অব্যক্ত প্রিয়তমা: পর্ব-২০

0
635

#অব্যক্ত_প্রিয়তমা
#ফাতেমা_তুজ
#part_20

রক্তাক্ত অনিন্দিতা। নিজেকে প্রচন্ড আঘাত করেছে সে। কাঁচের গ্লাস ভেঙে হাতের তালু তে বেশ কিছু টা ক্ষত হয়েছে। আসিম টেনে ধরে ওকে। শাহানা অবিরত কেঁদেই চলেছেন। বুক ফাঁটা আর্তনাদের কারনে আশে পাশের মানুষ জন ও জড়ো হয়েছে। অনিন্দিতার বাহু তে ধাক্কা দেয় আসিম। চেঁচিয়ে বলে
” কি করছিলে অনি ? ”

” কি করবো আমি। ”

” পাগল হয়ে গেছো। ”

” আমি পাগল হয়ে গেছি। আমায় মেরে ফেলো , দয়া করে আমাকে মুক্তি দাও আসিম। আমি আর নিতে পারছি না। এসব কিছু আমি আর নিতে পারছি না। ”

বার বার একি কথা উচ্চারন করে অনিন্দিতা। ঢলে পরে আসিমের কোলে। শাহানা কে সান্ত্বনা দিচ্ছে সকলে। আসিম বলে
” আন্টি ওকে হসপিটালে এডমিট করাতে হবে। অনিন্দিতা জ্ঞান হারিয়ে ফেলেছে। ”

হসপিটালের করিডোরে পায়চারি করছে আসিম। অনিন্দিতা কে ইনজেকশন পুস করে রাখা হয়েছে। অন্য কোনো হসপিটালে নয় বরং ইশরাকের কাছেই নিয়ে এসেছে। কেবিন থেকে ইশরাক বের হতেই আসিম বলে
” নির্ভীক স্যার কে সরে যেতে বলুন । না হলে অনি কে বাঁচানো সম্ভব হবে না। ”

” রিলাক্স আমি দেখছি কি করা যায়। ”

” কামন ডক্টর ইশরাক। আমি আপনার থেকে বয়সে ছোট হতে পারি তবে এমন নয় যে ভাঁজা মাছ উল্টে খেতে জানি না। ছেলে ভোলানো কথা বন্ধ করে ব্যবস্থা করুন। ”

” তুমি বিষয় টা বুঝতে চাইছো না আসিম। নির্ভীক কে অনিন্দিতার প্রয়োজন। ”

” সেটা তখন প্রয়োজন যখন নির্ভীক স্যার অনিন্দিতা কে চাইবেন। এখন ওনি অনির লাইফে কাঁটার মতো। ”

” তুমি ঠিক বলেছো। আমি এখনি নির্ভীকের সাথে কথা বলবো। ”

ইশরাক চলে যায়। ব্যঙ্গ হাসে আসিম। কেবিনের গ্লাস দিয়ে অনিন্দিতা কে দেখতে থাকে। মেয়েটার অবস্থা কি হয়েছে।

শেষ রাতেই কুমিল্লা থেকে ফিরে আসে নির্ভীক। অনিন্দিতার কথা কানে যেতেই সে ছুটে এসেছে। তবে ইশরাক কেবিনে যেতে বাঁধা দেয়। তীক্ষ্ম দৃষ্টি তে তাকিয়ে নির্ভীক বলে
” আমাকে যেতে দিচ্ছিস না কেন ? ”

” কারন তোকে ওর কোনো প্রয়োজন নেই। ”

” আমার সাথে ফাজলামি করছিস ? ”

” ফাজলামি নয় এটাই সত্যি। দেখ নির্ভীক তুই থাকলে অনিন্দিতা কখনোই তোর থেকে দূরে যাবে না। তুই তো চাস অনিন্দিতা তোকে ভুলে যাক। তোর প্রতি কোনো মায়া না থাকুক , ঘৃনা করুক ? ”

