#গুন্ডি_বউয়ের ভালোবাসা
#পাঠ_২
আগের পর্বের পর থেকে।
28 টা মিডস কল দেখে চমকে উঠলাম ৷ তাও
আবার অচেনা নাম্বার থেকে ৷
দেখত দেখতে আবারও মোবাইলটা বেজে
উঠল ৷
ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে
মেয়েলি কন্ঠ ভেসে আসছে ৷
মেয়েটা< অই ফোন ধরতে এত সময় লাগে
কেরে তর?
মরে গেছিলি নাকি?
আমি< কে আপনি? আর আমাকে এভাবে
ঝারি দিয়ে কথা বলছেন কেন?
মেয়েটা< আমি তর বউ ৷
আমি< আরে এখনও বিয়েই করি নাই বউ
আসল কোথায় থেকে?
মেয়েটা< তর হবু বউ ! বৃষ্টি
আমি< এখন আবার বৃষ্টি টা আবার কে?
মেয়েটা< তরে যদি এখন আমার হাতের
নাগালে পাইতাম থাপরাইয়া তর দাত সব
ফালাই দিতাম ৷
কিছুক্ষন আগে যাকে আংটি পড়িয়ে
গেছিস ! আমি সেই বৃষ্টি ৷ (রাগে কটকট
করে বলল)
আমি< অহহ…আপনি? আজকের সেই
গুন্ডি apu টা ?(রাগানোর জন্য বললাম)
বৃষ্টি : কিহ আমি গুন্ডি ৷ আর আমি তর আপু লাগি??
আমি< তাহলে কি? নানি?
বৃষ্টি : দেখ আমাকে আর রাগাবি না ৷
আমার সারা শরিল রাগে জ্বলছে ৷ এখন
যদি আমি তকে আমার হাতের কাছে
পাইতাম তর কি অবস্থা যে করতাম ৷
বিয়ের পর বুঝবি কত ধানে কত চাউল !!
আমি< সেটা না হয় বিয়ের পরই দেখা যাবে ৷
এখন বলুন আপনি আমাকে সব সময় তুই
তুকরি করে ডাকেন কেন?
একটু ভাল করে কথা বলতে পার না?
বৃষ্টি : আচ্ছা ঠিক আছে ভাল করে কথা
বলছি ৷ তুমিও ভাল করে উত্তর দিবে ৷
আমি< ok…
বৃষ্টি : রাতের খাবার খাইছ বাবু?
আমি< না আপু এখন খাই নাই একটু পরে
খাব ৷
বৃষ্টি : কি? আমি তর আপু?
আমি< তুমিই তো আমাকে বাবু বললে ৷
তাই আমিও তোমাকে আপু বললাম ৷
বৃষ্টি : তরে আমি পরে দেখে নেব ৷
বলেই বৃষ্টি ফোনটা কেটে দিল ৷
!!!
বৃষ্টি কে প্রথম দেখাতেই ভালবেসে
ফেলি ৷ মেয়েটা সত্যিই অসাধারণ ৷
বাইরে থেকে গুন্ডিগিরি দেখায় ৷ মেয়ে মন
অনেক ভাল ৷ আম্মুর কাছ থেকে শুনলাম
মেয়েটা নাকি অনেক ভালো ৷
ঘড়ের বাইরেও বেশি বের হয় না ৷ কলেজে
গেলে বুরকা পড়ে যায় ৷
কিন্তু বৃষ্টি আমার সাথে এরকম
গুন্ডিগিরি করে কেন?
আম্মু তো বলেছিল মেয়েটা একেবারে
সহজ সরল ৷
কারও সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা
বলে না ৷
আমার বেপারে সব দিক দিয়ে বিপরীত কেন?
মেয়েটা? আর আমার নাম্বার পেল
কোথায় থেকে ৷
আমার সম্পর্কে এত কিছু কি করে জানে
এই মেয়েটা?
