অব্যক্ত প্রিয়তমা: পর্ব-৭

0
915

#অব্যক্ত_প্রিয়তমা
#ফাতেমা_তুজ
#part_7

পরীক্ষা দিয়ে নিজের জন্য যত টা না টেনশন হয়েছে তাঁর থেকে হাজার গুন টেনশন হচ্ছে অনিন্দিতার রেজাল্ট নিয়ে। যদি ও নির্ভীক নিজে দুটো এক্সাম পেপার দেখেছে। তবু ও নির্ভীক এর টেনশন হচ্ছে। অনিন্দিতার পাগলামি তে বিরক্ত সে। আর কতো সহ্য করবে ?
এমন পাগলামি কারো ই কাম্য নয়। একটাই ভয় শেষ মেশ ভয়ঙ্কর কিছু না হয়ে যায়। অন্য দিকে চার হাত পা তুলে দিয়ে আরাম করছে অনিন্দিতা। কোথায় মুখে টেনশনের কালো রেখা পরবে তা না হয়ে সুশ্রী মুখ টা আরো বেশি চকচকে হয়েছে।

শাহানা বেগম সকাল সকাল তুমুল চটেছেন। বছর খানেক হয়ে গেছে বাপের বাড়ি যান না ওনি। সবাই রাজি থাকলে ও অনিন্দিতা রাজি হয় না। দাঁত কামড়ে এই বাসাতেই পরে থাকে। হীরের ভীষন মন খারাপ। কারন মামাতো ভাই পৃথিবীর উপর বেশ বড় সড় ক্রাশ খেয়ে আছে। যদি ও বয়সের ফারাক বছর ছয়েক তবু ও পৃথিবীর সাথে মারা মারি করে। হীরের সন্দেহ আছে পৃথিবী ও তাকে পছন্দ করে। এই তো তিন মাসে আগে মামার বাড়ি থেকে ঘুরে এসেছে। তিন মাস যেতে না যেতেই গত সপ্তাহে পৃথিবী তাঁদের বাসায় চলে এসেছে। তবে একদিন থেকে চলে গেছে। যাহ বড্ড পীড়া দায়ক। অনিন্দিতার বাহু ঝাঁকিয়ে বলল
_ প্লিজ আপু চলো প্লিজ। তুমি না গেলে আম্মু যাবে না। আর আমার ও যাওয়া হবে না।

_ আমি যাবো না বলেছিই তো।

_ আপু !

_ যদি সকাল দশটার পর গিয়ে বিকেল চারটের আগে ফিরে আসে তাহলেই যেতে পারি।

_ আপু এটা কি করে সম্ভব ?

_ কেন সম্ভব নয় ?

_ দশটার পর বের হলে দুটো বেজে যাবে পৌছাতে। চারটের আগে ফিরবো কি করে ? এটা অসম্ভব !

_ তাহলে আমার যাওয়া টা ও অসম্ভব।

হীর রেগে গেল। কোল বালিশ টা ছিটকে ফেলে দিলো। অনিন্দিতা কিছু বললো না। ডায়েরী হাতে লেখা লেখি করতে লাগলো। হীরের রাগ আকাশের চূড়ায়। ডায়েরী টা ছিঁড়ে ফেলতে পারলে শান্তি হতো। গট গট শব্দ তুলে চলে গেল।

অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেললো। মনে মনে সকলের কাছে ক্ষমা চাইলো। বাসায় না থাকলে নির্ভীক কে দেখবে কি করে ? সপ্তাহে একবার ও তো দেখা মিলে না। একটু দেখার জন্য কতো ছল ছাতুরি করে ওদের বাসায় যায়।
প্রতি বার ই আশাহত হয়। কারন নির্ভীক তাঁর রুম থেকে বের ই হয় না। চারুলতার থেকে জানতে পেরেছে নির্ভীক নিজেকে আড়াল করতেই পছন্দ করে। তাই অতো টা মন খারাপ হয় নি। এটা হয়তো নির্ভীকের সহজাত অভ্যাস।

অনিন্দিতার ভাবনার মাঝে ঝাঁঝালো কন্ঠে শাহানার ডাক। ডায়েরী টা খুলে নিয়ে নাক ডুবায় মেয়েটা। নির্ভীকের রক্তের ঘ্রান যেন প্রান কে সতেজ করে দিলো। বিচিত্র অনুভূতি হয়। এই রক্ত ই তো তাঁর প্রান। নির্ভীকের অংশ , যেখানে নির্ভীকের পায়ের ধূলোকনা ঠোঁটে শুষে নেয় সেখানে রক্ত তো হৃদয়ে চেপে নিবে।

দরজায় বারি পরতেই হতচকিয়ে উঠে অনিন্দিতা। দ্রুত কাবাডে ডায়েরী টা রেখে দেয়। শাহানা প্রচন্ড ঝাঁঝে বললেন
_ তুই কি চাস আমি আমার বাপের বাড়ি না যাই ?

