চলো রোদ্দুরে পর্ব-২৪

0
1531

#চলো_রোদ্দুরে
#ফাতেমা_তুজ
#part_24

প্রচুর ব্যস্ত সময় পার করছে রাদ। গত ছয় মাসে গুনে গুনে মাত্র আট বার দেখা করেছে ভোরের সাথে। অবশ্য ভোর নিজে ও খুব ব্যস্ত। পড়াশোনা কে আষ্ঠে পৃষ্ঠে ধরে নিয়েছে। তবে দুজনের মাঝে নিয়মিত কথা হয়। ফোনে কিংবা ভিডিও কল এ।
সময় মতো রাদ ফোন করবেই।যদি ও এদিক থেকে কিছু টা পিছিয়ে আছে ভোর। যেমন টা হলো একটু আগে। ছেলেটা কয়েক বার ফোন করলো। তবে ফোন রিসিভ হলো না। ভোর এর সাথে একটা টাইম সেট করা। সকাল ছয় টায় ঘুম থেকে উঠে রাদ কে যেন কল করে। তবে আজ কল করে নি সেই কারনেই ভোর কে কল করেছে ওহ। ফোন রিসিভ হচ্ছে না দেখে সামান্য চিন্তিত হলো। এদিকে অফিস টাইম ও কাছাকাছি, দুপুরে মেডিকেলে যেতে হবে। মাঝে আধ ঘন্টার মতো সময়। তাই শুট নিয়ে বেরিয়ে আসলো। ছেলেকে বের হতে দেখে রামিসা বললেন
_কি হলো রাদ। আজ এতো সকালে কেন বের হচ্ছো? অফিস তো আট টা থেকে এতো আগে কেন যাচ্ছো।
কোনো মিটিং রয়েছে?

_একটু কাজ আছে মম।

_আচ্ছা। বসো , নাস্তা করে যাও।

_উহহু তাহলে অফিস এর লেট হবে।

_কোনো লেট হবে না। আমি জুস আর ব্রেড দিচ্ছি। বাটার মাখিয়ে খেয়ে যাও।

_মম প্লিজ।

_কথা বাড়াবে না রাদ। লাঞ্চ করার জন্য ও তোমাকে পাই না। ফিরো রাত নয়টায়।

রামিসার ব্যথা টা অনুভব করলো রাদ। তাই কথা না বাড়িয়ে টেবিলে বসে পরলো। ছেলে কে যত্ন সহকারে খাবার পরিবেশন করলেন তিনি। পত্রিকা হাতে নিয়ে ডাইনিং এ আসলেন ইফতিহার। ছেলে কে দেখে কিছু টা অবাক হলেন তবে প্রশ্ন করলেন না। রাদ বলল
_গুড মর্নিং ড্যাড।

_গুড মর্নিং বেটা।

খাবারে মনোযোগী হলো রাদ। যতো দ্রুত খেয়ে বেরোনো যায় ততোই মঙ্গল। রামিসা কে কিছু একটা ইশারা করলেন ইফতিহার। রামিসা সম্মতি জানিয়ে রুমে চলে আসলো। ইফতিফার বললেন
_এডুকেশন এর বিদেশে এপ্লাই করবে রাদ। ডিগ্রি নিয়েই ফিরতে হবে।

_কতো সময়ের কোর্স?

_দু বছর। বাট আমি চাচ্ছি দুটো ডিগ্রি নিয়েই আসো তুমি।

_ আম নট

কথা টা পুরো শেষ করতে পারলো না রাদ। তাঁর পূর্বেই বাঁধা প্রদান করলেন ইফতিহার। ছেলের মাথায় হাত রেখে আদুরে কন্ঠে বললেন
_আমরা তোমাকে ভালোবাসি বেটা। তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে আমাদের। তবে এই কষ্টের জন্য ভালো কিছু ফেলে রাখা উচিত নয়।পড়াশোনা অন্তত জরুরি। আমি জানি দুটো ডিগ্রি নিয়েই দেশে ফিরবে তুমি। যদি ভাবো বিয়ের বয়স পেরিয়ে যাবে। তবে বিয়ে করে বউ নিয়ে চলে চাও। তবু ও যেতেই হবে।

_তোমার ড্যাড ঠিক ই বলছেন। তুমি চাইলে মেয়ে দেখবো আমরা।

রাদ আর কিছু বললো না। শুধু মাত্র একটু হাসলো। ছেলের হাতে ফর্ম দিয়ে দিলেন রামিসা। ইফতিহার আর তিনি উঠে গেলেন। আপাততো রাদ কে একা থাকতে দেওয়াই মঙ্গল।

রকিং চেয়ারে বসে ছিলেন ইফতিহার। দরজায় ঠক ঠক আওয়াজ করলো রাদ। মুখে বলল
_আসবো ড্যাড?

