অনুভবে তুমি পর্ব-৩৬

0
2455

#অনুভবে_তুমি
#পর্ব_৩৬
#মুমতাহিনা_জান্নাত_মৌ

ইশান আর ইমানের জেদাজেদি তে অতশী আর মৌরি বাহিরে বের হলো।কারণ তাদের এতই জেদ উঠেছে যে মৌরি আর অতশী বাসায় থাকতে পারলো না।তারা আজ বাহিরে যাবেই যাবে। ইভানের আম্মু তখন নিজেই পারমিশন দিলো অতশীকে।যাতে করে ইশান আর ইমানের আবদারও পূরন হয় আবার মৌরির মনটাও ভালো থাকে।
ইভান বাসায় না থাকায় তাদের কে কেউ আর বাধা দিলো না।অতশী কোনো জায়গা ভালোভাবে না চিনলেও মৌরি অনেক জায়গায় চেনে।সে অতশীকে তার ফেভারিট একটা পার্কে নিয়ে গেলো।পার্ক টা অনেকবেশি সুন্দর ছিলো।বাচ্চাদের বিনোদের জন্য সেরা একটা পার্ক।পার্কটার নাম ছিলো Wonder Land.ইশান আর ইমান এর আগেও এসেছিলো।সেজন্য তারা পার্কে ঢুকেই তাদের ফেভারিট প্লে জোন এ চলে গেলো।ইশানের পছন্দ ছিলো ইঞ্জিল চালিত ওয়াটার রাইডস বোট।সে একা একাই বোট চালাতে লাগলো।আর ইমানের পছন্দ ছিলো গাড়ি চালানো।শিশুদের বিনোদনের জন্য এগুলো সব ভার্চুয়াল গেম ছিলো।অতশী আর মৌরি পাশের একটা ফাস্টফুড সেন্টারের সামনে বসে গল্প করতে লাগলো।তারা দুইজন গল্প করছে আর ফুচকা খাচ্ছে।
কিছুক্ষন পর ইভান আর ইশান আসলো।কারন ওদের রাইডস শেষ হয়ে গেছে।৩০ মিনিট করে সময় দেয় রাইডসের জন্য।এবার তারা ট্রেনে উঠবে বলে বায়না করলো।মৌরি তখন বললো,আগে কিছু খেয়ে নাও তারপর আমরা সবাই মিলে ট্রেনে চড়বো।সেই কথা শুনে ইশান আর ইমান রাজি হয়ে গেলো।
মৌরি তখন ইশানের ফেভারিট চিজ বার্গার আর ইমানের ফেভারিট পাস্তা অর্ডার করলো।ইশান আর ইমান কে বসিয়ে রেখে অতশী আর মৌরি চারপাশ টা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো।অতশী এর আগে আসে নি এই পার্কে।সেজন্য সে একটু বেশিই উত্তেজিত ছিলো।অতশী দূরের একটা গার্ডেনে চলে গেলো।যেখানে সিঁড়ি বেয়ে উঠলে একটা ঘর পাওয়া যায়।সেখানে প্রেমিক প্রেমিকেরা বসে গল্প করে।জায়গা টা একদম নিরিবিলি ছিলো।অতশী সেখানে যেতেই দেখে জোড়ায় জোড়ায় বসে আছে সবাই।সে এসব দেখে একদম তাজ্জব লেগে গেলো।
অতশী সেজন্য আর বেশি দেরী করলো না।তাড়াতাড়ি করে বের হয়ে আসলো।তারপর অন্য আরেকটা জায়গায় চলে গেলো।
মৌরির মন টা কেনো জানি আজও ভালো লাগছে না।তার কোনো আনন্দই হচ্ছে না।শুধুমাত্র ভাইদের আবদার মেটানোর জন্য একরকম বাধ্য হয়েই আসতে হয়েছে তাকে।মৌরি চুপচাপ একটা বেঞ্চে বসে আছে আর সবার আনন্দ করা দেখছে।হঠাৎ মৌরি কিছুদূরে জুসের একটা শপের সামনে ইভান কে দেখতে পেলো।ইভানের সাথে আরো চারজন আছে।দিশান আর নীলয় কে চেনা গেলেও বাকি দুইজন কে চেনা গেলো না।ওরা সবাই জুস খাচ্ছে আর গল্প করছে।
মৌরি তা দেখে দৌঁড়ে অতশীর কাছে গেলো আর চিৎকার করে বললো, ভাবি তাড়াতাড়ি এসো এদিকে। ভাইয়া?
–ভাইয়া?কই কই?অতশী একদম চমকে উঠে বললো কথাটা।
মৌরি তখন হাত দিয়ে দেখালো অতশীকে।অতশী নিজেও যখন দেখলো ইভান কে তার পায়ের তলার মাটি যেনো সরে যেতে লাগলো।এমনিতেই ইভান তার উপর রেগে আছে।তার উপর আজ যদি তাদের এখানে দেখে কি হবে কে জানে?
