আসসালামু আলাইকুম।
#তুমি_অন্য_কারো_সঙ্গে_বেঁধো_ঘর গল্পের লেখিকা বলছি।
৫ দিন অনলাইনে ছিলাম না।৫ দিনে এতো কাহিনি ঘটে যাবে আমার ভাবনাতেও ছিলো না। যাই হোক,আসল কথায় আসি,কে বা কারা জানি না,আমার আইডিতে মে বি রিপোর্ট দিয়েছিলো,ফেসবুক আমার আইডিটা এজন্য ডিজেবল করে দিছিলো।আমি ঈদের আগেই অসুস্থ হয়ে পড়ি,আপনাদের সেটা বলেছিও।তারপর ঈদের দিন এবং তার পরের দিন আমার জ্বর বেড়ে যায়।ঈদের দিনটা কিভাবে কেটেছে আমি জানি না।আমি বিছানা থেকে নামার শক্তি পাই নি।
এরপর সুস্থ হবার পর দেখি আমার আইডি ডিজেবল।
আইডি একটিভ করতে হলে আমার যেই নাম্বারে ফেসবুক আইডি খোলা তাতে একটা কোড আসার ছিলো।
তো আমার আইডি খোলা আমার আম্মুর নাম্বার দিয়ে।আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে। এজন্য আমার পক্ষে আইডি লগ ইন করা সম্ভব ছিলো না।
আজকে এসেই আগে আইডি ঠিক করলাম।গায়ের বোরকাটাও এখনো চেঞ্জ করতে পারি নি।
এর মধ্যে কে রটালেন আমার বাবা মারা গেছে,মানে মানুষ না জেনে না বুঝে এরকম একটা সেনসেটিভ কথা কিভাবে বলে?
আলহামদুলিল্লাহ আমার বাবা সুস্থ আছেন,ভালো আছেন।এরকম কিছুই ঘটে নি।এরকম কিছু হলে আমি নিজেই আপনাদের জানাতাম।
আবার দেখলাম কে নাকি আমার লিখা গল্প নিজে বাকি অংশ লিখতে শুরু করে দিয়েছেন।
ভাই/বোন,আপনার লিখতে হলে নিজে লিখুন না, আমার লিখা গল্পটা সমাপ্ত করার দায়িত্ব তো আমি আপনাকে দিই নি।
তাছাড়া,যাই হোক না কেনো আমার সমস্যা অথবা লিগ্যাল কোনো কারণ থাকলে আমি নিশ্চয় আপনাদের জানাতাম,হুট করে এভাবে না বলে আইডি ডিজেবল করবো কেনো।
তারপর কেউ কেউ বলতে দেখলাম এটাও বললেন যে পাবলিসিটি করার জন্য বাবার মৃত্যুর কথা বলছি।
ভাইরে ভাই,পাবলিসিটি করতে হলে আমার আইডি,পেইজ কেনো নষ্ট করবো,ওগুলো তো একটিভ রাখতাম যাতে আমার ফলোয়ার বাড়ে।
কারো কোনো প্রশ্ন থাকলে করুন।আমি রিপ্লে দিবো।
আমি ভীষণ অবাক হয়েছি মানুষের এসব পোস্ট দেখে।
আমি আজ রাতে গল্প পোস্ট দিবো।
#এডমিন কাইন্ডলি এপ্রুভ করবেন পোস্টটা।