তোমাতেই পরিপূর্ণ পর্ব-১১

0
1299

#তোমাতেই_পরিপূর্ণ
লেখিকা-জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
১১.
~
বাইরে কাঠফাটা রোদ্দুর। দিবাকরের তেজ যেন কেবল ক্ষণে ক্ষণে বেড়েই চলছে। শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেন ধাপিয়ে চলছে উত্তাপ। উফ, এত গরম কেন? গ্রীষ্মের শেষে কবে বর্ষা আসবে? কবে পাবে প্রকৃতি এক ফোটা শীতলতা? চৈত্রের তান্ডবে তো হাঁপিয়ে উঠেছে সবকিছু। মাথার উপর ফ্যানটাও কোনো কাজের না। এটা ভো ভো করে ঘোরার সত্বেও মিথি ঘেমে চলছে। তার শরীরের সমস্ত পানি কি আজ প্রতিযোগীতায় নেমেছে নাকি যে কে কার আগে বের হতে পারে? উদ্ভুত, আজ কি আশেপাশের কোথাও লাভা বিস্ফোরণ হয়েছে নাকি? এত গরম কেন? মিথি জোরে জোরে নিশ্বাস ফেলতে থাকে। তার পাশে বসে থাকা তার ভাইয়ের মধ্যে কোনো হেলদোল নেই। ছেলেটা সেই কখন থেকে ঘাপটি মেরে এখানে বসে আছে। মিথি কপাল কুঁচকালো। মাহির দিকে তাকিয়ে বিরক্ত কন্ঠে বললো,

‘তোর কি গরম লাগছে না?’

মাহি স্বাভাবিক কন্ঠে বললো,

‘না তো। মাথার উপর তো ফ্যান ঘুরছেই তাহলে গরম কিসের?’

মাহির উত্তর শুনে মিথির রাগ হলো। যেন গরম না লাগাটা পৃথিবীর সবথেকে বড় অপরাধ। কেন গরম লাগবে না? অবশ্যই লাগতে হবে। যেহেতু তার গরম লাগছে, এখন তার সাথে পুরো পৃথিবীর মানুষের গরম লাগতে হবে। না লাগলেও জোর করে হলেও লাগাতে হবে। মিথি ফোঁস ফোঁস করে নিশ্বাস ফেলতে থাকে। মাহি পড়ার বইটা বন্ধ করে বললো,

‘বুবু, কি হয়েছে তোমার? মা তোমাকে কি বলেছে? যেটা শোনার পর থেকেই তুমি কেমন যেন করছো?’

মিথির এতক্ষণে মনে পড়েছে। আসলে তার গরম লাগছে না, তার রাগ হচ্ছে। ভীষণ রাগ। একদম হার কাঁপাকাঁপি রাগ। যেই রাগে সে রীতিমত অস্থির। তার মা তাকে এই কথাগুলো কিভাবে বলতে পারলো। আর রাদিত, তাকে তো সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। মিথি রাগে হাত কঁচলাতে থাকে। রুমের মধ্যে অস্থির হয়ে পায়চারি করতে থাকে। মাহি বোকা বোকা চোখে বোনের কার্যকলাপ গুলো দেখতে থাকে। তার ছোট্ট মাথাটাও এখন টেনশনে ভরে গিয়েছে। সে মিথিকে আবারও বললো,

‘বুবু, বলোনা কি হয়েছে তোমার?’

মিথি জোরে একটা নিশ্বাস টেনে নিজেকে শান্ত করলো। তারপর মাহির পাশে বিছানায় বসলো। দুঃখি দুঃখি গলায় বললো,

‘মা আমাকে রাদিত স্যারের সাথে বিয়ে দিতে চায় মাহি।’

‘কিহহহ!’

ভাইয়ের হঠাৎ এমন চিৎকার শুনে মিথি কিছুটা ভয় পেয়ে যায়। সে বুকে থু থু দিয়ে বলে,

‘এত জোরে চিৎকার দিয়েছিস কেন? স্টার জলসার শ্বাশুরি মারাও তোর থেকে আস্তে চিৎকার দেয়।’

মাহি অস্থির হয়ে বোনের দুহাত ঝাঁকিয়ে বললো,

‘মানে কি বলছো বুবু? তোমার বিয়ের কথা বলছো আর আমি চিৎকার দিব না? মা তোমাকে বিয়ে কেন দিতে চাইছে? তুমি আবার কি দুষ্টামি করেছো বলতো?’

