অন্তর্লীন_প্রণয় পর্ব: ১৯+২০

অন্তর্লীন_প্রণয় পর্ব: ১৯+২০
সাদিয়া মেহরুজ দোলা

(পর্ব-১৯)
পুরো ঘরময় পায়চারি করছে অহর্নিশ। মাঝেমধ্যে ব্যাকুলতা নিয়ে আয়ন্তিকার রুমটার দিকে দৃষ্টি দিচ্ছে। কিন্তু প্রতিবারই সে ব্যার্থ হয়ে দীর্ঘশ্বাস ফেলেছে! অহর্নিশের পায়চারি করা দেখে ইমান রেগে যায়। সে রুষ্ট কন্ঠে বলে,

‘ অযথা পায়চারি করছো কেনো তুমি?আয়ন্তিকার কি হয়েছে? ও ঠিক আছে কিনা, তা নিয়ে কি তোমার একটুও মাথা ব্যাথা নেই? ‘

অহর্নিশের দমন করা রাগ মূর্হতেই তরতাজা হয়ে ওঠে। ক্ষুদ্ধ দৃষ্টিতে তাকায় সে বাবার দিকে। অহর্নিশ ইমান কে কি বলবে? তার ভিতরে যেই অস্থিরতম ঝড় প্রবাহমান তা তো আর ইমান দেখতে পারছে না। দেখলে বুঝতে পারতো তার অবস্থা। বর্তমান বলা কথাটি তবে কখনোই এ মূর্হতে বলতো না। অহর্নিশ নিজেকে ধাতস্থ করে বলল,

‘ আয়ন্তিকার বর্তমান অবস্থার জন্য দায়ী তো আপনারা আব্বু! মাহিরকে কেনো ওর কাছে পাঠালেন? মাহির যেতে চাইবে দেখেই কি যেতে দিতে হবে আব্বু? একবার তো বোঝা উচিত ছিলো আপনার। আয়ন্তিকা মেয়ে, মাহির অপরিচিত এক ছেলে। যতই হোক আমার বন্ধু। আয়ন্তিকার কাছে ও তো অপরিচিত ব্যাক্তি তাই না? তারপর আবার ওকে একা মাহিরের কাছে পাঠিয়েছেন। ‘

শেষোক্ত কথাটি চিবিয়ে বলল অহর্নিশ!
ইমান, অহনা দুজনেই চুপসে যায়। অহর্নিশের কথা সত্য! তাদেরই ভুল। মাহির এসেছিলো বাসায়। তাদের দু’জনের সাথে কথা বলার পর আয়ন্তিকা কে দেখার ইচ্ছা পোষণ করেছিলো সে। অহনা প্রথমে না করেছিলো কিন্তু ইমান তৎক্ষনাৎ মাহির কে আয়ন্তিকার সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়ে দেয়। তাই আর অহনা স্বামীর ওপর আগ বাড়িয়ে কিছু বলতে পারেননি। মাহির এবং আয়ন্তিকা একান্তগত ভাবে সাক্ষাৎ করেছিলো। পরিশেষে মাহির চলে যাওয়ার পর-পরই আয়ন্তিকা কেমন উগ্র আচরণ শুরু করে! কান্না-কাটি থেকে শুরু করে নিজেকে আঘাত অবধি করেছে। অতঃপর রুমে গিয়ে নিজেকে ঘরবন্দী করে নিয়েছে। ক্ষনের মাঝে কি থেকে কি হলো তার কিছুই বুঝেনি ইমান, অহনা!অহর্নিশকে ফোন দেয়ার ঘন্টাখানেক বাদেই চলে এসেছিলো সে। আয়ন্তিকা কে দরজা খুলতে শত বার বলার পরও খুলেনি সে।
.

