প্রকৃত বান্ধবী শেষ পর্ব-

0
1331

Story :- প্রকৃত বান্ধবী (Real best friend)
Writer :- গল্পছোঁয়া (Jannat)
Part :- 06 (last part)

—–কিরে তোর কি হয়েছে। এখোনো রেডি হসনি কেন? ????
—-কিছুনা, ভালো লাগছে না।তুই যা, আমি যাবো না।
—–চুপ কর, তোকে যেতেই হবে।সব প্ল্যান করা হয়ে গেছে। by the way, তোর সাগরের সাথে দেখা হইছে তো???
——নাহ
——কেন, তুই না বললি সাগর তোকে ওর বাড়িতে ডাকছে।তাহলে হঠাত কি হলো? ?
——আমি প্রথমে রাজি হইনি তুই জানিসিতো।পরে ওকে কলে বললাম যে আমি রাজী।তারপর,,,
—–তারপর? ?,??
—–সাগর আমাকে ভুল বুঝছেরে।ও বলছে “””যে আমাকে বিলিভ করতে পারে না সে আমাকে আর কেমন ভালো বাসবে। সত্যিকারের ভালোবাসা থাকলে প্রথমেই রাজী হয়ে যেতে।ভাবার জন্য টাইম নিতে না”””” ইত্যাদি।
——[যাক, আমার প্ল্যান টা কাজে দিয়েছে]], ইশরে , তুই মন খারাপ করিস না।আমার সাথে চল, মন ভালো হয়ে যাবে। আর সাগর তো সাময়িক অভিমান করছে, সব ঠিক হয়ে যাবে।যা তারাতারি রেডি হ।বোরকা পরবি কিন্তু
—-হঠাত বোরকা পরতে যাব কেন? ??
—–‘ওহ হ্যা, মুখ আটকাবি কিন্তু।যাতে তোকে কেউ চিনতে না পারে।
—-কিসব বলছিস???
——যা বলছি তাই কর।বেশি কথা বলিস না।তোকে আজ একটা সারপ্রাইজ দিব।
——as your wish
,,,
,,,
,,
☆☆☆ পার্কে যাওয়ার পর☆☆☆
সাগর:- [মিলি আসছে না কেন]
নদী:- নীলা, কোথায় আনলি আমাকে? ??
নীলা:- তুই এখানে দাড়া।আর হ্যা তোর সামনে এখন যাইই হয়ে যাক না কেন আমি না বলা পর্যন্ত মুখ খুলবিনা।যা কিছু হবে চুপচাপ দাঁড়িয়ে দেখবি।আমার দিব্যি রইলো।
—–মানে????
—-নিজের চোখেই দেখিস।বাট আমার কথা টা মনে থাকে যেন ।আমি আসছি
—ওকে
নীলা:- হ্যালো আকাশ
সাগর:- তুমি এসে গেছো, জানো সেই কোখন থেকে ওয়েট করছি
—-সরি, একটু লেট হয়ে গেল
নদী:- [[আকাশ! !!!!কিন্তু এ তো সাগর। আর ও নীলার সাথে এভাবে কথা বলছে কেন, আমি কি যাব।না থাক, নীলা দিব্যি দিছে।
সাগর:- , মিলি আমি তোমাকে অনেক ভালবাসি। I ♡ U, I ♡ U . Please accept me.
নীলা:- বাট আমি তো কোনো রিলেশনে জরাতে……
নদী:- [সাগর নীলা কে মিলি বলে ডাকছে কেন।]
,,
,,
☆☆☆সাগর নীলা কে হাটু মেরে বসে এক থোকা লাল গোলাপ নিয়ে চেঁচিয়ে বলছে☆☆☆
সাগর:- I love you mili, I love you so much. আমি শুধু তোমাকেই ভালবাসি
নদী:- [omg, সাগর আমাকে ধোঁকা দিলো।না এটা হতে পারে না। I think, ও আমাকে রাগানোর জন্য চেষ্টা করছে।হয়তো পরিক্ষা নিচ্ছে এসব দেখে আমি কি বলি।]

নীলা:- কি করছো, ওঠো? ?
{{☆☆হাত তালি দিতে দিতে 26জন মেয়ের কাদতে কাদতে আগমন☆☆
টিনা, মিনা, সাথি, লিনা, রিনা, শিলা, ডলি, প্রিয়া, কবিতা, সাগরিকা, প্রিয়াংকা, সাদিয়া, রূপা, বৃষ্টি, মিষ্টি, সৃষ্টি, দৃষ্টি, নিলুফা, ডালিয়া, কেয়া, শিমুল, কামনা, ঈশিতা, ঊর্মি, হাবিবা, নুপুর:- তুমি এ কে ভালবাসো

