#গোধূলীর_রঙিন_ছোঁয়া
#লেখায়_ফারহানা_ছবি
পর্ব_১৫
.
.
🦋
” নেক্সট উইকে বাবা আমার বিয়ে ঠিক করেছে স্মরণ ৷” এতো টুকু বলে প্রাণো বাসার ভিতরে চলে গেল৷
প্রাণোর কথা শুনে স্মরণের ঠোঁটের কোনে রহস্যময় হাসি ফুটে উঠলো৷
” নেক্সট উইক নয় প্রাণ তার আগে তুমি আমার হবে আই প্রমিস ইউ ৷ ”
_____
বাসায় ঢুকতে সাদমান প্রাণোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলো ,” এতোটা সময় তুই কোথায় ছিলি প্রাণো?”
” কাজ ছিলো ৷ ”
” কি কাজ? আর কে তোকে বাসায় নামিয়ে দিয়ে গেল?”
” দাভাই তুই কি এখন সি আইডির মতো প্রশ্ন করে যাবি? ভিতরে ঢুকতে দিবি না?”
” হুম আয় তবে একটা কথা ছিলো ৷”
” ভনিতা না করে বলে ফেলো?”
” তুই কি কাউকে ভালোবাসিস?”
” হঠাৎ এই প্রশ্ন ?”
” আহা যেটা জানতে চেয়েছি সেটা বল না? তুই কাউকে ভালোবাসিস?”
প্রাণো না বলতে গিয়ে আটকে গেল কোথায় যেন না বলতে বাধছে প্রাণোর বার বার স্মরণের মুখটা চোখের সামনে ভেষে উঠছে ৷
” কি হলো প্রাণো আমার প্রশ্নের উওর দে?”
প্রাণো প্রত্যুত্তরে হেসে দিয়ে বলল,” দাভাই আমি সত্যি ভালোবাসি কিনা জানি না তবে তার কিছু একটা ফিল করি এখন সেটা ভালো লাগা নাকি ভালোবাসা বুঝতে পারছি না৷ তবে হ্যাঁ যদি এটা ভালোবাসা হয় তাহলে আমি তাকেই বিয়ে করবো এতোটুকু বিশ্বাস আমার উপর রেখো দাভাই৷”
” ও মাই গড বনু কে সেই মহান ব্যক্তি নাম টা বল না প্লিজ”
” নিজের গার্লফ্রেন্ড এর নাম বলেছো এখন অবধি? তাহলে কি করে আশা করো আমি তার নাম তোমাকে বলবো?”
” এটা কিন্তু ঠিক না বনু”
” কোন টা ঠিক কোন টা বেঠিক তা আমি খুব ভালো করেই জানি দাভাই ৷ এখন বলোতো বাবা মা কোথায়? আশার পর থেকে তাদের গলার আওয়াজ পাচ্ছি না ৷”
“মা বাবা হাটতে বের হয়েছে ৷ কিছুক্ষণ পর এসে পরবে৷ ”
” ওহ দাভাই একটা কথা ছিলো৷ ”
” বলে ফেল৷”
” প্রিয়ার শশুর বাড়ির সবাই কে একদিন দাওয়াত করলে কেমন হয়? ”
” ভালো হয় তবে তারা কি আসবে?”
” বলে দেখতে দোষ কোথায়? আর একটা কথা আমি ভাবছি প্রিয়ার সাথে দেখা করতে যাবো ৷”
” কিন্তু ওরা যদি তোর সাথে খারাপ ব্যবহার করে তাহলে?”
” চিল দাভাই ৷ আমাকে এখনো চিনলে না তুমি? এই সব লোককে কি করে হেন্ডেল করতে হয় আমার জানা আছে৷”
” তাহলে আর কি মা বাবা কে বলে একদিন ঘুরে আয়৷”
” ওকে , আমি রুমে যাচ্ছি ফ্রেস হয়ে আসি দেন গল্প করবো৷”
” হুম যা আর আমার রুমে আসার সময় কফি নিয়ে আসিস৷”
” ওকে”
প্রাণো রুমে গিয়ে কাঁধের লেডিস ব্যাগটা বিছানায় রেখে দ্রুত ফ্রেস হয়ে নিয়ে ব্যাগ থেকে একটা পেনড্রাইভ বের করে স্বযত্নে আলমারিতে লুকিয়ে রাখে৷
_______
” কি করে হলো এইসব ? আর কে করলো?” প্রচন্ড রেগে কথা গুলো বললো আগুন্তক ..
