এক_শ্রাবণ_হাওয়ায় পর্ব – ৪৯

এক_শ্রাবণ_হাওয়ায় পর্ব – ৪৯
#লেখিকা – কায়ানাত আফরিন

রাতের সময়ে আরও অনন্য লাগে সাজেক। দূর থেকে দেখলে মনে হবে এখানে যেন রূপকথার রাজ্য আছে যা নিমিষেই সবার মনে আনন্দ এনে দিতে পারে। মরিচবাতির মতো জ্বলতে থাকে প্রত্যেকটি রিসোর্ট এর আলোগুলো। আমি আর আনভীর রিসোর্টের সামনের পথ ধরে আনমনে হাঁটছি আর উপভোগ করছি রাতের সাজেক।
সাজেকে আসলে একদিন ঘুরলে মোটেও মনে তৃপ্তি আসবে না, দুদিন থাকাটাই বেস্ট। তবে আজরান ভাইয়া যেহেতু অনেক কষ্টে আনভীরকে ম্যানেজ করে একদিনের ট্যুর সেটাপ করেছেন এটাই আমার জন্য অনেক৷ আমরা সন্ধ্যার নাস্তা হিসেবে একটা রেস্টুরেন্টে ব্যাম্বো চিকেন খেয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম সেই জায়গাটিতে যেখানে বার-বি-কিউ এর আয়োজন করা হবে।

জায়গাটি রিসোর্ট এর থেকে খুব বেশি দূরে না, বলতে গেলে খুবই শুনশান নীরবতা। সেই সাথে গুমোট অন্ধকার। মোবাইলের ফ্লাশলাইট ছাড়া চলা তো অসম্ভব। তবে ইউনিভার্সিটির সেই ভাইয়া আপুরা কিভাবে যেনো রিসোর্টের অথোরিটিকে ম্যানেজ করে নিলেন। শুরুতে উনারা অনেক দ্বিধা করছিলো কেননা সাজেকে বিদ্যুত চলছে সোলার প্যানেলের ওপর নির্ভর করে। তবুও তারা পাওয়ার সাপ্লাই করার ব্যাপারে রাজি হয়ে গেলেন শুধুমাত্র দেড় ঘন্টার জন্য৷ এই দেড় ঘন্টা যথেষ্ট আমাদের বার বি কিউ এর জন্য।

শুরুতে এখানে শুনশান নীরবতা দেখে সবাই ভয় পাবে৷ তবে কিছুক্ষণ পর ওই ভাইয়া আপুরা যেই হৈ হুল্লোড় শুরু করলো, মনেই হবেনা এইতো কিছুক্ষণ আগে এখানে গা ছমছম করা এক পরিবেশ ছিলো। আমি নরম ঘাসের ওপর এক পাশে বসে পড়লাম এবার। আনভীর একটু দূরেই ভাইয়াদের হেল্প করছেন সবকিছু ম্যানেজ করে দিয়ে৷ উনার মুখে বিন্দু বিন্দু ঘাম, আগুনের তাপের জন্য ওপরের শার্টটি খুলে কোমড়ে পেচিয়ে নিয়েছেন, যার জন্য উনার ফর্সা গায়ে জড়ানো হাফ হাতা টিশার্টে অনন্য লাগছে দেখতে। আমি কিছুক্ষণ আবিষ্ট হয়ে ছিলাম উনার লালাচে মুখখানায়। এটাই স্বাভাবিক বার বি কিউ করতে গেলে কড়া আগুনের সামনে থাকতে হয় যার জন্য উনার ফর্সা মুখ গরমে লালাভ আভা তৈরি করেছে৷

উনি শত ব্যস্ত থাকলেও আমার দিকে তাকাচ্ছেন বারবার। উনার এমন কান্ড দেখে হাসি পাচ্ছে প্রচন্ড। দুনিয়া ওপট পালট হয়ে গেলেও আমার ওপর নজরদারি রাখতে উনি ভুলবেননা। হঠাৎ আনভীর ডাক দিতেই আমি উনার কাছে গেলাম। উনার দু’হাত বার বি কিউ এর মশলায় মাখামাখি। ইশারা করলেন যে উনার প্যান্টের পকেটে ফোন বাজছে সেটা নিয়ে রিসিভ করতে, আমি উনার কথামতো পকেট থেকে মোবাইলটা নিয়ে নিলাম৷ স্ক্রীনে মিস রোজনীল এর নাম দেখতেই মুখে চাপা রাগ ভেসে ওঠলো আমার। আনভীর ব্যস্ত কন্ঠে জিজ্ঞেস করলেন,

-কে কল দিয়েছে?

