গোধূলীর_রঙিন_ছোঁয়া #লেখায়_ফারহানা_ছবি #পর্ব_১৩

#গোধূলীর_রঙিন_ছোঁয়া
#লেখায়_ফারহানা_ছবি
#পর্ব_১৩
.
.
🦋
স্মরণ প্রাণোকে নিজের থেকে সরানোর চেষ্টা করলো না৷ স্মরণ কখনো তার প্রাণের ঘুমন্ত অবস্থায় সুযোগ নিতে চায় না৷ প্রাণোর ভারি নিশ্বাস গুলো স্মরণের বুকে ঝড় তুলছে আর সেটা প্রাণোর অজান্তে ৷স্মরণ প্রাণোর রেশমি চুলে মুখ গুজে বিড়বিড় করে বলতে লাগলো, ” কে বলে চাঁদ কে স্পর্শ করা যায়না প্রাণ
এই যে!! ছুঁয়ে দিলাম। ”

স্মরণ প্রাণোর মাথায় চুমু দিয়ে প্রাণোকে বুকে জরিয়ে নিয়ে বলতে লাগলো, ” জানো প্রাণ যে দিন আমার জীবন থেকে আমার সব চেয়ে প্রিয় মানুষটা হাড়িয়ে গিয়ে ছিলো তখন আমি ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে ছিলাম ৷ বেঁচে ছিলাম জীবন্ত লাশ হয়ে৷ যখন বেঁচে থাকা আমার জন্য দূর্বিশহ হয়ে উঠেছিলো তখন তুমি এলে এই শূন্য জীবনে, এক চিলতে আলোর রেখা হয়ে আমার অন্ধকার জীবনে আলো হয়ে আসলে৷ #গোধূলীর_রঙিন_ছোঁয়া হয়ে আমার জীবনটা রঙিন করে দিলে ৷তুমি হয়তো আজ ও জানো না প্রাণ আর না কখনো জানতে পারবে ৷ তোমার সাথে প্রথম দেখা প্রথম ছোঁয়া প্রথম অনুভূতি প্রথম ভালো লাগা সবটাই ছিলো তোমায় ঘিরে৷ সেই গোধূলী লগ্নে ছিলো আমাদের প্রথম দেখা৷ মনে আছে প্রাণ তিন বছর আগে একটা ছেলেকে প্রাণে বাচিঁয়ে ছিলে? ছেলেটি আনমনে হাঁটতে হাঁটতে যখন মাঝরাস্তায় চলে আসে তখন তুমি সেই ছেলেটিকে এক্সিডেন্টের হাত থেকে বাচিঁয়ে ছিলে৷ সেদিন তুমি ছেলেটার মুখটা পর্যন্ত ভালো করে খেয়াল করোনি৷ অথচ সে দিন থেকে ছেলেটির হৃদয়ে জায়গা করে নিয়েছিলে৷ সেদিন তুমি ছেলেটিকে পাগল ভেবে পাগলা গারদে পাঠাতে চেয়েছিলে হাহাহা ৷ জানো প্রাণ সেদিনের ঘটনা হয়তো তোমার হয়তো মনে নেই কিন্তু আমার মনে গেঁথে গিয়ে ছিলো৷ জানো কতো কষ্ট হয়েছে তোমাকে খুজে পেতে? দিনরাত এক করে তোমায় খুজেছিলাম কিন্তু যখন খুজেও পাইনি তখন জানতে পারলাম তুমি আমার বেস্টফ্রেন্ড সাদমানের বোন ৷ ওর ফোনে তোমার ছবি দেখে চিনতে পারি ৷ তুমি ভাবতে পারবে না সেদিন আমি এতোটা খুশি হয়েছিলাম যে বলার বাহিরে, জানো প্রাণ এই ট্রিপ টা ছিলো তোমার ভাই আর আমার শালার প্লান ৷ তোমার মনে যাতে আমি নিজের জন্য জায়গা করে নিতে পারি ৷ তোমাকে আমার নিজের করতে পারি তাই এতো প্লান৷ কিন্তু আমি জানতাম না প্রাণ সাজিত এমন জঘন্য প্লান করেছিলো ৷ আই প্রমিস ইউ প্রাণ আমি তোমার কোন ক্ষতি হতে দিবো না৷ সব সময় প্রটেক্ট করবো৷ এক আকাশ সমান ভালোবাসা নিয়ে তোমার সামনে দাড়াবো প্রাণ ৷ আমি জানি তুমি সেদিন আমাকে ফিরিয়ে দিবে না ৷ ”

” কে ফিরিয়ে দিবে না তোমায়?” চোখের পাতা হাত দিয়ে ঢলতে ঢলতে প্রশ্ন করলো প্রাণো ৷

হঠাৎ প্রাণোর গলা শুনে হচকিয়ে ওঠে স্মরণ এটা ভেবে প্রাণো সবটা শুনে ফেললো নাকি? স্মরণের ভাবনার ছেদ ঘটিয়ে প্রাণো আবার বলে উঠলো ,” কি হলো স্মরণ? কিছু বলো?”