অতশী ইভান কে দেখামাত্র ইশান আর ইমান কে ডাকতে গেলো।তাদের এখনো খাওয়া শেষ হয় নি সেজন্য তারা উঠলো না।তখন মৌরি বললো,তাড়াতাড়ি বাসায় চলো,এখনি যেতে হবে আমাদের।
ইশান সেই কথা শুনে বললো কেনো যাবো বাসায়?মাত্র তো আসলাম।এখনো অনেক কিছু দেখা বাকি আছে।তাছাড়া ট্রেনে তো এখনো উঠি নি?
মৌরি ইশানের প্রশ্নের কোনো উত্তর দিলো না।সে ওদের দুইজনকে জোর করেই পার্ক থেকে বের করলো।কিন্তু অতশী এখনো পার্কেই আছে।সে বের হলো না।মৌরি সেজন্য একটু রাগ হলো অতশীর উপর।এই মেয়েটা সবসময় একটু বাড়াবাড়ি করে।তার ভাইয়া দেখলে তো তাকেই বেশি বকবে।অতশী চুপচাপ পার্কেই দাঁড়িয়ে আছে আর ইভানদের দিকে দেখছে।মৌরি যখন অতশীকে ডাকার জন্য আবার ঢুকলো পার্কে ঢুকলো সে দেখলো অতশী একদম ইভানদের কাছাকাছি গিয়েছে।মৌরি তা দেখামাত্র দৌঁড়ে গিয়ে অতশীকে টানতে টানতে বাহিরে আনলো।আর বললো,ভাবি তুমি এমন কেনো?ভাইয়াকে দেখেও ওখানেই দাঁড়িয়ে আছো?তোমার সাহস দেখে সত্যি আমি অবাক হচ্ছি।তুমি আমাদের সাথে না এসে ভাইয়ার কাছাকাছি চলে গেলে কেনো?
অতশী কোনো উত্তর দিলো না।সে একদম চুপচাপ হয়ে আছে।
এদিকে মৌরি তাড়াতাড়ি করে একটা গাড়ি ডেকে আনলো।আর সবাইকে নিয়ে বাসার দিকে রওনা দিলো।
অতশী সেই আগের মতোই চুপচাপ হয়ে আছে।কিন্তু তার তো ভয় পাওয়ার কথা।বার বার বলার কথা কি হবে এখন?ইভান দেখলে আজ তো আমরা একেবারে শেষ।কে বাঁচাবে এখন আমাদের।
অতশী এসব কিছু না বলে চুপচাপ আছে।
মৌরি তখন বললো,ভাবি তোমার কি হয়েছে?চুপচাপ হয়ে আছো কেনো?
অতশী সেই কথা শুনে বললো, আর কতক্ষন লাগবে বাসায় যেতে?আমার মাথাটা কেমন যেনো ঘুরছে?এই বলেই অতশী সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলো গাড়ির মধ্যে।
মৌরি তা দেখে চিৎকার করে অতশীকে ডাকতে লাগলো।কিন্তু অতশীর কোনো সাড়া পেলো না ।মৌরি তা দেখে ভয়ের মধ্যে পড়ে গেলো।সে তখন তার ব্যাগের মধ্যে থেকে পানির বোতল বের করে অতশীর মুখে ছিটিয়ে দিতে লাগলো। তবুও অতশীর জ্ঞান ফিরলো না।মৌরি তখন ড্রাইভার কে বললো আংকেল আরেকটু জোরে চালান প্লিজ।আমার ভাবি অসুস্থ হয়ে পড়েছে।ড্রাইভার সেই কথা শুনে বললো হাসপাতালে নিয়ে যাবো কি?
–না না।হাসপাতালে নিয়ে যেতে হবে না।তাড়াতাড়ি বাসায় নিয়ে চলেন।
মৌরি পড়ে গেলো মহাঝামেলায়।একদিকে তার ভাইয়ার ভয় অন্যদিকে অতশীর এই অবস্থা!
এদিকে অতশীকে অজ্ঞান হওয়া দেখে ইশান আর ইমাম চিৎকার করতে লাগলো।তারা ম্যাম ম্যাম বলে ডাকতে লাগলো।মৌরি বুঝতে পারলো না কিছু।কি করবে সে এখন?
হঠাৎ অতশী চোখ মেলে তাকালো।সে তার চোখ ডলতে ডলতে উঠে বসলো।মৌরি অতশীকে ওঠা দেখে তাকে শক্ত করে ধরে রাখলো আর বললো ভাবি তুমি ঠিক আছো?
–হুম।তবে মাথাটা কেমন যেনো ঘুরছে।
মৌরি তখন বললো ভাবি চুপচাপ শুয়ে থাকো।কোনো কথা বলো না।কিছুক্ষন পরই বাসা বের হবে।অতশী সেই কথা শুনে মৌরির কাঁধে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকলো।