” বস আমি খবর নিয়ে জেনেছি এই কাজ কোন পুলিশ অফিস্যারের না৷ ইভেন কোন পুলিশ জানে না আজ যে মেয়ে গুলো কে পাচার করা হবে৷”
” তাহলে কে করছে এই সব ?” টেবিলের উপর খুশি মেরে বলে উঠলো আগুন্তক৷
” বস আমরা খোজ চালাচ্ছি খুব শিগ্রই তাকে আমরা খুজে পেয়ে যাবো৷”
” নো নো আকরাম এভাবে হবে না৷ আমার এতো বছরের দু নম্বর ব্যবসায় এতো টাকা কখনো লস হয়নি কিন্তু আজ হলো কোন অজানা শত্রুর জন্য, আগে ওই শত্রুকে খুজে বের করতে হবে আকরাম নাহলে আমার গড়া সম্রাজ্ঞ্য ধ্বংস হয়ে যাবে সাথে সাথে দেশের বড় বড় বিজনেসম্যান যারা আমার সাথে হাত মিলিয়েছে তারাও ডুবে যাবে৷ ”
“বস আমরা এখন কি করবো?”
” ফাঁদ , ওদের ধরার জন্য ফাঁদ পাততে হবে৷”
” বস আমার মাথায় কিছুই ঢুকছে না!”
আকরামের কথা শুনে তার বস হাসতে লাগলো৷
” আকারাম নতুন ফাঁদ পাততে হবে যাতে পাখি সেই ফাঁদে আটকে যায়৷”
সেই আগুন্তক আকরাম কে তার প্লান বুঝিয়ে দেয়৷ আকরাম হাসি মুখে তার বসের কথা মতো কাজে লেগে পড়ে৷
_______
আশিক খান তার এক মাত্র মেয়ে সিমি কে নিজের হাতে খাইয়ে দিচ্ছে৷ সিমি খেতে রাজি নয় তারপরও আশিক খান তার মেয়ে কে না খাইয়ে ছাড়বে না৷ সিমি খেতে খেতে তার বাবা কে প্রশ্ন করলো৷
” ড্যাড মম কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলো ? মম কি আমাকে পছন্দ করতো না?”
” না মামুনি তোমার মম তোমাকে ভিষণ ভালোবাসতো৷”
” তাহলে আমাকে ফেলে চলে গেলো কেন?”
” টাকার জন্য তোমার মম আমাদের ছেড়ে চলে গেছে মামুনি”
” টাকার জন্য!” সিমি বিস্ময় হয়ে তাকিয়ে রইল আশিক খান এর দিকে ..
” আজ আমি সব টা তোমাকে বলবো মামুনি তুমি হয়তো আমাকে কখনো ক্ষমা করবে না ৷ কিন্তু আমি তোমার এই কষ্ট আর দেখতে পারছি না ৷ তাই আমি সির্ধান্ত নিয়েছি তোমাকে আমি সবটা জানাবো৷ ”
” কি জানার কথা বলছো ড্যাড?”
