প্রজাপতি উৎসব পর্ব-২৭

0
407

প্রজাপতি উৎসব
#প্রেমের_গল্প #প্রজাপতি_উৎসব
পর্ব ২৭ (কেবল এই পর্ব ১৮+)

জন্মনিরোধক পিল খেলে আমার শরীরে প্রচণ্ড প্রতিক্রিয়া হয়। রক্ত পড়তে থাকে, সহজে থামে না। আমার হরমোনাল সমস্যার কথা জেনেও মোহন আমার আমার বুকের উপর চেপে বসে আছে। এখন রাত দুটো। আমাদের বিয়ের মাত্র আড়াই মাস হয়েছে।

মোহনের বাঁধন থেকে আলগা হবার জন্য আমি হাত পা নাড়ছি। কিন্তু কোন লাভ হচ্ছে না। মোহনের গায়ের জোর আমার চেয়ে অনেক বেশী। মোহন বাঁ হাতটা সাঁড়াশির হয়ে আমার গাল দুদিক থেকে এঁটে ধরেছে। না চাইতেও আমার মুখ হাঁ হয়ে গেছে। ডান হাতে ধরা জন্মনিরোধক বড়িটা মোহন জোর করে আমার মুখে ঢুকিয়ে দিলো। তারপর ডান পাশের সাইড টেবিল থেকে একগ্লাস পানি আমার হা করা মুখে ঢাললো। কিছু পানি পেটে গেলো, কিছু পানি আমার শ্বাসনালীতে ঢুকলো, কিছু পানি গাল বেঁয়ে বিছানায় পড়লো।

ফুসফুসে পানি ঢুকে আমার এখন হেঁচকি আসছে। কিন্তু আমি হাঁচি দিতে পারছি না। কারণ মোহন আমার মুখ হাত দিয়ে চেপে বন্ধ করে রেখেছে, আমি যেন কন্ট্রাসেপ্টিভ পিল মুখ থেকে ফেলে দিতে না পারি।

আমার দম আটকে আসছিল, মনে হচ্ছিল শ্বাস বন্ধ হয়ে মরেই যাবো। জন্মনিরোধক বড়িটা গিলে ফেলার পর মোহন আমাকে ছেড়ে দেলো। আমি উঠে বসে জোরে জোরে হাঁচি দিলাম। আমার মাথাটা কেমন রক্তশূন্য হয়ে গেছে। রাগ আর অপমানে আমি দু হাত দিয়ে মুখ ঢাকলাম। কিন্তু সেটা কয়েক মুহূর্ত মাত্র। মোহন কাঁধে চাপ দিয়ে আবার আমাকে বিছানায় শুইয়ে দিলো। সিগারেটের প্যাকেট থেকে সেলোফিন সরানোর মত অযত্নে আমাকে উন্মুক্ত করলো। তারপর পাঁচ মিনিট ধরে ওর শরীরের তৃপ্তি মিটিয়ে পাশ ফিরে ঘুমিয়ে গেলো। আমার চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে, মোহন সেটা দেখেও গ্রাহ্য করলো না। একটু পর ওর নাক ডাকার শব্দ পাওয়া গেলো।

পরদিন ভোরে ঘুমে ভেঙ্গে দেখি মোহন নিজেই চা নিয়ে এসেছে। আমার দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললো,
-নাও, সোনামণি, চা খেয়ে নাও।

আমি বললাম,
-প্লিজ মোহন, আমার চা খেতে ইচ্ছে করছে না।

-প্লিজ মিষ্টি পাখি, চা খেয়ে নাও। আমি তোমার পায়ে পড়ছি।

মোহন অদ্ভুত চরিত্রের মানুষ। অন্যায় অপরাধ করে নিজেই কান্না কান্না ভাব করবে। প্রয়োজনে পা ধরে মাফ চাইবে। মনে হবে যেন দোষটা আমিই করেছি। অন্যের মনে মিথ্যে অপরাধবোধ ঢুকিয়ে দেয়ার ও একটা পাকা ওস্তাদ। মোহনের পায়ে পড়ার আরেকটা অর্থ আছে। আমি যদি ওর কথামত এখন চা না খাই তাহলে সে ভীষণ রেগে যাবে। কিন্তু এক ফোঁটাও রাগারাগি করবে না। জোর করে মুখ হা করিয়ে চা গিলিয়ে দেবে। মোহন না বলা একদম সহ্য করতে পারে না।

