গোধূলী_আকাশ_লাজুক_লাজুক (পর্ব-১৯) সিজন ২

#গোধূলী_আকাশ_লাজুক_লাজুক (পর্ব-১৯)
সিজন ২
লেখনীতে– ইনশিয়াহ্ ইসলাম।

৪১.
মেহজা বিছানায় বসে আছে। রা’গে দুঃখে তার শরীর কাঁ’পছে। বাবা-মা তাকে না জানিয়ে হুট করে এমন সিদ্ধান্ত নেয় কীভাবে? তার নাকি এখন বাগদান হবে। এত বি’শ্রী একটা সংবাদ সে শোনার জন্য মোটেও ছিল না। সে সবেমাত্র মেডিকেল প্রথম বর্ষে আর এখনই বিয়ে নিয়ে কীভাবে তার পরিবার চিন্তা করল? খুব তো বলেছিল পরিপূর্ণ ডাক্তার হওয়ার আগে তারা কখনো বিয়ে শাদির কথা তুলবেনা। তাহলে হঠাৎ কী হলো? রাদিফ আশেপাশে নেই। ওর মনে হচ্ছে ভাইয়া ছাড়া আর কেউ সাহায্য করতে পারবেনা এখন তাকে। সে রাদিফের নাম্বারে কল দিল। ওপাশ থেকে কলটা কেটে দেওয়া হলো। মেহজা স্তব্ধ হয়ে গেল রাদিফের এই কাজে। মিনিটের ব্যবধানে রাদিফ রুমে উপস্থিত। মেহজা বুঝল হয়তো রাদিফ রুমে আসবে বলেই কলটা কেটেছে। সে আর সেই বিষয় নিয়ে মনে অভিমান পুষল না। রাদিফ বেশ ব্যস্তভঙ্গিতে বলল,
-‘কীরে! কল দিয়েছিলি কেন?’
-‘ভাইয়া! তুমি বুঝি জানোনা কেন কল দিয়েছিলাম?’

মেহজার কান্না এসে গেল। রাদিফ বোনের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আদর মাখানো স্বরে বলে,
-‘আরে আরে! তোকে কী আমরা বিয়ে দিচ্ছি নাকি? জাস্ট ছেলেরা আসবে আর তোকে আংটি পরিয়ে দিয়ে চলে যাবে।’
-‘কেন পরাবে? আমি আংটি পরতেও রাজিনা। তুমি মানা করো।’
-‘কেন? তোর নিজস্ব কোনো পছন্দ আছে! থাকলে ভাইয়াকে বল।’

মেহজা কী বলবে? আছে তো। কিন্তু সেই পছন্দ যে কিছু ঘন্টা আগে তার মন ভেঙে দিয়েছে। এই কথা ভাইয়াকে বলবে? ভাইয়া যখন নাম জিজ্ঞেস করবে তখন ইরফানের নাম বলবে! মোটেও এই কাজ করা যাবেনা। মেহজা কাঁদতে কাঁদতেই বেশ অনুনয়ের সহিত বলল,
-‘আমার কাউকে পছন্দ না। কাউকে বিয়ে করব না। বাবাকে বোঝাও।’
-‘তোর কী মনে হয় আমি বোঝাইনি? বাবা শুনলেও মামা আর জেঠা মানতে নারাজ। তারা বাবাকে বোঝাচ্ছে যে পাত্র হাতছাড়া করা ভুল হবে। আমি স্পষ্ট বুঝতে পারছি তারা তাদের রাজনৈতিক সুবিধার জন্য এমনটা করছেন। আত্মীয়-স্বজনগুলো সব সময় একটা খোলস পড়ে থাকে। বিয়ে শাদির ব্যাপার আসলে এদের চেনা যায়। এরা তখন নিজস্ব সুবিধা খুঁজে বেড়ায়।’
-‘আমি এত কিছু বুঝিনা। তুমি কিছু করো।’
-‘আমি আবার কী করি? এদিকে তুই বলছিস বাগদান মানে এই বিয়েটাই ভাঙতে আর ইরফান ভাই বলছে আজকে বিয়েটা সেরে ফেলতে। কী যে করি!’
-‘ইরফান ভাই মানে?’ মেহজা চমকে গেল ভীষণ।
-‘উপর তলার ইরফান ভাইয়ের সাথেই তো তোর বিয়ে। একবার তো এটা নিয়ে কথা হয়েছিল সে মানা করছে। এখন সে নিজেই বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করছে। যত্তসব!’

