আমার ভুল পর্বঃ ১০

0
1270

#আমার_ভুল
অরিত্রিকা আহানা
পর্বঃ১০

আত্মীয়স্বজনরা প্রথম প্রথম আমার আর প্রিন্সের বিয়ে নিয়ে নানারকম কথাবার্তা বললেও এখন আর বলেন না। ধীরে ধীরে সব পুরাতন হয়ে গেছে। কিন্তু আমি ভুলতে পারলাম না। দিনদিন আমার হতাশার মাত্রা বাড়তে শুরু করলো।

যখন দেখি বান্ধবীরা বরের সঙ্গে বিদেশে ঘুরতে গিয়ে একেরপর এক ছবি আপলোড দিচ্ছে, নিজের জুনিয়র মেয়েটা আমার পরে ইউনিভার্সিটিতে জয়েন করে পিএইচডি করতে দেশের বাইরে চলে যাচ্ছে, আমার স্বল্প শিক্ষিত কাজিনগুলো বড়বড় চাকরি করা বরের বাড়ি গাড়ি নিয়ে বাহাদুরি করছে তখন আর নিজেকে সামলাতে পারি না। বুক ফেটে কান্না আসে। ব্যর্থ মনে হয় সারাজীবনের পরিশ্রম! পড়ালেখা!

ওরা দেশের বাইরে বর নিয়ে ঘুরছে, বরের দামী বাড়িগাড়ি নিয়ে বাহাদুরি ঝাড়ছে অথচ আমি নিজের ক্যারিয়ারের জন্য পিএইচডি করার সুযোগটুকু পর্যন্ত পাচ্ছি না। এই এক অযুহাত দিয়ে আমি উনার সঙ্গে অনেক অন্যায় ব্যবহার করেছি।

একথা সত্য যে, যোগ্যতা থাকার পরেও নিজেকে মেলে ধরতে না পারলে কষ্ট হয়। খুব কষ্ট। সেই কষ্ট একমাত্র ভুক্তভোগী বুঝতে পারে। এমন পরিস্থিতিতে না পড়লে কেউ বুঝবে না!
কিন্তু তাই বলে নিজের শিক্ষা, জ্ঞান এসবকে তো আর আমরা অহংকারের বস্তু বানিয়ে ফেলতে পারি না! শিক্ষার ব্যবহার হবে বিনয়ের মাধ্যম হিসেবে! শিক্ষা কাউকে আঘাত করার জন্য নয়, ছোট প্রমাণিত করার জন্য। শিক্ষার সঙ্গে বিনয় এবং ধৈর্যর মেলবন্ধন থাকতে হবে। নইলে সেই শিক্ষা বৃথা।
তাই আমি নিজেকে কোনো দিন প্রকৃত শিক্ষিত বলে দাবী করতে পারি না।


গতকাল আমেরিকার স্টেট ইউনিভার্সিটি থেকে একজন প্রফেসর এসেছেন বাংলাদেশে। নিউক্লিয়ার ফিজিক্স বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানী সম্মেলনে অংশগ্রহণের জন্য দুদিনের সফরে ঢাকা এসেছেন। বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে।

আমি ইন্টারনেট উনার আর্টিকেল গুলো পড়ি। ভদ্রলোকের গবেষণা বিষয়ক লিখাগুলো ভীষণ ইনফরমেটিভ। ইনোভেটিভ। অনেক কিছু জানা যায়।

উনার সঙ্গে দেখা করতে হলে ইনভাইটেশন কার্ড লাগবে।
চেয়ারম্যান স্যার উনার প্রতি আমার আগ্রহের বিষয়টা জানেন। তাই নিজের ইনভাইটেশন কার্ডটা আমাকে দিয়েছেন দেখা করার জন্য।