_হ্যাঁ আসো বেটা।

_আমি চাচ্ছিলাম আজ অফিস করবো না।

কিছু টা অবাক চোখে তাকালেন তিনি। পরে বুঝতে পারলেন ছেলের মন ভালো নেই। স্মিত হাসলেন। বললেন
_জীবন টা অনেক বড় হয় বেটা। তাই আমাদের আচারনে কষ্ট পেও না। আমরা চাই তুমি অনেক বড় হও। সামান্য কিছু মায়ার জন্য পিছিয়ে যেও না।

_তোমার আমার কাছে সামান্য নয় ড্যাড। একটু ও সামান্য নয়।

ছেলে কে বুকে চেপে ধরলেন ইফতিহার। উচ্চ শিক্ষা গ্রহনের জন্য বিদেশে যাওয়া খুব বেশিই জরুরি। না হলে কিসের অভাব ওনার? যে এক মাত্র ছেলে কে বিদেশ পাঠাতে হবে।
.

নিজের কষ্টের দাঁড়ি পাল্লায় পরে ভোরের কথা বেমালুম ভুলে গেছে রাদ। হঠাৎ মনে পরায় একে বারে থমকে গেল। চুল গুলো খামচে ধরে শ্বাস ফেললো। মোটে ও উচিত হয় নি এটা। ঝিলের পাড় থেকে চলে আসলো হোস্টেলে।

পরে পরে ঘুমোচ্ছে ভোর। দরজায় নক করে সাড়া না পাওয়ায় চাবি দিয়ে ডোর খুললো। মেয়েটা এতো ঘুমোচ্ছে কেন কে জানে। ফোন টা দেখে বুঝলো সাইলেন্ট করা। হালকা হাতে ভোর কে স্পর্শ করে বলল
_এই মেয়ে এতো ঘুমোচ্ছে কেন?

দু বার ডাকার পর ও সাড়া দিলো না মেয়েটি। পানির গ্লাস থেকে কিছু টা পানি নিয়ে মুখে ছিটিয়ে দিতেই ধরমরিয়ে উঠলো। বলল
_ডাক্তার সাহেব আপনি! কখন এলেন?

_অনেক ক্ষন হয়েছে। দশ টা বাজে এখন। ঘুম থেকে উঠো নি কেন? তিন্নি এসে কয়েক বার ডেকেছে অথচ নাস্তা করবে না বলেছো। শরীর খারাপ?

_না মানে কাল রাতে একদম ই ঘুম হচ্ছিলো না। তাই দুটো স্লিপিং ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পরেছি।

_দুটো খেয়েছো কেন?

_ঘুম আসছিলো না যে।

_বড্ড ভুল করলে। আর খাবে না। তাছাড়া ঘুম না আসলে ও এভাবে স্লিপিং ট্যাবলেট খাবে না।

_আচ্ছা।

_ফ্রেস হয়ে আসো। আমি এখানেই আছি।

মাথা টা ঝাঁকিয়ে চলে গেল ভোর। ফ্রেস হয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছে নিলো। রাদ তাকাতেই দেখতে পেলো মেয়েটার মুখে কিছু একটা ভর করেছে। চোখের স্থিরতার সাথে রয়েছে এক পশলা কাতরতা। বুক টা হু হু করে উঠলো। ছুটে গেল মেয়েটির কাছে। ব্যস্ত হয়ে বলল
_এমন কেন দেখাচ্ছে তোমায়।

_কেমন?

_বিধ্বস্ত আর ভঙ্গুর।

মাথা টা নিচু করে ফেললো ভোর।ছেলেটার কপালের চামড়ায় ভাঁজের সৃষ্টি হয়েছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পায় ওহ। মেয়েটার মুখ উঁচু করতেই দেখে নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে। আকুতি করে রাদ বলল
_বলো কি হয়েছে তোমার?

