গল্প – তুমি আছো তাই
পর্ব – ০৫
লেখিকা – নৌশিন আহমেদ রোদেলা
নিশি মুখ গুমরা করে বসে আছে,,,নিজের গালেই দুই তিনটা চড় বসিয়ে দিতে ইচ্ছা করছে তার।।সে একটা হাফ-বিবাহিত পুরুষের প্রেমে কিভাবে পড়লো??হাউ কোড শি,,,নিলয়ের চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিতে পারলে নিশির একটু হলেও শান্তি লাগতো৷।।আর নীরা টা কি ফাজিল,,,হারামি কোথাকার,,একবার তো বলতে পারতো যে,,তার ভাই এনগেইজড,,তাহলে নিশির কোমল হৃদয়টা এভাবে ভেঙে খন্ড খন্ড হয়ে যেতো না।।থেংক গড নিশি তার ফিলিংস সম্পর্কে কাউকে কিছু বলে নি,,বললে নিলয় নিশ্চয় খুব মজা নিতো😔,,,,,আচ্ছা আমাকে দেখে কি কোনোভাবে বুঝা যাচ্ছে যে,,,আমি নিলয়ের প্রতি দুর্বল??বি স্ট্রং নিশু বি স্ট্রং,,,বসে বসে এসবই ভাবছিলো নিশি তখনি সামনে নিলয় আর নিরার সো কল্ড বৌমনিকে দেখতে পেলো।।।ওদের দেখেই গাঁ জ্বলে যাচ্ছে নিশুর,,,যদিও ওদের সাথে আরেকটা ছেলেও আছে যে ক্রমাগত দাঁত বের করে হেসেই চলেছে তবু নিশির কিছুতেই সহ্য হচ্ছে না,,,,,,এতো লেগে লেগে গল্প করার কি আছে??তার চেয়ে,,, আঠা দিয়ে শরীরের সাথে পারমানেন্টভাবে চিপকায় নিলেই তো হয়,,হুহ।।।হঠাৎ নিশির ফোন বেজে উঠলো,,,চরম বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো নিশি,,,,তার কাছে এই মুহূর্তে পৃথিবীটাকে বিরক্তির স্তুপ বলে মনে হচ্ছে,,,,যা দেখছে সবই বিরক্তিকর লাগছে।।।অনিচ্ছা সত্যেও ফোনটা ধরলো নিশি,,, ফোনটা রিসিভ না করলে এই কুৎসিত রিংটোনটা ক্রমাগত বাজতেই থাকবে যা আরো বিরক্তিকর,,,,আর ফোনের অপর পাশে যদি তার বাবা থাকে তাহলে তো কথায় নাই,,,পৃথিবী উলট-পালট হয়ে গেলেও উনি খুব মনোযোগ দিয়ে কল দিয়ে মানুষকে বিরক্তির চরম সীমায় নিয়ে যাওয়ার মতো মহৎ দায়িত্ব পালন করে যাবেন বলে নিশির ধারনা,,,
।
হ্যা বাবা,,,বলো কি বলবা।।
।
নিশু মা,, এটা কেমন কথা??ফোন ধরে তোমার উচিত ছিলো সালাম দেওয়া,,তা না করে,,”হ্যা বাবা,, বলো” এটা তো ঠিক না,, রীতিমতো অভদ্রতা,,,,
।
বাবা তুমি বলবা?? নাকি আমি রাখবো?
।
রাগছিস কেন??কথাটা শোন,,
।
সেটা শোনার জন্যই ফোনটা কানে নিয়ে বসে আছি বাবা,,প্লিজ বণিতা না করে,, কাহিনী কি সেটা বলো,,,
।
তুই বড়ই অধৈর্য।। যায়হোক,,কথাটা হলো,,,তোর ফাহাদ আংকেল এসেছিলেন।।
।
তো??
।
কথাটা আগে শোন,,আগেই “তো” লাগাস কেন??
