জীবন সাথী💜 পর্ব-২৫

0
1094

#জীবন_সাথী💜
লেখিকা-জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
২৫.
~
তিরিক্ষি মেজাজ নিয়ে বাসা থেকে বেরিয়ে রিকশার জন্য অপেক্ষা করছে অনু।রাগে সে চোখ মুখ কুঁচকে এদিক ওদিক তাকাচ্ছে।আর তার এই রাগের মূল কারণ হলো আরাফ।আরাফ আজ তাকে না নিয়েই ভার্সিটিতে চলে গিয়েছে।প্রত্যেকদিন তো অনুকে সাথে করে নিয়ে যায় আবার নিয়ে আসে তবে আজ কেন সে অনুকে রেখেই চলে গেলো।অনু যেন এটা কোনো ভাবেই মেনে নিতে পারছে না।তাই সে রাগে রীতিমতো ফুসফুস করছে।একটা খালি রিক্সা দেখতেই অনু হাত নাড়িয়ে সেটাকে ডাকে;তারপর সেও ভার্সিটির দিকে চলে যায়।
.
ভার্সিটির ভেতরে পা রাখতেই আরাফের প্রতি সুপ্ত রাগটা আবারো ধপ করে অনুর মাথায় চড়ে বসলো।মাঠের এক কোণে দাঁড়িয়ে আরাফ এই ভার্সিটির সব থেকে সুন্দরী মেডামের সাথে কথা বলছে;শুধু কথা বলছে বললে ভুল হবে কথা বলতে বলতে পারলে এক জন আরেকজনের উপর পড়ে যাচ্ছে।অনু তো এই দৃশ্য দেখে পুরো তেলে বেগুনে জ্বলছে।রাগে সে পারছে এক্ষনি গিয়ে ওই দুইটাকে দিয়ে মাঙ্কি ডান্স করাতে।অনু মনে মনে বলে,
”কি বেশরম পোলারে বাবা! রাতে এসে আমাকে ভালোবাসার কথা বলে আর দিনের বেলায় অন্য বেটির সাথে কথা বলতে বলতে তার গায়ের উপর পড়ে যাচ্ছে।আগে তো জীবনেও কোনো মেয়ে কলিকের সাথে এভাবে হেসে হেসে কথা বলতে দেখিনি;তবে আজ কেন কথা বলছে!আর ওই মহিলা দেখো এমন ভাব দেখাচ্ছে যেন হাতে আকাশের চাঁদ পেয়ে গেছে;হু পাবে নাই বা কেন এত দিন যে স্যারের পেছনে ঘুরঘুর করেছে আজকে সেই স্যার তার সাথে এতো হেসে হেসে কথা বলছে তাহলে তো সে খুশিতে আত্মহারা হবেই।খারাপ মহিলা অন্যের হবু জামাইর দিকে তাকাতে লজ্জা করে না!ইচ্ছে তো করছে এদের মুখগুলো সেলাই করে দেই যাতে আর কথায় না বলতে পারে।”

এইটুকু বলে অনু জোরে জোরে কয়েকবার নিশ্বাস নিয়ে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে।তারপর সে আর সেখানে দাঁড়িয়ে না থেকে চোখ মুখ শক্ত করে তার ক্লাস রুমে চলে আসে।
.
ক্লাসে এসে কাঁধের ব্যাগটা ঠাস করে বেঞ্চের উপর রেখে অনু এক পাশে বসে পড়ে।অনুর কর্মকাণ্ডেই তিহা আর রুমি বুঝে যায়;অনু কোনো কারণে খুব রেগে আছে।তবে অনুর চোখ মুখ দেখে তারা ভয়ে কিছু জিজ্ঞেস করতে পারছে না।অনু বেঞ্চে বসে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে।তিহা আর রুমি একজন অন্য জনকে ধাক্কা দিচ্ছে অনুর সাথে কথা বলার জন্য।কিন্তু কেউই রাজি হচ্ছে না।শেষে দুজনের ধাক্কা ধাক্কিতে তিহা গিয়ে অনুর গায়ের সাথে ধাক্কা খেতেই অনু তাদের দিকে ব্রু কুঁচকে তাকায়।অনুর চাহনি দেখে তারা দুজন দাঁত কেলিয়ে হাসে।অনু এখনো ব্রু কুঁচকে তাদের দেখছে।কিছুক্ষন এভাবে তাকিয়ে থাকার পর অনু ছোট্ট একটা নিশ্বাস ছেড়ে বলে,
”কি বলবি বল!”

