আকাশে তারার মেলা সিজন 2 পর্ব-১৬

0
2368

#আকাশে_তারার_মেলা_২
#লেখিকাঃআসরিফা_সুলতানা_জেবা
#পর্ব-১৬

একটা ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়ি গুলো থামলো। পড়নের কালো লেহেঙ্গা টা দু’হাতে আঁকড়ে ধরে গাড়ি থেকে নেমে দাঁড়াল তুলি। পাশে এসে উপস্থিত হলো সাদা লেহেঙ্গা পরিহিতা আমরিন। সামনে হাসি মুখে দাড়িয়ে আছে পূর্ব ও রনক। দু’জনের দৃষ্টিতে দৃষ্টি পড়তেই সৌজন্যেমূলক হাসি হাসল তুলি। একে একে গাড়ি থেকে নেমে আসল সবাই। রনক রাদিফ সাহেব, সায়েরা বেগম সবার সাথে কুশলতা বিনিময় করে আমরিনের কাছে এসে মাথায় একটা টোকা দিল।ব্যাস! এতেই ক্ষেপে উঠল আমরিন।

“জিজু!টোকা দেওয়ার শোধবোধ হবে কিন্ত। ”

“জিজু কি শালি, আদ্র ভাইয়া কোথায়?”

আদ্রর নাম শুনে তুলির হৃদয়ে শীতল স্রোত বয়ে গেল। তিনদিন ধরে মানুষ টা কোনো যোগাযোগ করছে না তুলির সাথে। হুটহাট গায়েব হয়ে যাওয়া আদ্রর স্বভাব নাকি ইচ্ছেকৃত তুলি ভেবে পায় না। এই তিনটে দিন তুলির কাছে অন্ধকার মনে হচ্ছে। যেই অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেছে তুলি,হাজারো চেষ্টা করেও হাতড়িয়ে স্পর্শ করতে পারছে না তার ডাক্তার সাহেব কে। বাসায় পায়রা জোড়ার দিকে তাকালে আদ্রর প্রতি অভিমানের পাল্লা ভারী হয়ে উঠে। রাগে ক্ষোভে আমরিনের কাছ থেকে জানার আগ্রহ পায় নি তুলির। কেন জানবে সে? স্বামী বলে!আদ্রর কাছ থেকে সামান্য দূরত্ব টুকু মেনে নিতে কষ্ট হচ্ছে তার। তুলির বেহায়া মন মাঝে মাঝে বলে উঠে,” বউ হয়ে স্বামীর কাছে থাকতে পারি না,কি লাভ এমন বিয়ের?” পরক্ষণেই লজ্জায় রাঙা হয়ে উঠে সারা মুখ। বিড়বিড় করে বলে,”স্বামী ডাকের মানুষ টাই তো দূরে দূরে রাখছে। আদৌও কি ঘুচবে দূরত্ব! ” তুলির মনটা বিষাদের ভারে নেতিয়ে পড়ছে। আজ আদ্র কে খুব বেশি মনে পড়ছে। বাসায় একা রুমে চক্ষুদ্বয় অশ্রু বিসর্জন দিলেও,এ মুহুর্তে কান্না গুলো দলা পাকিয়ে কন্ঠনালিতে আঁটকে আছে। আমরিনের কন্ঠস্বর কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল তুলি। আমরিন রনকের উদ্দেশ্যে বলল,

” ভাইয়ার একটা জরুরি সেমিনারে এটেন্ড করতে হয়েছে। সেখানে ফোন এলাউড না। তাই কারো সাথে যোগাযোগ করতে পারছে না।”

” হুম যাওয়ার আগে জানিয়েছিল আমায়। কিন্তু ভাইয়া তো বলেছিল আমাদের রিসিপশনের সময় ঠিক ফিরে আসবে। ”

” আমাদের আর কিছু জানায় নি জিজু। জানেনই তো ভাইয়া কেমন স্বভাবের। কাউকে কিছু বলা,কৈফিয়ত দেওয়া পছন্দ করে না। নিজের মর্জিতে চলতেই পছন্দ করে। যেখানে বাবা-ই কিছু জিজ্ঞেস করতে হাজার বার ভাবে,সেখানে আমাদের ভাইয়া কে কিছু জিজ্ঞেস করার দুঃসাহস হবে না। ”

” হুম। আচ্ছা চলো। সব মেহমান চলে এসেছে। ইনশিতা আমাকে সকাল থেকে জ্বালিয়ে মারছে তোমরা কেন আসছো না প্যান প্যান করতে করতে। ভাবছিলাম আরেকটু প্যান প্যান করলে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দিব। প্যান প্যান থেকে বউ বিদায় করে দেওয়া ভালো। ঠিক বলছি না শালি সাহেবা টু?”

