#গুন্ডি_বউয়ের ভালোবাসা
#পাঠ_৮এবং_শেষ_পাঠ
আগের পর্বের পর থেকে।
আপনারা হয়তো ভাবছেন এই জান্নাত
আবার কে??…
আসলে মৌশি ই হচ্ছে সেই জান্নাতুল ফেরদৌস মৌশি ৷
আমি ওকে জান্নাত বলেই ডাকতাম। আর বাকি সবাই জান্নাতুল বলেই ডাকত।
চলেন ঘুড়ে আসি আট বছর আগে ৷
….
আট বছর আগে জান্নাতুল আমাদের পাশের বাসায় ওর মামা মামীর সাথে ভাড়াটিয়া থাকত ৷
বাসাটা আমাদেরই !!
তখন জান্নাতু অষ্টম শ্রেণিতে পড়ত !
আর আমি ssc পরিক্ষা দিয়ে ইন্টারে ভর্তি
হয়েছিলাম ৷
জান্নাতুল সব সময় আমাদের বাসাতেই থাকত ৷
আম্মুr সাথে জান্নাতুন এর অনেক ভাব ছিল ৷
আম্মুর সাথে কাজে সাহায্য করত ৷
জান্নাতুলকে আমার একদম সহ্য হত না ৷
আমার সব জিনিসে ভাগ বসাত ৷ আর সারা দিন আমার পিছে পিছে লেগে থাকত ৷
আর আম্মু জান্নাতুলের সাথে এমন ব্যবহার
করত যেন জান্নাতুল তার ছেলের বউ ৷
…..
আজ আমার কলেজের প্রথম দিন ৷ তো
রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বাসা
থেকে বের হয়েছি এমন সময় পাশের বাসার আন্টি ডাক দিলেন (জান্নাতুল এর মামী )
পেছনে তাকিয়ে দেখি জান্নাতুলের মামী আর জান্নাতুল স্কুল বেগ নিয়ে দাড়িয়ে আছে ৷
আমি< জ্বি আন্টি বলেন?
আন্টি: তুমি কি কলেজে যাচ্ছ বাবা?
আমি : জ্বি আন্টি ৷
আন্টি: আজ জান্নাতুলের মামা বাসায় নেই তুমি কি জান্নাতুলকে একটু স্কুলে নামিয়ে দিতে পারবে?
এই পিচ্চিটাকে আবার বুঝি স্কুলে পৌছে
দিতে হবে ! অসহ্য একটা (মনে মনে
বললাম)
পিচ্চি দেখছি আজ অনেক সেজেছে ৷ মনে
হয় যেন কোথাও বেড়াতে যাচ্ছে ৷
আমি< আচ্ছা আন্টি ঠিক আছে ৷ এই জান্নাত আয় ৷
জান্নাতুলকে নিয়ে রিক্সাতে উঠলাম ৷
আমি যতটা সম্ভব এই পিচ্চির পাশ থেকে
সরে বসলাম ৷
জান্নাতুল : এই এত চেপে বসছ কেন পড়ে যাবে তো ৷
আমার হাত ধরে টান দিয়ে নিজের পাশে
নিয়ে গেল জান্নাতুল ৷
….
20মিনিট পর রিক্সা জান্নাতুলের স্কুলের পাশে এসে থামল ৷
জান্নাতুল রিক্সা থেকে নেমে গিয়ে
বলল , যাওয়ার সময় আমাকে একটু নিয়ে
যেও পিল্জ !
আমি< আচ্ছা ! তর স্কুল কয়টায় ছুটি হয় ?
জান্নাতুল < 2টায় ৷
….
জান্নাতুলকে স্কুলে পৌছে দিয়ে আমি আমার কলেজে চলে আসলাম ৷
আজকে প্রথম দিন বলে বেশি কাল্স হল
না ৷
বন্ধুদের সাথে কিছুক্ষন আড্ডা দিয়ে
জান্নাতুল এর স্কুলে চলে আসলাম ৷
কিন্তু জান্নাতুলকে তো কোথাও দেখতে
পাচ্ছি না ৷
ভিতরে ডুকে দেখলাম জান্নাতুল তার
বান্ধবীদের সাথে বসে অড্ডা দিচ্ছে ৷
আমাকে দেখেই ওর একটা বান্ধবি বলল,
অই জান্নাতুল দেখ তর বয়ফ্রেন্ড চলে এসেছে ৷
আমি কিছু বললাম না ৷
জান্নাতুলকে নিয়ে রিক্সাতে উঠলাম ৷
আমি< এই জান্নাত তুই তর বান্ধবীদের
আমার কথা কি বলেছিস ৷(রাগী ভাব নিয়ে
বললাম)😡😡😡😡
তিথি< কই কিছু বলি নাই তো ৷(মুচকি হেসে)😉😉
আমি< তাহলে আমাকে তর বান্ধবী তর
বয়ফ্রেন্ড বলল কেন?
