পুনম পর্বঃ০৩

0
1799

#পুনম
#আয়েশা_সিদ্দিকা।
পর্বঃ০৩

রাজু হন্তদন্ত হয়ে ছুটে আসছে তার তানভীর স্যারের রুমের দিকে।এখন ভোর পাঁচটা,এই টাইমে তার স্যারের কি এমন জরুরি কাজ আল্লাহ জানে? রাজু তানভীর স্যারের ফোন পেয়েই চলে এসেছে কোন রকমে। না দাঁত ব্রাশ করতে পেরেছে না সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে পেরেছে। এখন উভয়ের প্রয়োজনীতা অনুভব করছে।

ব্যলকোণের ডিভানে আধশোয়া হয়ে ভোরের আকাশ দেখছিল তানভীর। রাজুকে রুমে ঢুকতে দেখে বললো,
—– রাজু তুমি ভোর সাড়ে ছয়টার মধ্যে এই ঠিকানায় একটা ফুলের তোড়া পাঠাবে।সাথে এই চিরকুট টা।আর ফুলের তোড়াটা দেখার পর কি রিয়াকশন হয় তার? আমাকে মেসেজ করে সব আপডেট জানাবে।

রাজু স্টাচু হয়ে গেছে স্যারের কথা শুনে, শেষ পর্যন্ত কি তার স্যার পাগল হয়ে গেলো।এই সাত সকালে তাকে ডেকে ফুলের তোড়া পাঠাতে বলছে।এত সকালে ফুলের দোকান খোলা পাবে কিনা কে জানে? তানভীর আবার বললো,
—-রাজু প্রোপার টাইমে তুমি তোড়াটা পাঠাবে। আর অবশ্যই খেয়াল রাখবে যেন ফুল গুলো গোলাপ আর বেলি হয়।
রাজুকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তানভীর আবার বললো,
—–কি হয়েছে রাজু?কথা বলছো না কেন?
রাজুর এখন কাঁদতে মন চাচ্ছে। কথা বললেই স্যার তার মুখের দুর্গন্ধ টের পাবে কেননা স্যার ডিভান থেকে উঠে রাজুর সামনে এসে দাঁড়িয়েছে। তার উপর আবার পেটে চাপ বোধ করছে বাথরুমে যাওয়া এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে, না হলে কেলেঙ্কারি বেধে যাবে। রাজুর সমস্যা আছে, ও এইসব বিষয় কখনো চেপে রাখতে পারেনা।মুখে হাত দিয়ে বললো,
—–ইয়েস স্যার আমি এখনই যাচ্ছি। টাইমের একটু হেরফের হলে তার জন্য এখনই স্যরি স্যার।… বলতে বলতে রাজু দৌড় লাগালো।
দরজার কাছে যেতেই রাজুকে আবার দাঁড়াতে বললো তানভীর।
—— আমার গাছের সবচেয়ে সুন্দর ফুল তুলে তোড়া করবে।আর আমার জন্য সবসময় এমন চাপের উপর থাকবেনা, আগে নিজের কাজ তারপর অন্যের কাজ। তোমাকে যে বেতন দেয় তার জন্য এভাবে চাপে থাকবে। ঠিকাছে? বলে…. তানভীর কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়লো এখন সে ঘুমাবে কেননা সারারাত সে জোছনা বিলাস করেছে।

রাজু আবার দৌড় দিলো তার হাতে দেড় ঘন্টা সময়, এর মধ্যে তাকে দাঁত ব্রাশ করতে হবে, না আগে বাথরুমে যেতে হবে,ফুল তুলে তোড়া করে জায়গা মত পৌঁছাতে হবে।হায়! হায়! বাথরুমেই তো তার আধাঘন্টা লাগে। রাজুর এই কথাটা বার বার মনে হয়, পি এ হওয়া সবচেয়ে কঠিন কাজ!