অথচ বিয়ের আগে এই মোহনকে দেখে মনে হয়েছে এত ভদ্র আর বিনয়ী মানুষ দ্বিতীয়টি নেই। বাইরে কাউকে বললে বিশ্বাসই করবে না মোহন কোন রকম অভব্য আচরণ করতে পারে। আমি চায়ে চুমুক দিতেই মোহন খুশী হয়ে বললো,
-এই তো আমার লক্ষ্মী সোনা, চাঁদের কণা। তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি রূপা। আমার জীবনের চেয়েও বেশী।

আমি ওর মিথ্যা কথার কোন উত্তর দিলাম না। মোহন বিস্কুটে কামড় দিয়ে বললো,
– প্রতি রাতে আমাকে কেন অমন করতে হয়, তুমি বুঝো না?

এবার কোন জবাব না দিলে মোহন ক্ষেপে যাবে। ছোট করে বললাম,
-কেন করতে হয়?

আমার পাল্টা প্রশ্নে মোহন বিরক্ত হলো। বললো,
-কেন করতে হয় এখনো বুঝো নাই? আমি বলি নাই তোমাকে পরিষ্কার করে?

-তুমি বলেছো তুমি বাচ্চা নিতে চাও না।

-এই তো, তাহলে না বুঝার ভাণ করো কেন? তুমি কি ল্যাবেন্ডিশ?

আমার মুখে বোধহয় একটা ম্লানিমার ছায়া পড়লো। মোহন সামান্য নরম হয়ে বললো,
-শোনো লক্ষ্মী সোনা, তুমি তো জানো তুমি আমার জান। শুধু চাই না এখুনি বাচ্চা নিয়ে আজাইরা ফেঁসে যেতে।

বাচ্চা না চাইলে ও নিজে কন্টাসেপ্টিভ নেয় না কেন? ও তো দেখে আমার কত ফিজিক্যাল রিয়েকশন হয়। এ কথা একবার বলেছিলাম, ও কোন শব্দনা করে আমার গালে চড় বসিয়ে দিয়েছিল। আমার শ্বশুর সাহেব অনুরোধ করেছেন মোহনকে নিয়ে কিছুদিন ধৈর্য ধরতে, মায়ামমতা পেলে নাকি পাথরেও ফুল ফোটে, মোহন নিশ্চয় আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তাই আপাতত দাঁতে দাঁত চেপে সহ্য করছি। মোহনের কথার উত্তরে না বলে পারলাম না,
-মনে আছে বিয়ের আগে বলেছিলে তুমি বাচ্চা কত পছন্দ করো?

মোহন ভ্রু কুঞ্চিত করলো। মোবালইটা টেবিলে রেখে জামার আস্তিন গুটাতে গুটাতে আমার দিকে কটমট করে তাকালো। আমার ভয় লাগলো ও বোধহয় খুব রেগে যাবে। অবশ্য এ কদিন সংসার করে বুঝে গেছি দিনের আলোয় ও কখনো রাগ দেখায় না। মানুষের কাছে ওর একটা ইমেজ আছে, সেটা সে কখনোই নষ্ট হতে দেবে না। মোহন আমার সামেন এসে মিহি স্বরে বললো,
-সোনামণি, খামোখা বুঝে না বুঝার ভাণ করো না। বিয়ে করার জন্য ছেলেদের অনেক হু হা করতে হয়। ভাও ধরতে হয়। এটাই কালচার। বিয়ের আগে আমি কত কথাই বলেছি, সব সিরিয়াসলি নিলে চলবে?

-মানে, তুমি ওগুলো মিন করোনি?

