তোমাতেই পরিপূর্ণ পর্ব-১০

0
1571

#তোমাতেই_পরিপূর্ণ
লেখিকা-জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
১০.
~
রাতের খাবার শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে নৈরিথ। আকাশের গায়ে ছোট ছোট তারাগুলো তার ভীষণ প্রিয়। নৈরিথ তারাগুলোর দিকে তাকিয়ে থাকে। অতীতের খারাপ কিছু সময়ের কথা মনে পড়ে তার। নৈরিথ ভুলতে চেয়েও ভুলতে পারেনা। সারাদিন কিছু মনে না পড়লেও রাত হলেই যেন এই অতীতের যন্ত্রণাগুলো মাথার মধ্যে কিলবিল করা শুরু করে।
সেই ছোট্টবেলা থেকে মা বাবার ঝগড়া অশান্তি দেখে বড় হয়েছে সে। একটা মানসিক অশান্তি তার সবসময় ছিল। তারপর তার মা বাবার বিচ্ছেদও সে মেনে নিতে পারেনি। বাবার জেলে যাওয়া নৈরিথের জন্য সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার ছিল। সেদিন খুব কেঁদেছিল সে। মা বাবা দুজনকেই ভীষণ ভালোবাসে। কিন্তু আজ..আজ তার মন বিষিয়ে উঠেছে। ভালোবাসার ছিটেফোটাও যেন নেই এই মনে। যেখানে প্রত্যেকটা বাচ্চার শৈশব কাটে তার মা বাবার ভালোবাসা আর আদরে সেখানে তার শৈশব কেটেছে শুধু চোখের জল ফেলে। নৈরিথ কিছু ভুলতে পারে না। পুরোনো স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়ায়। মাঝে মাঝে হাঁপিয়ে উঠে সে। আর কত..কবে ঘটবে তার এই কষ্টের অবসান?

নৈরিথের নিষ্প্রাণ চোখে চেয়ে থাকে। যেন কোনো অনুভূতিই তার কাজ করছে না। নিরব, নিস্তব্ধ পরিবেশের মাঝে ঢিপঢিপ করে কেবল তার বক্ষ পিঞ্জরের কম্পনের ধ্বনিই শোনা যাচ্ছে।

অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল সে। তারপর রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে বিছানার এক কোণে বসল। মোবাইলের গ্যালারি ঘাটতে ঘাটতে হঠাৎ তার চোখ পড়ল একটা ছবির দিকে। সেদিন নেহার জন্মদিন ছিল। মিথিও এসেছিল একটা নীল সাদা রঙ মিশ্রণের শাড়ি পরে। সেদিনই প্রথম মিথির সাথে পরিচয় হয়েছিল নৈরিথের। প্রথম দেখাতেই নৈরিথ বুঝেছিল এই মেয়ে কি পরিমাণ চঞ্চল। প্রথম দেখায় কেউ কাউকে এত এত প্রশ্ন করতে পারে, সেটা নৈরিথের জানা ছিল না। সেদিন মিথির কারি কারি প্রশ্নের জবাব দিতে দিতে নৈরিথ হাঁপিয়ে উঠেছিল। এই ছবিটা তোলা হয়েছিল একদম শেষ মুহূর্তে। যদিও মিথি এক প্রকার জোরেই নিজেকে এই ফ্রেমে আটকিয়েছে। ছবিটা আজ অনেকদিন পর দেখল নৈরিথ। মুচকি হাসল সে। অনেকক্ষণ মিথির মুখটার দিকে চেয়ে রইল। মেয়েটার হাসি ভীষণ মিষ্টি। কিছু থেকে কিছু হলেই হাসতে হাসতে মরে যায়। এত হাসি কোথা থেকে আসে ওর? মাঝে মধ্যে এই কথা ভেবেই উত্তর পায় না নৈরিথ। শুনেছে প্রচন্ড কষ্টে থাকা মানুষগুলো নাকি খুব হাসে। তাহলে কি মিথির মনেও কোনো কষ্ট আছে? যেই কষ্টকে আড়াল করার জন্য সবসময় তার মুখে এই হাসি লেগেই থাকে। নৈরিথ বুঝে উঠতে পারল না। হঠাৎ কি ভেবেই সে মিথিকে কল দিয়ে বসে। দুইটা রিং হওয়ার পরই তার স্নায়ু কোষগুলো জেগে উঠে। মস্তিষ্ক তাকে ধমকে উঠে বলে, ‘কি করলি তুই? মাথা খারাপ? এত রাতে কেউ কাউকে কল দেয়? মেয়েটা তোকে নিয়ে কি ভাববে বল তো? স্টুপিড একটা!’