‘ আমাদের ভুল হয়েছে বাবা! বড্ড বড় ভুল। কিন্তু এখন কিছু একটা কর। মেয়েটা খারাপ কিছু করে ফেললে…, ওর বাবা মার কাছে সারাজীবন আমরা অপরাধী হয়ে থাকবো তবে। ‘

অহর্নিশ চোখমুখ শক্ত করে বলল,

‘ উলটো – পালটা কথা বলা অফ করো আম্মু। আয়ন্তিকা অমন মেয়ে না। যথেষ্ট জ্ঞান আছে ওর মাঝে। উল্টো পাল্টা কিছুই করবে না ও। ‘

পরবর্তীতে অহর্নিশ নিজের বিচক্ষণতার সঙ্গে দরজা খুলে ফেলে।অহনা এবং ইমানকে কড়া নির্দেশ দেয় যাতে তারা রুমে না ঢুকে। অতঃপর সে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। রুমটা খুব বেশি অন্ধকার! কিছুই দেখা যাচ্ছেনা কালো কুচকুচে আঁধার ব্যাতীত। অহর্নিশ অন্ধকারের মাঝেই হেঁটে এগোয় সামনে। শীতল কন্ঠে বলল,

‘ আয়ন্তিকা? ‘

আশপাশ নিস্তব্ধতা আঁটসাঁট! আয়ন্তি রুমের ঠিক কোথায় আছে এবং থাকতে পারে তা নিয়ে সেকেন্ড খানেক ব্যায় করে চিন্তা করল সে। পরিশেষে চোখ খুলে সে কার্বাডের দিকে আগায়। কান্নার শব্দটা তীব্রতর হয়ে তার কানে এসে প্রতিফলিত হয়। তার মানে আয়ন্তিকা কার্বাডের পাশেই আছে। সঠিক জায়গায় দাঁড়াতেই অহর্নিশ অনুভব করে তাকে লেও লতাপাতার মতো আঁকড়ে ধরেছে। সময় অতি বাহিত হলে অহর্নিশ অনুভব করে আয়ন্তিকা কে। লম্বা শ্বাস ফেলল সে। একহাত আয়ন্তিকার চুলে গলিয়ে দিয়ে আদুরে কন্ঠে বলল,

‘ কি হয়েছে তোমার? দরজা বন্ধ করে বসে আছো যে? কান্নাকাটি করছিলে মা বলল। কেও কি তোমায় কিছু বলেছে আয়ন্তিকা? হু?’

অহর্নিশ নম্রতা আয়ন্তিকার বরফ গলিয়ে দেয়। সে খানিক শান্ত হয়। আস্তেধীরে অহর্নিশের থেকে সরে আসতে নিলেই অহর্নিশ তাকে চেপে ধরে নিজের সাথে। মাথা নিচু করে থুতনি তার ঘাড়ে স্থাপন করে, অতি সন্তপর্ণে ক্ষুদ্র করে ওষ্ঠাধর ছোঁয়ায় আয়ন্তির কাঁধে। অতঃপর নম্র কন্ঠে বলল,

‘ যেতে দিচ্ছিনা তো। সো ছাড়াছাড়ি, ছোটাছুটি অফ করো। নিতে এসেছি তোমায়। ‘

আয়ন্তিকা খুশিতে গদগদ প্রায়! মাথা এলিয়ে দিয়ে সে গমগম সুরে বলল,

‘ সত্যিই…? আমাকে এখান হতে নিয়ে যাবেন?’

অহর্নিশ একটু অপ্রসন্ন কন্ঠে বলল, ‘ হ্যা। নিয়ে যাবো। আজই! তৈরি হও। ‘

আয়ন্তিকা ঠোঁট ফুলিয়ে বলল, ‘ আগে ছাড়ুন তো! বাসায় গিয়ে আপনি কোলে নিয়ে বসে থাকলেও আমি আর কিচ্ছুই বলব না প্রমিস। ‘

আয়ন্তিকার উত্তেজনা দেখে অহর্নিশ খুশি হওয়া দেখে কেমন মনমরা হয়ে যায়। তবুও সে বাহিরে নিজের হাস্যরত মুখটা বহমান রাখে! অহর্নিশের মন মরা হওয়ার কারণ তার কেনো জানি মনে হচ্ছে তার বাবা, মা কেও না কেও তো আছে যে আয়ন্তিকা কে কষ্ট দেয়! সহ্য করতে পারেনা। অথবা অন্যকিছু!
নয়তোবা আয়ন্তিকা যেতে এতো উদ্যক্তি হবে কেনো? আগে তো এ বাসায় আসার কতো বাহানা করতো। হটাৎ মধ্যিখানে কি হলো?আর্নিয়া দায়ী নয়তো এরজন্য?