।
আচ্ছা বলো,,,,(বাবার সাথে কথা বলছে আর নিলয়দের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে নিশি,,)
।
ফারিনের সাথে তোর বিয়ের ব্যাপারটা,,,,
।
ওকে ডান,,,,
।
তুই সিরিয়াস??(অবাক হয়ে)
।
অবশ্যই আমি সিরিয়াস,,,বিয়ে কি ছেলেখেলা নাকি যে সিরিয়াস হবো না,,,,তাছাড়া নিরার বিয়ে হয়ে গেছে তো আমি কেন বসে থাকবো??আমিও বিয়ে করবো,,,,তুমি ওনাদের জানিয়ে দাও৷।।এখন রাখছি,,,,(বলেই ফোন কেটে দিলো)রাগের মাথায় হ্যা বলে দিয়েছে নিশি,,নয়তো ওই বলদকে বিয়ে করার কোনো ইচ্ছা তার কোন কালেই ছিলো না।।
।
মেয়ের এমন পরিবর্তন দেখে অবাক হলেও ব্যাপক খুশি হয়েছেন তারিকুল রহমান।।তৃপ্তির হাসি দিয়ে ফোন হাতে নিলেন তিনি,,,সুখবরটা বাল্যবন্ধু ফাহাদকে এই মুহূর্তে জানাতে চান তিনি,,,
।
নিলয়দের এদিকে আসতে দেখে,,কান থেকে ফোন নামাতে গিয়েও নামালো না নিশি।।।নিলয়কে এই মুহূর্তে ফেস করতে চায় না সে,,তাছাড়া নিলয়কে এটাও বুঝাতে হবে যে,,নিশি ওর প্রতি দুর্বল নয়,,কি ভেবে একা একাই কথা বলতে লাগলো ফোনে,,
।
হ্যা,,বাবু,,আমি বুঝতে পারছি তো সোনা।।তুমিও একটু বুঝার চেষ্টা করো,,নিরাকে রেখে আমি কিভাবে আসি,,বলো??এই লক্ষীটি রাগ করে না সোনা,,,,প্লিজজজজজ(ঢং করে)ইউ নো না,,হাউ মাচ আই লাভ ইউ,,(কথাগুলো নিলয়ের কানে পৌছাঁলো,,,রাগে ওর মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম,,তবু নিজেকে সামলে নিয়ে নিশির সামনে দাঁড়ালো)
।
হেইই,,,কার সাথে কথা বলছিলে??বয়ফ্রেন্ড??(চোখ টিপে)
।
নিরার সো কল্ড বউমনির কথায় রাগ লাগলেও লজ্জামাখা কন্ঠে সম্মতি জানালো নিশি।।এবার নিলয়ের পায়ের নিচের মাটি সরে গেলো,,,নিশির বয়ফ্রেন্ড আছে??কবে থেকে??আর নিশি ওকে বলেনি কেনো??এই মুহূর্তে নিশির গালে দুইটা চড় বসাতে ইচ্ছা করছে নিলয়ের,,,তবু নিজেকে শান্ত রেখে বলে উঠলো,,
।
কারো প্রেমলিলা সম্পর্কে আমরা পরেও কথা বলতে পারি??এখন আপাতত তোমাদের ইন্ট্রোডিউসড করিয়ে দি,,(দাঁতে দাঁতে চেপে)
।
নিশির এবার আরো রাগ লাগছে,,,কিহ,,,ওও প্রেমলিলা করছিলো??তো নিজে যা করছিলা সেটা কি??কৃষ্ণলিলা??হুহ
।
হ্যা,,,তা ঠিক,,আগে পরিচিত হয়ে নেওয়াটাই ভালো,,,হাই আমি ইরা,,নিলয়ের ছোট্ট কালের ফ্রেন্ড(হাত বাড়িয়ে দিয়ে)
।
