#তোমাতেই_পরিপূর্ণ
লেখিকা-জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
১৬.
~
সন্ধ্যায় মাহির ঘুম ভাঙল। সে ঘুম থেকে উঠেই মিথিকে দেখে খুশিতে ডেকে উঠল,
‘বুবু!’
মিথি ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসল। সে আস্তে করে উঠতে নিলেই আমিরা বেগম তাকে উঠতে সাহায্য করলো। মিথির বসতে কষ্ট হচ্ছিল। তাও সে উঠে বসল, আস্তে আস্তে হেঁটে তার ভাইয়ের কাছে গেল। মিথিকে দেখে মাহি ঠিক ধরতে পারল তার বোনের কিছু একটা হয়েছে। সে অস্থির কন্ঠে জিগ্যেস করলো,
‘তোমার কি হয়েছে বুবু?’
মিথি আলতো হেসে মাহির পাশে বসলো। মাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো,
‘আর বলিস না। তোর অসুস্থতার কথা শুনে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। কত ভয় পেয়েছিলাম তখন জানিস?’
মাহি ঠোঁট উল্টে বললো,
‘এত ভয় পাওয়ার কি আছে? দেখো আমি একদম সুস্থ। কিচ্ছু হয়নি আমার। তোমরা শুধু শুধু এত ভয় পাও।’
মিথি মৃদু হেসে বললো,
‘হ্যাঁ তো, আমরা যে ভীষণ ভীতু। আর আমার ভাইটা তো প্রচন্ড সাহসী। তাকে কেউ কাবু করতে পারবে না। এই সামন্য অসুখ তো জীবনেও না।’
মাহি হাসল। বড্ড প্রশান্তি আছে এই হাসির মাঝে। মিথি বুক ভরে নিঃশ্বাস নিল। এতক্ষণে সত্যিকার অর্থে সে তার জীবন ফিরে পেয়েছে যেন।
.
.
রাত দশটা বাজে। এখনও কেবিনের বাইরে বসে আছে নৈরিথ। নেহা তাকে অনেকবার ভেতরে গিয়ে মিথির সাথে দেখা করতে বলেছে। কিন্তু সে কোনোভাবেই যাচ্ছে না। এর মাঝে রাদিত এসেও দেখা করে গিয়েছে। আরো অনেকেই এসেছে ওদের সাথে দেখা করতে। ঐ যে একটা কথা আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কথাটা অনেকাংশেই সত্যি। সেটা আজ প্রমাণ পেয়েছে নৈরিথ। মিথিদের পাড়ার কিছু প্রতিবেশী এসেছিল ওদের দেখতে। দেখে যাওয়ার সময় তারা গুনগুন করে বলা বলি করছিল,
‘আহারে আমার তো মেয়েটার জন্য মায়া হচ্ছে। কি মিষ্টি মেয়েটা এই অল্প বয়সেই একটা কিডনী হারাল। ছেলেটা তো আগে থেকেই অসুস্থ ছিল এখন আবার মেয়েটাও হয়েছে।’
অন্য একজন বললো,
‘আমি তো ভাবছি বিয়ের কথা। এই মেয়েকে এখন আর কে বিয়ে করবে বলতো? কেউ জেনে শুনে কি অসুস্থ মেয়েকে বিয়ে করবে? আমার তো মনে হয় না।’
নৈরিথ বাইরে ছিল বিধেয় সব কথায় শুনেছে। রাগে তখন মাথার রগ ফুলে উঠেছিল তার। তবে কিছু বলেনি। খুব কষ্টে কথাগুলো তখন হজম করেছিল। এখন আবারও সেই কথাগুলো মনে পড়তে রাগ হয় তার। সমাজটা উন্নত হচ্ছে না বরং দিনকে দিন অবনত হচ্ছে। এই সমাজের মানুষগুলোর মন ভীষণ কুৎসিত। তারা সাদাকেও কালো দেখে। তাদের থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? দীর্ঘশ্বাস ফেলে নৈরিথ। চোখ বুজে পেছনে হেলান দিয়ে বসে। তখনই আবার নেহা আসে। তার পাশে বসে মৃদু সুরে বলে,
‘ভাইয়া, কি হয়েছে তোর?’
নৈরিথ চোখ মেলে নেহার দিকে তাকিয়ে ফিচেল গলায় বলে,
‘মিথি স্যুপটা খেয়েছে?’
‘হুম খেয়েছে। ঔষধ খেয়ে এখন রেস্ট নিচ্ছে। কিন্তু তোর কি হয়েছে বলতো?’
নৈরিথ আবারও চোখ বুজে হেলান দিয়ে বসলো। বললো,
‘কিছু হয়নি। বাড়ি যাবি না?’
