পুনম পর্বঃ৩৩

0
1203

#পুনম
#আয়েশা_সিদ্দিকা
পর্বঃ৩৩

ঝুমা এক হাতে পেট ধরে আর এক হাত কোমরে রেখে হাঁটছে।ডেলিভারির বেশিদিন বাকি নেই।হাতে গোনা বিশ পঁচিশ দিন।জামাল খাচ্ছে আর গোল গোল চোখে তাকিয়ে বউ কে দেখছে।বড় সর সাইজের লাড্ডু মনে হচ্ছে তার বউকে!গাল দুটো ফুলে টমেটো হয়েছে।পেটটা এতটা ফুলেছে যে জামালের সন্দেহ হচ্ছে পেটের ভিতরে দুইটা বাচ্চা আছে!ঝুমা বার বার ঘেমে যাচ্ছে। সকাল থেকে তিনটা মেকসি অলরেডি চেইঞ্জ করছে।এখন আবার ঘামছে! জামাল পানির গ্লাস ঝুমার মুখের সামনে ধরলো,যে হারে বউ ঘামছে আবার না পানি শূন্যতা দেখা দেয়।ঝুমা বিরক্ত নিয়া বলে, “বাবুর আব্বু সরো তো।আমি পানি খাবো না।এমনিতেই সারাদিনে পঞ্চাশ বার ওয়াশ রুমে যাওয়া লাগে।”

জামাল তারপরও জোর করে পানি ধরে রাখে ঝুমার মুখের সামনে।সেইসময় মরিচা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে বলে, ” নিন মাইজা আফা ধরেন আফনার নেপতানি।হাছা কইরা কনতো আফা নেপতানির মধ্যে আমনে কি পাইছেন?”

ঝুমার মরিচার কথার দিকে মন নেই।সে ঝটপট নেফতানির প্যাকেট খুলে ঘ্রাণ শুঁকে। জামাল অসহায় চোখে কতক্ষণ বউর দিকে তাকিয়ে থেকে কারখানার উদ্দেশ্যে বের হয়ে যায়!ঝুমার ইদানীং দুটো সমস্যা দেখা দিছে সারাদিন হাতের মুঠোয় নেফতানির দানা রাখবে।আর একটু পর পর ঘ্রাণ শুঁকবে। আর একটু পর পর সরিষার তৈল খাবে।কারো বারণই শোনেনা।জামালের চিন্তা হয় তার বাচ্চাটা না আবার নেফতানি গন্ধ নিয়া পৃথিবীতে আসে!

**********

পাবনী কাঁদছে।ফিঁচফিচ করে কাঁদছে।ওড়না দিয়ে একটু একটু পর পর চোখের জল মুছতেছে।নাকের ডগা লাল হয়ে গেছে,চোখদুটোয় বর্ষার অশ্রুনীর।পাবনী আধা ঘন্টা ধরে কেঁদে চলছে….থামার কোন লক্ষন নেই।সুমন মুগ্ধ হয়ে দেখছে।এই গত আধা ঘন্টা সুমন পাবনীর কান্না নির্বাক হয়ে দেখেছে।তার ভালো লাগতাছে। তার জন্য কেউ কাঁদছে।এই বিষয়টা সুমনের কাছে আনন্দের, সুখের!পাবনী সুমনের জন্য কাঁদছে মানে সুমনের জন্য পাবনীর মায়া বা টান আছে। মেয়েরা হলো মায়াবতী! আর মায়াবতীরা তাদের মায়া কখনো লুকাতে পারেনা!

সুমন ঠিক করেছে আরো দশমিনিট পাবনীর কান্না দেখবে তারপর থামতে বলবে।প্রিয়মানুষের কান্নার মধ্যেও যে আলাদা প্রশান্তি আছে তা সুমন জানতো না।
ঠিক দশমিনিট পর সুমন বলে,
” পাবনী তুমি কাঁদছো কেন?”