” ক,, কি বলবো? কিছু বলেনি আমি তুমি ঘুমের ঘোরে ভুল শুনেছো৷”

” হবে হয়তো?”

” পানি খাবে? খিদে পেয়েছে ?”

প্রাণো মিষ্টি করে হেসে স্মরণের বাধন থেকে মুক্ত হয়ে নিজের সিটে ঠিক মতো বসে বলে,” গাড়ি থামবে কখন? আমার একটু ফ্রেস হওয়া খুব প্রয়োজন”

স্মরণ দ্রুত উঠে ড্রাইভার এর কাছে গিয়ে জানতে চায় সামনে কোন রেস্টুরেন্টের সামনে দাড়াবে কিনা? ড্রাইভার জানায় পাঁচ মিনিট পর একটা রেস্টুরেন্টের সামনে দাড়াবে তখন সবাই নামতে পারবে৷

স্মরণ প্রাণোর কাছে এসে জানায় পাঁচ মিনিট পর বাস থামবে৷ প্রাণো আর কিছু বললো না ৷ কিছুক্ষণ পর বাস থেমে গেলে স্মরণ প্রাণো কে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে যায়৷

” প্রাণ তুমি ফ্রেস হয়ে এসো আমি এখানে আছি৷”

প্রাণো মাথা নেড়ে দ্রুত পায়ে হেটে চলে গেল৷ পাঁচ মিনিট পর প্রাণো ফিরে এলে স্মরণ বাসে ফিরে গিয়ে নিলয় আকাশ স্মিতা সাফা ঐশী সাগর কে জাগিয়ে দেয়৷ তারাও রেস্টুরেন্টে এসে খেয়ে গল্প করতে শুরু হয়ে যায়৷ কিন্তু হঠাৎ করে প্রাণো কেমন যেন চুপচাপ হয়ে গেছে ৷ বাকিদের সাথে কথা বললেও প্রাণো স্মরণের সাথে কথা বলছে না বরং ইগনোর করছে৷ বাসে ফিরে এসে দেখে প্রাণো ঐশীর পাশে বসে আছে ৷ আর আকাশ স্মরণের পাশের সিটে৷ প্রাণো ঐশীর সাথে গল্প করতে লাগলো স্মরণ কে দেখিয়ে৷ হঠাৎ করে স্মরণের মেজাজ খারাপ হয়ে গেল৷ হুট করে আকাশ কে বলে,” আকাশ ঐশীর পাশে গিয়ে বস৷”

” কিন্তু ভাবি তো বললো এখানে বসতে৷”

” তোকে যা বললাম তুই তাই কর নাহলে…”

” ভাই থাম থাম আমি এখুনি যাচ্ছি ৷”

” শোন প্রাণ কে বলবি না আমি তোকে উঠতে বলেছি৷”

” ওকে”

আকাশ সিট ছেড়ে উঠে প্রাণোদের সামনে গিয়ে বলে , ” ভাবি থুক্কু আপু আপনি প্লিজ সামনের সিটে গিয়ে বসুন না৷”

” কেন ভাইয়া আপনার কি সমস্যা হচ্ছে ওখানে বসতে?”

” আপু গো আমার সামনে বসলে বমি পায় মাথা ঘুড়ায় প্লিজ আপু সামনে বসুন না না হলে ..!”

” না হলে কি আকাশ ভাই? আর আপনার যে এমন সমস্যা হয় সেটা আগে তো দেখেনি হঠাৎ করে এখন এই সমস্যা কি করে উদায় হলো?”

