#তুই আমার
#সুমাইয়া জান্নাত
# part 2
গাড়ির হনের আওয়াজ পেয়ে অহনা চৌধুরী আর বল্টু গিয়ে দরজা খুলে দেয়। নিজের ছেলে কে এতো দিন পর দেখে বুকে জড়িয়ে ধরে অহনা চৌধুরী।
অহনাঃ মেঘ কেমন আছিস বাবা।
মেঘঃ oo my jan meri mather india আমি ভালো আছি তুমি কেমন আছো।
অহনাঃ এতো দিন ভালো ছিলাম নাহ,, এখন আমি ভালো আসছি 😊😊
মেঘঃ মাই সুইট মা 😉
অহনা চৌধুরী ঃ হয়েছে হয়েছে,, বল্টু যা গিয়ে লাগেজ গুলো নিয়ে আয়
বল্টু ঃহুম খালাম্মা
রাজঃ মেঘ কে পেয়ে আমায় কি ভুলে গেলে আন্টি (গাড়ি থেকে নামতে নামতে)
অহনা চৌধুরী ঃ না বাবা তুমি তো আমার ছেলের মতো তুমার আর মেঘের নাম যেমন এক ও মেঘরাজ আর তুমি রাজ তেমনি তোমাদের মধ্যে মিল ও আছে অনেক তাই তো আমি তুমাকেও আমার আর একটা ছেলে মনে করি। (কান টেনে)
রাজঃ আহহহহ ,, তা না হয় ঠিক আছে কিন্তু আমার কান টা কি দোষ করেছে
অহনা চৌধুরী ঃ কারণ মেঘ না হয় বিদেশে ছিলো,,, তুমি তো আমাদের সাথে দেখা করে যেতে পারতে।
রাজঃ আর হবে না এমন,,,,
অহনা চৌধুরী ঃ ঠিক আছে (কান ছেরে দিয়ে)
কে এসেছে অহনা (সিরি দিয়ে নামতে নামতে আহসান চৌধুরী) আরে রাজ বাবা মেঘ তুরা কখন এলি 😊
মেঘঃ বাবা কেমন আছো (জড়িয়ে ধরে)
মেঘের বাবাঃ ভালো। আসতে কোনো সমস্যা হয়নি তো।
মেঘঃ নাহ (কথা বলছে আর তার মায়াময়ী কে খুজে চলছে) মেঘ তার বাবাকে কিছু বলতে যাবে তার আগেই রাজ গিয়ে মেঘের বাবা আর মেঘ কে লাফ দিয়ে জড়িয়ে ধরে। টাল সামলাতে না পেরে মেঘ সোফায় গিয়ে পড়ে, ,,,, আর রাজ মেঘের বাবার উপর। এমন ঘটনায় সবাই হেসে দেয়। আর মেঘ তো রাগে হনহন করে উপরে চলে যায়। রাজ মেঘের বাবার উপর থেকে উঠে অসহায় ভাবে সবার দিকে তাকিয়ে থাকে। আর তখনি উপর থেকে হাসির শব্দ আসে সবাই তাকিয়ে দেখে মেঘা আর আদুরী হাসতে হাসতে সিরি দিয়ে নামছে।
রাজঃ ওই তুই থাম হাসছিস কেনো
মেঘাঃ তা রাজ ভাইয়া তুমি ছোট বেলায় কমপ্লেন খাওনি নাকি যে এইভাবে পড়ে গেলে 🤪😉😉(হাসতে হাসতে) রাজ ঃ ওই তুই থামবি (দমক দিয়ে) 😬😬
আদুরী তো এদের জগডা দেখে মিটি মিটি হাসছে। 😂😂
অহনা চৌধুরী ঃ হয়েছে হয়েছে এবার থাম। সবাই খেয়ে যাও,,,,আর হে রাজ ফ্রেশ হয়ে খেতে বসো আজকে না হয় তুমি এখানে থেকে যেয়ো।
রাজঃ ঠিক আছে বলে মেঘার দিকে তাকাই আর মেঘা একটা বেংচি কেটে খেতে বসে।। (রাজ উপরে চলে যায়)
অহনাঃ আরে আদুরি তুই কোথায় যাচ্ছিস মা,,,
আদুরী ঃ মামনি আমার খিদে নেই আমি গেলাম (আদুরী তার মামা মামি কে মামনি আর বাবা বলেই ডাকে ) এই বলে চলে যায়।
মেঘা রাজ আর মেঘ খেতে বসেছে (এমন সময়) মেঘ ঃ মেঘা আদুরী কোথায়।
(মেঘা পানি খাচ্ছিলে মেঘের মুখে আদুরীর নাম শোনতেই মুখের সব পানি রাজের গায়ে গিয়ে পড়)রাজ ঃ ইডিয়ট একটা ঠিক মতো খেতেও যানে না 😑😑
মেঘাঃ সসসরি 🥶☹️☹️
মেঘঃ আহহ থামবি তোরা। হুম যা বলছিলাম আদুরী কোথায়।
মেঘাঃ ভাইয়া ও তো ঘুমিয়ে আছে ওর নাকি খেতে ইচ্ছা করছে না🙄,,,,তাই ঘুমাতে গেছে।
মেঘঃ ওহহ (আরো নানান বিষয়ে কথা বলে যে যার মতো ঘরে চলে গেল) সবাই।
******
মাঝরাতে আদুরীর অবস্থা খারাপ খিদের চোটা আর থাকতে পারছে না।
আদুরী ঃ পেটের ইদুর ছানা গুলো দৌড়োচ্ছে কি করি হে রান্নাঘরে যাই যদি কিছু থাকে 🥶🥶(যেই ভাবা সেই কাজ চুপি চুপি বেরিয়ে রান্নাঘরে গেলো গিয়ে দেখে কিছু নেই,,, শুধু আইসক্রিম ছাড়া,,,,, তাতে কি নিচে বসে খেতে শুরু করে,,,,৷ খাওয়া শেষে যেই পিছনে ঘুরতে যাবে ওমনি ভয়ে তার আত্মা যায় যায় আবস্থা আআআ আপনি 😩😖
চলবে,,,,