” তোমার জন্মের চার মাস পরে আমার বিজনেসে কোটি কোটি টাকা লস হয়৷ হঠাৎ এতোটা লস করে আমার কোম্পানি পথে বসে যায়৷ ঠিক সে সময় আমার এক বন্ধু সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়৷ আমি সরল মনে তাকে বিশ্বাস করে ওর থেকে সাহায্য নি৷ বিজনেসের পার্টনার হয়ে যায়৷ বাড়িতে যাতায়াত বাড়তে থাকে৷ তোমার মম এর সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় তার কিন্তু হঠাৎ একদিন আমার সেই বন্ধু আমাকে জঘন্য প্রস্তাব দেয় ৷ তোর মম (রুমি) কে বিয়ে করতে চায়৷ কথাটা শোনা মাত্র আমি প্রচন্ড রেগে ওকে মারধর করি আর সেটাই আমার কাল হয়ে দাড়ায় তার পরের দিন রুমি কে তুলে নিয়ে যায়৷ আর আমাকে হুমকি দেয় যদি পুলিশ কে জানাই তাহলে রুমি কে মেরে ফেলবে সাথে তোকেও …” এতো টুকু বলে কাঁদতে থাকে আশিক খান৷ সিমি তার বাবার চোখের পানি মুছে দিয়ে বলে, “তারপর”
” সে দিন তোর মম কে নিয়ে যাওয়ার পর আর রুমিকে দেখতে পাইনি৷ দু বছর পর রুমি আমাকে লুকিয়ে ফোন করে জানায় তাকে সে জোর করে বিয়ে করে নিয়েছে আর ওই ঘরে তার আর একটি পুত্র সন্তান হয়েছে৷ সে দিনই ছিলো তোর মম এর সাথে শেষ কথা ৷ ”
” ড্যাড ওই লোকটার নাম জীবন মাহমুদ তাই না? ”
মেয়ের কথায় চমকে ওঠে আশিক খান৷
” তু ,, তুই জানলি কি করে?”
” আমি কি করে জানলাম সে বড় কথা নয় ড্যাড ৷ তুমি বলো তারপর কি হলো?”
” তারপর একদিন হুট করে জীবন আমাকে ফোন করে জানায় রুমি আর নেই৷ জানো মামুনি আমি তোমার মম কে হারানোর পর ও এই আশা টুকু নিয়ে বেঁচে ছিলাম যে তোমার মম বেঁচে আছে কিন্তু সেদিন পুরো পুরি ভেঙে পরেছিলাম৷ সেদিন আমায় সামলানোর মতো কেউ ছিলো না৷ ”
” ড্যাড তুমি ওই লোকটাকে পুলিশে দেও নি কেন?”
” পুলিশে দেই নি কারণটা তুমি ছিলে৷ সে দিনের পর থেকে জীবন তার কিছু লোক লাগিয়ে দেয় আমার পেছনে ৷ আমি কি করি না করি সব খবরাখবর জীবন পেতো ৷ তিল থেকে তাল হলে তোকে মেরে ফেলার ভয় দেখাতো৷ ”
” আর ওই ছেলেটির কি হলো?”
“যাকে তুই বারংবার কষ্ট দিতে উঠে পড়ে লেগেছিস তার কথাই জিজ্ঞাসা করছিস আমার কাছে?”
” তা,, তারমানে স্মরণ ?”
” হুম , ”
” শয়তানের রক্ত বইছে তার শরীরে তার জন্যই তো আমার আমার ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নিলো ৷ খুন করেছে স্মরণ৷”
“না মামুনি স্মরণ খুনি না ৷ আদিব সেদিন স্মরণের গাড়ির নিচে চাপা পড়ে নি পড়েছিলো আ,, আমার গাড়ির নিচে…”
সিমি তার বাবার কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়লো৷ এতো গুলো বছর স্মরণ কে খুনি ভেবে এতোবার ক্ষতি করার চেষ্টা করে গেল কিন্তু আদতে সে খুনি না খুনি তারই বাবা…
সিমি যেন কাঁদতে ভুলে গেল পাথরের মতো বসে আছে৷ আশিক খান কাঁদতে কাঁদতে আবার বলতে লাগলেন,” সেদিন এক্সিডেন্টের পর আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যেহেতু ঝড় বইছিলো তাই রাস্তায় গাড়ির সংখ্যা বেশ কম ছিলো ৷ সেদিন ভিষণ অসহায় লাগছিলো৷ আদিব কে হসপিটালে নিয়ে যাওয়ার মতো অবস্থা আমার ছিলো না৷ ভাগ্যক্রমে সেদিন স্মরণ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো আমি স্মরণের গাড়ির সামনে দাড়িয়ে গাড়ি থামাতে ইশারা করি ৷ সে দিন স্মরণ আমাকে সাহায্য করে আদিবকে হসপিটালে নিয়ে যেতে ৷ সেদিন হসপিটালে আমি প্রথম বার স্মরণের পরিচয় জানতে পারি৷ ও আমার রুমির ছেলে , জানিস সিমি জীবন মাহমুদ এর রক্ত ওর শরীলে বইলেও স্মরণ পুরোপুরি রুমির মতো দেখতে হয়েছে৷ জীবন মাহমুদ এর কোন ধাঁচ ও পাইনি৷ ”
