। নিজ অজান্তেই অর্কের কাছে নিজেকে সমার্পিত করে দিলো।

অর্ক প্রভাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে উঁচু করে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলো।
এই প্রথম প্রভাকে অতীতের কোনো ভয় কাবু করে নি। সেও অর্কের চুলে হাত ডোবাল। বয়ে যেতে শুরু করলো এই মাতাল ঢেউয়ের দোলায়।

অর্ক সে অবস্থাতেই প্রভা’কে তুলে নিজ কক্ষে নিয়ে গেল। তাকে বিছানায় বসিয়ে তাকে ছেড়ে তার দিকে তাকালো। প্রভার মুখোমুখি হলো। দুইজনে এতটা কাছে যে একে অপরের নিশ্বাসটাও অনুভব করছে। প্রভার মুখখানি দেখে আরও নেশা লেগে গেল অর্কের। সে প্রভার সারামুখে ও গলায় চুমু খেতে শুরু করল।

এমন এক মুহূর্তে দরজায় টোকা পড়লো। অর্ক সেদিকে খেয়ালও নেই। প্রভা তাকে থামিয়ে বলল,
“কেউ এসেছে।”
অর্ক প্রভাকে ছেড়ে বিস্মিত সুরে বলল,
“কী?”
“কেউ এসেছে।”
“এই সময় কে এসেছে? আর সময় পায় নি? আমি দেখছি।”
অর্ক একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে দেখল বিনু ও অদিন এসেছে। ওদের দেখে অর্কের বিরক্তটা আর রইলো না। সে নিচে বসে বলল,
“সো মাই প্রিন্স এন্ড প্রিন্সেস, কী চাই আপনাদের?”
অদিন বলল,
“বিদ্যুৎ চমকেছে না তাই… তাই না আপু থেকে ভয় পেয়ে গেছে। তাই অদিন আর অদিনের আপু আর মা বাবার সাথে ঘুমাবে।”
বিনু অদিনকে মেরে বলল,
“একদম মিথ্যা বলবি না। তুই ভয়ে আমার কাছে এসে ‘আপু মা’র কাছে কাছে যাব মা’র কাছে যাব শুরু করেছিস।'”
আবার অর্কের দিকে তাকিয়ে বলল,
“আংকেল ও ভীতু, আমি না।”
অর্ক হেসে বলল,
“আচ্ছা আচ্ছা আজ আমার প্রিন্স ও প্রিন্সেস আমাদের সাথে ঘুমাবে।”
অদিন দৌড়ে গেল বিছানার দিকে। লাফিয়ে প্রভার কোলে মাথা রাখল।
বিনু অর্কের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
“আংকেল আপনি ও মা ভিজলেন কীভাবে?”
অর্ক চোখ দুটো বড় বড় তাকাল প্রভার দিকে। প্রভাও একটু অস্বস্তি নিয়ে তাকাল অর্কের দিকে। ইশারায় বলল উওর দিতে। অর্ক একটু কেশে বলল,
“ওই তোমার মায়ের সাথে বারান্দা থেকে কাপড় আনছিলাম তাই।”
“কাপড় কোথায়?”
“গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি।”
বিনু টেনে বলল, “ও…….”

প্রভা ও অর্ক একে একে কাপড় পালটে আসলো। অর্ক অদিন ও বিনুকে ঘুম পাড়িয়ে তাদের পাশে শুয়ে ছিলো। প্রভার অন্যপাশে যেয়ে শুয়ে পড়লো। মিটিমিটি হাসছিলো সে। অর্ক জিজ্ঞেস করল,
“হাসছ কেন?”
প্রভা তার হাসি চাপা দিয়ে মাথা ডানে বামে নাড়লো। কিন্তু আবারও ফিক করে হেসে দিলো।
অর্ক মৃদু কন্ঠে বলল,
“আমি তো ভালো মতো জানি আমার জ্বলাতে মরিচ লাগানো হচ্ছে। কিন্তু অন্যদিন তো ওরা থাকবে না।”
প্রভা তবুও হাসছিল।
অর্ক রাগান্বিত বলল,
“প্রভা ভালো হচ্ছে না কিন্তু।”
কন্ঠ শুনে অদিন একটু নড়ে-চড়ে অর্কের উপর পা ও হাত দিয়ে আবার ঘুমিয়ে পড়লো।
প্রভার হাসি আরও বাড়লো।
.
.
এত গভীর রাতেও ঘুম আসছে না ঝিনুকের। সে মৃদু আলোয় তাকিয়ে আছে নিচে ঘুমন্ত সৈকতের দিকে৷ তার ফোনে কল আসলো। সে তার পাশ থেকে ফোন নিয়ে দেখে অঞ্জলির কল। অবাক হলো সে। এত রাতে অঞ্জলির কল দেওয়াটা অনেক অবাক করার বিষয়। সে ফোনটা রিসিভ করে বারান্দায় গেল। বলল,
“এত রাতে কল দিলি যে সব ঠিকাছে তো?”
ওপাশ থেকে অঞ্জলির কান্নামাখা কন্ঠ। সে বলল,
“কিছু ঠিক নেই দোস্ত। কিছুই ঠিক নেই।”
অঞ্জলি কান্নার জন্য ঠিক মতো কথাও বলতে পারছে না। ঝিনুকের ভীষণ ভয় করতে শুরু করলো। সে জিজ্ঞেস করল,
“তুই শান্ত হো। কী হয়েছে আমায় বল।”
“মা এক ছেলের সাথে বিয়ের কথা বলেছিলো তোর মনে আছে?”
“হ্যাঁ।”
“ছেলেটা কে জানিস? ছেলেটা ভাদ্র ভাইয়া। আমার মা বাবা এমন কীভাবে করতে পারে? আমার জীবন নিয়ে এমন খেলা করতে হলে এত পড়াশোনা করিয়ে বড় করল কেন? ভাদ্র ভাইয়ার স্বভাব বাচ্চাদের মতো। উনারা আমাকে উনার সাথে বিয়ে দেওয়ার কথাও কীভাবে ভাবতে পারে? আমি কী কোনো খেলনা না’কি যে যে কাউকে দিয়ে দিবে?”

চলবে……

[আশা করি ভুল ক্রুটি ক্ষমা করবেন ও ভুল হলে দেখিয়ে দিবেন।]

পর্ব-৪২ঃ
https://www.facebook.com/828382860864628/posts/1253050845064492/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here