এই কথা শুনে পাবনী আবার কেঁদে দেয়। পাবনীর নিজের কাছেও অবাক লাগছে।সে এতটা ইমোশনাল না।কিন্তু কেন জানি সুমন ভাইকে এভাবে অসুস্থ দেখে ভালো লাগছে না।মানুষটা এমনিতেই হ্যাংলা পাতলা তারউপর কারা যেনো মেরে হাতে পায়ে, মুখে চোখের কাছে জখম করেছে।যেখানে সেখানে ব্যান্ডেজ!এই মানুষটাকে এভাবে দেখে বুকের ভিতর কেমন সুক্ষ্ম যন্ত্রণা হচ্ছে।

” বললে না কাঁদছো কেন?”

” এমনিতেই!”…নাকটেনে বললো পাবনী।

” শুধু শুধু কাঁদে বোকারা। তুমি কি বোকা?”

” হুম।আপনার জন্য খাবার এনেছি।সকালে কি খেয়েছেন?”…..চোখের জল মুছে বলে পাবনী।

” কলা খেয়েছি শুধু।এসব কেন করতে গেলে?”

পাবনী টিফিন কেরিয়ার খুলে খাবার সাজাতে সাজাতে বলে, ” আপনি কি উঠতে পারবেন সুমন ভাই? হাত ধোয়ার পানি দিচ্ছি। খেয়ে নিন।”

” আমার হাতে ব্যথা পাবনী!”….চোখ মুখ কুঁচকে বলে সুমন।

“আপনার তো বাম হাতে জখম।”

সুমন কিছু না বলে চুপ হয়ে পাবনীর চোখের দিকে তাকিয়ে থাকে।পাবনী খুব সন্তপর্ণে নিঃশ্বাস ফেলে।হাত ধুয়ে ভাত মেখে খাওয়াতে শুরু করে। ছোট ছোট লহমা তুলে খাবার তুলে দিচ্ছে পাবনী সুমনের মুখে।সুমনের আনন্দে চোখে জল এসে যায়।এই পৃথিবীতে এই মেয়েটিই ওর আপন!সুমন তা জেনে গেছে।সুমনের চোখে জল দেখে পাবনী আশ্চর্য হয়ে বলে,
” একি সুমন ভাই আপনি কাঁদছেন কেন? কোথাও ব্যথা করছে?ডাক্তার ডাকি?

চোখে জল আর মুখে হাসি নিয়ে বলে সুমন,
” ডাক্তাররা কিসব দুই নম্বরি ঔষধ দেয় পাবনী।খালি চোখে জল এসে যায়!”

” পুনম ঠিকই বলে সুমন ভাই,আপনি মিথ্যে বলতে জানেন না।”…..বলে পাবনী নিজের ওড়না দিয়ে সুমনের চোখের জল আলতো হাতে মুছিয়ে দেয়।কিন্তু আবারো সুমনের চোখে জলে ভরে ওঠে। ছেলেদের কাঁদতে নেই,এ কথা ভুল!চরম ভুল!ছেলেরাও কাঁদে তা হোক গোচরে বা অগোচরে!

***********
নিয়াজ উদ্দিন বসে আছে তার বড় মেয়ের ঘরে।নিয়াজ উদ্দিন নিজের ভুল সংশোধন করে। না এটা তার বড় মেয়ের ঘর নয়।এই ঘর তার বড় মেয়ের স্বামীর ঘর।তার বড় মেয়ের ঘর হলে মেয়েটা আজ অনিশ্চয়তা ভুগতো না।আর না তাকে এতো অপমানিত হতে হতো। নিয়াজ উদ্দিনের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। এক মুহুর্তের জন্য মনে হয়,মেয়ের বাবা মা হওয়া অন্যায়।এই অন্যায়ের শাস্তি প্রতিটা কন্যা সন্তানের পিতা মাতা জীবদ্দশায় পেয়ে থাকেন!
কিছুক্ষণ আগে তিনি বড় জামাইয়ের পা ধরা খালি বাকি রাখেন নি।এতটা অনুরোধ করেছেন।নাতনি দুটোর মুখের দিকে তাকিয়ে হলেও ঝামেলা মিটিয়ে ফেলতে বলেছিলেন। কিন্তু হারুন তাকে চরম অপমানিত করে বলেছে, ” আপনার বড় মেয়ে হচ্ছে চরম লোভী। আপনার মেয়ের কথা বলছি কেন?আপনার পুরো পরিবারই তো লোভী। না হলে আমার ভাইয়ের পিছনে আপনার খোঁড়া মেয়েকে লেলিয়ে দেন? শুনুন বাবা, ঠান্ডা মাথায় বলছি।রুমাকে নিয়ে আমার সংসার করা সম্ভব না।তার উপর থেকে আমার রুচি চলে গেছে।তাই অযথা এসব বলে আমার সময় নষ্ট করবেন না।আসছেন থাকুন।কাজের লোকদের বলি ভালো মন্দ রান্না করতে খেয়ে বিদায় হোন। আর রুমা যদি যেতে চায় তবে তাকে নিয়ে যান।”