প্রাণোর এমন প্রশ্নে থতমত খেয়ে গেল আকাশ৷

” আপু প্লিজ এই ভাইয়াটার কথা রাখো প্লিজ” আকাশের আকুতি প্রাণো না করতে পারলো না৷ সিট ছেড়ে উঠে স্মরণের পাশের সিটে বসে জানালার দিকে তাকিয়ে আছে৷ স্মরণ প্রাণোর করা ইগনোরনেসের কারণে রেগে ছিলো এখন যেন আরো বাড়লো প্রাণো এমন বিহেবিয়ার দেখে৷ স্মরণ না চাইতেও একটা কাজ করে বসলো৷ আচমকা প্রাণোর গাল দুটো ধরে প্রাণোর ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাজে নিয়ে নিলো৷ প্রাণো অবাকে কিংকর্তব্যবিমূঢ় ৷ রিয়েক্ট করার ক্ষমতা যেন হাড়িয়ে ফেলেছে প্রাণো৷ পাঁচ মিনিট পর প্রাণো নিশ্বাস নেওয়ার জন্য স্মরণের থেকে মুক্তি পাওয়ার জন্য হাঁসফাঁস করতে লাগলো৷ এক সময় স্মরণ ও শ্বাস নেওয়ার জন্য প্রাণোর ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে প্রাণোর কপালে নিজের কপাল ঠেকিয়ে দু’জনে হাপাতে লাগলো৷ স্মরণ এতোটুকু বুঝে গেছে তার প্রাণো ও তাকে ভালোবাসে নাহলে প্রাণোকে কিস করার সাথে সিনক্রিয়েট করতো কিন্তু প্রাণো তা করেনি৷ বরং প্রাণোর চোখে তার জন্য ভালোবাসা দেখেছে৷ বাসের সব লাইট অফ ছিলো বিধায় দুজন মানুষের তাদের নতুন অনুভূতির সাক্ষী ছিলো তারা দুজনে আর নিকষ অন্ধকার ৷

মাঝে মাঝে রাস্তার সোডিয়াম আলো কাঁচ ভেদ করে প্রাণোর মুখে পড়তে স্মরণ খেয়াল করে প্রাণোর গাল দু’টো লাল হয়ে আছে৷ স্মরণ বুঝতে পারছে তার প্রাণ লজ্জায় তার গাল লাল বর্ণ ধারণ করেছে৷ স্মরণের ইচ্ছে করছে তার প্রাণের গাল দুটো কামড়ে খেয়ে ফেলতে ৷ ফোলা ফোলা গাল দুটো একদম রসগোল্লার মতো স্মরণ তার ইচ্ছেটাকে দমিয়ে রাখতে না পেরে ঠাস করে প্রাণোর গালে চুমু খেলো৷ প্রাণো রক্তিম চোখে স্মরণের দিকে তাকিয়ে বলে উঠলো , ” ডোন্ট ইউ ডেয়ার টাচ মি এগেইন স্মরণ ৷ আই ডোন্ট লাইক দিস ৷”

প্রাণো আর কিছু বললো না অন্য দিকে মুখ ঘুরিয়ে নিলো৷ স্মরণ রেগে এখন নিজের মাথার চুল ছিড়ছে৷

” উফফ নিজেকে কন্ট্রোল রাখা টা দরকার ছিলো৷ কি করলাম আমি প্রাণের কাছে হয়তো আমি আমাদের বন্ধুত্বটাকে অপমান করলাম কিন্তু আমি তো প্রাণকে ভালোবাসি তাহলে! ” স্মরণ কিছু বুঝতে পারছে না প্রাণোর কি বলবে? কি করবে প্রাণো?

স্মরণ প্রাণোকে আর কিছু বলার সাহস পেল না৷ দু’টো মানুষ তাদের অনুভূতি আড়ালে রেখে নিজেদের কে একে অন্যের থেকে আড়াল করার চেষ্টা করছে৷ নিশাচর আজ দুজনে , সোডিয়াম আলোয় স্মরণ প্রাণোর বিস্বাদ ময় মুখটা দেখতে পায়৷ নীল চোখ জোড়ায় খুশির ঝলক দেখতে পেলো না স্মরণ ৷বাকি টা রাস্তা দু’জনে না ঘুমিয়ে কাটিয়ে দিলো ৷

সকাল সাতটায় ঢাকা এসে পৌছায় সবাই, প্রাণো বাস থেকে নেমে তার লাগেজ নিয়ে সামনে এগোতে নিলে পেছন থেকে প্রাণোর হাত টেনে ধরে স্মরণ ৷ প্রাণো পেছন ঘুরে স্মরণ কে দেখে প্রাণোর ফেসে কোন রিয়েকশন দেখতে পেল না৷ বরং স্বাভাবিক রইল প্রাণো৷

” কিছু বলবে স্মরণ?”

” শুধু আমি বলবো? তুমি কিছু বলবে না প্রাণ?”

” ওহ! হ্যাঁ স্যরি এন্ড থ্যান্কিউ ৷ আমাদের এতোদিন হেল্প করার জন্য”

” শুধু এতোটুকুই প্রাণ আর কিছু বলবে না?”

” আর কিছু বলার আছি বুঝি?”