হঠাৎ মৌরির ফোনে রিং বেজে উঠলো। মৌরি ফোনটা বের করতে পারলো না।কারণ ফোন ব্যাগের মধ্যে ছিলো।এদিকে অতশী হেলান দিয়ে শুয়ে আছে।মৌরি শুধু অপেক্ষা করছে কখন তাদের বাসা বের হয়?
এদিকে কল বেজেই যাচ্ছে।
মৌরি তখন ইশান কে বললো তার ব্যাগ থেকে ফোন বের করতে।
ইশান মৌরির কাঁধ থেকে ব্যাগ টা নিয়ে তার ভিতর থেকে মোবাইলটা বের করলো।
মৌরি ফোন হাতে নিতেই দেখে ইভান ফোন দিয়েছে।ইভান কে কল করা দেখে মৌরি ভয়ের মধ্যে পড়ে গেলো।সে ভেবেছে নিশ্চয় ইভান তাদের দেখে ফেলেছে।তা না হলে এই সময়ে কেনো ফোন করলো?
মৌরি ভয়ে ভয়ে ফোন রিসিভ করলো।ফোন রিসিভ করতেই ইভান মৌরিকে ধমক দিয়ে বললো,ফোন কই থাকে তোদের?ধরতে এতো লেট হয় কেনো?
–আসলে ভাইয়া আমি একটু,,
মৌরি পুরো কথা শেষ না করতেই ইভান বললো,অতশী কই?আর ওর ফোন কি ওর কাছে থাকে না?কখন থেকে রিং দিচ্ছি রিসিভ করে না কেনো?
মৌরি কি উত্তর দেবে বুঝতে পারছিলো না।ইভান তখন বললো অতশীকে ফোন ধরতে বল।এই বলে ইভান কল কেটে দিলো।
মৌরি তখন অতশীকে বললো,অতশী ভাইয়া ফোন দিয়েছে।তোমার সাথে কথা বলতে চাচ্ছে।তোমার ফোন বের করো তাড়াতাড়ি। অনেকক্ষন থেকে নাকি কল দিচ্ছে।
অতশী সেই কথা শুনে বললো, আমি ভুল করে ফোন টা বাসায় রেখে এসেছি।
–এখন কি হবে?ভাইয়া তো কল দিচ্ছে তোমার ফোনে।
অতশী তখন বললো তাহলে তোমার ফোন থেকে কল দাও।আর বলো অতশী ঘুমাচ্ছে।আমার মাথাটা এখনো ঘুরছে, কথা বলতে ইচ্ছে করছে না।
ইভান অতশীর কথা শুনে বললো,ম্যাম আমরা তো চড়কিতে উঠিই নি আবার নাগরদোলায়ও চড়ি নি,ট্রেন এ উঠি নি তাতেই আপনার মাথা ঘুরছে?তাহলে এগুলোতে চড়লে কি হতো?
–চুপ করো তোরা?এতো বেশি কথা বলো না।সব তোদের জন্য হলো।কত করে বললাম আরেকদিন নিয়ে যাবো।কিন্তু তোরা কিছুতেই শুনলি না।এই বলে মৌরি ওদের ধমকাতে লাগলো।
অতশী তখন বললো,ভাবি কিছু বলো না ওদের।ওরা ছোট মানুষ। সেজন্য জিদ করেছে।
ইভান আবার ফোন দিলো।মৌরি তা দেখে বললো কি বলবো এখন?
অতশী সেই কথা শুনে মৌরির হাত থেকে ফোন টা নিয়ে নিজেই রিসিভ করলো আর বললো হ্যালো?
–তুমি?কই ছিলে এতোক্ষন?তোমার ফোন কই?
–ফোন টা মৌরির রুমে।