নিয়াজ উদ্দিন উঠে পড়েন। রুমা এসে সামনে দাঁড়ায়। মেয়েটাকে দেখে নিয়াজ চমকে যান।যে মেয়েটা সবসময় ভালো পোশাক গয়না পড়ে মাথা উচু করে কথা বলতো।আজ সে মেয়েটা এরকম জীর্ণ শীর্ণ হয়ে মাথা নুইয়ে রেখেছে।তার রুমা ছোট বেলা থেকে অহংকারী, স্বার্থপর।সবসময় নিজের ভালো আগে দেখেছে।এর জন্য তিনি সবসময় বকা ঝকা করতেন তাই বলে মেয়েটার সংসার ভেঙে যাক তা তো তিনি চাননি।

রুমা ছলছল চোখে বলে, ” বাবা আমি যাবো না।এই সংসারটা তো আমার।তবে তোমার জামাই এমন কেন করছে?বল না বাবা?”
নিয়াজ কি বলবেন ভেবে পেলো না।তার বুকে ব্যথা করছে।কপাল ঘামছে।তবুও নিজেকে স্থীর রেখে বলেন,
” মা এই সিদ্ধান্ত তোমার।এই ছেলে এই সংসার তুমি বেছে নিয়েছিলে তখনও আমি বাঁধা দেয়নি।আজ যদি ছেড়ে দাও তবু বাঁধা দিব না।আমি তোমাদের সবসময় সমার্থন করেছি।তাই বলবো যাই করো আমি তোমার পাশে আছি!”

রুমা বাবার কথায় হাউমাউ করে কেঁদে দেয়। কি করবে রুমা? তিলে তিলে গড়া সাজানো সংসার তার!আজ অনাহুত কারো আগমণে তা ভেঙে যাবে? নিয়াজ উদ্দিন ব্যর্থ পায়ে বাসা থেকে বেড়িয়ে আসেন।তার মনে হচ্ছে,এই সমাজে মেয়ে হয়ে জন্মানো পাপ,আর সবচেয়ে বড় পাপ হচ্ছে মেয়ের বাবা মা হওয়া!

*********
তারুণ কপাল কুঁচকে মোবাইলের দিকে তাকিয়ে আছে। মোবাইলে একটা ভিডিও চলতাছে।একটা মেয়ে পাহাড়ি সাজে শাড়ি পড়ে, খোঁপায় একগাদা ফুল,চোখে মোটা করে কাজল,ঠোঁটে গাড়ো লাল রঙ, হাতে রেশমি চুড়ি দিয়ে পাহাড়ি গানে নৃত্য করতাছে।মেয়েটাকে অনিন্দ্য সুন্দর লাগছে।চোখে মুখে চঞ্চলতা, ঠোঁটের কোণে দুষ্ট হাসি নিয়ে নৃত্য করছে।

বিহুরে লগন মধুরে লগন
আকাশে বাতাসে লাগিল রে…..

তারুণের এক মুহুর্তের জন্য মনে হলো, সে কোন শ্যামবতী নয় মায়াবতীকে দেখছে।মেয়েটির ভিডিওতে হাজার হাজার লাইক কমেন্ট পড়েছে একদিনের মধ্যে ।সবার এক মন্তব্য, এত স্নিগ্ধ একটা মেয়ের নৃত্য দেখে চোখ জুড়িয়ে গেলো।
কিন্তু তারুণের চোখ জুড়ালো না বরং ক্রোধ লাগলো।বিড়বিড় করে বলতে লাগলো, “লাবণ্য তোকে জঘন্য লাগছে,পাহাড়ি ভুতের মত জঘন্য! ”