সব মিলিয়ে একটা রহস্য তো আছেই ৷
রহস্যটা কি সেটা আমাকেই খুজে বের
করতে হবে ৷
.
রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে মোবাইলে
গেইম খেলতেছি ৷
হঠাট মোবাইলটা বেজে উঠল !!!
বৃষ্টি আবার ফোন করছে ৷ খুশি হয়ে
ফোনটা রিসিভ করলাম…
বৃষ্টি : এই পিচ্চি কি করছিস?
আমি< ওই মাইয়া ওই আমি ছোট বাচ্চা নাকি
যে তুমি আমাকে পিচ্চি ডাকছ?
বৃষ্টি : তুই তো নিজেই তর ফেইসবুক
আইডিতে নিকনেইম পিচ্চি দিয়ে রাখছস ৷
আর আমার Friend Request Acsept
করছিস না কেন? সেই দুপুরে রিকুএস্ট
দিয়েছিলাম এখন একসেপ্ট করার কোনো
নাম গন্ধই নাই ৷
আমি< আরে আজকে সারাদিনে আমি
একবারও fb তে ডুকি নাই ৷
fb না ডুকে আমি জানব কি করে যে তুমি
আমাকে রিকু পাঠিয়েছ ৷
বৃষ্টি : আচ্ছা ঠিক আছে বুঝলাম ৷ এখন
তর আইডির পাসওয়ার্ড দে ৷
আমি< পাসওয়ার্ড দিয়ে তুমি কি করবে?
বৃষ্টি : দিতে বলছি দে ৷ এত কথা বলছিস
কেন?
আমি< আমার নাম্বার এর প্রথম ছয়টা
সংখ্যাই আমার পাসওয়ার্ড ৷ আর শুন
আমার আইডিতে ডুকে উলটা পালটা কিছু
করবে না কিন্তু ৷
বৃষ্টি : উলটা পালটা কিছু করব কি না
সেটা তুই সাকালেই দেখতে পারবি ৷
এখন ঘুমিয়ে পড় বেশি রাত জাগলে শরির
খারাপ করবে ৷
আমি< হুমম ! তুমি ঘুমাবে না?
বৃষ্টি : নাহ…আমার কিছু কাজ আছে
কাজটা সেরেই একেবার ঘুমাব ৷
আমি< আমি রাত জাগলে আমার শরির
খারাপ করবে ৷ তুমি রাত জাগলে তোমার
শরির খারাপ করবে নাহ???
বৃষ্টি : আমাকে নিয়ে তকে ভাবতে হবে
নাহ ৷ তর ঘুম তুই ঘুমা ৷
আমি< okk…তাহলে একটা পাপ্পি দেও ৷
পাপ্পি দিলে ঘুমিয়ে পড়ব ৷
বৃষ্টি :ইইইহহ শখ কত আইছে আমার পাপ্পি ওলা ৷ তকে আমি
সামনে পেলে থাপরাইয়া তর গল লাল করে
ফেলব ৷ তুই……
বৃষ্টি আর কিছু বলবার আগেই আমি
ফোনটা কেটে দিলাম ৷
বাপরে বাপ কি গুন্ডি মাইয়া ৷ শুধু একটা
পাপ্পি চাওয়াতে এত কিছু শুনিয়ে দিল ৷
….
মেয়েটা আমার সাথে এরকম করে কেন??
অবশ্য এই মেয়েটার এইসব পাগলামী গুলা
একটুও খারপ লাগে না আমার ভালই লাগে ৷
…..
মেয়েটার কথা ভাবতে ভাবতে যে কোন
সময় ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি ৷
…..
সকালে ঘুমু থেকে উঠে মোবাইল হাতে
নিয়ে ফেইসবুকে ডুকলাম ৷
ফেইসবুকে ডুকেই চমকে উঠলাম…
একি আমার ফেইসবুক এর এই অবস্থা
করছে কে????????
#চলবে……