ইভান তখন বললো ফোন টা কি অন্যখানে রাখার জন্য?কখন থেকে কল দিচ্ছি?একবারের জন্যও কেউ শোনো নি?
অতশী ইভানের প্রশ্নকে এড়িয়ে উলটো জিজ্ঞেস করলো হঠাৎ আমাকে এতোবার কল দেওয়ার মানে কি?
ইভান সেই কথা শুনে বললো, হাজব্যান্ড তার বউ কে কি জন্য ফোন দেয়?
তুমি যেভাবে কথা বলছো মনে হয় আমি বাহিরের লোক।
–না মানে সেভাবে বলি নি।
–বেশি কথা না বলে তাড়াতাড়ি নিজের ফোন থেকে কল করো আমাকে।
অতশী সেই কথা শুনে বললো এই ফোনেই কথা বলি।যা বলার এখনি বলুন।

–যা বলছি সেটাই করো।এই বলে ইভান আবার কল কেটে দিলো।এবং অতশীর ফোনে কল দিলো।কিন্তু এবারও অতশী রিসিভ করতে পারলো না।

এদিকে বাসায় যেতে আরো ১৫ মিনিটের মতো লাগবে।অতশী পড়ে গেলো মহা ঝামেলায়।ইভানের হঠাৎ কি হলো?কেনো তাকে ফোন দিচ্ছে?
অতশী তখন মৌরির ফোন থেকে ইভান কে আবার কল দিলো।
ইভান তা দেখে বললো কি হয়েছে অতশী তোমার?বার বার মৌরির ফোন থেকে কল দিচ্ছো কেনো?বললাম না তোমার ফোন থেকে কল দাও।আমার কল কেনো রিসিভ করছো না?
এরইমধ্যে ইভান হঠাৎ গাড়ির হর্ণ শুনতে পেলো।সেজন্য সে অতশীকে জিজ্ঞেস করলো,তুমি আসলে আছো কোথায়?এতো শব্দ হচ্ছে কেনো?