উত্তর করে না নির্ভীক। ইশরাক কে পাশ কাটিয়ে কেবিনে প্রবেশ করে। কারো পায়ের শব্দ পেয়ে পেছন ঘুরে তাকায় আসিম। অনিন্দিতার হাত মুঠো বন্দী করে ছিলো সে। নির্ভীকের চোখে মুখে বিস্ময়। আসিম এক পলক তাকায় পরক্ষণেই নির্ভীক কে পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটার যাওয়ার পানে তাকিয়ে অনিন্দিতার দিকে অগ্রসর হয়। কাঁপা হাতে অনিন্দিতার মাথায় স্পর্শ করে। চোখ দুটো ভিজে গেছে। চোখের পাপড়ি গুলো কেমন নেতিয়ে গেছে । অন্তরে হয়েছে রক্তক্ষরণ। তীব্র যন্ত্রণা নিয়ে শুষ্ক ঠোঁট টা অনিন্দিতার কপালে ছোঁয়ায়। তৎক্ষনাৎ নিজেকে সংযত করে এলোমেলো পায়ে বেরিয়ে আসে। অনিন্দিতার জীবন শেষ হতে দিবে না ওহ। চলে যাবে অনিন্দিতার থেকে। এভাবে কষ্ট পেয়ে মেয়ে টা মরে যাবে।

ওয়েটিং চেয়ারে বসে নির্ভীকের যাওয়া দেখে আসিম।

” চক্রের মতো ঘুরছে কিছু জীবন। কে কাকে চায় বোঝা দায়। কেউ কারো নয়। সব ভালোবাসাই অব্যক্ত রয়। ”
.

আট ঘন্টা পর জ্ঞান ফিরে অনিন্দিতার। প্রচন্ড দূর্বল শরীর উঠাতে বেশ বেগ পেতে হয়। মৃদু আর্তনাদের শব্দ পেতেই ছুটে আসে আসিম। অনিন্দিতা কে উঠে বসতে সাহায্য করে। চকচকে চোখে বলে
” কেমন আছো অনি ? ”

” ভালো। ”

” হসপিটালে থাকতে ভালো লাগে তোমার ? ”

” একদম নয়। ”

” তাহলে এমন কেন করলে ? ”

” মাথায় যন্ত্রনা হচ্ছিলো খুব। কেমন যেন নেশালো লাগছিলো। হঠাৎ করেই

থমকে যায় অনিন্দিতা। চোখ দুটো এলোমেলো হয়ে ঘোরে। বেড থেকে নেমে যেতেই খপ করে হাত ধরে ফেলে আসিম। ধীর কন্ঠে বলে
” কোথায় যাচ্ছো? ”

” নির্ভীক ভাই ? ”

” চলে গেছেন। ”

” চলে গেছেন ! কোথায় চলে গেছেন ওনি ? আসিম আমাকে যেতে হবে। বলো কোথায় চলে গেছেন নির্ভীক ? ”

” দেশ ছেড়ে চলে গেছেন ওনি। তোমার এই অবস্থা শুনে ও ফিরে আসে নি। ”

” আসিম ! তুমি ভুল জানো। নির্ভীক ভাই আমাকে কথা দিয়েছেন। ওনি আমার সাথে সব সময় থাকবেন। যতো দিন আমার মাথার যন্ত্রণা না যাবে ততো দিন ওনি আমাকে হসপিটালে নিয়ে আসবেন।”

” সে কথা রাখেন নি ওনি। একটু আগেই ওনার ফ্লাইট ছেড়ে দিয়েছে। ”