নৈরিথ কলটা কেটে দিয়ে সটান হয়ে বিছানায় শুয়ে পড়ে। কল দিয়ে কি আসলেই সে ভুল করে ফেলেছে? উচিত হয়নি কল দেয়া তাই না? উফফ, নিজের ইমোশনটা এখনও কন্ট্রোল করতে শিখল না সে।

ফোনটা বেজে উঠে নৈরিথের। তড়িঘড়ি করে উঠে বসে সে। মোবাইলের দিকে বিরক্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মনে মনে ঠিক করে নেয় কলটা রিসিভ করেই মেয়েটা কিছু ধমক দিবে। এত রাত হয়েছে এখনও ঘুমায় নি কেন? জেগে জেগে কি করে সে?

যেই ভাবা সেই কাজ। কল রিসিভ করেই ধমক দিয়ে উঠে সে। ভ্যাবাচ্যাকা খেয়ে যায় মিথি। নৈরিথ কি তাকে এত রাতে ধমকানোর জন্য কল দিয়েছে? যদি এমনটা হয় তবে মিথিও আজকে ছাড়বে না। মুখ তারও আছে। ধমক সেও দিতে পারে। মিথি সশব্দে বলে উঠে,

‘সমস্যা কি স্যার? একে তো এত রাতে কল দিয়েছেন, তার উপর এখন আবার আমাকে ধমকাচ্ছেন? কি হয়েছে আপনার?’

থ মেরে গেল নৈরিথ। লজ্জায় মরে যাওয়া বলে একটা কথা আছে না। এখন তার তাই করতে ইচ্ছে করছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। নৈরিথ আমতা আমতা করে বললো,

‘ভ-ভুলে কল গিয়েছে।’

মিথি বিরক্ত হলো। চরম মাত্রায় বিরক্ত। সে বললো,

‘ভুলে যখন কল এসেছে, তাহলে কল দিয়ে আমার উপর কেন চিল্লাচ্ছেন? আপনি কল দিয়েছিলেন বলেই তো আমি কল ব্যাক করেছি।’

নিজের উপর নিজেরই উপরই ভীষণ রাগ হচ্ছে নৈরিথের। কি দরকার ছিল..কি দরকার ছিল, এই মেয়েটাকে কল দেওয়ার? এখন যে এই মেয়ে তোকে এক কথা শোনাতে শোনাতে তোর ইজ্জতের ফালুদা বানাবে সেটা ভাল লাগবে? শুধু তো এই মেয়ে না, সকাল হতে না হতেই এই কথা তোর বোনের কান অবধি পৌঁছে যাবে। তারপর যে সে তোকে জ্বালিয়ে খাবে, তখন..তখন কি করবে তুই? এই জন্যই কবি বলে, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।’ নৈরিথের ভাবনার সুতো কাটল মিথির প্রশ্নে,

‘আচ্ছা স্যার, সত্যি করে একটা কথা বলুন তো; আপনি কি আমাকে মিস টিস করছিলেন নাকি?’

নৈরিথের এবার শক্ত গলায় জবাব দেয়,

‘আজে বাজে কথা বলো না তো? আমি কেন শুধু শুধু তোমাকে মিস করতে যাবো। ভুলে তো কল যেতেই পারে, তাই না? আর যদি এতই তোমার সাথে কথা বলার ইচ্ছে থাকতো, তবে কি আমি তোমায় মিসড কল দিতাম? ডিরেক্ট কলই দিতাম। তাই এসব আকাশ কুসুম চিন্তা করা বন্ধ করে ঘুমাও। রাখছি।’

‘এক মিনিট, এক মিনিট।’

নৈরিথ বিরক্তির সুরে বলে,

‘কি?’

‘আপনার সাথে কি আজ রাদিত স্যারের কথা হয়েছিল?’

‘হ্যাঁ, হয়েছিল তো। কেন?’