ওহ,,হ্যালো।।আমি নিশি,,নিরার ফ্রেন্ড।(হাত ধরতে ইচ্ছা না করলেও ভদ্রতার খাতিরে হাত বাড়ালো নিশি)আর উনি??(পাশের ছেলেটিকে ইশারা করে)
।
ও হলো,, আমার একমাত্র জামাই।।।হিহিহি,,আই মিন হি ইজ মাই হাজবেন্ড,,(মুচকি হেসে)
।
এবার নিশির চোখ বেরিয়ে আসার উপক্রম,,, বলে কি?? হাজবেন্ড?? এই মেয়ের বিয়ে হয়ে গেছে তাহলে নীরা যে ওকে বউমনি ডাকলো,,,উফফ,,যেখানে যায় সেখানেই কনফিউশান,,,
।
ত,,তাহলে নিরা আ,,আপনাকে বৌমনি কেন ডাকলো??(মুখে বড় সড় একটা প্রশ্নবোধক চিন্হ ঝুলিয়ে)
।
হাহাহা,,,এটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা।।আমি আর নিলয় যেহেতু বাচ্চা কালের ফ্রেন্ড,,,তো তখন আমাদের প্রিয় একটা খেলা ছিলো বর বউ খেলা।।আর খেলায় অলওয়েজ আমি নিলয়ের বউ হতাম,,নিরা তখন খুবই ছোটো ছিলো,,,,ওকে ও খেলতে নিতাম,,,ওকে একদিন বলেছিলাম আমি তার বউমনি হই,,,বলতে গেলে বউমনি শব্দটা খেলার মাধ্যমেই ওর ছোট্ট মাথায় ঢুকে যায়,,,আর সেই থেকে আজ পর্যন্ত আমায় বউ মনি বলেই ডাকে।।তারপর আরোপের সাথে আমার রিলেশন হয়,,,,তারপর বিয়ে,,,কিন্তু নিরা এখনো সেই বউ মনিতেই আটকে আছে।।।
।
তাই আমি নিরাকে আমার বোনই বানিয়ে ফেললাম,,বউ নিয়ে রিস্ক নিতে চাই না,,,আর বউ যদি এতো হট হয় তাহলে তো কখনই না,,,হাহাহাহাহা
।
আরোপের কথায় সবাই হাসছে কিন্তু নিশির ফাঁটছে,,,,আবারো বেশি বুঝতে গিয়ে গন্ডগোল পাকিয়েছে সে।।করুন চোখে নিলয়ের দিকে তাকালো নিশি,,,নিলয়ও তাকিয়ে আছে কিন্তু তার চোখে রাগ স্পষ্ট।।।নিশির টেনশনে হাত-পা কাঁপছে,,, আবারো নিজের গালে দুই-তিনটা চড় বসাতে ইচ্ছা করছে নিশির,,,,কি দরকার ছিলো
এতো বেশি বোঝার??এখন কি হবে??বাবার প্রতি নিশির হেব্বি কনফিডেন্স আছে,,উনি নিশ্চয় এতোক্ষণে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে যে, নিশি এ বিয়েতে রাজি হয়ে গেছে,,,এবার তো ওকে বিদেয় করেই ছাড়বে,,, নো ছাড়া ছাড়ি,,,আল্লাহ আমাকে উঠায় নেও,,,😔😔🙄
।
।
নিশি ক্রমাগত পায়চারী করছে,,নিজের উপর সে আজ চরম বিরক্ত।। সবসময় তার ফলিসনেসের জন্য সব উল্টা পাল্টা হয়ে যায়,,,,হঠাৎ কারো ডাকে ফিরে তাকালো নিশি…
…………..
………………..
[বাকিটা পরবর্তী পর্বে……]
#তুমি_আছো_তাই #নৌশিন_আহমেদ_রোদেলা #গল্পের_ডায়েরি #রোদেলা #GolperDiaryOfficial