মেঝে তে বসে পরে অনিন্দিতা। নির্বিকার হয়ে চেয়ে থাকে। আসিমের স্পর্শ পেতেই ডুকরে কেঁদে উঠে। ধীরে ধীরে সে কান্না চিৎকারে পরিনত হয়। যেন কোনো ক্ষুধার্ত ব্যক্তি খাবারের অভাবে এখনি মারা যাবে। দু চোখ ভিজে যায় আসিমের। অনিন্দিতার হাত মুষ্টিবদ্ধ করে রাখে। নেহাত ই সাউন্ড প্রুফ রুম, না হলে পুরো হসপিটালের লোক জড়ো হতো। অনিন্দিতার অবস্থা শোচনীয়। আসিম বুঝতে পারে এখনি মোক্ষম সুযোগ। সে বলে
” তোমার জন্য একটা চিঠি আছে অনি। নির্ভীক স্যারের চিঠি। ”

” ওনি আমাকে চিঠি দিয়ে গেছেন? ”

” হুমম। ”

চোখ মুছে অনিন্দিতা। মুখে হাসি ফুটেছে মেয়েটার। কেন যেন আসিমের ইচ্ছে হয় না চিঠি টা দেওয়ার। তবে এ সুযোগ হাত ছাড়া করতে চায় না। আসিম বলে
” তোমার জন্য আমার শর্ত আছে অনি। ”

” শর্ত ! কিসের শর্ত ? ”

” আমি জানি না এ চিঠি তে কি লেখা তবে তোমাকে প্রমিস করতে হবে নির্ভীক স্যার এখানে যা লিখেছেন তা তোমাকে মেনে নিতে হবে। ওনি একটা মানুষ অনি। তুমি কেন বুঝো না ওনি তোমাতে বিরক্ত। ”

” আমি তো ওনাকে বিরক্ত করতে চাই নি আসিম। আমি শুধু নিয়ম করে দু বেলা ওনাকে দেখতে চাই। এই টুকু পেলেই হবে।”

” কিন্তু ওনি তো তোমাকে দেখতে চায় না অনি। ”

কোনো কথা বলে না অনিন্দিতা। চিঠি দেখার জন্য মন আকুপাকু করছে। কিছু মুহূর্ত ভেবে সিদ্ধান্ত নেয় সব মেনে নিবে। যা লিখা আছে তাই মেনে নিবে। চিঠি টা বাড়িয়ে দেয় আসিম। শুকনো ঢোক গিলে অনিন্দিতা বলে
” তুমি একটু দূরে গিয়ে দাঁড়াবে আসিম। ”

মাথা ঝাঁকিয়ে ব্যলকনিতে চলে যায় আসিম। মেঘাচ্ছন্ন আকাশে গাঢ় চাহনি দেয়। অদ্ভুত ভালো লাগায় ছেয়ে যায় পুরো শরীর। হিম শীতল বাতাসে গা কেঁপে উঠে। পেছন থেকে অনিন্দিতার উপস্থিতি অনুভব করে। পেছন ফিরতেই অনিন্দিতা বলে
” নির্ভীক ভাই কে জানিয়ে দিও ,অনিন্দিতা তাঁকে কখনো বিরক্ত করবে না। আর কখনো বিরক্ত করবে না। ”

” অনি ! ”

চলে যায় অনিন্দিতা। বেডে শুইয়ে পরে। একদম গুটিশুটি মেরে থাকে। যেন মানসিক রোগী কে কেউ খুব বকে দিয়েছে। যেমন টা ভয়ে গুটিয়ে থাকে মানুষ। চিঠি মেলে আসিম। খুব সুন্দর লেখা নির্ভীকের। এক বার সে লেখায় হাত বুলায় আসিম। পড়া শুরু করে।