আশিক খান থেমে আবার বলতে লাগলো , ” মামুনি আমি তোর অপরাধি ৷ আদিব সেদিন আমার গাড়ির সাথে এক্সিডেন্ট করে হসপিটালে নেওয়ার পর পরই মারা যায় আদিব ৷ তুই যখন হসপিটালে এসে পাগলের কাঁদতে লাগলি তখন মি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম এটা ভেবে আদিব আমার গাড়ির সাথে এক্সিডেন্ট করেছে শুনলে তুই হয়তো আমাকে ছেড়ে চলে যাবি সেই ভয়ে সেদিন আমি স্মরণের নাম বলি ৷ সেদিন স্মরণ সবটা জানার পর কোন রিয়েক্ট করেনি হয়তো আমার অবস্থাটা বুঝতে পেরেছিলো৷ কিন্তু আমি ভাবিনি তুই তার জন্য ওর জীবন টা নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবি৷ আমাকে ক্ষমা করে দে মামুনি ৷”
সিমি কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো,” কথা গুলো আমাকে আগে জানালে পারতে ড্যাড ৷ আগে জানলে হয়তো আমার ভাইটার থেকে তার ভালোবাসার মানুষটাকে আলাদা করতে চাইতাম না৷” সিমি আর কিছু না বলে উঠে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলো ৷ এদিকে আশিক খান নিজের করা ভুলের জন্য নিরবে কেঁদে চলেছে৷
_____________
রাতে ডিনার করার জন্য ডাইনিংয়ে এক এক করে সবাই এসে হাজির হয় ৷ জীবন মাহমুদ গম্ভির মুখে খেয়ে যাচ্ছে ৷ সাজিত মিহু কোন রকম খেয়ে উঠে পড়ে৷ সাহারা বেগম আর প্রিয়া দু’জনে খেতে বসে যায়৷ স্মরণ তার নিজের মতো খেয়ে যাচ্ছে কোন কথা বলছে না কারণ খাওয়ার সময় জীবন মাহমুদ কথা বলা পছন্দ করে না৷ আর এটা সবাই মেনে চলে৷ জীবন মাহমুদ এর খাওয়া শেষ হতে স্মরণ কে বলে, ” স্মরণ খাওয়া হয়ে গেলে আমার রুমে এসো ৷”
” ওকে চলে যাবো৷”
জীবন মাহমুদ নিজের রুমে চলে যেতে সাহারা বেগম বলে, ” হে রে স্মরণ এতো দিন এই ছোট মায়ের কথা মনে পড়েনি তাই না?”
” কি যে বলো না ছোট মা ৷ তোমার কথা মনে নি মানে খুব মনে পড়েছে৷ তোমার হাতের রান্না টা একটু বেশি মিস করেছি৷”
” ফাজিল ছেলে, আচ্ছা শোন বাবা বয়স তো আর কম হলো না ৷ ছোট ভাই বিয়ে করে ফেললো আর তুই এখনো অবিবাহিত ৷ এবার তো বিয়ে করা উচিত তাই না?”
” উমম মা আপনি ঠিক বলেছেন৷ ভাইয়া আমি আপনার জন্য মেয়ে দেখবো? আমার কাছে ভালো ভালো কালেকশন আছে৷”
” কালেকশন কিসের কালেকশন?” অবাক হয়ে জানতে চাইলো প্রিয়ার শাশুড়ি ৷
” উফফ মা আমি মেয়ের কালেকশন এর কথা বলছি৷”
” ওহ !”
” কিন্তু প্রিয়া আমি তো আর কোন মেয়ে দেখবো না ৷”
” কেন ভাইয়া?”
” কারণ মেয়ে অলরেডি সিলেক্ট করে ফেলেছি৷”
” ওয়াও সত্যি বলছেন ভাইয়া?”
” হুম আর এই সপ্তাহে তাকে নিয়ে হাজির হবো ৷”
” তাহলে তো আয়োজন করতে হবে স্মরণ ৷ ”
” মা তার আগে বাবা কে জানাতে হবে তো”
” না ছোট মা বাবা কে জানানোর প্রয়োজন নেই কারণ বাবাকে আমি সারপ্রাইজ দিবো৷”
” তাহলে আমাকে তো বলে ভাইয়া মেয়ে কি করে? নাম কি ? কেমন দেখতে?”