_ তা কেন হবে ?

_ তাহলে যেতে চাচ্ছিস না কেন ?

_ আমার এই বাসা ছাড়া কোথাও থাকতে ইচ্ছে করে না। তোমরা যাও না বাঁধা দিয়েছে কে ?

তিক্ত হয়ে উঠেন শাহানা। হাতের কাছে থাকা ঘড়ি টা ছুঁড়ে ফেলে দেন। অনিন্দিতা অবাক চোখে তাকিয়ে বলল
_ এটা আমার প্রিয় ঘড়ি ছিলো আম্মু।

_ চুপ। একটা কথা বলবি না। আমার ইচ্ছের কোনো মূল্য আছে তোর কাছে ?

_ আম্মু তুমি এমন কেন ভাবছো। আমি বাসায় থাকি তোমরা যাও না।

শাহানার কানে সে কথা গেল না। ঝমঝমিয়ে কাঁদলেন ওনি। হীর ছুটে আসলো। মা কে জড়িয়ে ধরে অনিন্দিতার দিকে লাল চোখে তাকালো। মেয়েটা কি কেঁদেছে ?
অনিন্দিতা ফোঁস করে দম ফেললো। একটা মানুষের জন্য স্বার্থপর হয়েছে আজ। একটু দেখার জন্য প্রান টা যে মরিয়া হয়ে উঠে।
আরশাদ ওহ কয়েক বার ফোন করে বলেছে। কিন্তু অনিন্দিতা সে কথা শুনে নি।

বিকেলের দিকে চারুলতা আসেন। বাসায় ছিলেন না ওনি। কাজের মেয়েটা জানালো অনিন্দিতার জন্য শাহানা কেঁদে ভাসিয়েছেন।
এক প্রকার ভয় পেয়েই গিয়েছিলেন। অনিন্দিতার কোনো ক্ষতি হলো নাকি সেই আশঙ্কায় ছুটে এসেছেন।
_ শাহানা কি হয়েছে বলো তো ? কেঁদে নাকি চোখ লাল করে ফেলেছো ?

_ আপা কি বলবো বলো তো ? মেয়েটা হয়েছে এক পাষান।

_ কি সব বলছো এসব ? অনি কি করেছে এমন ?

_ জানো ই তো এক বছরের বেশি সময় বাপের বাড়ি যাই না। মা অসুস্থ, বলা যায় না কিই হয়। অথচ মেয়েটা যাবে না বলে দিয়েছে।

চারুলতা একটু ভাবলেন। তারপর চকচকে চোখে বললেন
_ থাক না মেয়েটা যখন যেতে চাচ্ছে না। জোর করে না যাওয়াই ভালো। ওহ কদিন না হয় আমার কাছেই থাকবে।

_ কিন্তু আপা

_ কোনো কিন্তু নয় । অনি কি আমার মেয়ে নয় ? তোমার মতো যত্নে না রাখতে পারলে ও যত্ন ঠিক ই করতে পারবো। বিশ্বাস রাখো তো ?

শাহানা বিগলিত হাসলেন। তারপর পর ই চারুলতার সাথে খোশ গল্পে মেতে উঠলেন।

*

নির্ভীকদের বাসায় থাকা যেন চন্দ্র মামা কে হাতে তুলে দেওয়া। অনিন্দিতার খুশি যেন আর সয় না। এতো হাসি খুশি দেখে শাহানা ও স্বস্তি পেলেন। আরশাদ নানান উপদেশ দিলেন। যেহেতু দুদিন বাদেই রেজাল্ট দিবে তাই যেন মন খারাপ না করে। হাসি মুখে সম্মতি জানালো অনিন্দিতা । শাহানা মেয়ের মাথায় চুমু খেয়ে নিলেন । বাহু তে হাত রেখে বললেন
_ একদম মন খারাপ করবি না। তুই তো চেষ্টা করেছিস ই। আল্লাহ চাইলে নিশ্চয়ই চান্স হবে।