” অনিন্দিতা , আপনাকে প্রিয় বলে সম্বোধন করতে ইচ্ছে হচ্ছে না। প্রিয় তো তাকেই বলা যায় যে মানসিক শান্তি প্রদান করে। কিন্তু আপনি নিজে ও মানসিক শান্তি তে নেই আর না আমাকে থাকতে দিয়েছেন। এই যে আপনার অসুস্থতা , আমি অনুভব করি এটার জন্য আমি দায়ী। যদি নির্ভীক নামের কোনো অস্তিত্ব এ পৃথিবী তে না হতো তাহলে আপনি ও সবার মতো সুস্থ জীবন যাপন করতেন। এই মুহুর্তে দাড়িয়ে আমি বুঝতে পেরেছি আপনি আমার জীবনের কাঁটা স্বরূপ । আর আমি আপনার জীবনের অভিশাপ। সম্পর্ক তৈরি হয় আত্মার। আপনার সাথে আমার একটাই সম্পর্ক সেটা হলো মনুষ্যত্ব। ছোট থেকে বড় হতে দেখেছি আপনাকে। ছোট্ট মেয়েটা কতো শত কথা বলতো আমার সাথে। ভাবতাম এই পিচ্ছি মেয়েটা কে সব সময় আগলে রাখবো।তবে আমার একটি ভাবনায় আপনি প্রেমে পরে যাবেন বুঝে উঠতে পারি নি। প্রেম কোনো পাপ নয়। তবে ভুল মানুষের প্রেমে পরা হলো অন্যায়। আমি আপনাকে দোষারোপ করবো না। আপনি নেহাত ই আবেগে ভেসে যাচ্ছেন। অপর পাশের ব্যক্তিটি কে ভালোবাসেন বলে দাবি করছেন। কিন্তু কোনো না কোনো ভাবে আপনি আমাকে ভালোবাসেন না। না হলে এতো টা মানসিক যন্ত্রনা আমায় দিতেন না। আপনি হয়তো বলবেন আমাকে বিরক্ত করছেন না তাহলে ও আমি কেন এগুলো বলছি। এর কারন আমি মানুষ। আপনার এমন অবস্থা দেখে আমার মনে হয় সব টাই আমার জন্য। কোনো ভুল না করে ও অন্যায় কে মাথা পেতে নিলাম। আর একটা কথা আপনি যেমন কাউ কে ভালোবাসেন আমি ও কাউ কে ভালোবাসি। রোজ আমার বন্ধু হলে ও আমি সিদ্ধান্ত নিয়েছি ওর সাথে আগানোর। আপনার বলা কথা গুলো আমাকে ভাবনায় ফেলেছে। আপনি ওকে অপমান করেছেন। সত্যি তো সেদিন খুব অন্যায় হয়েছিলো আমাদের। অতি শীঘ্রই আমি সে অন্যায় কে বাস্তবে পরিনত করবো। শুধু অপেক্ষা সময়ের। আপনি যদি এখন আমাকে মুক্তি দেন তাহলে সত্যি আমি আপনার প্রতি কৃতঙ্গ হবো। দয়া করে অভিনয় বন্ধ করুন। জানি না কোন কারনে এই প্রেমের অভিনয়। আচ্ছা আপনি কি কারো সাথে বাজি রেখেছেন ? প্রেম প্রেম পাগলামি। কিংবা প্রেমের নামে কাঁটা হবেন আমার জীবনে। আপনার ইচ্ছে কিংবা পরিকল্পনা সমস্ত টাই আমি শেষ করে দিলাম। এবার আপনি কি করবেন আমার জানা নেই। শুধু একটা রিকোয়েস্ট এই পাগলামি বন্ধ করুন। আর হ্যাঁ উল্টো কোনো চিন্তা করবেন না। কারন আপনি কিছু করলে সৃষ্টিকর্তা আমার জন্য পাপের রেখা টেনে দিবেন। যা একজন মানুষ হিসেবে আমি চাই না। কারন আমি নিজেকেভালোবাসি।নিজেকে নিয়ে ভালো থাকুন। আমি ফরেন ব্যাক করছি। ”

[ ঘুরে দাঁড়ানোর পথে অনিন্দিতা ]

বি : দ্র : ভুল ত্রুটি মাফ করবেন ।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here