ছেলেটা চোখে পানি চলে এলো। বোনের বিয়ে হলেই সে তাকে ছেড়ে চলে যাবে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। ভাবলেই কেঁদে ফেলে সে।

মিথি মাহিকে জড়িয়ে ধরলো। মাহি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে এবার কেঁদেই ফেলল। মিথি হতভম্ব! ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বললো,

‘তুই কাঁদছিস কেন ভাই?’

মাহি নাক টানতে টানতে বললো,

‘তোমার বিয়ে হলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তখন কিভাবে থাকবো? তোমাকে খুব মিস করবো তো। আমার তো এখনই এত কান্না পাচ্ছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বুবু। তুমি বিয়ে করো না, প্লীজ।’

মিথিও ইমোশনাল হয়ে পড়ে। চোখের কোণে পানি জমে তার। তার ভাইটা যে তাকে এত ভালোবাসে সেটা তার জানা ছিল না। মিথি মাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে,

‘এই বোকা! কাঁদছিস কেন? আমার বিয়ে হতে এখনও অনেক দেরি। তুই বড়ো হওয়ার পর আমি বিয়ে করবো। যেন আমার বিয়ের সব কাজ আমি তোকে দিয়ে করাতে পারি।’

মাহি মাথা তুলে মিথির দিকে তাকিয়ে বললো,

‘তাহলে মা কেন তোমার বিয়ের কথা বলছে? মা কি এখনই তোমার বিয়ে দিয়ে দিবে?’

মিথি হেসে বললো,

‘আরে না। ওটা তো মা আমার সাথে রাগ করে বলেছে। এখন কান্না বন্ধ কর। আর পড় সামনে না তোর পরীক্ষা, প্রাইমারি লেবেল শেষ করে হাইস্কুলে উঠবি। ভালো একটা রেজাল্ট করে তো উঠতে হবে নাকি?’

মাহি হাসলো। বললো,

‘আচ্ছা, পড়ছি।’

মিথি মুচকি হেসে মাহির কপালে চুমু খেল। বাচ্চাটার ভালোবাসায় আপ্লুত সে। সেও ভীষণ ভালোবাসে তার এই জান বাচ্চাটাকে। প্রতিটা মোনাজাতে তার সুস্থতা কামনা করে। তার ভাইটা আবার আগের মতো সুস্থ হয়ে উঠুক, আগের মতো প্রাণবন্ত হয়ে উঠুক এটাই তার একমাত্র চাওয়া।
.
.
‘মা, আমি রাদিত স্যারকে বিয়ে করতে পারবো না।’

‘কেন পারবি না? কি সমস্যা তোর?’

মিথি অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকাল। আমিরা বেগম রাগে ফোঁস ফোঁস করছেন। তিনি সশব্দে বলে উঠলেন,

‘কি রে বল, কি সমস্যা? কেন তুই রাদিতকে বিয়ে করবি না?’

মিথি রাগ দেখিয়ে বললো,

‘উনি আমার স্যার, তাই।’

আমিরা বেগম শক্ত গলায় বললেন,

‘স্যার হয়েছে তো কি হয়েছে? স্যারকে বিয়ে করা যাবে না এটা কোন আইনে লেখা আছে?’

মিথি অসহায় হয়ে পড়ল। গুছিয়ে বলার মতো কিছু কথাও খুঁজে পাচ্ছে না। বাবা বাসায় থাকলে তাকে সাপোর্ট করতে পারতো। কিন্তু বাবাও এখন অফিসে। মিথি কথা ঘুরানোর জন্য বললো,

‘মা, তোমার জন্য আমার প্রথম ক্লাসটা মিস গিয়েছে। এখন আমি কলেজে যাবো। সামনে পরীক্ষা এখন কলেজের ক্লাসগুলো খুব ইম্পোরটেন্ট।’

‘কোত্থাও যাবে না তুমি।’

মায়ের হঠাৎ চিৎকারে খানিক কেঁপে উঠে মিথি। মাথা নুইয়ে ফেলে ভয়ে। আমিরা বেগম প্রচন্ড রেগে গেছেন। তিনি চেঁচিয়ে উঠে বললেন,

‘নৈরিথের সাথে কি সম্পর্ক তোমার?’

