নতুন তুই আমি পর্ব-১২

0
1767

#নতুন_তুই_আমি
💜💜💜💜💜💜
Writer:Nargis Sultana Ripa.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
!
পর্ব:-১২………………………
!
রাতে ঘুম হয় নি তামান্নার।
এপাশ-ওপাশ করে কাঁটিয়ে দিয়েছে।অদ্ভুদ ধরনের অস্থিরতা কাজ করছিলো।
যা এখনো কেটে উঠে নি।
এদিকে তামান্নার মাও জেনে গেছে আজ ওরা বাইরে যাবে।
জানবেই তো সিয়ামের আম্মু তো সব কিছু শেয়ার করছে।আর ওরা ঘুরতে যাবে এটা না জানালে হয়!!
তামান্না লেপটপের সামনে বসে কিছু একটা করছিলো।
হঠাৎ করে লেপটপ টা বন্ধ হওয়ায় সামনের দিকে তাঁকায়।
“মাম্মাম!!!কি করলে এটা।বন্ধ কেনো করলে???”
“বেশ করেছি……”
“কাজ তো করছিলাম আমি….”
“হয়েছে আর করতে হবে না।তোমার কাজ মানেই তো স্টাডি রিলেটেড।এবার একটু অন্যকিছুতে মন দাও….”
“মাম্মাম!!……”
“জ্বী,মা।ঠিকই বলছি।কয়টা বাজে এখন??”
“এগারো টা চল্লিশ।কেনো??”
“তারমানে বারো টা বাজতে চললো।কখন কি করবি তুই??”
“মানে??কি করবো আমি?”
“বা রে।ভুলে গেছিস??
আজ না সিয়ামের সাথে বের হওয়ার কথা তোর??”
তামান্না লজ্জা পেলো একটু।তবে সেটা মায়ের সামনে প্রকাশ করলো না।
স্বাভাবিক গলায় বলল,
“সেটা তো বিকালে….আর এখন তো ভালোভাবে দুপুর ই হয় নি…..”
“আজব!!বিকালে তো বের হবে।তাঁর আগের তো নিজেকে গুছাতে হবে।”
“এতো আগে??”
“তুমি যাও,সাওয়ার নাও।সাওয়ার নিতেই তো এক ঘন্টা লাগবে তোমার।চুল কি শুকাবে তারপর??হেয়ার ড্রাইয়ারও তো ধরবে না চুলে।তাই আগে আগে গোসল টা তো করবে…..”
তামান্না কি বলবে??ওর মা তো ঠিক ই বলেছে।যা ঘন আর লম্বা চুল ওর শুকাতে শুকাতেই অনেক সময় দরকার।
“কি হলো???যাও….সাওয়ারে যাও…..তারপর খাওয়া দাওয়া করে আস্তে ধীরে রেডি হবে।”
“হুম….”
“হ্যাঁ।।।।আগে উঠ আর ওয়াশরোমে ডুক…..”
“ওহুহু,মাম্মাম যাচ্ছি তো টেনো না।ব্যথা লাগে হাতে….”
“ওরে আমার পুতুল রে।যাও তাড়াতাড়ি……”
কি আর করার।মায়ের হুকুম!!
তাই সাওয়ারে জন্য যেতে হলো তামান্নাকে।
সিয়ামেকে এখন সামনে পেলে একটা ঘাট্টা দিতো তামান্না।ওর জন্যই তো সব কাজ আগে আগে করতে হচ্ছে।
এমনকি সাওয়ার টাও।যেটা তামান্না দেড়টায় করতো আজ সেটা বারোটার আগেই।
“ধুর!!ভাল্লাগে না….”
বলেই সাওয়ার ছেড়ে ভিজতে শুরু করলো তামান্না।
!
ঘড়ির কাটায় ২.৩৬ বাজে।
তামান্নার ভাবী তামান্নাকে শাড়ি পড়িয়ে দিচ্ছে।
সিয়াম ঠিক যেই শাড়ি টার কথা বলেছিলো সেই শাড়িটাই পড়ছে তামান্না।
“নে শাড়ি পড়ানো হলো।এবার চুল……”
“আমি ঠিক করি চুলটা??শুধু তো আটকাবো।হিজাবই তো পড়বো।”
“আচ্ছা ঠিক আছে…..”
তামান্না চুলগুলো আঁচড়ে মাথার পেছনের দিকে ঘাড়ের সাথে লাগিয়ে খোপা করে নিলো।উচুঁ করে চুল বাঁধতে একদম ভালো লাগে না ওর।
হিজাব পড়ে সব সময় তারপরও চুল নিঁচু করেই বাঁধে।
“কোন হিজাব টা পড়বি??”
“কোনটা পড়বো??”
“তোর কাছে কোনটা ভালো লাগে???সাদা টা ই তো বেটার হবে যেহেতু শাড়ি কালো…….”
“আচ্ছা দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি,সেদিন মাম্মামের সাথে গিয়ে কয়েকটা কিনেছিলাম….সাদাও আছে সেখানে……”
!
সবগুলো থেকে বেছে সুরমা রঙের একটা সুন্দর হিজাব নজরে আসলো ভাবীর।
হাতে নিয়ে বলল,
“উমম….এটা পড়।খুব আনকমন এটা…..সাদার চেয়েও ভালো…….”
“ওকে….পড়িয়ে দাও…..”