অতশী সেই কথা শুনে ভয়ের মধ্যে পড়ে গেলো।সে কি বলবে এখন বুঝতে পারছে না।সে হা করে মৌরির দিকে তাকিয়ে আছে।মৌরি তখন অতশীর হাত থেকে ফোন টা নিয়ে বললো,ভাইয়া তুই একটু ১০ মিনিট পরে ফোন টা দে।আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করছি।এই বলে মৌরি ফোন টা রেখে দিলো।

–কি করলে এটা?এখন তোমার ভাইয়া যদি রাগ করে।
–তাছাড়া আর উপাই কি?কথা বললেই ভাইয়া টের পাবে।আমরা তো কিছুক্ষন পরেই বাসায় যাচ্ছি।

এদিকে ইভান এখনো পার্কেই আছে।তবে মৌরির কথা শুনে কেমন যেনো সন্দেহ হলো তার।ওরা আবার বাহিরে আসে নি তো?এই বলে ইভান আবার ফোন দিলো মৌরিকে।
মৌরি এবার আর ফোন রিসিভ করলো না।কারণ আশেপাশে থেকে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছিলো প্রচুর।ফোনে কথা বললেই ইভান বুঝতে পারবে যে তারা বাহিরে এসেছে।

দশমিনিট পর মৌরিরা ভালোভাবেই বাসায় পৌঁছলো।মৌরি বাসায় পৌঁছেই অতশীকে নিয়ে তার ভাই এর রুমে চলে গেলো।
অতশী তা দেখে বললো,এ রুমে আনলে কেনো ভাবি?তোমার রুমেই নিয়ে চলো।তোমার ভাইয়া যদি রাগ করে।
মৌরি সেই কথা শুনে বললো,ঢং বাদ দেও তো ভাবি।আজাইরে ন্যাকামো করো না।সবকিছুই ঠিকঠাক ভাবে চলছে তাহলে আলাদা ঘরে থাকবে কেনো?আজ থেকে এ ঘরেই থাকবে তুমি।এই বলে মৌরি জোর করেই অতশীকে ইভানের বেডে শুইয়ে দিলো।আর বললো খবর দার উঠবে না বেড থেকে।
মৌরি ইশান আর ইভান কে বললো তোমরা তোমাদের রুমে চলে যাও।আর তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নাও।

অতশীর মাথা টা এখনো ঘুরছে। সেজন্য সে আর বেশি কথা বাড়ালো না। চুপচাপ শুয়ে থাকলো ইভানের বেডে।এই প্রথমবার অতশী ইভানের বেডে শুইলো।অতশী কেমন যেনো একটা অন্যরকম ভালো লাগা অনুভব করতে লাগলো।কারন ইভানের বেড মানেই তো তার বেড।আজ দিয়ে মনে হচ্ছে সে ইভানের বউ।কেমন যেনো বউ বউ ফিল হচ্ছে তার।আবার মনে মনে ভয় ও লাগছে,ইভান যদি আবার রাগ করে।পরে আবার ভাবলো ইভান তো এখনি ফিরবে না,একটু শুয়ে থাকলে কি হবে?ইভান আসার আগেই মৌরির রুমে চলে যেতে হবে।

মৌরি অতশীকে বললো, ভাবি আমি আমার রুমে চলে গেলাম।তুমি রেস্ট নাও।খারাপ লাগলে ডাক দিও আমাকে।
অতশী মাথা নেড়ে জানালো।তার শরীর টা এতো টাই দূর্বল হয়ে গেছে যে সে চোখ মেলে তাকাতেও পারছে না।তবুও মৌরি চলে যাওয়ার সাথে সাথে সে ইভান কে ফোন দিলো।
কিন্তু ইভান ফোন রিসিভ করলো না।
অতশী সেজন্য আবার কল দিলো।
এবার ইভান ফোন রিসিভ করে বললো,পরে কথা বলছি।আমি এখন ব্যস্ত আছি।
অতশী সেজন্য আর ফোন দিলো না ইভান কে।
অতশী ইভানের রুমেই থাকলো।আর ঘুমিয়ে পড়লো।

তিন ঘন্টা পার হয়ে গেলো এদিকে অতশীর কোনো খবর নাই।সে মনের সুখে ঘুম পারছে।মৌরি খাওয়ার জন্য অতশীকে ডাকতে এলে দেখে অতশী এখনো ঘুমাচ্ছে।সেজন্য মৌরি আর তাকে বিরক্ত করলো না।