-আপনার সুন্দরী কলিগ।

ফোসফাস করে কথাটি বলে ফেললাম আমি। আনভীর স্ক্রীনে তাকালেই না বুঝে পারলেন না যে আমি ঠিক কি মিন করতে চেয়েছি৷ উনি এবার বলে ওঠলেন,

-কলটা রিসিভ করে আমার কানে ধরো।

আমি মুখ বাকিয়ে মোবাইলটা উনার কানের কাছে নিলাম এবার। আনভীর মুচকি হেসে বললেন,

-আসসালামু আলাইকুম মিস রোজনীল, কেমন আছেন?

-ওয়ালাইকুম আসসালাম, আমি কি এখানে একা একা আর ভালো থাকতে পারি? আপনিও ভার্সিটিতে আসছেন না বেশ কয়েকদিন হলো। ভাইস প্রফেসর বললো যে আপনি নাকি খাগড়াছড়ি গিয়েছিলেন৷ তা কেন, আর এখনই বা কোথায় আছেন?

-আমি খাগড়াছড়িতে এসেছিলাম এক আত্নীয়ের বিয়ের দাওয়াতে। আপাতত সাজেকে আছি। কাল সকালেই ঢাকায় রওনা দেবো।

-সাজেকে গিয়েছেন? কিন্ত হঠাৎ সেখানে গেলেন যে?

-এমনিতেই ঘুরতে এসেছি আরকি।

রাগে রীতিমতো গা রি রি করে ওঠলো আমার৷ সেই সাথে চাড়া দিলো প্রবল অভিমান। কেন, উনাকে বললে কি হতো যে আমি আমার বউয়ের সাথে টাইম স্পেন্ড করতে এসেছি? আমি কথা বাড়ালাম না আর। উনার কল শেষ হওয়া মাত্র টুপ করে মোবাইলটা পকেটে ঢুকিয়ে ঘাসের নরম আবরণে গিয়ে বসে পড়লাম। উনি থাকুক একান্তে সময় কাটানো নিয়ে। আমি আর একটা কথাও আর বলবোনা।

————————-

বার বি কিউ এর কার্যক্রম ইতিমধ্যে শেষ, সেই সাথে আমাদের সবার ডিনারও। সত্যি কথা বলতে এখানে আমি খুব ইন্জয় করেছি৷ ভাইয়া আপুরা শুকনো লতাপাতা যোগাড় করে বন ফায়ার করেছেন। সেই আগুনকে ঘিরে বসেছি আমরা সবাই। তারপর সবাই শব্দের কলি খেললাম। ভাইয়া আপুরা খালি গলায় নানা ধরনের গান গেলো। আমাদের এই আনন্দে এখানকার কিছু স্থানীয়রাও যোগ দিয়েছে। তারপর তারা তাদের ভাষায় গানও গেয়েছে।

বলতে হবে আনভীর সমস্ত কিছুই পরিকল্পনা মাফিক করেছেন। সাধে কি আর উনাকে বলি গুছালো ধরনের মানুষ? তবে উনার সাথে ভাইয়ারাও অনেক কাজ করেছে তাই তাদের তো মেনশন করাই যায়। আনভীর এর মধ্যে বারবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন তবে আমি খুব সুক্ষ্মভাবে এড়িয়ে গিয়েছি উনাকে।

——————————–

রাত নেমেছে অনেক৷ আমি আর আনভীর ক্লান্তি নিনির্মেষে সমতল জায়গার সবুজ ঘাসের গালিচায় শুয়ে আছি। বাকিরা সবাই ফিরে গিয়েছে রিসোর্টে। বলা বাহুল্য এখন এই প্রান্তে শুধুমাত্র আমি আর আনভীর। আমি খোলা আকাশের দিকে অপার নয়নে তাকিয়ে আছি৷ কি সুন্দর সাজেকের রাতের আকাশ। আকাশেতে লক্ষ তারার সমাগমে আমি যেন হারিয়ে ফেলেছি নিজেকে। আল্লাহ তায়ালার কত সুন্দর সৃষ্টি এগুলো!