অহর্নিশ ঘাড় বাকিয়ে পিছন ফিরে দেখলো আয়ন্তিকা অতি প্রফুল্লতা নিয়ে নিজের জামা, কাপড় প্যাক করেছে। কান্না করার পর অদ্ভুত এক মোহনীয় স্নিগ্ধতা যেনো তাকে গ্রাস করেছে। ওষ্ঠ কোণের হাসিটা চমৎকার লাগছে। একদম জীবন্ত। অপ্রতিভ দৃষ্টিতে তাকিয়ে রইল অহর্নিশ। আয়ন্তিকা কে এখান থেকে নিয়ে গেলেই যে বিপদ! সাংঘাতিক বিপদ! সে বিপদ অহর্নিশ সামাল দিবে কি করে এবার? এখানেও কিছুতেই রেখে যেতে পারছেনা সে আয়ন্তিকা কে।

অহর্নিশ হটাৎ উৎকন্ঠিত দৃষ্টি মেলে বলল,

‘ কাঁদছিলে কেনো বললে না তো! কি হয়েছিলো আয়ন্তিকা? ‘

আয়ন্তিকা সঙ্গে সঙ্গে কেমন উদ্ভট হয়ে যায়। মুখ পাংশুটে করে তুললো সে। উগ্র দৃষ্টিতে তাকালো সে অহর্নিশের দিকে। সেই দৃষ্টি দেখে অহর্নিশ দু-কদম পিছিয়ে যায়। তার হটাৎ করেই কেমন করে উঠলো বুকের ব্যাথা। আয়ন্তিকার হয়েছেটা কি?

আয়ন্তিকা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল,

‘ ঐটা সম্পর্কে আমি কিছু বলতে চাইনা। আপনিও আমায় জোর করবেন না। একদমই না! ‘

অহর্নিশ ভড়কপ গিয়ে বলল, ‘ আচ্ছা, কিন্তু! ‘

‘ কিন্তু ‘ এর পরবর্তীতে শব্দটা কর্ণধারে আসতে দিলো না আয়ন্তিকা। চটজলদি সে ওয়াশরুমে চলে যায় হাতে একটা ড্রেস নিয়ে। আয়ন্তিকার বর্তমান ব্যাবহার খুবই অপরিচিত লাগল অহর্নিশের নিকট। এ কেমন আয়ন্তিকে দেখলো সে?এতো একদম অচেনা এক নারী। কিশোরী নয়! এমন চাহনি কিশোরীরা দিতে পারে বুঝি? এমন ভয়ংকর, সুচালো দৃষ্টি। আঘাতপ্রাপ্ত লাগে নিজেকে অহর্নিশের। দৃষ্টি আহত সে।

_______________________

সারা অতিমাত্রায় বিরক্তি নিয়ে বসে আছে! সামনে তার বসে অয়ন। অসহায় চাহনি তার। বারবার কিছু বলার জন্য অয়ন ঠোঁট যুগল প্রসারিত করতে নিলেই সারা আঙুল উঁচু করে তাকিয়ে শাসিয়ে বলে,

‘ একদম কথা বলবানা তুমি! ‘

অয়ন আর ধৈর্য রাখতে পারে না। ধৈর্যহারা হয়ে সে সারার হাতদুটো চেপে ধরে অসহায় কন্ঠে বলল,

‘ সারা, মেরি জান! এমন করছো কেনো জান?আমি কি কোনো ভুল করেছি?ভুল করলে বলো! শাস্তি দাও! তবুও এমন চুপ করে থাকিও না। ‘

সারা এক ঝটকায় তার ঝাড়ি মেরে সরিয়ে নেয়। ফের সে তার ডান হাতের আঙুল উঁচু করে নিয়ে বলল,

‘ একদম ‘ জান ‘, ‘জান ‘ করবানা অয়ন। তাহলে ডির্ভোস দিবো আমি তোমাকে। ‘

অয়ন সারার কথা শুনে শুষ্ক ঢোক গিলে। চোখদুটো ছোট্ট করে নিয়ে বলল,

‘ আচ্ছা জা..! থুক্কু জান বলবো না আর। তাহলে কি ডাকব তোমায়?বাবু, সোনা, কলিজা, ফুসফুস কোনটা? কোনটা ডাকবো বলো তুমি! আমি সেটা বলেই তোমায় ডাকবো। ‘