তুলির দিকে চেয়ে হাস্যরসাত্মক কন্ঠে বললো রনক। সাথে সাথেই তুলি ও আমরিনের সারা মুখে হাসির ঝিলিক দেখা দিল। খিলখিল করে হেসে তুলি সায় জানালো রনকের কথার সাথে। হাসির রেখায় তুলির ফুটে উঠা মায়াবী মুখশ্রী তে অপলক চেয়ে রইল পূর্ব। ভিতরে ভিতরে প্রতিনিয়ত ঘায়েল হচ্ছে তার হৃদপিণ্ড। তুলি কে পাওয়ার তেষ্টায় ক্লান্ত হয়ে পড়ছে দিনকে দিন। এগিয়ে এসে জিজ্ঞেস করল,

” কেমন আছো তুলি?”

ঠোঁটের হাসি টা ধরে রেখেই তুলি আলতো স্বরে জবাব দিল,

” আলহামদুলিল্লাহ!আপনি কেমন আছেন ভাইয়া?”

” আছি কোনো রকম। ভাইয়া সবাই ভিতরে তুমি কি তোমার শালি দু’জন কে আজ বাহিরে দাঁড় করিয়ে রাখার প্ল্যান করলে নাকি?”

রনক মৃদু হাসল। আমরিন ও তুলি কে নিয়ে ভিতরের দিকে পা বাড়াল। এতোক্ষণে তুলি ভালো করে বাড়ি টা অবলোকন করল। চারদিকে ফেয়ারি লাইটের আলো ঝলমল করছে। বাগানের এক পাশ থেকে ফুলের ঘ্রাণ এসে নাকে দোলা দিয়ে যাচ্ছে। খানিক্ষন চোখ বুঁজে নাম না জানা ফুলের মিষ্টি সুবাস নিজের মাঝে টেনে নিল তুলি। পূর্ব ও রনকের সাথে ভিতরে ঢুকল দু’জন। বাহ্যিক রূপ টা যতটা না সুন্দর, বাড়ির অভ্যন্তর রূপ টা তার চেয়েও দ্বিগুণ চোখ ধাঁধানো সৌন্দর্যের মাঝে ভরপুর। মেহমানে ভরপুর চারদিক। রিসিপশন টা কোনো সেন্টারে করার কথা থাকলেও রনকের দাদী চায় নিজের বাড়িতেই হোক। তুলি আমরিনের কাছ থেকে শুনেছে রনকের দাদী বেশ সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিলেন। বৃদ্ধ মহিলা নাকি বাসর রাতেই স্বামী কে বলেছিলেন আমার পড়ালেখা শেষ হতে আরো কিছুদিন বাকি আছে তার আগে আমাকে স্পর্শ করলে আমি আপনাকে শুলে চড়াবো। কথাটা শুনেই তুলি কয়েক পল হেসেছিল। হাসতে হাসতে ঢলে পড়েছিল আমরিনের শরীরে। আজ মহিলা কে দেখেই তুলি বুঝতে পারছে কথাটা ফেলে দেবার নয়। চেহারায় আজো দৃশ্যমান কতটা সাহসের অধিকারীণি এই বৃদ্ধ মহিলা। কতটা তেজী তার রূপ। ইনশিতার পাশে বসেই সবার সাথে কুশলাদি বিনিময় করছেন তিনি। চেহারায় ফুটে আছে গাম্ভীর্যতা। ইনশিতা হাতের ইশারায় তুলি কে কাছে ডাকল। অসম্ভব সুন্দর লাগছে মেয়েটা কে গোল্ডেন লেহেঙ্গায়। তুলি ধীর পায়ে হেঁটে ইনশিতার কাছে গিয়ে দাঁড়াল। স্মিত হেসে কোমল স্বরে পূর্বের দাদী কে সালাম দিল। পূর্বের দাদী আশফিয়া চৌধুরী তুলি কে টেনে নিজের পাশে বসালেন। ইনশিতা সহ সবাই হতভম্ব। তুলি নিজেও হকচকিয়ে গেল। আশফিয়া চৌধুরী সহজে কারো সাথে মিশে না,কাউকে আপন করে না। আজ পর্যন্ত পূর্বর মার সাথে অব্দি ঠিক করে দু’টো কথা বলে নি, হোক না নিজের পছন্দের পুত্রবধূ। অথচ তুলির সাথে কখনও কথা নেই, বলা নেই এভাবে হুট করে হাসিমুখে কাছে টেনে নিলেন। এতটুকুই যথেষ্ট সবার হুঁশ উড়ানোর জন্য। তুলি নিজেই ইতস্তত অনুভব করছে। আশফিয়া চৌধুরী তুলির উদ্দেশ্যে বলে উঠলেন,

” এই মেয়ে তুমি তুলি?”