মিথি কৌতূহল সহিত প্রশ্ন করলো,

‘রাদিত স্যার আপনাকে কিভাবে চিনে?’

‘চিনবে না কেন? নেহার ভাই হিসেবে উনার সাথে আমার প্রায়ই কথা হতো। নেহাকে নিয়ে যেদিন প্রথম কলেজে গিয়েছিলাম, সেদিন উনার সাথেই প্রথম পরিচয় হয়েছিল।’

মিথি বললো,

‘ওহহ, আপনারা আগেই পরিচিত। তবে রাদিত স্যারের কথা শুনে মনে হয়েছে যেন আজই প্রথম আপনার সাথে উনার কথা হয়েছে।’

‘আচ্ছা, বাদ দাও সেসব। এখন আসল কথা বলো, পড়াশোনা কেমন যাচ্ছে তোমার? ফাঁকিবাজি কিছু কমেছে, নাকি আগের থেকে বেড়েছে, কোনটা?’

মিথি মুখ কালো করে বলে,

‘এই বেটা যে চিল্লানো চিল্লায়, ফাঁকিবাজি করতে পারি না।’

নৈরিথ হেসে বললো,

‘বেশ হয়েছে। এবার যদি কিছু ফাঁকিবাজি কমে।’

মিথি ভেংচি কেটে বললো,

‘হুম, শুধু উনি কলেজের স্যার বলে কিছু বলতে পারিনা। আপনি হলে তো জীবনেও আমি আপনার কথা শুনতাম না।’

‘সেটা আমিও জানি। যাকগে সেসব, ভালোভাবে পড়। এইচ এস সি তে পাশ করতে হবে। না হলে কিন্তু মা বাবার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই মা বাবার কথা চিন্তা করে হলেও পড়াশোনায় মন দাও, কেমন।’

মিথি সরস গলায় বললো,

‘ঠিক আছে।’

নৈরিথ মৃদু সুরে বললো,

‘আচ্ছা, রাখছি তাহলে।’

মিথি বাঁধা দিয়ে বললো,

‘দাঁড়ান, দাঁড়ান।’

‘আবার কি?’

মিথি স্মিত হেসে বললো,

‘আপনার অফিস কেমন যাচ্ছে।’

‘আলহামদুলিল্লাহ, ভালো।’

‘আচ্ছা আপনার অফিসটা কোথায় বলুন তো?’

নৈরিথ ব্রু কুঁচকে বললো,

‘কেন? অফিসের ঠিকানা জেনে কি করবে?’

মিথি হেসে বললো,

‘একদিন হুট করেই গিয়ে আপনাকে সারপ্রাইজ দিব।’

‘তাহলে ঘুণাক্ষরে তোমাকে অফিসের ঠিকানা দেওয়া যাবে না। তোমাকে দিয়ে বিশ্বাস নেই। দেখা যাবে সত্যি সত্যিই কোনোদিন আমার অফিসে চলে আসবে।’

মিথি তাচ্ছিল্যের সুরে বললো,

‘হু, যান লাগবে না বলা। যেন উনি না বললে আমি জানতে পারবো না। আমি দুই মিনিটে আপনার অফিসের ঠিকানা বের করে ফেলতে পারবো। সেই ক্ষমতা আমার আছে, বুঝেছেন?’

নৈরিথ বাঁকা হেসে বললো,

‘ওকে বের করতে পারলে করো। আমার কোনো আপত্তি নেই। রাখছি, গুড নাইট।’

কলটা কেটে দিয়ে মিথি বিছানায় শুলো। আহ, আজকের নাইটটা সত্যিই ভীষণ গুড। একেবারে ভেরি ভেরি গুড। পাশের কোলবালিশটা জড়িয়ে ধরে চোখ বুজে মিথি।

এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু কেউ একজন পর্যবেক্ষণ করেছেন। মনের সন্দেহটা যেন তার তীব্র থেকে তীব্রতর হলো। না আর না..আর সময় নষ্ট করা যাবে না। কালই কথা বলতে হবে। খুব তাড়াতাড়িই সিদ্ধান্তটা নিয়ে ফেলতে হবে। নয়তো পরে বসে বসে তাকে আফসোস করতে হবে..

চলবে..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here