***********
রাজুর বরফ ব্যাগ ধরে রেখেছে তানভীররে মাথায়।তানভীর নাক মুখ রাগে লাল হয়ে আছে।রাজুর হতাশ অবস্থা! তার স্যার সকালে গেলো শাহবাগ কি একটা কাজে আর আসলো রাগে জর্জড়িত হয়ে। কি কারণ জিজ্ঞেস করতেও ভয় লাগছে রাজুর।
তানভীর সোফায় শরীর এলিয়ে বসেছে।চোখে ভাসছে একটা দৃশ্য। পুনম সাকিবের কাঁধে হাত রেখে তার বাইকে বসে কোথাও যাওয়ার দৃশ্য। শরীর মন দুটোই পুড়ছে তানভীরের!পুনম নামের মেয়েটিকে অসহ্য লাগছে। তানভীর চোখ বন্ধ করে।হাতের মুঠ শক্ত করে চেপে ধরে কুশন!বিড়বিড় করে বলে, “আই উইল কিল ইউ পুনমি!আই উইল কিল ইউ! ”

**********
কিছুদিন পর,
সময় চলে সময়ের গতিতে। সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষ চলতে পারে না। সময়কে টেক্কা দিবার কি কোন যন্ত্র আবিষ্কার হয়েছে?
পুনম ফুটপাতে দাঁড়িয়ে আছে।তার টিউশনীতে যেতে হবে। অথচ মুষল ধারে বৃষ্টি নামছে।এই বৃষ্টি শীতের আগমনী বার্তা হয়ে এসেছে!ঢাকা শহরে একটু বৃষ্টি মানে হাটু সমান পানি। বৈশাখী ঝড়ের মত বাতাস হচ্ছে একটু পরপর!পুনম একবার ভাবলো টিউশনিতে যাবে না।তারপর আবার মন পাল্টে ফেলেছে।মানুষের মন আকাশের মতন!ক্ষণে ক্ষণে বদলায়! মাথার উপরে ছাতা থাকা সত্বেও বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। শাড়ি ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। প্রকৃতির এই বৈরীতা মন্দ লাগছে না পুনমের!

একটু পরই একটা সিএনজি এসে থামে পুনমের সামনে।সিএনজি থেকে মি.তানভীরকে বের হতে দেখে পুনম অবাক হয়।মি.তানভীরকে অন্যরকম লাগছে।সাদা পাঞ্জাবি পড়েছে সাথে কালো একটা চাদর গলায় ঝুলানো। বৃষ্টির পানি মি.তানভীরকে ভিজিয়ে দিচ্ছে। আশ্চর্য! এই বর্ষায় কেউ ছাতা ছাড়া বের হয়? এ লোক তো জ্বর বাঁধাবে।
তানভীর দ্রুত পায়ে পুনমের দিকে হেঁটে আসছে।বৃষ্টি তানভীরের সুঠাম দেহ ভিজিয়ে দিচ্ছে। মাথার চুল বেয়ে বৃষ্টির পানি এসো তানভীরের পুরষ্ট ঠোঁট ভিজিয়ে দিচ্ছে! পুনম অজান্তেই কয়েকবার ঢোঁক খায়!এই প্রথম পুনমের মনে হচ্ছে, “মি.তানভীর একজন আকর্ষনীয় পুরুষ! ” নিজের ভাবনায় নিজেই লজ্জিত হয় পুনম।ছি! কি নোংরা চিন্তা!

তানভীর এসে পুনমের ছাতার ভিতর দাঁড়িয়ে পড়ে সামনাসামনি ভাবে।এতটুকু ছাতা আবার মানুষ দুজন!দুজনেই ভিজে যাচ্ছে। পুনম যে হাতে ছাতা ধরে আছে সে হাতের উপর হাত রাখে তানভীর। বৃষ্টিতে ভিজা শীতল হাত।পুনমের রন্ধ্রে রন্ধ্রে কাঁপন ধরিয়ে দেয়।পুনম কয়েকবার চোখের পলক ফেলে।স্বপ্ন নয়তো?পুনমের চাহনি দেখে বুঝতে পারে তানভীর, পুনম পুরো শকে আছে।তাই তানভীর হেসে দেয়। গালো ভাজ পড়া রমনীমোহন হাসি!পুনম মনে মনে দোয়ায় ইউনূস পড়ে।এই মানুষটা হুটহাট এসে পুনমকে এলোমেলো করে দেয়।সেদিন অনুষ্ঠানে অচেনার ভান ধরে আজ আবার এতটা কাছে এসে দাঁড়িয়েছে কেন? কি মতলব আল্লাহ জানে?