তুলি কি বলবে ভেবে পাচ্ছে না। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অস্ফুটস্বরে জবাব দিল,

” জ্বি।”

” তোমার বাবা-মা এসেছেন?”

এহেন প্রশ্নে তুলির ঘাবড়ানোর পরিমাণ বেড়ে গেল। ভয়ার্ত চোখে ইনশিতার দিকে চাইল। ইনশিতা চোখের ইশারায় রিলেক্স থাকার আভাস দিল। তুলি আমতা আমতা করে বললো,

” এসেছেন।”

আশফিয়া চৌধুরী তুলি কে ভালো করে একবার পরখ করে নিলেন। দূরে দাঁড়িয়ে মেহমান দের সাথে কথা বলা পূর্ব কে কাছে ডেকে পাঠালেন তিনি। পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় মানুষ পূর্ব। পূর্ব কে দেখলেই প্রশান্তিতে ভরে যায় ওনার মন। আরেকটা মানুষ আছে যার ব্যক্তিত্বের প্রেমে পড়েছেন উনি বছর খানেক আগে। বুড়ো বয়সে প্রেম!ইহা নিতান্তই হাস্যকর। কিন্তু আশফিয়া চৌধুরী নিজেই সেই মায়া ভালোবাসা টা কে প্রেম উপাধি দিয়েছেন। আজকাল মানুষ টার দেখা পায় না উনি৷ মানুষ টার দেখা পাওয়া আর সোনার হরিণ পাওয়া যেন উনার নিকট এক। বিয়েতে গেলে হয়তো দেখা মিলত সেই প্রেমিক পুরুষের। কিন্তু শরীরে বাসা বেঁধে থাকা রোগ গুলোর ভারে আর যাওয়া হলো না রনকের বিয়েতে। পূর্ব কাছে এসে দাঁড়াতেই তিনি গম্ভীর স্বরে বললেন,

” নাত বউয়ের বাবা-মা এবং হবু নাত বউয়ের বাবা-মা কে আমার রুমে ডেকে পাঠাও। আর রনক কে বলো মেহমান সামলাতে। হবু নাত বউ, তোমার বাবা-মা কে নিয়ে আমার রুমে চলে এসো পাঁচ মিনিটের মধ্যে। ”

হবু নাত বউ! শব্দটা শুনে পিলে চমকে উঠল তুলির। আমরিন, ইনশিতা, ঝুমু ও অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কাকে হবু নাত বউ বলে সম্বোধন করা হচ্ছে কেউ ঠাওর করতে পারছে না। তবে তুলির মন কু ডাকছে। আশফিয়া চৌধুরী উঠে রুমে যেতেই পূর্ব মাথা চুলকে চলে গেল রনকের দিকে। দাদী যা যা করতে বললেন সবটা করে তুলির কাছে এসে দাঁড়াল। ঠোঁট দুটো প্রসারিত করে ইনশিতা কে বললো,

” তোমার খালাতো বোন কে সাময়িক সময়ের জন্য নিয়ে যেতে পারি ভাবী?”

থরথর করে কেঁপে উঠল তুলির সারা শরীর। যা বুঝার বুঝে গেল উপস্থিত সকলে। ইনশিতা জবাবে কী বলবে ভেবে পাচ্ছে না। কারণ গতকাল রাতে আমরিনের কাছ থেকে শুনেছে আদ্রর সাথে তুলির বিয়েটা সম্পর্কে। এতে বিন্দুমাত্র অভিমান হয় নি ইনশিতার। না জানিয়ে হোক, তুলি যে তার ভাইয়ের বউ হয়েছে তাতেই প্রচন্ড খুশি ইনশিতা। তুলির মতো একটা সরল, মিষ্টি মেয়ে কেই সবসময় ভাবী রূপে কল্পনা করেছিল আমরিন,ইনশিতা। যেহেতু আদ্র কাউকে বলা নিষেধ করেছে,তাই রনক কে পর্যন্ত জানায় নি সে। রনক জানলেও পরিণাম খারাপ হবে না কিন্তু এই পরিবার জানলে বিশেষ ভালোও হবে না। পূর্বর জন্য প্রথমবার প্রস্তাব দেওয়াতে প্রত্যাখান করেছিলেন রাদিফ সাহেব বয়সে ছোট বলে উছিলা দিয়ে। কিন্তু আশফিয়া চৌধুরী ছেড়ে দেবার পাত্রী নয়। তার থেকেও এক ধাপ এগিয়ে আদ্র। ভয়ের দাপটে এসির হিম করা ঠান্ডার মাঝেও ইনশিতার কানের পাশ দিয়ে ঘামের বিন্দু গড়িয়ে গেল। কোনো রকমে উচ্চারণ করলো,