*****
মেইন দরজায় কে যেন অনবরত কড়া নাড়ছে।থামার কোন লক্ষণ নেই। পুনম ঘাড় উঠিয়ে ঘড়ির দিকে চেয়ে দেখলো ছয়টা বাজে।এই সময় কে আসতে পারে?মানুষ বিরতি নিয়ে দরজায় নক করে। এখন যে কড়া নাড়ছে সে হয় ভিক্ষুক না হয় সুমন ভাই। আর এত সকালে ভিক্ষুক আসবে না। তাই পুনম ৯৯.৯% নিশ্চিত হয়ে বলতে পারে সুমন ভাই এসেছে। এই ব্যক্তির আর কিছু থাকুক আর না থাকুক অসীম ধৈর্য্য আছে।ওয়াশ রুমে পানি পড়ার শব্দ হচ্ছে।বিছানায় তাকিয়ে দেখে লাবন্য হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে তার মানে সেজো আপা ওয়াশরুমে। পুনম এলো চুলগুলো হাত খোপা করে বালিশের পাশ থেকে ওড়না উঠিয়ে গায়ে জরিয়ে রুম থেকে বের হলো।

দরজা ওপারে এলোমেলো চুলে মলিন চেহারায় সুমন ভাই দাঁড়িয়ে আছে। বার বার মাথার চুল গুলো পিছনে ঠেলছে আবার তা পুনরায় সামনে এসে পড়ছে।সুমন ভাই শ্যামলা রঙের উচ্চতায় পাঁচ ফুট সাত ইঞ্চি। শরীর হালকা পাতলা গঠনের। আর একটু সাস্থ্য হলে মানাতো। ছোট ছোট চোখ গুলো হাসলে আরো ছোট হয়ে যায় তখন তাকে একদম বেবিদের মত নিষ্পাপ মনে হয়। সম্পর্কে বড় আপার চাচাতো দেবর।থাকে বড় আপাদের সাথেই।এখনো হাসি মুখে দরজার ওপারে দাঁড়িয়ে আছে।
—-গুড মর্নিং পুনম। ঠোঁটে হাসি চোখে দ্বিধা নিয়ে বললো
সুমন।
—–কি করে গুড মনিং হবে বলুন তো সুমন ভাই?সকাল সকাল ঘুমের দুপুর বানিয়ে দিলেন।তা এত সকালে কোথা থেকে এলেন?
——ইয়ে পুনম, আসলে হয়েছি কি কাল একটা ইন্টারভিউ ছিল।ইন্টারভিউ শেষ হতে হতে রাত হয়ে গেলো। কোন গাড়ি পাচ্ছিলাম না ফেরার জন্য তাই আরকি।
—-আপনি তাহলে এখন এসেছেন কেন? রাতে কই ছিলেন?
সুমন ইতস্তত করে বললো,ইয়ে মানে বাহিরে।
পুনম অবাক হলেও প্রকাশ করলো না। এই লোক কাল সারারাত তাদের বাসার সামনে থেকেছে অথচ বাসায় আসেনি।
—–এখন আসলেন কেন?
—-আসলে পুনম অত রাতে তোমাদের ডিস্টার্ব করতে চাইনি। আর বড় ভাইজান বা কি ভাববে,বল?আর এখন ভাবলাম যাওয়ার আগে একবার তোমাদের সাথে দেখা করে যাই।
এরপর কাচুমাচু করে বললো, এছাড়া আমার খুব খিদেও পেয়েছে। হাতে যা টাকা আছে তা দিয়ে হোটেলে খেলে আমি ফিরতে পারবো না।আমি কি ভিতরে আসবো?

পুনম দরজা থেকে সরে দাড়িয়ে বললো,সুমন ভাই আপনি হাত মুখ ধুয়ে টেবিলে আসুন আমি খাবার দিচ্ছি। আর এতক্ষণ যা বললেন তা সত্য হলেও সবচেয়ে বড় কথাটা আপনি লুকিয়ে গেছেন। আর জানেন তো সুমন ভাই, আমি আবার মিথ্যে আর লুকানো কথা খুব সহজে ধরে ফেলতে পারি।
এই শীতল ভোরেও সুমনের কপাল ঘেমে ওঠেছে কথাটি শুনে। পুনম কি জাদু জানে মনের কথা পড়ে ফেলবার?তাহলে তো সর্বনাশ!