নদী:- তোমরা কারা????
টিনা, মিনা, রিনা…………….­…হাবিবা, নুপুর:- ও আমার বয়ফ্রেন্ড
নদী:- what, you nonsense. !!!! সাগর আমার বয়ফ্রেন্ড
☆☆☆☆☆সবার মাঝে তুমুল ঝগড়া, ওই 26জন মেয়ের কাছে সাগরের নাম রাকিব, রেদোয়ান, আসিফ, নীল, রাজ, নিলয়, নাহিদ, নাঈম, তারেক, কাওসার, মালেক , সৈকত, রনি, রকি, দেলোয়ার, সায়ফুল, ইমন, সোহান, সোহাগ, মিজান, ফাহিম, জাহিদ, ফারুক, বর্ন, রুবেল, আশিক।☆☆}}
☆☆☆সবাই নিজেদের জানা নামগুলো ধরে চেঁচাতে লাগলো☆☆☆
,,
,,
নদী:- [[সাগর এরকম টাইপের ছেলে। ওর এতোগুলো নাম, তাহলে ওর রিয়েল নাম কি? ??]]
,,
,,
{{নীলা, নদীসহ বাকি সব মেয়েরা মিলে সাগর কে গনধোলাই দিতে লাগলো}}
সব মেয়ে:- ওই হারামজাদা, বল তোর আসল নাম কি???
সাগর:- আম আম আমম্মার আসসল নাম! !!! জানিনাহ্ জানিনাহ্ আমি।
সব মেয়ে:- ওরে হারামজাদা বদজাত, এতোগুলো নামের চক্কোরে নিজের নামটাই ভুলে গেছিস।রাসকেল, কুত্তার বাচ্চা।
নদী:- ওই জানোয়ার, নিজের আসল নাম বল তারাতারি।নাহলে……­.
সাগর:- আম আমার আসল নাম হলো আলিফ।
নীলা:- বেহায়া কোথাকার।
সাগর:- মিলি!!!!
নীলা:- sorry, I’m not Mili.My name is Nila.
সাগর:- what, তার মানে তুততুমিই নদীর
Best friend নীলা? ???
নীলা:- yes, finally you understand.
সাগর:- তাহলে এই মিলি নাম, I mean এসবের মানে কি? ???
নদী:- হ্যা হ্যা, নীলা সব বলতো। আমিও কিছু বুঝতে পারছি না।তোর এসব করার মানেটা কি, কিকরে হলো এসব????
,,,
, ,
,,,,
,,,
☆☆সব জানার পরে☆☆
নদী:- thank you very much. তুই আমার জীবন টা বাঁচিয়ে নিলি।শুরু আমি না বাকি সবার লাইফ টা বাঁচিয়েছিস তুই।
সব মেয়ে:- thank you Nila
নীলা:-it’s ok. এটা করা আমার কর্তব্য। by the way, এখন এই আলিফ কে নিয়ে আমরা কি করব।
নদী:- কি আবার, রাসকেল টাকে পুলিশের হাতে দে। অনেকের সাথেই ফিজিক্যাল রিলেশন করছে, অনেকের জীবন নষ্ট করছে।
নীলা:- নাহ নাহ, পাগল নাকি। এটা করা যাবেনা।
বাকি মেয়ে রা:- নীলা, তুমি না পারলে আমাদের বলো। আমাদের লাইফ তো এমনিতেই শেষ, এবার বাটপার টাকে আমরা দেখে নিচ্ছি।
নীলা:- না থাক, ওকে ছেড়ে দাও।শিক্ষা পাইলে ও আর কখোনো এমন করবে না। আর প্রত্যেক মানুষকেই জীবনে একবার হলেও সুযোগে দেওয়া উচিত।চল নদী
নদী:- কোথায়। যাব???
নীলা:- এখানে আর আমাদের কি কাজ,enough is enough. চল??
নদী:- তোর plan is successful. তুই সত্যিই আমার #প্রকৃত_বান্ধবী, আমার এতো ইগনোরের পরেও তুই আমায় ছেড়ে যাসনি,আমার ভালো চেয়েছিস।আমায় বাচিয়ে নিয়েছিস। seriously you are my #real_best_friend .let’s go,dost.We are going to our new life.
#####the_end#####

(জানি আপনাদের ভালো লাগেনি তাই রিভিউ এতো কম।যাইহোক যেকয়জন শেষ অবধি পরেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শিক্ষামূলক একটা গল্প ছিল এটা।তাই রি-পোস্ট দিলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য )

(কাল থেকে আমার পরিক্ষা, দোয়া করবেন সবাই। #dangerous_devil_love নিয়ে আবার ফিরে আসবো আপনাদের মাঝে ২২তারিখ রাতে ইনশাআল্লাহ.।ভালো থাকবেন সবাই, ভালোবাসা রইলো।আল্লাহ হাফেজ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here