তানভীর পুনমের পুরো শরীরে চোখ বুলায়।তানভীরের দৃষ্টিতে আজ শান্ত ক্ষীপ্রতা!পুনমের লতানো দেহে সবুজ শাড়ি যেন বৃষ্টিতে ভেজা নির্মল প্রকৃতি! কপালের সামনে ছড়িয়ে পড়া চুল গুলো বাতাসে উড়ছে।দুই ভ্রুর মধ্যখানের কালো তিলটার উপর বৃষ্টির ফোঁটা!উফফ! কি অসহ্য সুন্দর! ঠোঁট গুলো তিরতির করে কাঁপছে পুনমের! তানভীর মুগ্ধ চোখে সেই কাঁপন দেখছে।পুনমকে দেখে তানভীরের হৃদয়টা ভাঙছে।এই নিষ্ঠুর মেয়েটিকেই কেন ও ভালোবাসতে গেলো?

তানভীরের এলোমেলো দৃষ্টি পুনমকে ভয় পাইয়ে দিচ্ছে। তাই কাপাকাপা স্বরে বলে,” মি.তানভীর আপনার আবার জ্বর হয়নি তো?”
তানভীর ভারী স্বরে বলে, ” ছুঁয়ে দেখো! ”
পুনম মনে মনে অসংখ্য বার আল্লাহকে ডেকে ফেলেছে।এই ছেলে পাগল।আর আজ কেন যেন পুনমের নিজেকেও অচেনা লাগছে।কড়া করে কথা বলতে চাইছে কিন্তু কন্ঠনালীতে এসে আটকে যাচ্ছে!

তানভীর ছাতাটা নিজের হাতে নিয়ে আর এক হাতে পুনমের হাত ধরে।পাঁচ আঙুলের ভিতর লক করে নিজের আঙুল।তানভীরের স্পর্শে পুনম আবার কেঁপে ওঠে।
পুনম হাত ছাড়াতে নিলে আরো শক্ত করে চেপে ধরে তানভীর! পুনম রাগে কিড়মিড়িয়ে বলে, “হচ্ছে কি এসব? হাত ছাড়ুন বলছি।”

তানভীর পুনমের চোখের দিকে পূর্ণদৃষ্টিতে তাকিয়ে বলে,
” পুনমি তুমি ভয় পাচ্ছো?

” কখনো না।”…দাঁতে দাঁত চেপে বলে পুনম।

” রাগের অভিনয় হচ্ছে না ঠিক মত পুনমি।”…. বলে আবার সেই ভাঁজ পড়া হাসি দেয় তানভীর।

পুনম নিজেকে শান্ত করে।আসলেই পুনম কেন যেন চেয়েও রাগতে পারছে না।অথচ ওর এখন ভয়ংকর রাগার কথা।রাস্তায় বসে তানভীরের এসব কর্মকান্ডের জন্য দু একটা কঠিন কথা বলা উচিত কচ্ছপটাকে।কিন্তু পারছে না।পুনমের নিজের স্বত্বা নিজের সাথে বেইমানি করছে!
তানভীরের গমগমে স্বরে পুনমের ধ্যান ভাঙে।তানভীর বলেছে, ” চলো!”
পুনম তানভীরের হাতের দিকে তাকায়। তারপর বলে,
” আমি কোথাও যাবো না মি.তানভীর। কোথাও না!”

” তুমি যাবে পুনমি।তুমি যাবে। আমি কথা দিচ্ছি আজকের পর আর তোমায় বিরক্ত করবো না কিন্তু আজকে তুমি যাবে।”

” আমি বাধ্য নই।আর কিসের এত দাবী আপনার আমার উপর? যখন যা মন চাইবেন তাই করতে আমি বাধ্য নই।”

“তুমি বাধ্য পুনম। তুমি বাধ্য! তোমার ভিতর যে পুনমি বাস করে সে বাধ্য আমার কথা শুনতে।আর সেখানে তোমার জোর চলে না।কেবল আমিই তার অধিকারী!”