আনভীর মৃদু কন্ঠে জিজ্ঞেস করলেন,

-আকাশটা সুন্দর না?

-হ্যাঁ।

এতটুকু বলেই আমি থেমে গেলাম। আনভীর ভালোমতই বুঝতে পেরেছেন অভিমান জমেছে আমার মনে। সেই সাথে তুমুল আক্রোশ৷ তবুও উনি আমার মান ভাঙানোর কোনোরূপ কোনো চেষ্টা করলেন না, যাতে মনটা আমার আরও খারাপ হয়ে গেলো৷ সেই সাথে তেষ্টাও পেয়েছে প্রচুর।আমি মোবাইলটা ফ্লাশলাইটটা জ্বালিয়ে ব্যাগ থেকে পানির বোতলটা বের করলাম, এটা কিছুক্ষণ আগে উপজাতিদের একজন থেকে আগেই আনিয়ে রেখেছিলাম৷ অদ্ভুত ভাবেই ওটা খাওয়ার পর কেমন যেন মাথাটা ঝিম ধরে গেলো আমার৷ আমি দুর্বল পায়ে এগিয়ে গেলাম আনভীরের কাছে৷ তারপর উনার তৎক্ষনাৎ উনার বুকের ওপর ঝাপিয়ে পড়তেই উনি আহ্ করে শব্দ করলেন মুখ দিয়ে। আহত সুরে বললেন,

-আমার বুক কি তুমি খেলার ময়দান পেয়েছো?

-হ্যাঁ পেয়েছি, তো? আমার বরের বুক, দরকার পড়লে ঝাপিয়ে পড়বো, চুমুও খাবো, আপনার কি?

আমার কথা শুনে ঈষৎ ভ্রু কুচকালেন উনি। আমার মধ্যে কোনো ভাবান্তর নেই। আমি এবার বলে ওঠলাম,

-আপনি কত খারাপ জানেন? ইচ্ছে করছে এখনই এই পাহাড় থেকে ধাক্কা মেরে খাদে ফেলে দিতে৷ সবসময় আমার শুধু কষ্টই দিয়ে গিয়েছেন, এখনও দিচ্ছেন।

-আর ইউ ফাইন আহি? এমনভাবে কথা বলছো কেনো?.

-আই এম টোটালি ফাইন।

কথাটি ভালোমতো বলতে চেয়েও আমি বলতে পারলাম না৷ আনভীর হঠাৎ জিজ্ঞেস করলেন,

-এই মেয়ে! একটু আগে কি খেয়েছিলে তুমি?

-পানি খেয়েছিলাম।

উনার মনের সন্দেহের বাঁধ এখনো ভাঙেনি। আমিও বুঝতে পারছি না উনি আসলে মনে মনে কি ভাবছেন, তারপর উনি আমার ব্যাগ থেকে পানির বোতলটা খুলে এর স্মেল নিতেঔ সন্দেহটা আরও ক্লিয়ার হলো। আমার টেনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো,

-স্টুপিড, ব্যাগটা ভালোমতো চেক করোনি? ওখানে দুটো বোতল ছিলো, একটা পানির বোতল আর আরেকটা পাহাড়ি ভাং এর।

-পাহাড়ি ভাং ব্যাগে কোথেকে এলো?

-তুমি আর তোমার স্টুপিড মাথাই জানে এর উত্তর। একটু আগে ওই উপজাতিদের দেওয়া ভাংগুলো আমাদের ট্যুরমেটরা জাস্ট টেস্ট করেছিলো, এগুলোরেই তুমি মনে হয় পানি মনে করে ব্যাগে ভরে নিয়েছিলে। উফফফ!