জান্নাতুল < তোমাকে বলে নাই তো ৷ রিয়া
জেনিয়ার বয়ফ্রেন্ড এর কথা বলেছে
(মিথ্যা বলল)
আমি আর কিছু বললাম না ৷
….
বিকালে শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম ৷
হঠাৎ জান্নাতু হাতে একটা বাটি নিয়ে রুমে
ডুকল ৷
জান্নাতুল : এই নাও তোমার জন্য পায়েস
বানিয়ে এনেছি ৷
আমি< এই তুই সব সময় আমার জন্য
এইগুলা বানাস কেন?
আমি কি হই তর যে আমার জন্য তোকে এগুলা বানাতে হবে ৷
জান্নাতুল < তুমিই তো আমার সব (আস্থে
আস্থে বলল)
তবুও আমি শুনে ফেললাম ৷
আমি< এই কি বললি তুই?
জান্নাতুল আমার দিকে আড় চোখে চেয়ে থাকল।
হঠাৎ আমাকে অবাক করে দিয়ে গালে চুমু
খেয়ে আস্থে আস্থে রুম থেকে বেড়িয়ে
যেতে লাগল ৷
পিচ্চি একটা মেয়ে আমাকে চুমু খেল !
এই কথাটা ভাবতেই আমার সারা শরির
রাগে জ্বলছে ৷
তাই রাগ কন্টল না করতে পেরে হাতের
কাছে একটা ধাড়ালো ফল কাটার ছুড়ি ছিল।
সেটা ছুড়ে মারলাম জান্নাতুলের দিকে ৷
ছুড়িটা গিয়ে পড়ল জান্নাতুলের পিটের উপর ৷
জান্নাতুল অনেক জুরে ও মাগো বলে চিৎকার দিয়ে উঠল ৷
ছুড়িটা অনেক জুরে ছুডে মারার কারণে
জান্নাতুলের জামা ছিড়ে গিয়ে অনেকটা কেটে রক্ত বের হতে লাগল ৷
এদিকে জান্নাতুল জোরে জোরে কান্না করতে লাগল ৷
আম্মু ওর কান্না শুনে আমার রুমে আসল ৷
আমিও এগিয়ে গেলাম ৷
অনেক রক্ত পড়ছে ৷
জান্নাতুল রক্ত দেখে অজ্ঞান হয়ে গেল ৷
আম্মু জান্নাতুল এর রক্ত দেখে কান্না করতে
লাগল ৷
জান্নাতুলকে আমি পাজোকোলা করে তুলে
গাড়ীতে এনে তুললাম হাসপাতালে নিয়ে
যাওয়ার জন্য ৷
হাসপাতালে নিয়ে যাওয়ার পর জান্নাতুলের মামা মামীও ছুটে আসলেন হাসপাতালে ৷
অনেক জায়গা কেটে গেছিল তাই তিনটে
সেলাই লাগল জান্নাতুলের কেটে যাওয়া স্থানে ৷
জান্নাতুলের জ্ঞান ফিরে আসার পর জান্নাতুল কে সবাই জিজ্ঞেস করতে লাগল কিভাবে কাটল ৷??
আমি কিছু বলতে যাব তখনই জন্নাতুল আমাকে আটকে দিয়ে বলল…
জান্নাতুল < পড়ে গিয়ে কিসের সাথে লেগে কেটে গেছে খেয়াল করি নাই ৷
মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে
গেলাম ৷
আমাকে বাচাতে এই পিচ্চিটা মিথ্যে বলল !
আর আমিই কি না….
আমার অনেক খারাপ লাগতে লাগল ৷
….
রাতেই জান্নাতুলকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হল ৷
রাতে ঘুম আসছে না আমার জন্য
মেয়েটাকে এত কষ্ট পেতে হল ৷
সকালে গিয়ে সরি বলে আসতে হবে ৷
সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল ৷
জান্নাতের কথা মনে পড়তেই ভাবলাম একবার দেখে আসি ৷
ঘড়ের ভিতরে ডুকে দেখলাম, জান্নাতুলের মামা মামী সুফাতে বসে আছেন ৷
আমি জান্নাতুলের মামীকে বললাম,
আমি< আন্টি জান্নাত কই?
আন্টি< ওর রুমে বাবা ৷
আমি< আচ্ছা আন্টি ! আমি জান্নাতকে দেখে আসি ৷
আন্টি< আচ্ছা যাও বাবা ৷
আমি জান্নাতুলের রুমে গিয়ে দেখলাম জান্নাতুল একদিকে কাত হয়ে শুয়ে আছে ৷
জান্নাতুল আমাকে দেখে মূখ গুমড়া করে বলল ,
আমাকে আবার মারতে আসছ?