_গ্রামের কথা মনে পরছে ডাক্তার সাহেব। একটি বারের জন্য যাবো আমি। প্লিজ একটি বার।

নাকের ডগা টা লাল হয়ে উঠলো। ভোরের উপর সামান্য ক্ষিপ্ত হলো রাদ। চাঁপা রাগের সাথে বিরক্তি নিয়ে রোষ কন্ঠে বলল
_বলেছি তো, যে প্রতিজ্ঞা আমি করেছি তা ফুলফিল না করে গ্রামে নিয়ে যাবো না।

_কিন্তু।

_কোনো কথা বলবে না আর। ফ্রেস হয়েছো নাস্তা দিলে। নাস্তা খেয়ে নিবে। আর হ্যাঁ পড়াশোনা তে মনোযোগী হও। জবাব দেওয়ার এবিলিটি না হলে গ্রামে যাবে না আর এটাই ফাইনাল।

ধপ ধপ শব্দ করে চলে গেল রাদ। ভোর কাঁদছে, খুব কাঁদছে। পরিবারের কথা মনে হলে, ওহ ই বা কি করবে?মানুষ তো। পরিবার কে ভালোবাসে এ সত্য কেমন করে ভুলবে?
.
আজ মন টা ভীষন ভাবে বিক্ষিপ্ত। নিজের সাথে নিজের লড়াই করে যাচ্ছে রাদ। মেয়েটা কে কিছু তেই বোঝাতে পারে না এই সময়ে গ্রামে গেলে নানান জনে নানান কথা বলবে। তাছাড়া গ্রাম থেকে আসার সময় রাদ বলেছিলো সকলের আদর্শ হয়ে ফিরবে ভোর। অন্ধকার কে পিষে ফেলে রোদ্দুর নামাবে ভোর। এখন গেলে সমস্ত কথা মিথ্যে হয়ে যাবে। আর সেটা কিছু তেই হতে দিবে না রাদ।

পাশেই বসে আছে রনিত। জীবনের সমস্ত কথা জানে ছেলেটা। তবে ভোর এর বিষয়ে তেমন কিছু বলা হয় নি। কেন যেন আজ ইচ্ছে হচ্ছে।তাই রনিতের হাত টা ধরে বলল
_দোস্ত কিছু সত্য জানাবো তোকে। আমি আশা করছি তুই এই সত্যের মর্যাদা দিবি।

_কি হয়েছে তোর? এমন লাগছে কেন।

_বলবো। আগে কথা দে এই কথা যেন কেউ না জানে।

_আচ্ছা দিলাম কথা। এখন বল কি বলবি।

আকাশের দিকে মুখ করে রাদ। দু চোখ কেমন জ্বলছে। ভেতর টা ও পুরছে। কি করবে ঠিক বুঝতে পারছে না। একটা অজানা সম্পর্কে আবদ্ধ হয়েছে দুজনে।এ সম্পর্ক নিয়ে কিছু ভাবতে ও পারে না। রনিত কে সমস্ত টা খুলে বলতেই রনিত বলল
_আমার মনে হয় আপাততো এগুলো নিয়ে না ভাবাই ভালো। তুই তো বলিস ভবিষ্যত কল্পনা করে বর্তমান নষ্ট না করতে।

_হ্যাঁ সেটাই।

_আর শোন মেয়ে টার কোনো দোষ নেই। পরিবারের কথা মনে হতেই পারে। এর জন্য শুধু রাগ দেখানো উচিত হয় নি। তোর মতো শান্ত মস্তিষ্কের মানুষ কি করে এই ভুল করে?

_আই নো, আই নো। বাট তখন কেন যেন রাগ হলো আমার। এদিকে মম ড্যাড ওহ দূরে সরিয়ে দিচ্ছে। কেন যেন খুব কষ্ট হচ্ছে আমার।

_দেখ রাদ আঙ্কেল আন্টি চায় তুই আরো বড় হ। তোর রেজাল্ট ওয়ান অফ দ্যা বেস্ট। আর তুই খুব সহজেই পারবি। যেহেতু অতীতে কিছু টা অগোছালো হয়ে আছে তাই তোর উচিত বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহন করে পরে সব কিছু সামাল দেওয়া। আপাততো পড়াশোনা তে ফোকস কর। পরে না হয় অতীতের কথা ভেবে সমাধান করা যাবে। দুজনের ই সময় প্রয়োজন।
আর আছি তো আমি। ভোর কে দেখার দায়িত্ব আমার। বোন বলে সম্বোধন করেছি না? আমার উপর বিশ্বাস আছে তো?

_প্রচন্ড।

রনিত কে জড়িয়ে ধরলো ছেলেটি। বুক থেকে যেন পাথর নেমে গেল।

বি : দ্র : ভুল ত্রুটি মাফ করবেন।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here