ইভান আজ একটু তাড়াতাড়িই বাসায় ফিরলো। বাহিরে আজ কোনো কাজ নেই তার।ইভানের এখন প্রথম টার্গেট সর্বপ্রথম ঘরের শত্রুকে খুঁজে বের করা।কে সন্ত্রাসীদের সাহায্য করছে?আর বাসার সব তথ্য পাচার করছে?সেজন্য ইভান ভীষণ টেনশনে আছে।তাছাড়া পুলিশ অফিসার আকরাম আজ এমন একটা প্রশ্ন করেছে ইভান কে যা শুনে ইভানের সন্দেহ আরো বেড়ে গেছে।ইভান তাদের কাজের মেয়ে রিয়াকে টার্গেটে রেখেছে।যদিও সে ব্যাপারে কাউকে এখনো জানায় নি।

ইভান তার রুমে ঢুকতেই দেখে অতশী ঘুমিয়ে আছে তার বেডে।
ইভান বুঝতে পারলো না কিছু।আজ অতশী তার বেডে কেনো?সে তো আসতে বলে নি।তাহলে কি অতশী নিজের ইচ্ছাতেই এসেছে।
ইভান অতশীকে আর ডাক দিলো না।ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলো।
ইভান ফ্রেশ হয়ে এসে দেখে অতশী এখনো ঘুমাচ্ছে।সেজন্য ইভান অতশীর পাশে গিয়ে বসলো আর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলো।
ইভান মুহুর্তের মধ্যে ভাবনার জগতে চলে গেলো।মেয়েটার উপর সবসময় কত রাগ দেখাই,কত কি বলি! তারপরও মেয়েটা সবকিছু ভুলে তার বেডে শুয়ে আছে।না আজ আর তাকে কোনো আজেবাজে কথা বলবো না,এইভেবে ইভান অতশীর মুখমন্ডল ছুঁয়ে দেখলো।অতশী তার শরীরে কারো স্পর্শ পেয়ে নড়েচড়ে অন্য পাশ হলো।সে এতোটাই ঘুমে মগ্ন যে ভুলেই গেলো সে এখনো ইভানের রুমেই আছে।
ইভান এবার ইচ্ছা করেই অতশীকে তার পাশে ঘোরালো।আর হাত দিয়ে অতশীর ঠোঁট স্পর্শ করলো।অতশী এবার আর কোনো সাড়া দিলো না। ইভান হঠাৎ অতশীর ঠোঁটে আলতো করে একটা কিস করলো।
অতশী সাথে সাথে চোখ মেলে তাকালো।আর ইভান কে তার উপর এভাবে ঝুঁকে থাকা দেখে তাড়াতাড়ি করে উঠে বসলো।ইভান সাথে সাথে দূরে ছিটকে পড়ে গেলো।ইভান মোটেও প্রস্তুত ছিলো না সেজন্য সে এক ঝটকায় একদম নিচে পড়ে গেলো।
অতশী তাড়াতাড়ি করে বিছানা থেকে নামলো আর এক নিঃশ্বাসে বললো আপনি?কখন এসেছেন?আসলে মৌরি শুইয়ে দিয়েছে আপনার বেডে। কি খাবেন এখন?কি বানাবো আপনার জন্য?

ইভান কোন প্রশ্নের উত্তর দেবে?তাছাড়া সে এখনো মেঝেতেই বসে আছে,আর অতশীর দিকে দেখছে।অতশী এতোক্ষনে বুঝতে পারলো ইভান কে সে নিজেই ফেলেছে।সে তখন দৌঁড়ে ইভানের কাছে চলে গেলো।আর বললো আপনি মেঝেতে বসে আছেন কেনো?ওঠেন?এই বলে অতশী নিজেই হাত বাড়িয়ে দিলো।

অতশী নিজেও এরকম দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলো না।সেজন্য কি বলছে আর কি করছে নিজেও জানে না।

#চলবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here