” সত্যি বলার কিছু নেই তোমার প্রাণ?” আকুতি ভরা কন্ঠে জ্বিজ্ঞাসা করলো স্মরণ….

প্রাণো স্বাভাবিক গলায় বললো, ” নাহ আমার কিছু বলার নেই তোমাকে , ভালো থেকো আসি ৷ স্মিতা ঐশী সাফা চল৷

প্রাণো চুপচাপ তার বান্ধবীদের নিয়ে ট্যাক্সিতে উঠে গেল৷ স্মরণ এখনও সেখানে দাড়িয়ে আছে৷ মুখ থমথমে হয়ে আছে৷ আকাশ নিলয় সাগর স্মরণের পাশে দাড়িয়ে বলতে লাগলো, ” স্মরণ ভাবি তোকে ভালোবাসে না ৷ ভুলে যা মেয়েটাকে আজ থেকে নতুন করে শুরু কর দোস্ত ৷ ”

সাগরের কথা শুনে স্মরণ ঘাড় ঘুড়িয়ে সাগরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো স্মরণ৷ সাগর স্মরণের বাঁকা হাসির কারণ বুঝতে না পারলেও নিলয় আকাশ ঠিক বুঝতে পেরে হেসে ফেলে নিজেদের ব্যাগ নিয়ে হাটতে লাগলো৷

_______

ডাইনিং টেবিলে বসে খবরের কাগজ পড়ছে জুনাইদ কবির ৷ নিশিতা বেগম নাস্তা রেডি করে টেবিলে সার্ব করে দিয়ে বলতে লাগলো,” শুনছো ”

” বলো কি বলতে চাও?”

” মেয়েটা ফিরে এলে দয়া করে ওকে কোন কটু কথা বলো না৷”

জুনাইদ কবির পেপার টা পাশে রেখে চায়ের কাঁপে চুমুক দিয়ে বলতে লাগলো,” তোমার কি মনে হয় নিশিতা আমি আমার মেয়েকে শুধু বকি ভালোবাসি না? ”

” না মানে বিয়ের দিন যা হলো ৷”

” ওদিনের কথা ভুলে যাও নিশিতা আমিও ভুলে যেতে চাই৷”

” ঠিক আছে৷”

” আর শোন প্রা.. ” বাকিটা বলার আগে কলিং বেল টা বেজে ওঠে .. জুনাইদ কবির উঠে তিনি দরজা খুলে দেন৷ দরজা খুলতে দেখে প্রাণো ৷

প্রাণো মাথা নিচু করে দাড়িয়ে আছে জুনাইদ কবির আর নিশিতা বেগম এর সামনে পাশে সোফায় পায়ের উপর পা তুলে আপেল খাচ্ছে সাদমান ৷

” বাবা আই এম স্যরি কিন্তু আমার পালানো ছাড়া আর কোন রাস্তা ছিলো না৷”

” আমাদের তো সব টা জানাতে পারতে প্রাণো ?”

” স্যরি বাবা তখন এতো কিছু মাথায় আসেনি ৷”

” রুমে যাও গিয়ে ফ্রেস হয়ে খেয়ে রেস্ট করো ৷ তোমার সাথে রাতে কথা হবে৷”

প্রাণো আর কথা না বাড়িয়ে দ্রুত রুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে বের হয়ে দেখে নিশিতা বেগম খাবার নিয়ে বসে আছে৷ প্রাণো তার মাকে কিছু বলতে যাবে তার আগে নিশিতা বেগম ভাত মাখিয়ে প্রাণো মুখে পুরে দেয়৷

_________

” বাবা ভাইয়া নাকি ফিরে এসেছে?” চেয়ারে বসতে বসতে বললো সাজিত৷

” তোমার গুনোধর ভাই ফিরে কখন যায় সে কি কেউ জানে সাজিত?”

” হুম তাও তো , আচ্ছা আমি ভাইয়ার সাথে দেখা করে আসছি৷” সাজিত বসা থেকে উঠে তার ভাইয়ের রুমে গিয়ে দরজায় নক না করে ভেতরে ঢুকে দেখে তার ভাই যাস্ট শাওয়ার নিয়ে বের হয়েছে ৷ চুল দিয়ে এখনো পানি গড়িয়ে পড়ছে ৷ তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে জ্বিজ্ঞাসা করে, কেমন আছিস সাজিত?”

” ভালো আর থাকতে দিলি কই ভাইয়া ৷ তুই নিজে যেটা চাস সেটাই তো করলি? প্রাণো এখন তোর আমার নয়৷”

সাজিতের কথা শুনে গা কাঁপিয়ে হাসতে হাসতে স্মরণ বলে উঠলো ……
.
.
.
#চলবে………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here