মেহজার খা’রা’প লাগাটা একটু আগে যা ছিল এখন আরো বেড়েছে। একটু আগেও নিরবে কেঁদেছে এখন শব্দ করেই কান্না শুরু করল। বোনের কান্না দেখে রাদিফের মন খা’রা’প হয়ে গেল। সে এত বড় হয়ে গেছে তবুও বাপ দাদার মুখের উপর কথা বলার সাহস রাখেনা। অতিরিক্ত শ্রদ্ধাবোধ থেকেই হয়তো এটা এসেছে। কিন্তু এখন মনে হচ্ছে এটা কখনো কখনো ভুলে কথা বলার সৎসাহস রাখার ক্ষমতা থাকা দরকার। মেহজা বলল,
-‘ভাই ওই লোককে বিয়ে করবনা। আর যাকে করি ওই লোককে করব না।’
-‘ইরফান ভাই মানুষটা কিন্তু ভালো।’
-‘না!’
-‘কী না? আগের কথা ভেবে মনে কিছু রাখিস না। তখনকারটা তখনই গেছে। এখন তো সে নিজেই বিয়ে করতে বলছে। আচ্ছা তুই বল ওই এক কাজ করার জন্যই তো সে একটু নেতিবাচক দৃষ্টিতে এসেছিল। তা ছাড়া তার মধ্যে আর খা’রা’প কী! দেখতে কত সুন্দর। তোর ক্রাশ ক্রিস ইভানসের মতোই তো!’
-‘না।’
-‘কীসের না না করস?’
-‘লোকটা বুইড়া!’

মেহজার কথাটার মাঝেই রুমে ইকরা ঢোকে। সে মেহজা আর রাদিফের কিছু কথা শুনে ফেলেছিল। মেহজার কথাটা তার গায়ে লাগল। সে একটু রা’গ নিয়ে বলল,
-‘তা ক্রিস ইভানস ও তো চল্লিশ বছরের বুইড়া। আমার ভাইয়ের সেখানে আরো দশ এগারো বছর কম বয়স।’

ইকরাকে দেখে ভাই-বোন দুইজন অপ্রস্তুত হয়ে পড়ে। রাদিফ হেসে ফেলে। বোনের মাথায় পুনরায় হাত বুলিয়ে সে ইকরার দিকে তাকিয়ে সৌজন্যতার হাসি দিয়ে রুম ত্যাগ করে। ইকরা এসে পড়ায় সে নিজেই লজ্জায় পড়ে গেছে।

মেহজা চোখ তুলে ইকরার দিকে তাকাচ্ছেনা। লজ্জা আর ভ’য় দুটোই হচ্ছে। ইকরা বেশ গম্ভীর হয়ে বলল,
-‘আমার ভাই বুড়ো হলে হোক। ওই বুড়োর বউ তুমিই হবে। কারণ আমার ভাই তো বুড়ো। কেউ তো আর তার মেয়ে দিবেনা বুড়ো লোকের কাছে। তাই তোমার বাবা যখন দিচ্ছে তখন তোমাকে আর ছাড়ি কেন?’

মেহজা এবার চোখ তুলে তাকায়। ইকরা শাড়িটা হাতে নেয়। আদেশের সুরে বলে,
-‘ওঠো। অনেক দেরি করেছ। আর না! কাজি সাহেব বসে আছেন।’