রাতে অনেকক্ষণ সবাই জেগে থাকার ফলে বাড়ির সবাই ঘুমাচ্ছে।খাবার টেবিলে ওরা চারজন খাবার খেতে বসেছে। নিয়াজ উদ্দিন, পাবনী,সুমন ভাই আর পুনম। নিয়াজ সাহেবের সুমন ছেলেটাকে ভীষণ ভালো লাগে। ছেলেটা তার বড় জামাইর মত অহংকারী আর নাক উচু স্বভাবের নয়।দেখা হলেই কি সুন্দর সালাম দিয়ে আদবের সাথে কথা বলবে।আর তার বড় জামাই তার সাথে কথা বলে যেন সে নিজে তার কর্মচারী। পাবনী খাচ্ছে আর খাবার পরিবেশনও করছে।আর পুনম চুপচাপ খাচ্ছে। চালের রুটি বাসি হলে তার খুব পছন্দের। গোসের ঝোলের সাথে মেখে খুব আয়েশ করে খাচ্ছে। নিয়াজ সাহেবের দেখে খুব ভালো লাগছে।মেয়েটা কি আরাম করে খাচ্ছে। সে আর একটা রুটি ছিড়ে পুনমের প্লেটে দিলো। এরপর সুমনকে জিজ্ঞেস করলো,
——- তা বাবা তোমার ইন্টারভিউ কেমন হলো?
সুমন খেতে খেতে জবাব দিলো,
—– আংকেল ভালো হয়নি।যা জিজ্ঞেস করেছে তার উত্তর দিতে পারিনি।মার্কেটিং জবে ভুটানের,ইন্দোনেশিয়ার প্রধান মন্ত্রীর নামের কি প্রয়োজন? বুঝলাম না।
—–সুমন ভাই আমাদের মত বেকারদের জন্য টিউশনি হচ্ছে আশির্বাদ স্বরূপ। আপনি টিউশনি কেন করান না?খেতে খেতে জানতে চাইলো পুনম।
—-পুনম আমি মেধাবী বা এভারেজ ছাত্র নয়।আমি হলাম একেবারে নিম্নবর্গের মোটামুটি ছাত্র। জাস্ট লোক দেখানো পড়াশুনা ছোটবেলা থেকে বরাদ্দ ছিল আমার জন্য। এছাড়া আমি স্টুডেন্টদের বুঝাতে পারিনা। একমাসও টেকে না আমার টিউশনি।

—–বাবা শোনো, সবারই জীবনে এইম ইন লাইফ থাকে। সুমন ভাইয়ের এইম ইন লাইফ হলো বিয়ে করা।আমি নিশ্চিত সে চাকরী খুঁজে একমাত্র বিয়ে করার জন্য।
পুনমের কথা শুনে তার বাবা হেসে দিলেও সুমন বেশ বড় সড় বিষম খেলো। পাবনী ব্যস্ত হয়ে পানি এগিয়ে দিয়ে মাথায় আস্তে আস্তে চাপড় দিতে লাগলো। তাতে সুমন ভাইয়ের বিষম খাওয়া কমলো না বরং আরো বেড়ে গিয়ে খুক খুক করে কাশতে লাগলো।

পুনমের খাওয়া শেষ হতেই কলিং বেলে বেজে উঠলো।পুনম দরজা খুলতে যেতে যেতে সুমন ভাইকে উদ্দেশ্য করে বললো,
—–সুমন ভাই মেরুদণ্ডহীন মানুষ কোন কাজের না। মেরুদণ্ড সোজা করে চলতে শিখুন।দরকারে হলে রিকশা চালান তবুও গোলামী ছেড়ে দিন।
পুনম আজকে ক্লাস যাবে না একটা ইন্টারভিউ আছে। সেখানে কোন দেশের প্রধানমন্ত্রীর নাম সুধায় কে জানে? ভাবতে ভাবতে দরজার কাছে চলে গেলো।