” সব প্রশ্নের একটাই উওর আমি তাকে সারপ্রাইজ ৷”
সাহারা বেগম আর প্রিয়া এক সাথে বলে উঠলো ,” অপেক্ষায় থাকলাম৷”
ডিনার করে স্মরণ রুমে এসে প্রাণোর নাম্বার ডায়াল করে৷ এদিকে প্রাণো রাতে খেয়ে বিছানায় গা এলিয়ে দিতে ঘুমের দেশে পাড়ি জমায়৷ সারা দিন এতো কাজ করার পর ক্লান্ত থাকায় অনেক আগে ঘুমিয়ে পড়ে কিন্তু ফোনের রিংটনের আওয়াজে ঘুম ভেঙে যায় প্রাণোর বিরক্তি নিয়ে কল রিসিভ করে কানে ধরে ঘুম ঘুম কন্ঠে হ্যালো বলতে ওদিকে স্মরণ চুপ হয়ে যায়৷ প্রাণোর এমন ঘুম জড়ানো কন্ঠে কথা শুনে স্মরণ মনে মনে বললো, ” এতো নেশাক্ত মাদকতা কন্ঠস্বর শুনে স্মরণের ইচ্ছে করছে হাজার হাজার বছর ধরে তার প্রাণের এমন কন্ঠস্বর শুনতে৷ ” প্রাণো ফোনের ওপাশে কোন আওয়াজ না পেয়ে প্রাণো কল কেটে দিয়ে আবার চোখ বন্ধ করে ফেলে, স্মরণ দ্বিতীয়বার কল করে প্রাণোকে , প্রাণো এবার মহা বিরক্ত হয়ে উঠে বসে কল রিসিভ করে কড়া ভাষায় বলে উঠলো , ” স্টুপিড, আস্তো গন্ডার , লেজ কাটা হনুমান এতো রাতে একটা মেয়েকে কল করে ডিসটার্ব করিস ৷ আর একবার যদি কল দিস তাহলে তোর গুষ্ঠির পিন্ডি চটকাবো দেখেনিস৷ আর …. ” বাকিটা বলার আগে ফোনের ওপাশ থেকে কড়া গলায় বলে উঠলো ,” স্টপপপপপ ইউ ইডিয়ট ৷ আমি স্মরণ ৷”
স্মরণ নাম টা শুনে প্রাণো চুপ হয়ে গেল৷ প্রাণোকে চুপ থাকতে দেখে স্মরণ বলতে লাগলো,” প্রাণ…” স্মরণের মুখে প্রাণ নাম টা শুনে প্রাণোর বুকের ভিতর ধুকধুক করতে লাগলো৷ স্মরণ এর আগে যতোবার প্রাণো কে শুধু প্রাণ বলে ডাকতো তখনও প্রাণোর এমন হতো ৷ স্মরণের মুখে প্রাণ নামটাই প্রাণোর খুব ভালো লাগতো কিন্তু তা কখনো স্মরণের সামনে প্রকাশ করতো না৷ আর না আজ করছে৷
” প্রাণ কাল একবার আমার সাথে দেখা করতে পারবে?”
প্রাণোর এতো শক্তি নেই স্মরণের কথা অমান্য করার কেমন যেন অদ্ভুত টান অনুভব করে স্মরণের প্রতি…
” কোথায়?”
” আমি কাল মেসেজ করে লোকেশন পাঠিয়ে দিবো৷”
” ওকে ”
” শুভ রাত্রি প্রাণ”
” হুম , শুভ রাত্রি ৷”
প্রাণো দ্রুত কল ডিসকানেক্ট করে দিয়ে চোখ বন্ধ করে ফেলে , কেন যেন হঠাৎ হঠাৎ প্রাণোর ভিষণ লজ্জা লাগে স্মরণের সাথে কথা বলার সময়৷ অন্যদিকে স্মরণ নিকষ কালো অন্ধকার আকাশের দিকে তাকিয়ে প্রাণোর কথা ভেবে হাসছে……
.
.
.
#চলবে……………