কনফারেন্স শেষ করে আজকে সন্ধ্যার ফ্লাইটে উনি দেশে ফিরে যাবেন। বিকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টা, এই সময়টা ফ্রি থাকবেন। এই সময়ে হোটেলে উনার সঙ্গে দেশের অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষিকাদের নিয়ে এক বৈজ্ঞানিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান স্যারও সেখানে আমন্ত্রিত ছিলেন। কিন্তু উনি নিজে না গিয়ে কার্ডটা আমাকে দিয়ে দিয়েছেন।

প্রিন্স কলেজ থেকে ফেরে নি। জরুরী মিটিং আছে। ফিরতে দেরী হবে। আমার চাচা শ্বশুর অসুস্থ। তাই আমার শ্বশুর শাশুড়ি গ্রামে গিয়েছেন উনাকে দেখতে। ফিরতে আটটা নয়টা বাজবে। আমি একাই বেরোলাম প্রফেসরের সঙ্গে দেখার করার জন্য।

নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আমি নিজেও বেশ কয়েকটা আর্টিকেল লিখেছি। কিন্তু কোথাও প্রকাশ করতে পারি নি। বয়স কম হওয়ায় সব প্রকাশকরা রিকোমেন্ডেশন চায়। ওদের ধারণা তরুণরা ভালো লিখতে পারে না। তারওপর আমার বড় কোনো ডিগ্রীও নেই।
তাই ভেবেছিলাম লিখাগুলো প্রফেসরকে দেখিয়ে উনার মতামত জানতে চাইবো। সেই সাথে দুই একটা রিকমেন্ডেশন পেলে আদায় করতে পারলে লিখাগুলো ছাপাতে পারবো।

রেডি হয়ে সবে গেট থেকে বেরোবো এমন সময় প্রান্ত আর প্রাপ্তি হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো। ওদের সঙ্গে প্রাপ্তির বর আর প্রান্তর বন্ধুবান্ধবও আছে। প্রাপ্তি আমার হাত ধরে টেনে নিয়ে আমাকে আবার বাসায় ভেতরে ঢুকিয়ে নিয়ে গেলো।

ওদের হাতে কেক। আজকে আমাদের এনিভার্সারি। আমার মনে ছিলো। ভেবেছিলাম ফেরার পথে কেক নিয়ে আসবো। কিন্তু ওরা আগেই সব ব্যবস্থা করে ফেলেছে।
ওদের কাছে কিছুটা সময় চাইলাম প্রফেসরের সঙ্গে দেখা করার জন্য। প্রফেসরের কথাটা অবশ্য সরাসরি বললাম না। বলা যায় না, কে কি ভেবে বসে! শুধু বললাম জরুরি কাজ আছে।

কিন্তু ওরা আমাকে কিছুতেই বাসা থেকে বেরোতে দিলো না। আমি যতই ওদের বোঝাতে চেষ্টা করলাম বাইরে যাওয়াটা আমার জন্য জরুরি ওরা ততই হাসি মশকরা করে আমার কথা উড়িয়ে দিলো।

প্রাপ্তির সন্ধ্যায় ফ্লাইট। বরের সাথে দেশের বাইরে চলে যাবে ছয়মাসের জন্য। তাই কিছুতেই আমাকে ছাড়তে রাজি হলো না।

প্রিন্সকে জরুরী তলব করে বাসায় আসার জন্য মেসেজ পাঠালো। হাতে ইনভাইটেশন কার্ড থাকা সত্ত্বেও আমার প্রফেসরের সাথে দেখা করা হলো না। রাগে মন চাইছিলো কেক টেক ছুঁড়ে ফেলে দিয়ে দরজা আটকে বসে থাকি। কিন্তু বাসায় মেহমান! নিজের রাগ দমন করে নিলাম।

সাড়ে ছয়টার দিকে প্রিন্স বাসায় এলেন। কেক কাটা শেষ হলে আমি শরীর খারাপের অযুহাত দিয়ে রুমে চলে এলাম। কিচ্ছু ভালো লাগছিলো না। এতবড় একটা সুযোগ পেয়েও কোন কাজে লাগাতে পারি নি। সংসার জীবনটা ধীরে ধীরে আমার কাছে শিকলের মত মনে হতে লাগলো। মনে হচ্ছিলো এর থেকে পালাতে পারলেই বুঝি মুক্তি!