বিরক্তি আর চিন্তায় ক্রমশ অস্থির হয়ে গেলেন আনভীর। আমি উনার কোনো কর্ণপাত করলাম না, আমি শুধু এতটুকু বুঝতে পারছি আমার মাথাটা কেমন যেন ঝিম ধরে গিয়েছে৷ উনি আমার হাত টেনে রিসোর্টের দিকে ফিরে যেতেই আমি বাচ্চাসুলভ কন্ঠে বলে ওঠলাম,

-আমায় কোলে নিন না?

-পাহাড়ি ভাং খেলে মানুষের এত নেশা হয়না বুঝলে যে ভালোমতো চলতে পারবে না৷ চুপচাপ আমার হাত ধরো আর আসো।

থমথমে গলায় একথাগুলো বলতেই আমি চোখজোড়া ছোট ছোট করে ফেলললাম৷ বিড়বিড়িয়ে বললাম,

-ব্যাটা আনরোম্যান্টিক কোথাকার…

আনভীর তারপর রিসোর্টে নিয়ে এলেন আমায়। আমাদের সঙ্গে যে ভাইয়া আপুরা ছিলো তারা লবিতেই বসে ছিলো৷ আনভীর উনাদের কড়া গলায় বললেন,

-আপনারা ভাং এর বোতলগুলো নিজেদের কাছে রাখতে পারলেন না?এখন আমার ওয়াইফ তো না বুঝে ওসব খেয়ে ফেলেছে। ওর তো এসব খাওয়ার অভ্যাস নেই এখন হঠাৎ খাওয়াতে আমার জন্য কতটা প্রবলেম ক্রিয়েট করবে আপনাদের ধারনা আছে?

সবাই অনুনয় বিনিময় করে অনেক সরি বললো আনভীরকে। সাথে এটাও বললো, এটাতে তেমন একটা নেশা হয় না, শুধু মাথাতে ঝিমানি ধরে। রাতে একটা ঘুম দিলেই নাকি আর কোনো সমস্যা হবে না।
আমি উনাদের সব কথাই নীরব দর্শকের মতো শুনলাম।
তারপর আনভীর আর আমি এসে পড়লাম আমাদের রুমটিতে৷ ঘরটা নিকষ অন্ধকার। জানালা খুলে দেওয়াতে ফুরফুরে হাওয়া বয়ে চলছে রুমটিতে। আনভীর আমায় জোরপূর্বক ঘুমিয়ে পড়তে বললেও আমি ঘুমালাম না৷ ফটাফট বারান্দায় গিয়ে বসে পড়লাম। আর যাই হোক সাজেকে এসে আমার পক্ষে ঘুমানো তো অসম্ভব। তাছাড়া আজ আকাশটা বড্ড সুন্দর লাগছে। এসব খালি চোখে না উপভোগ করে কীভাবে ঘুমাবো আমি?

আনভীর এবার বসে পড়লেন আমার পাশে। অদ্ভুতভাবে আমি একটা কথাও বললাম না আর। শুধু আপনমনে আকাশের দিকে তাকিয়ে গুণগুন করে সুর তুলতে লাগলাম। আনভীর এবার জিজ্ঞেস করলেন,

-আর কতক্ষণ এখানে বসে থাকবে আহি? ঘুমাতে আসবে না।

-আমি পরে ঘুমাবো, আপনি ঘুমাতে চাইলে ঘুমিয়ে পড়ুন৷ এই হতভাগীর জন্য জেগে থাকতে হবে না।

আমার মুখে হতভাগী কথাটি শুনে উনি ভ্রু কুচকালেন। বলে ওঠলেন,

-কে হতভাগী?