” আর দাবীর কথা বলছো?…….বলে তানভীর ছাতাটা কাঁধের উপর রেখে দুহাতে পুনমের মুখটি তালুবন্দি করে।দুজেনর দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়।তানভীরের ভেজা নিঃশ্বাস আঁচড়ে পড়ে পুনমের সারা মুখে।বৃষ্টির ধ্বনি আর তানভীরের কন্ঠ মিলেমিশে একাকার হয়!তানভীর ঘোরলাগা কন্ঠে বলতে শুরু করে, ” আমি তোমাকে ভালোবাসি পুনমি!হ্যা আমি তোমাকে ভালোবাসি! আজ এই বৃষ্টি সন্ধ্যাকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকেই ভালোবাসি!
আমার ভালোবাসার দাবী তোমার উপর!তাই এত জোর!সব উপেক্ষা করা যায় কিন্তু ভালোবাসার দাবী উপেক্ষা করা যায় না, পুনমি! ”

পুনমের মনে হলো কাছেপিঠে কোথাও বজ্রপাত হয়েছে।এমন ভাবে চমকেছে।এতদিন আড়েঠাড়ে বললেও আজ তো নবাবপুত্র সরাসরি তার ভালোবাসার কথা বলছে।কি করবে পুনম?এই পাগল প্রেমিককে কি করে পত্যাখ্যান করবে? এত করুণ করে কেন ভালোবাসি বলছে? মায়া হচ্ছে তো পুনমের!

পুনমের এসব ভাবনার ভিতরেই তানভীর পুনমকে নিয়ে সিএনজিতে ওঠে।তানভীর দৃষ্টি রাস্তার দিকে রেখে পুনমের হাত ধরে বসে আছে।আর পুনম সেই তখন থেকে তানভীরকেই দেখছে।কোথায় নিয়ে যাচ্ছে? কি হচ্ছে? কিছুই ভাবতে পারছে না পুনম।বাহিরে বৃষ্টির তান্ডব বাড়ছে আর সাথে বাড়ছে পুনমের ভিতর অস্থিরতা! এত বৃষ্টিতো আগে কখনো হয়নি?তবে আজ কেন? বৃষ্টির জোরে সব কিছু অস্পষ্ট! পুনম চোখ বন্ধ করে।যা হবার হোক।
একঘন্টা চলার পর গাড়িটা থামে।তানভীরের হাত ধরা অবস্থাতেই পুনম নামে।যে ভাবে এই ছেলে হাত ধরেছে তাতে মনে হচ্ছে পুনম কোথাও পালিয়ে যাবে।

পুনম পুরোপুরি ভিজে গেছে।ভেজা শাড়িতে শরীরের সকল ভাঁজ স্পষ্ট! তানভীর নিজের চাদরটা খুলে পুনমের শরীরে পেচিয়ে দেয়।

দু পা চলতেই পুনম কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ে।এ কোথায় নিয়ে এসেছে তাকে তানভীর? পুনম প্রশ্নচোখে তাকালেও তানভীর তার গুরুত্ব দেয় না। পুনমের সামনের সবকিছু ঝাপসা দেখতে পাচ্ছে ।মাথা ঘুরাচ্ছে! এই ছেলে পাগল! নতুবা কি এখানে নিয়ে আসে?পুনমের পালাতে হবে।কিন্তু তানভীর কি তাকে পালাতে দিবে?আশেপাশে কেউ নেই!কেন আসলো? সেই প্রশ্ন পুনমকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। তানভীর হাস্যজ্জোল মুখে বলে, “চলো পুনমি।”
পুনম স্বপ্ন দেখছে না তো?কোন ভয়ংকর স্বপ্ন!
পুনম বড় বড় চোখে সামনের সাইনবোর্ড পড়ে।সেখানে স্পষ্ট লেখা….”কাজী অফিস”।

চলবে,

আল্লাহ জানে এই দুই আহাম্মকের মধ্যে কোন আহাম্মক স্বপ্ন দেখতাছে🥴🥴🥴

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here