মেহজা চট করে বলে ফেলল,
-‘কাজি কেন?’
-‘আমার ভাই ভ’য় পাচ্ছে। তুমি হয়তো তাকে দেখে বাগদানই সারতে চাইবেনা। যদিও হয় পরে নাকি তুমি ফাঁকি দিয়ে চলে যেতে পারো। তাই সোজা কাজি ডেকে এনেছে। আজ বিয়ে পড়িয়ে পরশু অনুষ্ঠান করবে।’
-‘একদমই না। আমি করব না বিয়ে।’
-‘বিয়ে করার কী দরকার! তুমি চাইলে বিয়ে বসো। সমস্যা নেই তো! এখন তাড়াতাড়ি করে শাড়ি পরে নাও।’
-‘না।’
-‘মেহজা প্লিজ! বাচ্চামি করো না। অনেক মানুষ আছে। এতজনের মাঝে নিজের বাবার সম্মান ন’ষ্ট করো না।
তিনি কথা দিয়েছেন। তার কথার মান রাখো।’
-‘আপনার ভাইকে আমি বিয়ে করবনা।’
-‘আচ্ছা আগে রেডি হও। পরে যা বলার সেখানে গিয়ে বলবে।’

মেহজার মা আর জেঠিও রুমে আসেন। বেশ কিছু
ক্ষণ সময় নিয়ে বুঝিয়ে মেহজাকে তৈরি করায়। ইরফানদের বাসা থেকে নিয়ে আসা বেগুনী রঙের একটা সিল্কের শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে দেওয়া হলো তাকে। আর গহনা হলো ইরফানের আমেরিকা থেকে আনা ডায়মন্ডের সেট যার মধ্যে কিছু বেগুনী পাথর ও উঁকি মারছে। দেখতে চমৎকার লাগছে। মেহজার নিজের কাছেও এই সাজে নিজেকে বেশ পছন্দ হয়েছে। তবুও প্রকাশ করছেনা। শাড়ির সাথে মিলিয়ে একটা পাতলা জর্জেটের ওড়না মাথায় দেওয়া হলো। তারপর বড়রা আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। ইকরাও নিজের ব্যাগ গুছিয়ে ‘আমি দশ মিনিটের মধ্যে ফিরে আসছি’ বলে বাসার উদ্দেশ্যে গেল। মেহজা একা একা বসে গুনগুনিয়ে কাঁদতে থাকে। তখন রুমে ধুপধাপ করে দুইজন পরম চেনা মানুষ প্রবেশ করে। মেহজা অনা আর প্রথিকে দেখে আহ্লাদে আরো জোরে কাঁদে। অনা গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বোঝাতে থাকে। প্রথি ধ’মক দিয়ে ওঠে। বিয়ে হচ্ছে তো আনন্দের কথা। ফ্যাচফ্যাচ করে কাঁদার মানে কী সে বুঝতে পারছেনা! মাঝখান দিয়ে সাজের রফাদফা অবস্থা! প্রথি দ্রুত অভিজ্ঞ হাতে মেহজার মুখটা পরিষ্কার করে দিয়ে নতুন করে আগের থেকেও একটু বেশি করে আর খুব সুন্দর করে সাজিয়ে দেয়। অনা সুন্দর আই- মেকআপ করতে জানে সে দ্রুত সুন্দর করে চোখের সাজটা কমপ্লিট করল। এবার লাগছে বিয়ের কনে। অনুষ্ঠান না হোক কিন্তু বিয়ে তো আজই হচ্ছে। অনুষ্ঠানের জন্য তো বসে থাকছেনা। জীবনের এত বড় একটা অধ্যায়ের সূচনা ঘটছে আর সে তাতে একটু সাজবেনা? বউ তো আর সাজা হবে না। বিয়েটা যেমন করেই হোক প্রথমবার বউ সাজার অনুভূতিই আলাদা। মেহজা হয়তো সেই অনুভূতির সাগরে একটু একটু করে তলিয়ে যাচ্ছে।