উনি রুমে এসে আমার মুড অফ দেখে বারবার জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি জবাব দিলাম না। ইনভাইটেশন কার্ডটা উনার সামনেই ছিঁড়ে কুটিকুটি করে ফেললাম। তারপর গটগট পা ফেলে রান্নাঘরের দিকে চলে গেলাম। উনি পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন।

রান্নাঘর থেকে ফিরে এসে দেখলাম উনি শুয়ে পড়েছেন। টেবিলের ওপর ছোট একটা গিফট বক্স রাখা। খারাপ লাগলো। আজকের দিনে উনার সঙ্গে খারাপ ব্যবহার না করলেও পারতাম। কাছে গিয়ে আস্তে করে ডাক দিলাম,’ঘুমিয়ে পড়েছেন?’

উনি কপালের ওপর হাত রেখে শুয়ে ছিলেন। হাত সরিয়ে জিজ্ঞেস করলেন,’কি?’

মুখ ভার। আমি মনে মনে অনুতপ্ত হলেও মুখে সামান্য হাসি বজায় রেখে বললাম,’মা খেতে ডাকছে।’
উনি উঠে গিয়ে খাবার টেবিলে বসলেন। আমিও পিছুপিছু গেলাম। নিচুস্বরে ফিসফিস করে বললাম,’সরি!’
উনি শুনলেন। কিন্তু কোন প্রতিক্রিয়া দেখালেন না।

হঠাৎ করেই আত্মঅহংকার মাথাচাড়া দিয়ে উঠলো! পরিস্থিতির সঙ্গে আমিও তো মানিয়ে চলার চেষ্টা করছি, চারদিকে এত সমালোচনার পরেও উনার মুখের দিকে তাকিয়ে পড়ে আছি, নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছি, তারপরেও উনি কেন আমার সঙ্গে ভাব দেখাবেন?
কটা মেয়ে এমন ধৈর্য ধরতে পারে?
কটা মেয়ে এমনভাবে নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে পারে? তাহলে কিসের এত অহংকার উনার! আমিই বা কম কিসে!

জানি না সেদিন কোথায় গেলো আমার লজ্জা! কোথায় গেলো আমার সেই হাতিয়ার! আত্মঅহংকারে অন্ধ হয়ে আমি শুধু উনাকে আঘাত করে গেলাম।

উনি আমার মুখের দিকে চেয়ে রইলেন। একটা কথাও বললেন না। নিজের সমস্ত রাগ, জেদ, হতাশা মিটিয়ে আমি যখন ক্লান্ত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হলাম তখন উনার বুলি ফুটলো। বিষন্ন, ছলছল চোখে চেয়ে থেকে বললেন,

-‘তুমি কি চাও কিরণ?’

আমার মনে হয়েছিলো সব কিছুর জন্য উনিই দায়ী। উনার জন্যেই আমার জীবনটা এমন নিঃস্পৃহ, নিরানন্দ হয়ে গেছে। উনাকে আঘাত করতে পারলেই আমার হতাশা কাটবে। তাই সেদিন আর কোন দেয়াল রাখলাম না।

কণ্ঠস্বর অত্যাধিক দৃঢ় করে বললাম,
-‘মুক্তি। আপনার কাছ থেকে মুক্তি চাই। আপনার এই দমবন্ধ করা সংসার জীবন থেকে মুক্তি চাই। এই শিকল থেকে মুক্তি চাই। সমস্ত প্রকার হীনমন্যতা বোধ থেকে মুক্তি চাই। নিজের যোগ্যতা অনুযায়ী ভালো থাকতে চাই। আপনার সঙ্গে আমি ভালো থাকতে পারছি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here