মিথি চমকে উঠে মার দিকে তাকায়। মায়ের চোখমুখ ভয়ানক লাল হয়ে আছে। ভয়ে বুকের কম্পন বেড়ে গিয়েছে তার। মুখ থেকে কথা বের হচ্ছে না। তাও কষ্ট করে বললো,

‘কক-কোনো সম্পর্ক ন-নেই মা।’

আমিরা বেগম তেড়ে আসলেন মেয়ের দিকে। মিথি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। এই বুঝি তার গালে এক দানবীয় চড় পড়ল বলে। কিন্তু আমিরা বেগম নিজেকে কন্ট্রোল করলেন। জোরে জোরে নিশ্বাস নিতে নিতে তিনি সোফার এক কোণে গিয়ে বসলেন। মিথি ভয়ে ভয়ে মায়ের দিকে তাকাল। তিনি যেন হাঁপাচ্ছেন। মিথি বিচলিত হয়ে মায়ের পায়ের সামনে বসে পড়ল। কান্না ভেজা কন্ঠে বললো,

‘তুমি এত অস্থির হইও না মা। তোমার হাই প্রেশার। ডক্টর বারণ করেছে তো।’

‘কি হয়েছে তাতে? তোমার কিছু আসে যায়? আমি বাঁচি কি মরি, তাতে তোমার কিচ্ছু আসে যায় না। তুমি এমনটা কি করে করলে মিথি? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে? আর এখন আমাকে শান্ত হতে বলছো? হাই প্রেশার আমার, হোক হাই প্রেশার। হাই প্রেশারে স্ট্রোক করে মরে গেলেই ভালো। তাতেই তুমি শান্তি।’

মিথি কেঁদে ফেলল। জোরে জোরে কাঁদতে লাগল সে। বললো,

‘মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি এসব কি বলছো? তুমি মরে গেলে আমার কি হবে? বাবা আর মাহির কি হবে? তুমি আমাদের প্রাণ মা। প্লীজ আর এসব কথা বলো না।’

আমিরা বেগম খুব কষ্টে অক্ষিকোটরের নোনতা জলকে আটকালেন গাল বেয়ে গড়িয়ে পড়া থেকে। তিনি অনেকক্ষণ থম মেরে বসে রইলেন। মিথিও ঠাই বসে রইল তার পায়ের সামনে। চোখ বেয়ে অনবরত পানি পড়ছে তার।

বেশ কিছু সময়ের পর আমিরা বেগম গম্ভীর গলায় বললেন,

‘মাকে ভালোবাসো তো তাই না?’

মিথি কাঁদো কাঁদো মুখে মাথা নাড়াল। আমিরা বেগম তপ্ত শ্বাস ফেলে তখন বললেন,

‘তবে মায়ের কথাও শুনতে হবে তোমাকে। রাদিতকেই বিয়ে করতে হবে তোমার।’

মিথি নিষ্প্রভ চোখে চেয়ে রইল মায়ের দিকে। মায়ের মুখের কাঠিন্য ভাবই বলে দিচ্ছে তিনি তার সিদ্ধান্তে কতটা অটুট। অনেকক্ষণ মিথি ওভাবেই বসে রইল। এক পর্যায়ে আমিরা বেগমই উঠে চলে গেলেন রান্নাঘরে। কষ্ট উনিও পাচ্ছেন। তবে তিনি বিশ্বাস করেন যে, মেয়েদের সুখের জন্য মায়েদের একটু কঠোর হতেই হয়। তাই মেয়ের সুখের তাগিদে তিনিও কঠোর হবেন। তাতে যদি মেয়ে তাকে ভুল বুঝে তবে বুঝুক। তাতে তার কোনো আপত্তি নেই।

চলবে..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here