তিহা আর রুমি একজন অন্য জনের মুখের দিকে তাকায়।তারপর রুমি একটা বোকা টাইপ হাসি দিয়ে বলে,
”তিহা তুই নাকি কি বলবি অনুকে!বল;বল এখন!”

রুমির কথায় তিহা বড় বড় চোখ করে বলে,
”আমি কই নাতো।তুইনা কি বলবি বলছিলি।তুই বল আমার কথা কেন বলছিস।”

এদের দুজনের ঠেলা ঠেলি দেখে অনু ক্ষেপে গিয়ে বলে,
”এই তোদের কারো কিছু বলতে হবে না।চুপচাপ বসে থাক।”

অনুর রাগি গলার কথা শুনে দুজনেই নীরব হয়ে যায়।বেশকিছুক্ষন পর নীরবতা কাটিয়ে তিহা আমতা আমতা করে বলে,
”তো-তোর কি কিছু হয়েছে দোস্ত।দেখে মনে হচ্ছে খুব রেগে আছিস।”

অনু ব্যাগ থেকে একটা বই বের করে টেবিলের টেবিলের উপর রাখতে রাখতে বলে,
”না আমার কিছু হয়নি।আর আমি কোনো কারণে রেগেও নেয়।”

অনুর শান্ত কণ্ঠের কথা শুনে তিহা আর রুমি আবারো চুপ।তবে তারা এটা বুঝতে পেরেছে যে অনু কোনো ব্যাপারে খুব রেগে আছে;আর অনু যখন মাত্রাতিরিক্ত রেগে যায় তখনি অনু এমন শান্ত গলায় কথা বলে।
.
অনু বইটা খুলে খুব মনোযোগ দিয়ে সেটা পড়তে আরম্ভ করে;তখনি হঠাৎ কেউ ছো মেরে তার বইটা নিয়ে নেয়।অনু ব্রু কুঁচকে উপরের দিকে তাকিয়ে দেখে রিহান বইটা হাতে নিয়ে ব্রু উঁচিয়ে তার দিকে তাকিয়ে আছে।তারপর রিহান সেই বইটা বন্ধ করে টেবিলের উপর রেখে অনুর দিকে তাকিয়ে বলে,
”এত পড়ে কি হবে বলতো?তার চেয়ে চল আজ ক্লাস ভাং করে ঘুরতে যাই।কি বলিস?”

দাঁত কেলিয়ে হেসে কথাটা বলে রিহান।রিহানের কথায় হঠাৎ অনুর রাগটা ফুড়ুৎ করে কোথাও উড়ে যায়;অনু খুশি মনে বলে,
”হুম চল।কিন্তু যাবিটা কোথায়?”

অনুর কথায় চমকে উঠে তিহা আর রুমি।অনু এত সহজে রাজি হয়ে গেলো।ব্যাপারটা যেন তাদের মাথায় ঢুকছেনা।কিন্তু এইদিকে তো অনুর মাথায় অন্য কিছু চলছে।অনু কিছু একটা ভেবে বাঁকা হাসে তারপর সবার উদ্দেশে বলে,
”গেলে এক্ষনি বেরিয়ে যেতে হবে।প্রথম ক্লাসটা আরাফ স্যারের;স্যার যেকোনো সময় ক্লাসে চলে আসবে।তাই চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি।”