_ হুমম দোয়া করো আম্মু। আর আমি খুব স্যরি।

শাহানা সহ সবাই হেসে ফেললো। অনিন্দিতার চোখ ভরে উঠেছে । কেন যেন খুব কষ্ট হচ্ছে। হঠাৎ করেই শাহানা কে জড়িয়ে ধরে কেঁদে উঠে। হীর ফিচেল হাসি তে মাতে। অনিন্দিতার দিকে টিসু এগিয়ে দেয়। তাঁতে নাক ফুলিয়ে নেয় মেয়েটা।

নিহাল ভারী অদ্ভুত ভাবে সব দেখছে। এখানে শোক পালন হচ্ছে নাকি আনন্দ যাপন বুঝতে পারলো না। পরিশেষে বলেই ফেললো
_ এভাবে অর্ধেক হাসি অর্ধেক কান্নার কোনো স্পেশাল মিনিং আছে কি ?

অনিন্দিতা নাক টেনে তাকায়। নির্ভীক একটু দূরে দাঁড়িয়ে আছে। সবার দিকে তাকালে ও অনিন্দিতার দিকে তাকায় নি। অভিমানে বুক ফাঁটে। কান্না ভেজা গলায় তাকায়। এক পশলা অভিমানের ঝরা নামিয়ে বলে
_ আবেগ !

নির্ভীকের কানে যেন কেউ বাজনা বাজিয়ে দেয়। খলবিলিয়ে তাকায়। চোখাচোখি হলে ও চোখ সরায় না। প্রচন্ড আবেগ ঝরানো কন্ঠে অনিন্দিতা উচ্চারন করে
_ ছ্যছরামি।

সবাই প্রচন্ড অবাক হয়। হীরের ধাক্কা খেয়ে হুস ফেরে। নিজেকে সামলে নিয়ে দাঁত কেলিয়ে হাসে। আরশাদ তাঁর স্নেহের হাতে অনিন্দিতার মুখে স্পর্শ করে। মেয়েটা একদম তাঁর মায়ের মতো হয়েছে। প্রচন্ড আবেগী আর ঝরঝরে চাহনি। সাথে অটল থাকে নিজের কর্মে।

*

নির্ভীকের রুমের অপজিটেই অনিন্দিতার ঘর। দুদিন পেরিয়ে গেছে। চারুলতা কোনো কিছুর অভাব রাখে নি। ক্ষনে ক্ষনে প্রশ্ন ছুঁড়ে কিছু লাগবে কি না। আজমাল সকাল বিকাল এসে দেখে যায়। নিহাল তো প্রচন্ড রসিকতায় রাখে। শুধু নির্ভীক ই তাঁর সাথে কথা বলে না। লাঞ্চ বাইরে থেকেই করে আসে। সকালে ব্যস্ততা দেখিয়ে নাস্তা না খেয়েই চলে যায়। শুধু ডিনার টাই একসাথে করে। তবে অল্প একটু খেয়েই উঠে যায়। যার ফলে ব্যথিত হয় অনিন্দিতার মন।

আজ সকাল সকাল উঠেছে নির্ভীক। উদ্দেশ্যে ভারসিটি যাওয়া। রেজাল্ট নিয়ে প্রচন্ড টেনশনে রয়েছে। না জানি কোন আনল হতে চলেছে। চূড়ান্ত ফলাফল দেখার সুযোগ হয় নি এখনো । ভারসিটি গেলেই জানা যাবে। তবে সমস্যা হচ্ছে আজমাল কে নিয়ে। কিছু তেই বের হতে দিচ্ছেন না ওনি।
ওনার মতে অনিন্দিতার সাহস প্রয়োজন। সেখানে ভারসিটির লেকচারার ই যদি সাহস দেয় তাহলে রেশ পরবে কয়েক দিন। ভিন্ন ধাঁচের যুক্তি তে ফেসে গেছে। নিহাল কপট রাগ নিয়ে বলল
_ সমস্যা কি তোর ? ভারসিটি যাবার জন্য এমন উতলা হওয়ার কোনো বিশেষ কারন রয়েছে ?

_ ভাইয়া দেখ আমাকে যেতে হবে। এই ভাবে বাসায় বসে থাকা উচিত কার্য নয়।

_ উচিত বুঝিয়ে লাভ নেই। অনির অবস্থা দেখেছিস ? কাল থেকে চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আমরা তো সাহস দিয়েছিস। তবে তুই হলি টিচার। তোর সাহস টা বেশি প্রয়োজন।

_ আজব। আমি এমন অযুক্তিক যুক্তি কখনো শুনি নি।
আমি বললেই তো রেজাল্ট ভালো হবে না!