দরজা খুলে দেখলো মি.তানভীরের তথাকথিত পি এ রাজু কে একটি ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে আছে । পুনমকে দেখতে পেয়ে বলে উঠলো,
—- আপু ফুলের তোরা দেয়ার কথা ছিলো সাড়ে ছয়টার মধ্যে এখন বাজে ছয়টা সাতচল্লিশ এর জন্য আমি খুবই দুঃখিত।
পুনমের সাথে কেন সবসময় গাধাদের দেখা হয় পুনম জানে না।এত সকালে কেউ ফুলের তোড়া পাঠায়? রাজুকে খুবই বিরক্ত দেখাচ্ছে, ফুল আর চিরকুট পুনম না নেওয়া পর্যন্ত সে এখান থেকে নড়তে পারছেনা। তার আবার প্রকৃতির ডাক পড়েছে।মনে হয় পেটে গন্ডগোল বেঁধেছে।কাল রাতে কি খেয়েছিল তা মনে করতে পারছেনা রাজু। খুবই বাজে অবস্থা!
—-ওয়াও, এতগুলো ফুল।নয়াপু এগুলো কে দিলো তোমায়? কি সুন্দর ঘ্রাণ বলে… লাবন্য ফুলগুলো রাজুর হাত থেকে নিয়ে নিলো। রাজুর এখন মরণ অবস্থা! কার জন্য আনলো আর কে নিলো? মেয়ে মানুষ মানেই ঝামেলা।কোন কমনসেন্স থাকে না এদের। রাজু চটজলদি লাবন্য এর হাত থেকে তোড়া নিয়ে পুনম কে উদ্দেশ্য করে বললো,
—-এগুলো আপনার আপু।
পুনম অবশ্য ফুলের তোড়া হাতে নিলনা।রাজুকে বললো লাবণ্যকে দিতে আর চিরকুটটা পুনম হাতে নিয়ে বললো,
—–লাবু এগুলো তোর।আর ইনি হলো ফুলের দোকানের কর্মচারী।আমি ফুল গুলো তোর জন্য আনিয়েছি,আজ তুই সন্ধ্যায় ফুল দিয়ে সেজে আমাদের সকলকে নিত্য পরিবেশন করে দেখাবি।
লাবণ্য খুশিতে ফুলের তোড়া নিয়ে দুলতে দুলতে ভিতরে চলে গেলো। রাজুর এখন কান্না পাচ্ছে। কোন সকালে কাঁটার গুতো খেয়ে কত কষ্ট করে ফুলের তোড়া যার জন্য বানালো সে একটু ছুঁয়েও দেখলো না।তার স্যারের গাছের এত সুন্দর ফুলও নষ্ট হলো আর সে নিজে ফুল বিক্রেতা হিসাবে ঘোষিত হলো। রাজু রাগে হন্তদন্ত হয়ে বেড় হয়ে গেলো সে আর এই আজব মেয়েটার সাথে কথা বলবে না।

পুনম চিরকুটটা তখন আর পড়লো না। সকাল নয়টায় যখন ইন্টারভিউ এর উদ্দেশ্য বের হয়ে রিকশায় উঠলো তখন চিরকুটটা পড়ল।

“পুনমি”
কাল আমি তোমায় একটা ভুল কথা বলেছি।আমার তোমায় বেয়াদব বলা উচিত হয় নি।তার জন্য আমি দুঃখীত।আমি দুঃখীত স্বরূপ ফুলের তোড়া তোমার জন্য পাঠালাম। তবে আমার বলা উচিত ছিল, পুনমি তুমি খুবই নিষ্ঠুর!
আর খুবই বুদ্ধিমতী। জানো তো, পৃথিবীতে সবথেকে বুদ্ধিমান বা বুদ্ধিমতীদের জীবনে সুখ থাকে কম।
সবচেয়ে সুখী হয় বোকারা।
এই পুনমি, তুমি একটু বোকা হলে কি খুব বেশি ক্ষতি হতো?

বিঃদ্রঃ আমার বাবা আমাদের পরিবারে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি,সে নিজেকে সুখী মনে করলেও সে আদতে খুবই অসুখী মানুষ।

চিরকুটের অপর পৃষ্ঠায় ছোট্ট করে লেখা, “এই পুনমি, আজ কি আমাদের দেখা হবে?”

চিরকুটটা পড়া শেষে পুনমি আকাশের তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। পুনম মনে মনে বললো,মি.তানভীর এতটুকু বুদ্ধিমতী না হলে এই সমাজে যে আমায় বাঁচতে দেবেনা!

চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here