সারা তেতে উঠে বলল, ‘ এই ন্যাকামি করবানা মেয়েদের মতো আমার সামনে বলছিনা?হ্যা? ‘

‘ করবো না ন্যাকামি। ওকে?এবার বলো তো আমার সাথে কথা বলছ না কেনো তুমি? ‘

‘ আজকে যে আমি এতো অসুস্থ ছিলাম। সারাদিনে একবারও আমার খোঁজ নিয়েছো তুমি?বাবা হতে যাচ্ছো তুমি অয়ন। এখন এমন খাপছাড়া চলাফেরা করলে কিভাবে হয়? আজ যদি আমি মারা যেতাম তাহলে আমার বাচ্চাটাও দুনিয়া দেখার আগেই চলে যেতো। আমাকে তুমি পছন্দ করে বিয়ে করোনি। না কখনো আমায় ভালোবেসেছো তাই হয়তো আমার প্রতি তোমার কোনোরকম চিন্তা ভাবনা নেই। আমি মারা গেলেও তোমার কিছু যায় আসবে না। কিন্তু একটিবার তো নিজের সন্তানের কথা চিন্তা করো। আমাকে না পছন্দ করো নিজের সন্তানকে নিয়ে তোমার এতো হেলাফেলা করো তুমি?’

অয়ন স্তব্ধ! সারা কাঁদছে ফুপিয়ে। অয়ন যে তাকে এখনো মেনে নিতে পারেনি এটা গহীনে জাগ্রত হলেই ইচ্ছে করে সারার মরে যেতে! এই ৩ বছরে কি একটুও অনুভূতি জাগ্রত করতে পারেনি সে অয়নের মনে?

অয়ন নম্র কন্ঠে বলল,

‘ তুমি আমার কাছে কতোটা গুরুত্বপূর্ণ এটা হয়ত আমি তোমায় বর্ণনা করতে পারবো না সারা। আর না বর্ণনা করলে তুমি বিশ্বাস করবে। তাই কোনো কথা বলতে চাচ্ছি না আপাতত! আমি তোমার অসুস্থতার সময় পাশে ছিলাম ঠিকি। কিন্তু অপরপ্রান্তে থেকে আমি যে ছটফট করে মরেছি তা হয়ত তুমি দেখোনি, জানোনা! নেক্সট এরূপ কোনো কথা তুলবে না সারা। আমি টলারেট করবো না! ‘

অয়ন গটগট পায়ে বেড়িয়ে যায় রুম হতে। সারার কথা সত্যি সে আজকাল বড্ড বেশি কেয়ারলেস হয়ে গেছে। সারার যে সময়টাতে তার সবচেয়ে বেশি দরকার সেই সময়টাতেই সে বেখেয়ালি পূর্ণ আচরণ শুরু করেছে। কিন্তু এতে ওর দোষটা কোথায়?সবটা দোষ তো অহর্নিশের। অহর্নিশ কে নিয়ে ভাবতে ভাবতেই সে আজকাল বড্ড এলোমেলো হয়ে পড়েছে। অহর্নিশ তার রক্তের সম্পর্কহীন ভাই। তার এই বিপদের সময় অয়ন কি বাসায় হাত গুটিয়ে বসে থাকতে পারে?

ফোন দেখে অয়ন! অহর্নিশের একটা কলও এখন অব্দি আসেনি। কি হলো কে জানে? আয়ন্তিকা ঠিক আছে তো?

__________________________

পর্ব-২০ [বোনাস পার্ট)

ড্রাইভিং করার সময় বারংবার অহর্নিশ আয়ন্তিকার দিকে দৃষ্টি দিচ্ছে। কখনো তো হাত দিয়ে আয়ন্তির গাল টেনে দিচ্ছে তো কখনো চুল ধরে টান দিচ্ছে। এমন আচরণে আয়ন্তিকা মাত্রাতিরিক্ত বিরক্ত! পরিশেষে অহর্নিশ আবার তার গাল ধরে টান দিতে আসলেই আয়ন্তিকা ঘাড় বাকিয়ে নিয়ে অহর্নিশের আঙুলে কামড় দিয়ে বসলো। অহর্নিশ বিহ্বলিত, ব্যাথায় কাতরে সজোরে ব্রেক দিয়ে গাড়ি থামায়।
অহর্নিশ হতবাক হয়ে তাকিয়ে হাত ঝাড়া দিয়ে বলল,

‘ কামড় দিলে কেনো?দেখছো না আমি ড্রাইভিং করছি। এখন এক্সিডেন্ট হয়ে যেতো যদি!’