চারুলতা চটে গেলেন। ছেলেটা প্রচন্ড রকমের বেয়াদব। দেশে থাকতে চায় না। বাসাতে মন টিকে না। সন্দেহর গন্ধ খুঁজে পেলেন ওনি।

নির্ভীকের মুখ দেখে নিভে গেলেন। নিহাল কপট রাগ দেখিয়ে বলল
_ কয়টায় রেজাল্ট দেওয়ার কথা ?

_ 11 টায়।

_ আচ্ছা। আমি অনি কে ডেকে নিয়ে আসছি। আম্মু সবার জন্য নাস্তা রেডি করো। কি জানি লাঞ্চ টা গলা দিয়ে নামবে নাকি।

আজমাল পূর্ন সমর্থন করলেন। চারুলতা চিন্তায় মন মরা করে রেখেছে। সকলের মাঝ থেকে নির্ভীক তাঁর বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেললো। ভালো লাগছে না আর। অনিন্দিতার পাগলামি সত্যি ই আর নেওয়া যাচ্ছে না। এখন তো পরিবার ও যোগ দান করেছে।

কাঁধের ব্যাগ টা ডিবাইনে ধপ করে রেখে দিলো। করিডোর দিয়ে ব্যলকনিতে চলে আসলো। রোজের নাম্বার টা ও পাচ্ছে না। মেয়েটা কানাডায় গিয়েছে না জানি কেমন আছে। এতো ক্ষনে তো পৌছে যাওয়ার কথা।

ভাবনার মাঝেই হোয়াটস অ্যাপে টেক্সট এলো। এক গাল হেসে রোজ কে কল লাগালো।
_ পুরো আঠারো ঘন্টা কথা হয় না তাই না ?

_ এতো হিসেবে রেখেছিস তুই !

_ তো কি করি বল তো। তোর মতো পাগল কে সামলাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা।

_ পাগলামির কথা ছাড়। ফিরছিস কবে ?

_ রিলাক্স নির্ভীক। মাত্র তো এলাম , মাস খানেক যাক তারপর না হয় আসার চিন্তা করবো।

বিষাক্ত মন নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো নির্ভীক । ভারসিটি থেকে মেল এসেছে । রোজের সাথে দ্রুত কথা শেষ করলো। আর বিডি তে দ্রুত ফিরে আসার কথা বলে নিলো। লম্বা নিশ্বাস নিয়ে মেল টা ওপেন করলো।
বুক থেকে যেন পাথর নেমে গেল। অনিন্দিতা সিলেক্ট হয়ে গেছে। যাক এই বার আর গ্যাপ যাবে না। আর না নিজেকে দোষী মনে হবে।

প্রান ভরে শ্বাস নিলো। সাথে ভেবে ও নিলো ভারসিটির ফার্স্ট ক্লাস টা বদলে নিবে। অনিন্দিতার মুখোমুখি হতে চায় না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলে চরম বিরক্তি আসে।
এক জনের জন্য এতো গুলো স্টুডেন্টস কে আলগা করে দেখা টা অন্যায়। তাঁর থেকে ভালো ক্লাস চেঞ্জ করে নেওয়া।
” বিষ দাঁত থাকার থেকে উপরে ফেলাই মঙ্গল ”

[ প্রিয় মানুষের দর্শন অমৃত তুল্য। অনিন্দিতা কে পাগল প্রেমিকা ভেবে নিবেন। অনুভূতি তে সে সেরা তবে বাস্তবতার সাথে লড়াই করার শক্তি তাঁর নেই । জীবনে এমন প্রেম আসা কষ্ট সাধ্য। যে এই পরিস্থিতির মধ্য দিয়ে যায় সেই বুঝতে পারে। প্রিয় মানুষ কে না দেখতে পাওয়ার যন্ত্রণা সবাই উপলব্ধি করতে পারে না। প্রেমে আত্মসম্মান এর কোনো মূল্য নেই। প্রেম হলো সাধনা । দাঁত কামড়ে পরে থাকার পর ই এর সফলতা আসে। তবে সেই সফলতা সবার জন্য নয়। 24-26 তারিখ আমার টেস্ট পরীক্ষা। আশা করি বুঝতে পারবেন আমার অবস্থা। ]

বি : দ্র : ভুল ত্রুটি মাফ করবেন ।

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here