বেশ কিছুক্ষণ পর রুমে একজন হুজুর টাইপ লোক আর মেহজার মামা এলো। সাথে ইমা আর ইকরা ছিল। মেহজার মা দরজার এক পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ ছলছল করছে। এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়েই আছে। মেহজা কবুল বলার আগে মায়ের দিকে তাকালো। তিনি ইশারায় মেয়েকে রাজি হতে বললেন। মেহজা মায়ের থেকে দৃষ্টি ফিরিয়ে মাথা নিচু করে ফেলে। ইকরা তার পাশে বসে একহাতে জড়িয়ে ধরে। সবাই জোর করতে থাকে। অবশেষে ধীরে ধীরে সে কবুল বলল। একটু আস্তে বলাতে কাজি আর ইরা ছাড়া আর কেউ স্পষ্ট শুনল না। সবাই উৎসুক দৃষ্টিতে তাকাতেই কাজি সাহেব আলহামদুলিল্লাহ বলে ওঠেন। মেহজার মামা হেসে তাড়াতাড়ি করে ড্রয়িংরুমের উদ্দেশ্যে ছোটেন মিষ্টি বিতরণের জন্য। মেহজার মা দ্রুত চোখ মুছে সেখান থেকে সরে যায়।

৪২.
মেহজার জেঠামশাই বললেন মেহজাকে ইরফানের বাসায় আজকেই নিয়ে যেতে। কেউ আর আপত্তি করল না। আহনাফ মজিদও সম্মতি প্রকাশ করলেন সেই কথায়। ইরফানের ভাবভঙ্গি কিছু বোঝা গেল না।

অনা আর প্রথি মেহজার পাশে বসে আছে। বর্তমানে তারা ইরফানের রুমে। প্রথি মিরর সেল্ফি নিচ্ছে আর বলছে,
-‘ভাই রুমটা সেই! আর বাসরের ডেকোরেশনে ফাটাফাটি লাগছে।’
অনা বলল,
-‘চুপ কর। দেখিস না ওর মন খা’রা’প।’
-‘কচু খা’রা’প! আমরা যখন রুম থেকে আউট হবো আর দুলাভাই ইন হবে তখন দেখবি মন কেমন হাওয়ার সাথে বদলে গেছে।’

অনা মুখ বেঁকিয়ে ফেলল। ইকরা অনা আর প্রথিকে ডেকে নিয়ে গেল। মেহজাকে ইমা এসে দুই লোকমা ভাত খাওয়াতে পেরেছে। ইমার প্রতি মেহজার কেন যেন ভীষণ অভিমান জন্মালো। ইমা ম্যামকে সে অন্যরকম ভেবেছিল। সে একটু বিয়েটা আটকাতে পারল না? যদিও মেহজা প্রথমে ইরফানকে চাইত। কিন্তু আত্মসম্মানবোধ এমন একটা জিনিস যার জন্য মানুষ ম’রে যেতেও রাজি। কিন্তু মেহজা পারল না। নিজের আত্মসম্মান রক্ষা করতে পারল না।

একটার দিকে ইরফান রুমে আসল। আজ সবকিছুতে বেশ দেরিই হয়ে গেল। অনা আর প্রথি প্রথমে ভাবল গেইট ধরবে পরে মনে হলো, না থাক! তারা তো আর রুম সাজায়নি। গেইট ধরা তাদের সাজেনা। তবুও ইরফান তাদের ডেকে নিয়ে দুজনকে সালামি হিসেবে দশ হাজার টাকা ধরিয়ে দিয়ে বলল,
-‘আপাতত ক্যাশ হাতে এতটুকুই আছে। আগামীকাল শপিং করে দিব। ঠিক আছে শালিকারা!’
প্রথি ‘হ্যাঁ!’ বললেও অনা শুধু হা করেই তাকিয়ে রইল। এত ভালো দুলাভাই! ইশ ভালো হয়েছে মেহজার সাথে বিয়েটা হয়ে গেছে। নইলে এত সুযোগ সুবিধা গুলো পানিতেই ভেসে যেত!

রুমে ঢুকেই ইরফানের প্রথম কথা হলো,
-‘এই এদিকে আসো। আমার পা ধরে সালাম করো। কুইক!’
মেহজা থমথমে মুখে বলল,
-‘পা ধরে সালাম করা ঠিক নয়। তাছাড়া পা ধরে সালাম করা তো দূরের কথা মুখেও সালাম দিব না।’

#চলবে।
(রি-চেইক করার সময় পাইনি। ভুল ত্রুটি ধরিয়ে দিবেন।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here