আয়ন্তিকা তুমুল রেগে নাক ফুলিয়ে বলল,

‘ এক্সিডেন্ট? এই আপনি যে এতক্ষণ আমার গাল, চুল ধরে টানাটানি করলেন তার কি?তখন কি এক্সিডেন্ট হতে পারতো না হ্যা?’

অহর্নিশ আয়ন্তিকার দিকে পূর্ণতর দৃষ্টি দিয়ে ঠোঁট কামড়ে বলল, ‘ ইউ নো আয়ন্তিকা? তুমি যখন রেগে গিয়ে নাক ফুলিয়ে কথা বলো না?তখন তোমায় দেখে মনে হয় তুমি আমাকে আদর করতে বলছো। তোমার নাক, মুখ চোখ তোমায় আমাকে আদর করতে বলছে! ছিহ্! নটি মাইন্ড তোমার। আমায় সোজাসুজি বললেই তো পারো। ডাবল আদর করে দিবো। ‘

আয়ন্তিকা কিংকর্তব্যবিমুঢ়!
মানে, এই লোক কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছে ভাবা যায়? অতীব লজ্জায় মাথা নুইয়ে নেয় সে। মিইয়ে যাওয়া কন্ঠে বলল,

‘ আপনি একজন অতিমাত্রায় অসভ্য লোক! ‘

অহর্নিশ ঠোঁট কামড়ে হেঁসে বলল, ‘ অহ রিয়েলি?’

আয়ন্তিকা তপ্তশ্বাস ফেলে বিরক্তি কন্ঠে বলল,

‘ জি! ‘

‘ আচ্ছা বুঝলাম! সবই বুঝলাম। আগা হতে মাথা অব্দি! এখন বলোতো কি আদর দিবো? চুমু খাবো ঠোঁটে নাকি জরীয়ে ধরবো?তুমি যেটা বলবে আমি সেটাই করবো ইভেন এক্সট্রা করে করবো। আফটার অল এতদিন দূরে ছিলে। একটু আদর, চুমু তো প্রাপ্য তোমার। ‘

আয়ন্তিকা ঝাঁঝ মেশানো কন্ঠস্বরে বলল, ‘ আপনি কি গাড়ি স্টার্ট দিবেন? নাকি আমি এখনি এখান থেকে নেমে যাবো, বলুন?’

অহর্নিশ মৃদু হেঁসে বলল, ‘ বাসার গিয়ে আদর নিতে চাও? আচ্ছা ব্যাপার নাহ! চলো, আমারও আবার রাস্তার মাঝে চুমু টুমু দিতে ভিষণ লজ্জা লাগবে। ‘

অহর্নিশ গাড়ি স্টার্ট দেয়। লম্বা শ্বাস ফেললো সে সামনের দিকে দৃষ্টি দিয়ে। আয়ন্তিকা কে একটুখানি ব্যাস্ত রাখারা তাগিদে এমন কথা বলা তার। অহর্নিশ আয়ন্তিকার ব্যাপারে তার এক সাইক্রিয়েটিষ্ট ফ্রেন্ড এর সাথে কথা বলেছিলো। তার ফ্রেন্ড বলল, আয়ন্তিকার ওপর দিয়ে ভিষণ বড় কিছু প্রভাবিত হয়েছে। যা তার ব্রেন নিতে পারেনি বা সহন করতে পারেনি। তাই ঐ মূর্হতটায় সে পাগল এবং উদ্ভট বিহেভ করেছে। এখন এমন এটার্ক আবার আসতে পারে আয়ন্তিকার ওপর তাই তাকে ব্যাস্ত রাখার নির্দেশ দিয়েছিলো অহর্নিশের ফ্রেন্ড অহর্নিশ কে!