তামান্নাকে হিজাব পড়ানোর সময় ফোন টা বেজে উঠে তামান্নার।
ভাবী স্ক্রিনে তাঁকিয়ে দেখলো সিয়াম কল করেছে।
“কি রে…ফোন টা ধর….”
“পড়ে কল ব্যাক করে নিবো…”
ভাবী হাঁসলো।কিছু না বলে তামান্নাকে সাজানোতে মন দিলো।
সব কাজ শেষে তামান্নাকে নিজের দিকে ঘুরিয়ে বলছে,
“ইশশশ!!নজর লেগে যাবে তো আমার ননদিনীর দিকে……”
“উমমম…মোটেই না…..”
“বিশ্বাস কর।আয় দেখ…..”
আয়নার দিকে ঘুরিয়ে দ্বাড় করালো তামান্নাকে।
তামান্না দেখছে নিজেকে।
আসলেই বেশ সুন্দর লাগছে তাঁকে।সচারচর তো শাড়ি পড়েই না।
এই দু-দিন ই যা পড়লো।
তবে আজকে বড্ড নতুন লাগছে দেখতে।
“কি রে??নিজেকে চিনতে পারছিস তো??”
“ভাবী!!তুমি যতটা বলছো ততটা না।তোমাকে তো শাড়িতে এর চেয়েও বেশী সুন্দর লাগে……”
“কিহ!!!!বাবা রে বাবা।হয়েছে তোর আর বলতে হবে না।তাড়াতাড়ি কল ব্যাক কর তোর সিয়ামকে।আমি আমার ছেলেকে দেখি গিয়ে…..”
তামান্নাও দুষ্টুমি করে বলল,
“হুমমম…শুধু তোমার ছেলেকেই দেখো না। আমার জেঠি মনির ছেলে টাকেও দেখো একটু…..”
“তবে রে পাকনী।মাইর খাবি একটা……”
“ওকে বাবা!!মাইর দিও পরে।আগে তো যাও……”
!
সিয়ামকে কল ব্যাক করলো তামান্না।
কেমন একটু নার্ভাস লাগছে!!
তা ছাড়া ভাবী কি বলে গেলো??’
তোর সিয়াম!!!’
ভাবতেই পারছে না তামান্না।
সিয়াম নাকী তাঁর।
সমস্ত ভাবনা গুলো জেনো গুলিয়ে যায়।যখন ভাবনায় সিয়াম থাকে।
“হ্যালো…..কথা বলছিস না কেনো???”
সিয়ামকের ফোনের ওপাশ থেকে আসা ধমকে ধ্যান ভাঙ্গে তামান্নার।
কিন্তু কোথায় গিয়ে যে কি ভাবছিলো তামান্না??সেটার হদীস সে পাচ্ছে না।
সিয়াম আবারও ওপাশ থেকে ঝাঁঝালো গলায় বলে উঠলো,
“দেখ…এবার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে।কখন থেকে আমি ‘হ্যালো,হ্যালো’ করছি।শুনতে পাস না নাকী???”
তামান্না হন্তদন্ত হয়ে জবাব দিলো,
“হ্যাঁ…হ্যালো….”
“এতক্ষণে তোর মুখে বুলি ফুটলো তাহলে??”
“এটা কোন ধরনের কথা।আমার মুখে বুলি তো সব সময় ফুটে….”
“হুম ফুটে।যতসব আজাইরা বুলি ফুটে।কতক্ষণ যাবত কথা বলছি কানেই উঠে না তোর….”
“ওফফফ…আমি ভেবেছিলাম তুই কল ধরিস নি এখনো…”
“হুম ছাতা ভাবো তুমি আমার??”
এই যা সিয়াম যে ‘ছাতা’ বলে ফেললো।তামান্নারও তো রাগ উঠবে এবার…..
“সিয়াম!!!!!হারামি,কুত্তা,বিলাই,ইন্দুর,চামচিকা,কচ্ছপ তুই আমাকে কেনো এভাবে বলছিস??হ্যাঁ???কিসের ছাতা???”
“ওহ্ সিট।থাম….যতসব।
মুখ খুললে আর বন্ধ করার নাম নেয় না।যতসব!!…..”
“হ্যাঁ,আমি তো যতসব ই।
শোন,আমি যাবো না তোর সাথে।তুই কোথায় যাবি একাই যা……”
সিয়াম তো স্টপ।যাবে না নামে কি!!বললেই হলো যাবে না???
ছেলে টা আজ কত্ত স্মার্টলি এসেছে সাথে নিজের এক্স-ডব্লিও কার,যেটা যখন মন খুব বেশি চায় বের করে।
তা না হলে বাসে-ট্রাৃমে বা মায়ের গাড়ি টা নিয়েই বের হয়।
আর আজ কত শখ নিয়ে বের হয়েছে।সেখানে তামান্না না বললেই সে শুনবে নাকি!!!
“ঐ…..চুপ।বেশী ভাব ধরবি না।আমি বাসায় কাছাকাছি এসে গেছি প্রায়।বের হ জলদি….”
“আমি পারবো না……”
“তামান্না।আমাকে যদি বাসায় ঢুকতে হয় না??

লেখিকার গ্রুপ : https://facebook.com/groups/646951215765318/

সেরা সব গল্পের লিংক পেতে :https://www.facebook.com/SeraGolpo500/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here