অনুর কথায় তিহা কিছু বলতে গিয়ে বললো না।কারণ সে জানে এখন কিছু বললে তাকে অনুর ক্রোধের মুখে পড়তে হবে।
.
অনুর কথা মতো সবাই যার যার ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে উল্টো দিকের সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নেমে ভার্সিটির পেছনের দিকে চলে যায়।সামনে দিয়ে গেলে আরাফের মুখোমুখি হতে পারে সে জন্য অনুই এইদিক দিয়ে আসার কথা বলেছে।
.
ক্লাসে ঢুকেই আরাফের উদ্ধিগ্ন চোখ অনুকে খুঁজে যাচ্ছে।অনুকে ক্লাসে না পেয়ে আরিফ মনে মনে ভাবে’কথায় গেলো মেয়েটা? ক্লাসে নেয় কেন?আরাফের ক্লাস তো সে মিস করে না তাহলে আজ কোথায় গেলো।তখন তো দেখলো অনুকে সে ক্লাসের দিকে আসতে।’আসলে তখন আরাফ ইচ্ছে করেই অনুকে দেখিয়ে দেখিয়ে ওই মেডামের সাথে হেসে খেলে কথা বলছিলো। শুধু মাত্র অনুকে জেলাস ফীল করানোর জন্য।আড় চোখে অনুকে দেখে আরাফ এটাও বুঝতে পারছিলো তার প্লেন সাকসেসফুল হয়েছে।কিন্তু ক্লাসে এসে অনুকে না দেখে এখন আরাফের ভীষণ রাগ হচ্ছে।আরাফের ক্লাস মিস দিচ্ছে সে এর জন্য অনুকে তো পানিশমেন্ট পেতেই হবে।কথাগুলো ভেবে আরাফ বিষন্ন মনে তার ক্লাস নেয়ার দিকে মনোযোগ দেয়।
.
”এই রিহান আমরা যাবোটা কোথায় সেটা তো বল”

চিন্তিত কণ্ঠে বলে উঠে অনু।রিহান একটা সি.এন.জি দাঁড় করিয়ে বলে,
”আগে সি.এন.জিতে উঠ তারপর বলছি।”

অনু তিহা আর রুমি রিহানের কথা মতো সি.এন.জির পেছনে গিয়ে বসে আর রিহান বসে ড্রাইভারের সাথে সামনে।তারা বসতেই সি.এন.জি ড্রাইভার সি.এন.জি স্টার্ট দেয়।কিছুটা পথ যাওয়ার পর অনু আবারো জিজ্ঞেস করে,
”এই রিহান আমরা কোথায় যাচ্ছি?”

রিহান পেছনে ঘাড় ঘুরিয়ে বলে,
”হাতির ঝিল।”

অনু অবাক হয়ে বলে,
”হঠাৎ হাতির ঝিল কেন?”

রিহান এবার লুকিং ক্লাস দিয়ে চুল ঠিক করতে করতে বলে,
”আমি কি বলেছি।বললাম না আজ ঘুরবো।তাই তো ঘুরার জন্য হাতির ঝিল যাচ্ছি।”

”কিন্তু এত দূরে কোথাও ঘুরতে যাওয়ার কি দরকার? আমাদের এইদিকেই আসে পাশে ঘুরতে পারতাম।আমাদের ভার্সিটি থেকে কিছুটা দূরে যে একটা দীঘি আছে সেখানেও তো চাইলে যেতে পারতাম।অযথা এত দূরে গিয়ে কি লাভ?”

তিহার এমন দায়সাড়া টাইপের কথা শুনে ক্ষেপে যায় রিহান।সে ব্রু কুঁচকে তিহার দিকে তাকিয়ে বলে,
”তোর কি আমার সাথে দূরে যেতে সমস্যা হচ্ছে?তাহলে বল তোকে নামিয়ে দিচ্ছি।আমি জোর করে কাউকে নিতে চাই না।”

রিহানের এমন রাগি কণ্ঠের কথা শুনে মন খারাপ হয়ে যায় তিহার।তিহা মাথা নিচু করে সংযত কণ্ঠে বলে,
”আমি কি একবারও বলেছি তোর সাথে যেতে আমার প্রব্লেম হচ্ছে।আমি তো জাস্ট এমনি বলছিলাম;আর তুই সেটাকে সিরিয়াসলি নিয়ে আমার সাথে অযথায় রাগ দেখাচ্ছিস।”

