তুমি আমার স্বপ্নচারিণী পর্ব-৫

0
2208

তুমি আমার স্বপ্নচারিণী

উম্মে হাবিবা তনু

Part:5

হটাৎ মাহিম খুব চমকে গেলো।মনে মনে ভাবছে আমি কি আজকাল দিনের বেলায়ও স্বপ্ন দেখি?নাকি রাতেই স্বপ্ন দেখছি আর স্বপ্নে এইখানে বসে আছি।না স্বপ্ন তো এত রঙিন হয়না।তাহলে কি আমি বাস্তবে আছি?হাতে একটা চিমটি কাটল। আউচ ব্যাথা পেলাম।মনে বাস্তবে আমার স্বপ্নচারিণী আমার সামনে দাড়িয়ে আছে ।

অপলা কিছু একটা বলতে চাইছে।কিন্তু ছেলেটা তার কথা বুঝছেই না।কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে।খুব অসস্তি হচ্ছে অপলার।না ছেলেটা কি কানে শুনে না?অদ্ভুদ ছেলে।অপলা এইবার খুব বিরক্ত হচ্ছে।ছেলেটা ভালো না খারাপ তাও বুঝা যাচ্ছে না। তাই সে সেখান থেকে আবার বাংলোর দিকে যাওয়ার উদ্দশ্যে পা বাড়ালো।অনেক দেরি হয়ে যাচ্ছে।

তখন মহিমের ঘোর কাটল। আরে একি তার স্বপ্নচারিণী যে চলে যাচ্ছে।না না আটকাতে হবে। নামটাও জানা হলনা।কিভাবে আটকাবো?কিছু না ভেবেই স্বপ্নচারিণীর পেছন পেছন যেতে লাগলো।কিন্তু কিভাবে ডাকবো?মাথায় কিছু আসছে না।সব এলোমেলো লাগছে।না না আজকে কথা বলতেই হবে।কিছু একটা বলে তো শুরু করতে হবে।কিন্তু কি বলবো?

কিছুদূর যাওয়ার পর অপলার মনে হচ্ছে ও রাস্তা ভুলে গেছে।কিন্তু কিভাবে যাবে সে ?সবাইতো খুঁজবে তাকে। মোবাইল টা বাংলোতে রেখে আসছি।এখন যাব কিভাবে?আশেপাশে তো কাউকে দেখছি না।হটাৎ পেছন ঘুরতেই দেখলো সেই অদ্ভুদ ছেলেটি তার পিছন পিছন আসছ।কিন্তু কেন?খুব অবাক হলো।কোনো খারাপ উদ্দেশ্য নেইতো?

মাহিম দেখে তার স্বপ্নচারিণী খুব অবাক হয়েছে।তাও সাহস নিয়ে জিজ্ঞেস করলো ঢাকা থেকে এসেছেন?অপলা কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে ছোট করে বললো,হ্যা।মাহিম আবার কথা হারিয়ে ফেললো।অবাক নয়নে দেখেই চলেছে তার স্বপ্নচারিণী কে।বহু জনমের পিপাসার্ত নয়ন জুড়িয়ে নিচ্ছে।আর অপলা বিরক্ত হচ্ছে প্রচুর একেতো রাস্তা ভুলে গেছে।তার উপর এই ছেলের অদ্ভুদ আচরণ। বিরক্তি নিয়ে ই সামনে পা বাড়ালো আবার।

অপলা পা বাড়াতেই মহিমের ঘোর কাটল।সে আবার ছুটলো তার স্বপ্নচারিণীর পিছু। স্বপ্নচারিণীর পাশপাশি গিয়ে বলল,আমি কি আপনার সাথে কথা বলতে পারি?অপলা সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বললো,না।মাহিম খুব হতাশ হলো।তবু আশা ছাড়লো না।দেখল তার স্বপ্নচারিণী এদিক সেদিক এলোমেলো ভাবে তাকাচ্ছে।মনে হচ্ছে কিছু একটা খুঁজছে।আবার চেষ্টা করলো কথা বলার।