” নন,,নিয়ে যান ভাইয়া।”

আমরিনের ভীষণ রাগ হলো। তার বিচক্ষণ দৃষ্টি ইনশিতার দিকে। পূর্ব কে কিছু বলতে গিয়েও বোনের জন্য থেমে গেল। দ্বিধাদ্বন্দে ভুগতে থাকা তুলি আশফিয়া চৌধুরী কে শ্রদ্ধার খাতিরে শেষমেশ উঠে দাঁড়াল। পূর্বর থেকে দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগল। আঁড়চোখে তুলি কে বার বার পর্যবেক্ষণ করতে লাগল পূর্ব। মেয়েটার মুখভঙ্গি বলে দিচ্ছে ভয় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে তাকে। কিসের ভয় বুঝতে পারছে না পূর্ব। তুলি কে স্বাভাবিক করার জন্য বলল,

” কালো রঙে তোমাকে ভীষণ সুন্দর লাগছে তুলি।”

তুলি আলতো হেসে বলল,

“ধন্যবাদ ভাইয়া। ”

রুমের সামনে এসে দাঁড়াতেই আশফিয়া চৌধুরী ভিতরে আসার জন্য অনুমতি দিলেন দুজন কে। তুলি রুমে ঢুকে দেখল ওর বাবা-মা,খালা-খালু,পূর্বর বাবা-মা উপস্থিত। রাদিফ সাহেবের মুখের চিন্তার রেখা টাও তুলির চক্ষু এড়ালো না। সবাইকে উদ্দেশ্য করে আশফিয়া চৌধুরী গম্ভীর স্বরে বলে উঠলেন,

” তুলি কে পূর্বর বউ হিসেবে কল্পনা করেছি আমি। আমি চাই তুলি পূর্বর বউ হবে। কোনো রকম অযুহাত আমি শুনবো না। আর দ্বিতীয় বার প্রত্যাখান করার কারণও আমি দেখছি না। মেয়ের আঠারো হয়েছে। আপনার কাছে কি পূর্ব কে রিজেক্ট করার কোনো কারণ আছে তৌফিক সাহেব? ”

তৌফিক সাহেব চিন্তিত হয়ে পড়লেন৷ রাদিফ সাহেব, সায়েরা বেগম,আফসানার চোখে মুখে চিন্তার ছাপ। সবাই খুব সম্মান করেন আশফিয়া চৌধুরী কে। তৌফিক সাহেব একবার ভাবলেন সরাসরি বিয়ের কথাটা বলে দিবেন। পরমুহুর্তে ভাবনা পাল্টে নিলেন। ইনশিতা ওনার মেয়ের মতো। মেয়ের শশুড় বাড়িতে যা ইচ্ছা তা বলা যায় না। বিয়ের কথা টা বলে মুখের উপর প্রস্তাব ফিরিয়ে দিলে আশফিয়া চৌধুরী সেটা অপমান ভেবে নিতে পারেন। এতে দেখা যাবে হিতে বিপরীত হবে। তাই তৌফিক সাহেব জবাব দিলেন,

” না। কিন্তু! ”

” কোনো কিন্তু নয়। আশা করি তোমরা আমাকে ফিরিয়ে দিবে না।”

কথাটা বলেই উনি তুলি কে এক জোড়া হাতের বালা পড়িয়ে দিলেন। চোখ বড় বড় হয়ে গেল তুলির। সবকিছু এতো তাড়াতাড়ি হচ্ছে কিছুই বলার সুযোগ পাচ্ছে না কেউ। নিজেকে ধাতস্থ করে তুলি বলতে নিল,

” আমি বিবা,,”

তুলির বাক্য টা অসমাপ্ত থেকে গেল আশফিয়া চৌধুরীর গম্ভীর স্বরে। তিনি একটা আংটি পূর্বের দিকে এগিয়ে দিয়ে বললেন,

” কারো কোনো আপত্তি নেই। তুমি রিং টা মেয়ে টা কে পরিয়ে দাও পূর্ব। ”

তড়িৎ বেগে কেঁপে উঠল তুলির হৃদপিণ্ড। রাদিফ সাহেবের চেহারা বলে দিচ্ছে তিনি কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ততক্ষণ অব্দি সহ্য করার সময় নেই তুলির। আশফিয়া চৌধুরী তুলির হাত টা এগিয়ে ধরতেই পূর্ব,,,

#চলবে,,,,,!”

(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here