”হুম তো আর একটাও আজাইরা কথা বলবি না চুপচাপ বসে থাক।নয়তো মাঝ রাস্তায় তোকে ফেলে রেখে আমরা চলে যাবো।”

রিহানের হুমকিতে একেবারে চুপ হয়ে যায় তিহা।অযথা কথা বাড়িয়ে লাভ নেয় তাই চুপ থাকায় উত্তম মনে হলো তার।
.
ক্লাস শেষে মুটামুটি পুরো ভার্সিটি একটা চক্কর দিয়ে ফেলেছে আরাফ।কিন্তু অনুকে কোথাও দেখতে পেলো না।এবার আরাফের রাগ দেখে কে!মেয়েটা কোথায় গিয়েছে?ভার্সিটিতে থাকলে তো কোথাও না কোথাও চোখে পড়তো।তাহলে কি অনু ভার্সিটিতে নেয়!হুম তাই হবে;এই জন্যই এর একটা চ্যালা প্যালাকে ও তো দেখলাম না কোথাও।সব গুলা এক সাথে কোথায় গেলো?
কথাগুলো ভেবে অনুর নাম্বারে কল দেয় আরাফ।
.
সি.এন.জি থেকে মাত্রই নেমেছে সবাই।প্রায় ১ ঘন্টা লেগেছে পৌঁছাতে।অনুর ফোনটা বাজতেই সে সেটা ব্যাগ থেকে বের করে দেখে আরাফ কল দিচ্ছে।আরাফের নাম্বার দেখে অনু ফোনটাকে সাইলেন্ট মুড্ করে আবার ব্যাগে রেখে দেয়।তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে অনু মনে মনে ভাবে;
”এখন তো আপনার কল ধরা যাবে না মি .আরাফ মোহাম্মদ।আগে আপনাকে ভালো করে টাইট দিয়েনি তারপর।”
কথাটা ভেবে নিজের মনেই হাসলো অনু।
.
এদিকে একটার পর একটা কল দিয়ে যাচ্ছে আরাফ। রাগে তার মাথা ফেটে যাচ্ছে।রাগে সে ফোনটাকে তার কেবিনের টেবিলটার উপর ছুড়ে মেরে বলে,
”ইডিয়ট একটা!এত বার করে কল দেয়ার পর ও স্টুপিডটা আমার কল রিসিভ করছে না।কোথায় গিয়েছে সব গুলো মিলে?উফফ অনু এত কেন টেনশন দাও আমাকে?রাগ কি আর এমনি এমনি দেখায়;আজকে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে।তবে আগে এটা বের করতে হবে তুমি কোথায় আছো!”

কথাটা বলেই টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে বেরিয়ে যায় আরাফ।
.
একপাশে গাঢ় সবুজ গাছ আর অন্য পাশে স্বচ্ছ নীলাভ পানি।সূর্যটা এখনো অনেকটা পূর্ব দিকে হেলে আছে।সূর্যের তির্যক আলোটা পানিটার উপর পড়ছে আর সেই আলোতে চক চক করছে দীঘির হালকা স্রোত গুলো।অনু হাতির ঝিলের ব্রিজটার উপর দাঁড়িয়ে এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে।তার একপাশে রুমি আর অন্য পাশে তিহা আর রিহান দাঁড়ানো।সবার মধ্যেই এখন পিনপতন নীরবতা বিরাজমান।নীরবতা কাটিয়ে রুমি বলে উঠে,

”কিরে রিহান ঘুরতে তো নিয়ে এলি এবার আমাদের কি খাওয়াবি বল?”

রিহান বাঁকা হেসে বলে,
”এই যে সামনে দীঘি আছে;এক ডুবে অনেক পানি খেতে পারবি।পানি খেয়েই পেট ভরিয়েনে”

রিহানের কথায় রুমি ব্রু কুঁচকে বলে,
”তোর সাথে ঘুরতে এসে আমাকে দীঘির পানি খেতে হবে;ছি!ভাইরে ভাই আমি তো ভাবছি তুই যখন আমাদের জিজু হবি তখন ও তো এমন কিপ্টামি করবি।জীবনেও তো বোধ হয় আমাদের নিয়ে একটু বাইরে খেতে যাবিনা।”

রুমির কথায় তিহা চোখ পাকিয়ে তার দিকে তাকায়।কিন্তু রুমি সেই দৃষ্টি উপেক্ষা করে রিহানকে বলে,
”কিরে রিহান ইচ্ছে আছে তো আমাদের জিজু হওয়ার?”