মোহন আমার প্রশ্নে বিচলিত না হয়ে বললো,
– আমি কি বোকা নাকি রাম ছাগল যে বিয়ের পরই বাচ্চা নিয়ে ধরা খাবো? বিয়ের প্রথম তিন বছর হলো ফুর্তি করার সময়।

-কিন্তু আমি তো তোমার সব কথা বিশ্বাস করেছিলাম।

-অত কিন্তু কিন্তু করো না রূপামণি। তুমি একটা ইনোসেন্ট মেয়ে। দুনিয়াদারির কিছুই বুঝো না। হুট করে ঝোঁকের বশে বিয়ে করে কনফিউজড হয়ে আছো। রিটেইল থেরাপি দিলে তুমি ঠিক হয়ে যাবে। চলো একটু বাইরে বেরিয়ে আসি।

মোহন যে রাতে গায়ে হাত বেশী হাত তুলে, তার পরদিন আমাকে দামী কিছু কিনে দেয়। কখনো পারফিউম, কখনো কাপড়। গিল্টট্রিট। ওর ভাষায় রিটেইল থেরাপি, যেন আমার কোন রোগের চিকিৎসা। আমি বললাম,
-কোথায় যাবে?

-আমি আর তুমি বসুন্ধরা মার্কেটে যাবো। খান ব্রাদার্সে খুব ভালো ইন্ডিয়ান শাড়ি এসেছে। তোমাকে দুটো শাড়ি কিনে দেবো। নাস্তা করেই বের হবো

আমাকে রেডি হবার আদেশ দিয়ে মোহন পাশের ঘরে গেলো। তিন মাস আগের মোহন আর এই মোহনকে আমি কোনভাবেই মেলাতে পারি না। বিয়ের আগের মোহন ছিল পারফেক্ট জেন্টলম্যান। ভুবন ভোলানো মিষ্টি হাসি দেখে বোঝার উপায় ছিল না ওর মাঝে কোন নিষ্ঠুরতা থাকতে পারে। ভেবেছিলাম যার হাসি এত সুন্দর তার মনটা নিশ্চয় আরও সুন্দর। ও যখন বিয়ের প্রস্তাব করেছিলো, আমি প্রথমে রাজি হইনি। কিন্তু রঞ্জনের আসল চেহারা তখন বের হয়ে আসছিল। ওদিকে মার অসুস্থতায় মোহনের ফেরেশতার মত ভূমিকা দেখে আমার মন দ্রবীভুত হয়ে গেলো। মোহন বলেছিল আমাকে না পেলে আর কাউকে বিয়ে করবে না। কেউ আমাকে চাপ দেয়নি, নিজের সিদ্ধান্তে বিয়ে করেছি। কিন্তু বিয়ের পর দেখছি এই লোক ক্ষণে ভালো, ক্ষণে খারাপ। এখন সহ্য করা ছাড়া উপায় কী?

সেদিন বসুন্ধরায় গিয়ে মোহন সত্যি সত্যি আমাকে দুটো শাড়ি কিনে দিলো। আমার না, ওর পছন্দ মত। দোকান থেকে ফেরার পথে মোহন বললো,
-চলো ফুড কর্নারে গিয়ে চটপটি খাই।

ওই মুহূর্তে মনে হলো মোহন খুব ডমিনেটিং, কিন্তুএকটু মায়ামমতা দিলে ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আমরা যখন ক্যাফেতে চটপটি অর্ডার করে বসে আছি তখন সামনের টেবিল থেকে একটা মেয়ে উঠে এলো। মোহনেরর দিকে তাকিয়ে মেয়েটি বললো,
-মোহন, কতদিন পর দেখা, কেমন আছো?

মোহন সামান্য বিব্রত হয়ে বললো,
-ভালো, তোমার কী খবর লিসা?

লিসা অভিমানের স্বরে বললো,
-আমি বাঁচলাম কী মরলাম তাতে কার কী বা এসে যায়। ইনি কে?