-আপনি কি কিছু খুঁজছেন?
-( )
-কোনো সমস্যা হলে বলতে পারেন।
-( )
-আপনি কি বিরক্ত হচ্ছেন?
-(ছেলেটির দিকে কঠিন দৃষ্টি তে তাকিয়ে হাঁটতে শুরু করলো)
-আমি এইখানেই থাকি।আপনার কোনো সমস্যা হলে বলতে পারেন।
-( )
-আপনি কি ফ্যামিলির সাথে এসেছেন?
-( )
-নাকি পিকনিক এ এসেছেন?
-( )
-আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি?
-(কিছু একটা ভেবে বলল)এইখানে কি কল করার মতো কোনো দোকান আছে?
-আছে।থাকবে না কেনো?
-সেটা কোথায়?
-সেটা এইখান থেকে কিছুটা দূরে।
-ও আচ্ছা।রাস্তাটা যদি বলতেন….
-আপনি কি কাউকে কল করবেন?এত সকালে তো কেউ দোকান খুলবেনা।
-(অপলার মুখটা অন্ধকার হয়ে গেল।)
-আপনি চাইলে আপনার ফোন থেকেও কল করতে পারেন।
-(নিশ্চুপ)
-ওকে আপনার ইচ্ছে নাহলে থাক।আমি না হয় চলে ই যাই।(মাহিম সামনে পা বাড়ালো)
-(উপায় না পেয়ে অপলা ডাকলো)শুনুন
-মাহিম তড়িৎগতিতে ঘুরে,জি বলুন।
-আপনার ফোনটা…
-জি আমার ফোনটা কি?
-যদি একটা কল করতে দিতেন।
-ওকে দিতেই পারি।তবে আপনাকে তো চিনি না।নাম ও জানি না।যদি কোনো problem হয়?
-অপলা,আমার নাম অপলা।
-অপলা?নামের অর্থ কি?
-(অপলা রাগী দৃষ্টিতে তাকালো)
-sorry, আমি মাহিম।
-ফোনটা…
-ওহ, হ্যাঁ।এই নিন
-(অপলা ফোনটা নিল)

মাহিমের ফোনটাও যেনো আজ সার্থকতা পেলো তার স্বপ্নচারিণীর ছোঁয়ায়।

অপলা পড়লো বিপাকে।ওর তো কারো নাম্বার ই জানা নেই।মৌনতার নাম্বার আমার ফোনে সেভ করা।তাহলে কি করে কল করবো?আমার ফোনটা তো বিছানার পাশে।আমার ফোনে কল করলেই পারি।তাই করলো অপলা। বার কয়েক রিং হওয়ার পর রিসিভ করলো মৌনতা।

-(উদ্বিগ্ন কণ্ঠে)কে বলছেন?
-মৌনতা আমি অপলা।
-তুই কোথায়?তোকে সবাই খুঁজছে?
-আমি আসলে নদীর পারে চলে আসছি।সবাই ঘুমাচ্ছিল তাই ডাকিনি।
-এখন কোথায় তুই? ফিরছিস না কেনো?সবাই খুব tension করছে।
-আসলে আমি রাস্তা খুঁজে পাচ্ছি না।
-এইটা কার phone ?সে কি এইখানকার?
-জানিনা মনে হয়।
-এক কাজ কর উনাকে ফোন টা দে।
-কেনো?
-যা বলছি কর।
-(শুনছেন)
-(জি বলুন)
-(আমার ফ্রেন্ড আপনার সাথে কথা বলবে)
-(কেনো?)
-(জানিনা,ধরুন)বলেই ফোনটা মাহিম এর হাতে দিল।
-(ফোনটা কানে নিয়ে)
-জি বলুন।
-( )
-জি আচ্ছা।কোথায়?
-( )
-ওকে।

মাহিম ফোনটা কেটে বলল চলুন।অপলা অবাক হয়ে কোথায় যাবো? বারে বাংলো তে যাবেন না?আপনার ফ্রেন্ড তো বললো আপনাকে বাংলোতে পৌঁছে দিতে। আর কোনো উপায় না পেয়ে মাহিম এর সাথেই রওনা হলো, আর মনে মনে মৌনতার উপর খুব রাগ হলো।আর মাহিম এর যেনো আজ ভাগ্য খুবই সুপ্রসন্ন।মনে মনে অপলার ফ্রেন্ডকে ধন্যবাদ দিচ্ছে।

চলবে………..

সকল পর্বের লিংক
https://m.facebook.com/chayabithi.11/photos/a.158674299705436/158673836372149/?type=3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here