রিহানও ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে,
”অবশ্যই।আর খুব তাড়াতাড়ি যেন তোদের জিজু হতে পারি সেই ব্যবস্থা করতেই তো তোদের এখানে নিয়ে এসেছি।”

রিহানের কথায় অনু রুমি আর রিহা ছোট ছোট চোখ করে তার দিকে তাকায়।বিস্ময় কণ্ঠে তিহা বলে উঠে,
”মানে?”

”মানেটা এক্ষনি বুঝতে পারবি এখন চল আমার সাথে।”

রিহানের চোখ মুখ দেখে কিছু একটা আন্দাজ করতে পারছে অনু।কিন্তু তিহা বুঝতে পারছে না রিহান কি করতে চাইছে!তাই সে অনুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে,
”দোস্ত এই রিহানটা আবার কি করতে চলছে।একে একেবারেই বিশ্বাস নেয়;কি থেকে কি করবে আল্লাহই জানে।”

তিহার উদ্বিগ্ন কণ্ঠের কথা শুনে অনু তাকে আশ্বস্ত করে বলে,
”আরে এত ভয় পাস না।দেখিই না কি করে রিহান।চল তো।”

কথাটা বলেই তারা তিনজন রিহানের পেছন পেছন তাকে অনুসরণ করে এগুতে থাকে।
.
দীঘিটার এক পাশে খালি জায়গার উপর বেশ কিছু ফুল রাখা।গোলাপ সহ বিভিন্ন রকম ফুলে ছেয়ে আছে সবুজ ঘাসের গালিচাটা।তিহা রুমি আর অনু অবাক চোখে সেই দিকেই তাকিয়ে আছে।তাদেরকে আরো অবাক করে দিয়ে রিহান তিহার হাত ধরে সেই ফুলগুলোর মাঝখানে এনে দাঁড় করায়।তারপর নিজে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে।তিহার হাত দুটো আলতো করে ধরে তার চোখের দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলে উঠে,
”ভালোবাসি তিহা।ভীষণ ভালোবাসি তোমায়!যেদিন থেকে বুঝেছি তোমার মনের কোণে আমার জন্য এত অনুভূতি জমানো সেদিন থেকে আমিও সেই অনুভূতি গুলোর সাথে মিশে গিয়েছি।আমি জানি তুমি বলবে আমি না অনুকে ভালোবাসতাম তাহলে হঠাৎ কি করে এত বদলে গেলাম।হুম ভার্সিটিতে প্রথম অনুকে দেখে আমি ওর উপর ক্রাশ খাই;যত দিন যাচ্ছিলো ওর প্রতি ভালোলাগাটা ও ততো বাড়ছিল।কিন্তু আমি তখন আমার সেই ভালোলাগাটাকে ভালোবাসা ভেবে ভুল করেছিলাম।সেটা শুধু মাত্র অনুর প্রতি আমার ভালোলাগা ছিল;ভালোবাসা না।এখন তোমার জন্য আমি যা ফীল করি আগে অনুর জন্য আমার ঐরকম ফীল করতাম না।কিন্তু আজ থেকে ৮-৯ মাস আগে আমি যখন জানতে পারি তোমার মনের কথা তখন ভীষণ ভাবে আমি ভাবতে থাকি কোনটা ভালোবাসা আর কোনটা ভালোলাগা।দুটার মধ্যেই অনেক তফাত।ভালোলাগাটা হলো শুধু বাহ্যিক সৌন্দর্যের মোহ;আর ভালোবাসাটা হলো অভ্যন্তরীন অনুভূতির মোহ।তাই যেদিন সেটা উপলব্দি করতে পেরেছিলাম সেদিন থেকে নিজের মনকে সময় দেয়া শুরু করলাম;নিজেকে তৈরী করতে লাগলাম তোমার প্রতি আমার শুধু ভালোলাগা না ভালোবাসা তৈরী করার জন্য।এতো আগে জানার পর ও কেন আমি চুপ ছিলাম জানো;কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার মনে তোমার প্রতি অনুভুতিটা শুধু মাত্র তোমার সৌন্দর্যের মোহে না তো;তোমার প্রতি ধীরে ধীরে আমার মনের মধ্যে এক নতুন উন্মাদনা তৈরী হয়েছে।যেটা শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে।আমার যদি শুধু তোমাকে ভালো লাগতো তাহলে সেই ভালোলাগার ঘোর এত দিনে কেটে যেত।যেমনটা হয়েছিল অনু বেলায়;অনুর প্রতি আমার শুধু ভালোলাগা ছিল বলেই সেটা ধীরে ধীরে কমে যাচ্ছিলো;একটা কথা কি জানো মানুষের ভালোলাগাটা না ভলোবাসাটা দিনকে দিন বেড়ে চলে।আর এই ক্ষেত্রে আমারও তোমার প্রতি ভালোবাসাটা বেড়েই চলছে।যার কোনো সীমা নেয়;যতদিন বেঁচে আছি ততদিন এই ভালোবাসা এইভাবে বেড়েই চলবে।”