-আমার স্ত্রী, রূপা।

-কী আশ্চর্য! তুমি বিয়ে করেছো? জানি না তো।

-তাড়াহুড়া করে বিয়ে করলাম। সবাইকে জানাতে পারিনি।

-তা ছাড়া আর কী উপায় ছিল? জানলে সবাই হামলে পড়তো। হা হা হা।

লিসা আমার দিকে তাকিয়ে বললো,
-আজ ব্যস্ত তাই কথা বলতে পারলাম না ভাবী। আরেকদিন অনেক গল্প করবো। জেনে নেবো এত মেয়ের হাত থেকে এই লোককে আপনি কীভাবে ছিনিয়ে নিলেন।

আমার মুখ কালো হয়ে গেলো কিন্তু আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। ফেরার পথে মোহন নিজেই বললো,
-লিসার কথা সিরিয়াসলি নিও না। ও সব সময় ফাজলামো করে।

সেদিন রাতে আবার মোহন আমার উপর চেপে বসলো। জোর করে পিল গেলালো। মোহনকে এতো বুঝালাম কন্ট্রাসেপ্টিভ নিলে আমার ব্লিডিং আরম্ভ হয়, সহজে থামে না। কিন্তু মোহনের তাতে কোন যায় আসে না। ও নিজের আনন্দটাই বোঝে। একটা স্বার্থপর পশুকে কোন দুঃখে বিয়ে করলাম নিজেই ভেবে পাই না। কিন্তু আল্লাহরও বিচার আছে। মোহনের এত সাবধানতার পরও শরীর জানান দিলো নতুন প্রাণের সম্ভাবনা। আমার প্রেগন্যান্সি টেস্ট রেজাল্ট পজিটিভ এলো। মোহন যখন বাড়ি ফিরলো তখন রাত হয়ে গেছে। আকাশে পূর্ণিমা চাঁদ। খুব ইচ্ছে ছিল মোহন এলে ওকে নিয়ে ছাদে যাবো। চাঁদের আলোয় হাত ধরে হাঁটতে হাঁটতে আমার প্রেগন্যান্সির কথা বলবো। ও নিশ্চয় আমার আবেগটা বুঝবে। শুনেছি বাবা হলে ছেলেরা অনেক বদলে যায়, সংসারে টান আসে। সেদিন শাড়ি পরে, কপালে টিপ দিয়ে সুন্দর করে সেজেছিলাম। মোহন আমাকে দেখে খুশী হয়ে বললো, ইস তোমাকে কী যে সুন্দর লাগছে, আমি আর অপেক্ষা করতে পারছি না। ও ঘরের দরজা বন্ধ করে দিলো। আবার আমার গায়ে চেপে পিল খাওয়াতে যাবে, তখন আমি ঠান্ডা গলায় বললাম,

-পিলের দরকার নেই।

-দরকার নেই মানে?

-আমি প্রেগ্ন্যান্ট।

-কী বলছো, পাগল নাকি?

মোহন ওর নিজেরটুকু আদায় করে নিতে তবু ভুললো না। পরদিন থেকে মোহন অস্থিরভাবে ছোটাছুটি আরম্ভ করলো। কখনো পীরফকিরের কাছে থেকে পড়া পানি নিয়ে আসছে, কখনো হাতুড়ে ডাক্তারদের কাছে থেকে নানা রকম শেকড়বাকড়ের তেঁতো রস এনে আমাকে জোর করে গেলাচ্ছে । ওগুলো খেলে নাকি ভ্রুণ নষ্ট হবে। কিন্তু কিছুতেই কোন কাজ হলো না। বাবার অনাদর অবহেলা অগ্রাহ্য করে আমার গর্ভের ভ্রূণটা দিনদিন মা’র আদর আহলাদে পৃথিবীতে আসার জন্য তৈরি হতে লাগলো। আনন্দ গোপন রাখা আমার জন্য কঠিন হয়ে দাঁড়ালো। আমার হাসিখুশী মুখ শ্বশুরবাড়ির কারও দৃষ্টি এড়ালো না। কিন্তু মোহন মানা করে দিয়েছে আমি যেন প্রেগ্ন্যান্সির কথা কাউকে না বলি। কেন কে জানে।

পরের শনিবার মোহন ওর ভুবন ভোলানো মিষ্টি হাসি উপহার দিয়ে বললো,
-রুপামনি, কাল দুপুরে এক বন্ধুর বাসায় আমাদের দাওয়াত আছে। তুমি রেডি হয়ে থেকো, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাবো।

আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। শেষ পর্যন্ত মোহনের সুমতি হয়েছে। কত দম্পতি আইভিএফ ট্রিটমেন্ট করেও ছেলেমেয়ে পায় না। সেদিক থেকে আমরা সৌভাগ্যবান যে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, আমার ভেতরে বেড়ে উঠছে অমূল্য প্রাণ। বাবা ঠিকই বলেছিলেন, মায়া মমতা দিলে আর কিছুদিন সহ্য করলে মোহন ভালো হয়ে যাবে।

রবিবার বিকেলে বসুন্ধরা থেকে মোহনের কেনা হাফ-সিল্কের কটকি শাড়িটা পড়লাম। চোখে গাঢ় করে কাজল মেখে, কপালে কালো টিপ দিয়ে বাড়ির একমাত্র বউয়ের মত সুন্দর করে সাজলাম। গাড়িতে উঠে মোহন আমার হাত ধরলো। সেই আলতো স্পর্শ আমার মনে গিয়ে বাজলো। মোহনের এই মায়াটুকুই এতদিন মিস করছিলাম। বিশ্ব সংসারের প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে উঠলো।

আধঘন্টা পর শ্যামলিতে ওর বন্ধুর বাসায় চলে এলাম। মোহন পারফেক্ট জেন্টলম্যানের মত গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে রইলো। মোহনের বন্ধুর বাসার ঢোকার সময় ভীষণ আনন্দ হলো। বললাম,
-বাড়ির সামনে আরোগ্য নিকেওন লেখা কেন? তোমার বন্ধু কি ডাক্তার?

-হ্যাঁ, ও তো ডাক্তার। ক্লিনিক আর আর বাসা এক সঙ্গে।

আমরা দোতালায় উঠে কলিং বেল দিতেই মোহনের বন্ধু নিজেই দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে গেলেন। মোহন পরিচয় করিয়ে দিয়ে বললো,
-রূপা, এ আমার স্কুল জীবনের ফ্রেন্ড আশফাক। সব সময় ক্লাসে ফার্স্ট হতো।

আশফাক ভাই আমাকে সালাম দিলেন। আশফাক ভাইয়ের ড্রইং রুমটা খুব বড়। ঘরেরে ভেতর অনেক চেয়ার। আমি প্রশ্নাতুর চোখে মোহনের দিকে তাকালাম। মোহন বললো,
-এটা আশফাকের ক্লিনিকের লাউঞ্জ, ওর অ্যাপার্টমেন্ট চার তলায়।

-তাহলে আমরা ওনার ক্লিনিকে কেন?

মায়া মায়া ভাব কহনেমোহনের চোয়াল আবার কেমন শক্ত হয়ে গেছে। মোহন বললো,
-রুপামনি,আশফাকের এখানে যখন বেড়াতে এসেছি, ভাবলাম তোমার একটা থরো চেক আপ হয়ে যাক।
ঠিক তখনই দুজন নার্স আমাকে ওখান থেকে পাশের ঘরে নিয়ে গেলো। ওরা আমাকে একটা বিছানায় শুইয়ে দিলো। গতকাল মোহন বাড়িতে নার্স এনে আমার রক্ত নিয়েছিলো। বলেছিল বাচ্চার হেরিডিটারি কোন রোগ হতে পারে কিনা পরীক্ষার করাবে। আজকের থরো চেক আপেরর জন্যই বোধহয় ওটা করেছিল।

মোহনের ডাক্তার বন্ধুটি এই মাত্র একটা মাস্ক আমার নাকেমুখে চেপে ধরেছে। আমি ধীরে ধীরে ঘুমের দেশে চলে যাবার আগে আবছা শুনতে পেলাম মোহন আমার কানের কাছে মুখ এনে বলছে,
-সোনামণি, চিন্তা করো না, অ্যাবরশনের পর সব আগের মত হয়ে যাবে।

(চলবে)

পর্ব ২৬ https://www.facebook.com/groups/Anyaprokash/permalink/1373296693185354/
পর্ব ২৮ https://www.facebook.com/groups/Anyaprokash/permalink/1375505456297811/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here