আমি< জান্নাত কলকের ঘটনার জন্য সরি রে।
আমাকে মাফ করে দে পিল্জ ৷
জান্নাতুল < মাফ করতে পারি ! তবে একটা শর্তে।
আমি< কি শর্ত?
জান্নাতুল : এখন থেকে আমাকে ভালবাসতে হবে ৷
আমি< দেখ জান্নাত তুই এখনও অনেক ছোট !
এরকম পাগলামী করিস না ৷
আর আমার প্রতি তর যে ভালবাসা আসলে
এটা ভালবাসা না এটা এক ধরনের ভাললাগা।
জান্নাতুল < তুমি বলতে চাচ্ছ আমি এখনও
পিচ্চিই রয়ে গেছি ৷ আচ্ছা দেখে নিও
একদিন তোমাকে এই পিচ্চিটাকেই বিয়ে
করতে হবে (কান্না করতে করতে বলল)।😭😭😭😭😭
আমি আর কিছু না বলে চলে আসলাম ৷
….
আজ সারাদিন মন খারাপ ছিল ৷
রাতেও ঘুম আসছে না শুধু জান্নাতুল এর কথা মনে পড়ছে ৷
মেয়েটা মনে হয় আমাকে সত্যই ভালবাসে ৷
বিছানায় অনেক গড়াগড়ি করছি কিন্তু ঘুম
আসছে না ৷ শুধু জান্নাতুলের কথা মনে পড়ছে ৷
হয়তো আমিও জান্নাতকে ভালবেসে ফেলেছি।
যাই হোক এখন ঘুমানোর চেষ্টা করি ৷
সকালে জান্নাতকে গিয়ে বলব যে আমিও তাকে ভালবেসে ফেলেছি ৷৷
সকালে ঘুম থেকে ওঠতে অনেক দেরি হয়ে
গেল ৷
ফ্রেশ হয়ে জান্নাতুলদের বাসার সামনে গিয়ে দেখি তাদের বাসায় তালা জুলানো ৷
আমি আম্মুকে এসে জিজ্ঞেস করলাম
এদের বাসায় তালা জুলানো কেন?
আম্মু যা বলল তা শনে আমি বড় একটা
শক খেলাম ৷
আম্মু বলল ওরা নাকি সকালে চলে গেছে
বাসা থেকে ৷
আমি< কোথায় গেছে আম্মু?
আম্মু< সেটা কি আমায় বলে গেছে নাকি
(রাগী কন্ঠে)😡😡
…..
সেদিনের পর থেকে জান্নাতকে অনেক খুজেছি
কিন্তু কোথাও খুজে পাই নাই !!
আর এতদিন জান্নাত আমার চোখের সামনে
থাকা সত্তেও আমি তাকে চিনতে পারি
নাই !
আজ যখন আমাকে বলল ওর চোখের দিখে তাকিয়ে দেখেত তখন ওর চোখের দিখে তাকিয়ে আমি কিছুটা বুঝতে পারি যে ওই আমার সেই ৮বছর আগের জান্নাত ৷
তারপর মৌশির ব্লাউজের হুক খুলে
সেই সেলাইয়ের দাগ দেখতে পাই তখনই
আমি শিওর হয়ে যাই যে মৌশিই হল সেই জান্নাত।
আমি< এতদিন আমাকে বললে না কেন যে
তুমিই জান্নাতুল ফেরদৌস মৌশি ৷
যানো তোমাকে আমি কত
জায়গায় খুজেছি ৷
জান্নাতুল < কেন খুজেছিলে?
আমি< তোমাকে যে একটা কথা বলা হয়
নাই ৷
জান্নাতুল< কি কথা? এখন তো আমাকে পেলে এখন বলো ৷
আমি হাটু গেড়ে বসে বললাম,
তোমাকে অনেক ভালবাসি জান্নাত
তুমি কি আমার বউ হবে ! অহ সরি তুমি
তো আমার বউ হয়েই গেছ ৷
জান্নাতুল < আচ্ছা সেদিন তোমাকে একটা কিস করেছিলাম বলে তুমি আমাকে ছুড়ি ছুড়ে মেরেছিলে না ৷৷
এখন তো অনেক কিছু করব ! এখন কি
করবে !!
বলেই জান্নাতুল আমাকে ধাক্কা দিয়ে
বিছানাতে ফেলে জান্নাতুল আমার উপরে ওঠে আসল ৷
(বাকীটা ইতিহাস)
*সমাপ্ত*