-এইযে আমি! আমায় দেখতে পারছেন না। আমি তো পিউর হতভাগী। কই ভেবেছিলাম সাজেকে হুট করে এসেছি, বরের সাথে ঘুরবো-ঘারবো, রাতে আড্ডার সাথে সাথে জমপেশ গল্প করবো কিন্ত সবখানেই বাঁধা হয়ে দাঁড়ায় ওই রোজনীল নামের মহিলাটা। আপনি উনাকে বলতে পারলেন না যে আপনি বউয়ের সাথে কোয়ান্টটি টাইম স্পেন্ড করতে এসেছেন? তা না বলে আপনি বললেন যে, এমনিতেই ঘুরতে এসেছেন। কেনো, আমায় নিজের ওয়াইফ বলতে উনার সামনে কি আপনার খুব সমস্যা হয়? আগেও এমন করেছিলেন অনেক তবে তখনকার কথা ছিলো ভিন্ন। কিন্ত এখন? আপনি কখনোই বলেননি যে আপনি আমায় ভালোবাসেন, শুধু নীরবেই প্রকাশ করে গিয়েছেন। তবুও আমি কিছু বলিনি বিকজ আই এম স্টিল হ্যাপি। কিন্ত বলেননা, আমায় কি সবার সামনে নিজের ওয়াইফ বলতে খুব কষ্ট হয়? আপনি তো কখনোই নিজ থেকে আমার কাছাকাছি আসেননি, কেনো? এর উত্তর কি ভাববো আমি?

বলেই আমার চোখ দিয়ে নোনাজল পড়তে লাগলো৷ আপাতদৃষ্টিতে আমি যা স্টুপিড মার্কা কথা বলছি সবই আমার ভাং খাওয়ার ফসল। তাই আনভীর কোনো কথার প্রতিউত্তর করলেন না। আমি বাচ্চাদের মতো উনার কাছে শত অভিযোগ করে যাচ্ছি কিন্ত উনি আমায় নিজের বুকে টেনে নিলেন আড়ষ্ট ভঙ্গিমায়।

রাতে অজস্র তারার বাহার, আকাশের এই সৌন্দর্যের সাথে পাহাড়ের দৃশ্য চমৎকার লাগছে। আর এই সময়ে মনে অন্যকিছুই পরিকল্পনা করে নিলেন আনভীর৷ উনি আচমকা আমার গাল চেপে ধরে নিজের কাছে টেনে নিলেন আমায়। আমার কান্না থেমে গেলো৷ পিটপিট করে তাকিয়ে আছি উনার দিকে৷ উনার চোখে মুখে অন্যকিছু প্রকাশ পাচ্ছে। আনভীর আমার কপালের সাথে নিজের কপাল মিশিয়ে জিজ্ঞেস করলেন,

-রাগ হচ্ছে আমার ওপর আহি?

-অনেক রাগ। আপনাকে ধাক্কা মেরে খাদে ফেলে দিতে ইচ্ছে করছে।

উনার মুখের ওপর কথাটি বললাম আমি৷ মুখে আছড়ে পড়ছে সেই উষ্ণ নিঃশ্বাস। আনভীর মুচকি হাসলেন। বললেন,

-যদি আমি তোমার রাগ ভেঙে দিতে পারি?

-কিভাবে?

আমার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে হুট করে আমায় কোলে তুলে নিলেন আনভীর৷ আজ উনার এমন দৃষ্টি দেখে আমার হৃদয় কেঁপে উঠল। আনভীর বারান্দার দরজা ভিড়িয়ে খাটে শুয়িয়ে দিলেন আমায়। নিজের টিশার্ট একপাশে খুলে সন্তর্পণে রেখে আমায় গলায় মুখ গুঁজে দিলেন। আগ্রাসী কন্ঠে বললেন,

-তোমার আর কোনো অভিযোগ রাখবো না আহি, এই গহীন রাতের সময়ে আমার স্পর্শ দিয়ে কাটিয়ে দেবো তোমার সমস্ত অভিমান৷ আই নিড ইউ আহি বিকজ অফ ইউ, আই শ্যুড লাভ ইউ এভরি টাইম, এভরি সেকেন্ড; আই শ্যুড লাভ ইউ মোর দেন মাইসেল্ফ। ‘কজ ইউ আর মাই এভরিথিং ❤️
.
.
.
.
~চলবে ইনশাআল্লাহ

আজকে কিন্ত বিশাল পার্ট দিয়েছি। পুরো বিকাল না পড়তে বসে টাইপিং করলাম। এখন সবাই মন্তব্য করবেন প্লিজ, যাতে মুডটা আপনাআপনি ভালো হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here