এইটুকু বলে ছোট্ট একটা নিশ্বাস ফেলে রিহান আবারো বলে উঠে,
”কি নিবে তো আমার ভালোবাসা গ্রহণ করে?আমি চাই সারাজীবনের জন্য তোমার হাতে নিজেকে শপে দিতে।বিলিয়ে দিতে তোমার মাঝে নিজেকে।যদি তুমি রাজি থাকো।বলো তিহা রাজি কিনা?”

নিশ্চুপ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে তিহা।যেন সে কোনো মোমের পুতুল।একটা মানুষকে যখন তার ভালোবাসার মানুষটা এভাবে প্রপোস করে তখন এর থেকে আনন্দকর মুহূর্ত বোধ আর হয় না।ভাবতেই তিহার চোখের কোণে পানি জমে;

তিহাকে চুপ থাকতে দেখে রুমি চিল্লিয়ে বলে,
”ওই পেত্নী মার্কা তিহা বাংলা সিনেমার শাবানার মতো ঢং না করে বল যে তুইও রিহানকে ভালোবাসিস।বেচারা কতক্ষন যাবৎ এভাবে বসে আছে।এবার তোমার মনের কথা বলে রিহানকে ধন্য করো।আর যদি বেশি ভাব দেখিয়ে বলিস যে না আমাকে একটু ভাবার সময় দাও;তাহলে তোকে ওই দীঘির মধ্যে ইচ্ছামতো চুবামু বলে দিলাম।তাই ভালোই ভালোই তাড়াতাড়ি বলে দে;নয়তো সত্যি সত্যি চুবানি খাবি।”

রুমির কথা শেষ হতেই অনু বলে উঠে,
”হুম বান্ধবী এবার আর দেরি না করে তোর মনের কথা বলে দে প্লিজ।”

তাদের কথা শুনে চোখ বন্ধ করে বড় করে একটা নিশ্বাস নেয় তিহা।তারপর চোখ খুলে রিহানের দিকে কোমল দৃষ্টিতে তাকিয়ে কাঁপাকাঁপা গলায় বলে উঠে,
”ভালোবাসি রিহান।”

সঙ্গে সঙ্গে পেছন থেকে আনন্দের উল্লাস শোনা যায়।

চলবে..
(আল্লাহকে ভয় করো;পাঁচ ওয়াক্ত নামাজ পড়)

{আসসালামু আলাইকুম।আজকের পর্বটা কেমন হয়েছে সবাই জানিয়ো।তোমাদের ছোটো করে লেখা দুটো লাইন আমাকে অনেক উৎসাহ দেয়।তাই সকলের কাছ থেকে গঠনমূলক কমেন্টের আশা করছি।কোথাও কোনো ভুল হয়ে থাকলে ভুল গুলো ধরিয়ে দিবে কেমন 😊।ধন্যবাদ।}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here