‘না আমি আজকে এখানে থাকব। তুই চলে যা।’
‘না আমিও যাবো না। তুই মাকে কল দিয়ে বলেছিস সবকিছু?’
‘হ্যাঁ বলেছি।’
নৈরিথ আবার কিছু বলার আগেই সেখানে মিথির মা বাবা এল। তাদের কন্ঠ শুনেই নৈরিথ সোজা হয়ে বসলো। মিথির বাবা তার পাশে বসে বললো,
‘বাবা, আমাদের জন্য তোমরা এইভাবে কষ্ট করছো। এবার বাড়ি যাও বাবা। গিয়ে খেয়ে দেয়ে একটু রেস্ট নাও। আমরা এইদিকে আছি। কোনো সমস্যা হলে অবশ্যই বলবো তোমাদের।’
নৈরিথ প্রসন্ন হেসে জবাব দিল,
‘না আংকেল, আপনাদের একা রেখে আমি যেতে পারবো না। দুই দুটো ছেলে মেয়ে অসুস্থ। কখন কিসের প্রয়োজন হয় বলা তো যায় না। তার উপর আপনি আর আন্টিও এসবের জন্য দূর্বল হয়ে পড়েছেন। এই সময় আপনাদের সাথে যদি একজন কেউ না থাকে পরে সমস্যা হতে পারে। আপনারা নিশ্চিন্তে থাকুন আমি আর নেহা একদম ঠিক আছি। আপনারা কেবিনে ওদের সাথেই থাকুন। আমাদের নিয়ে চিন্তা করবেন না।’
আমিরা বেগম তখন বললেন,
‘তোমরা তো কিছু খাওনি, তাই না।’
নৈরিথ হালকা হাসার চেষ্টা করে বললো,
‘সমস্যা নেই আন্টি। ক্যান্টিন থেকে খেয়ে নিব।’
‘না ক্যান্টিন থেকে খেতে হবে না। আমি বাসা থেকে রান্না করে এনেছিলাম। আমাদেরও খাওয়া হয়নি। চল একসাথে খাবো।’
নৈরিথ খুশি হয় ভীষণ। যেন আমিরা বেগমের এই উক্তিতে সে তার মায়ের ভালোবাসা খুঁজে পেয়েছে। সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। তারপর সবাই ফ্রেশ হয়ে এসে একসঙ্গে খেতে বসে।
.
.
রাত দুটো,
সবাই ঘুমোলেও একজনের চোখে খুব নেই। তার ক্লান্ত চোখের দৃষ্টি এক মানবীকে দেখতে ব্যস্ত। কই আগে তো এমন অনুভূতি তার হতো না। তবে আজ কেন? আজ কেন এই চোখের তৃষ্ণা মিটছে না? কেন মন তার ভরছে না? এত কেন মায়া ঐ মুখশ্রীটাতে? এই মায়ায় তো আগে কখনও পড়েনি সে, তবে আজ কেন? নিজের প্রশ্নের কোনো উত্তর নৈরিথ খুঁজে পেল না। কেবিনের বাইরের স্বচ্ছ কাঁচ ভেদ করে তার দৃষ্টি ঐ প্রিয় মানুষটার উপর। যার ক্লান্ত মুখটাতে খুঁজে পেয়েছে সে একরাশ প্রশান্তি। খুঁজে পেয়েছে ভালোবাসা। নৈরিথ চোখ বুজে মিথিকে অনুভব করে। মনে পড়ে মিথির প্রথম আই লাভ ইউ বলার মুহুর্তটা।
তাদের প্রথম পরিচয় হওয়ার পর মিথিই নৈরিথকে প্রথম ম্যাসেন্জারে ম্যাসেজ দেয়। প্রথম প্রথম সবকিছু স্বাভাবিক থাকলেও একদিন মিথি হুট করেই বলে বসে আই লাভ ইউ। নৈরিথ ম্যাসেজ দেখে সঙ্গে সঙ্গেই মিথিকে কল দিয়েছিল। ইচ্ছে মতো বকেও ছিল খুব। কিন্তু মিথির পাগলামো কমলো না বরং সেদিন থেকে আরও বেড়ে গেল। কারণে অকারণে সে নৈরিথকে কল দিয়ে জ্বালাত। কত যে সে নৈরিথের বকা শুনেছে তার কোনো ইয়ত্তা নেই। তবুও জ্বালানো বন্ধ করেনি।
কথাগুলো ভাবতেই নৈরিথ হেসে উঠে। মিথির দুষ্টুমিগুলো মনে পড়লে বড্ড হাসি পায় তার। তবে মনের মাঝে এক দারুণ প্রশান্তিও পায় সে এটা ভেবে যে, এই মেয়েটা সত্যিই তাকে ভীষণ ভালোবাসে। যেই ভালোবাসায় কোনো স্বার্থ নেই, আছে শুধু একরাশ ভয়ানক তৃপ্তি। আর এই তৃপ্তিটাই সে এই ভালোবাসাকে ঘিরে মেয়েটার শতশত পাগলামী গুলোতেই খুঁজে পায়।