মৃদু সতেজতা মিশ্রিত বাতাস টেনে নিয়ে অহর্নিশ আয়ন্তিকার দিকে তাকায়। আয়ন্তিকার সর্বমুখে চিন্তা এবং মলিনতার ছাপ! অহর্নিশ বুঝতে পারে না মাহির ঠিক কি বলেছে আয়ন্তিকে? কি এমন বলেছে যে একদিন, এক ঘন্টার ব্যাবধানেই আয়ন্তির এই বিপর্যস্ত অবস্থা? নিভৃতে রাগের স্তুপ তৈরি করে সে। একবার মাহিরকে পেলে সে কেটে কুচিকুচি করে ফেলবে।

_______________________

মাগরিবের আজানের ধ্বনি কর্ণপাত হওয়ার পর- পরই আয়ন্তিকা ঘুম থেকে উঠে পড়ে। বাসায় আসার পর অহর্নিশ তাকে জোর করে ঘুমোতে পাঠিয়েছে। প্রথম প্রথম সে ঘুমোতে না চাওয়ার পর অহর্নিশের কড়া ধমকে ঘুম আপনা – আপনি চলে এসেছে তার। আয়ন্তিকার কষ্ট হয়! তুমুল পরিমাণে, অহর্নিশ শুধু তার সাথে রেগেই কথা বলে আজকাল একটু বেশিই!

নামাজের উদ্দেশ্যে বিছানা থেকে নামতে নিলে তীব্র পেট ব্যাথায় পেট চেপে ধরে বিছানায় বসে পড়ল আয়ন্তি! দাঁত মুখ খিঁচে বন্ধ করে নেয়। আজ আর নামাজ পড়া হবেনা তার। বহুকষ্টে ওয়াশরুমে গিয়ে সাওয়ার নিয়ে এসে ফের বিছানায় শুইয়ে পড়ল আয়ন্তিকা! পেট ব্যাথা ক্রমাগত বাড়ছে। তার সাথে বাড়ছে আয়ন্তিকার কান্নার বেগ। এই সময়টাতে সে একদমই ঠিক থাকেনা। নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ে। পরিশেষে ব্যাথা সহ্য করতে না পেরে ফ্যাচফ্যাচ করে কেঁদে দেয়।

কান্নার আওয়াজ কর্ণধারে আসে অহর্নিশের। সে ডিভানে ল্যাপটপ নিয়ে বসেছিলো সবেমাত্র। কিন্তু কান্নার আওয়াজে অহর্নিশের কাজে বিঘ্ন ঘটল! দ্রুত পায়ে আয়ন্তিকার রুমে এসে দেখে আয়ন্তিকা পেট চেপে ধরে কান্না করছে। অহর্নিশ হতবিহ্বল হয়ে পড়ে। লম্বা পা ফেলে আয়ন্তিকার পাশে এসে বসে অস্থির হয়ে বলল,

‘ আয়ন্তিকা? এই মেয়ে কি হয়েছে? দেখি চোখ খোলো! তাকাও তো একটু আমার দিকে। ‘

আয়ন্তিকা ফট করে চোখ খুলে নেয়। লজ্জা লাগছে তার প্রবল।পরিশেষে ব্যাথাতুর কন্ঠে বলল,

‘ পেট ব্যাথা প্রচুর.. ‘

এতটুকু বলে থেমে যায় আয়ন্তিকা।

অহর্নিশ প্রশ্নাত্মক চাহনি দিয়ে বলল, ‘ পেট ব্যাথা হটাৎ.. ‘
পরক্ষণেই চুপ হয়ে যায় অহর্নিশ। তার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় ক্ষনেই। দাঁড়িয়ে সে বের হয়ে যায় রুম হতে। মিনিট পনেরোর পর ফিরে এসে আয়ন্তিকা কে টেনে শোয়া থেকে উঠিয়ে দেয়! হাতে কিছু প্যাকেট দিয়ে বলল,

‘ এতো লজ্জা না পেয়ে ডাইরেক্ট বললেই তো পারো। পর না বর হই তোমার। এভাবে লজ্জা পেলে আমার বাবুর আম্মু কিভাবে হবে তুমি? ‘

চলবে…
#সাদিয়া_মেহরুজ_দোলা

প্রায় ৩ দিন পর লিখছি! অগোছালো, ভুলত্রুটি পূর্ণ হতে পারে। ২০ তম পর্ব বোনাস হিসেবে দেয়া হয়েছে। এত কষ্ট করে লিখলাম সবাই গঠনমূলক মন্তব্য এবং রেসপন্স করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here