নৈরিথ মুচকি হেসে আগের জায়গায় গিয়ে বসে। নেহা ততক্ষণে ঘুমে বেহুঁশ। সিটে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে সে। মাথাটা বার বার পড়ে যাচ্ছে। নৈরিথ তার পাশে গিয়ে বসে নেহাকে তার বুকে জড়িয়ে নেয়। পৃথিবীতে নিজের পরে এই বোনটাকেই সে সবথেকে বেশি ভালোবাসে।
____________________
সবেই সূর্য উঠেছে হয়তো। বাইরে ঝাপসা ঝাপসা আলো। মিট মিট করে চোখ মেলে তাকায় মিথি। চেয়ে দেখে তার পাশেই তার মা ঘুমাচ্ছে। বাবা ঘুমাচ্ছে রুমের কোণে একটা সোফাতে। মাহি অন্য একটা বেডে আরামসে ঘুমিয়ে আছে। সে ওয়াশরুমে যাবে। কিন্তু একা যেতে পারবে না আবার মাকে ডাকতেও ইচ্ছে করছে না তার। গভীর ঘুমটা নষ্ট হয়ে যাবে বলে। সে আস্তে আস্তে করে উঠে বসে। পেটের সেলাইটাতে চিন চিন ব্যাথা করে উঠে তার। খুব কষ্টে উঠে দাঁড়ায়। এক পা এক পা করে ওয়াশরুমের দিকে যেতেই তাকে কেউ পেছন থেকে ধরে ফেলে। হঠাৎ চমকে উঠে সে। পাশে তাকিয়ে দেখে নৈরিথ। ঘুম ঘুম চোখ মুখে তার দিকে তাকিয়ে আছে। ক্লান্ত মাখা মিষ্টি এক চেহারা। নৈরিথ কপাল কুঁচকে বললো,
‘কোথায় যাচ্ছো?’
মিথি আমতা আমতা করে বললো,
‘ওয়াশরুমে।’
নৈরিথ তীক্ষ্ণ কন্ঠে বলে,
‘একা একা উঠলে কেন? আন্টিকে ডাকতে পারনি?’
‘মায়ের ঘুমটা ভাঙতে ইচ্ছে করছিল না। আর আমি একা একা পারবো যেতে।’
‘হ্যাঁ, সবকিছুই তো পারো তুমি। যাকগে আমি এখানে আছি তুমি যাও ভেতরে। আর শুনো ভেতর থেকে দরজা আটকানোর দরকার নেই।’
মিথি বড়ো বড়ো চোখ করে বললো,
‘কি?’
‘যা শুনেছো তাই। শরীর দুর্বল তোমার। বাথরুমে পড়ে টড়ে থাকলে দরজা ভেঙে ঢুকতে ঢুকতেই যা হওয়ার তা হয়ে যাবে। তাই বলছি, দরজা চাপিয়ে রাখো, আটকাতে হবে না।’
মিথির ভীষণ লজ্জা লাগলেও সে নৈরিথের কথাই শুনে। ওয়াশরুম থেকে বের হতেই নৈরিথ তাকে ধরে নিয়ে তার বেডে বসায়। তারপর বলে,
‘ঘুমাও তাহলে। আমি বাইরে আছি।’
নৈরিথ চলে যেতে নিলেই মিথি তার হাতটা চেপে ধরে। নৈরিথ তার দিকে ঘুরে তাকায়। তারপর কিছুটা কাছে এসে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বলে,
‘গেট অয়েল সুন ডেয়ার। অনেক কিছু বলার আছে তোমাকে।’
কথাটা বলেই সে মিথির হাত ছাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ে। মিথি খুশি হয়ে যায়। প্রচন্ড খুশিতে দুহাত মেলতেই তার আবারও ব্যথা লাগে। তবে এখন আর খুশির চোটে সেই ব্যাথা টেরই পায় না সে। নৈরিথ তাকে অনেক কিছু বলতে চায়। আর এই অনেক কিছু মানেই ভালোবাসার কথা। লজ্জায় দু হাত দিয়ে মুখ লুকায় সে। তারপর আস্তে করে বিছানায় শুয়ে পড়ে। আর মনে মনে ভাবতে থাকে সেইদিনটার কথা যেদিন নৈরিথ সত্যি সত্যিই তাকে ভালোবাসার কথা বলবে..
চলবে..