প্রেমনোঙর ফেলে পর্ব-৩০

0
544

#প্রেমনোঙর_ফেলে
লেখনীতেঃ মিথিলা মাশরেকা

৩০.

-রকস্টার ইচ্ছের বিয়ে ঠিক হয়ে গেছে প্রাপ্ত।

প্রাপ্তর পা থেমে গেলো তৎক্ষনাৎ। রোবটের মতো পেছন ফিরলো ও। ওর অবিশ্বাসী চাওনি। মাহীম জলভরা চোখে কিছুক্ষন ওর দিকে তাকিয়ে রইলো। তারপর এগিয়ে এসে মোবাইলটা বের করে এগিয়ে দিলো প্রাপ্তর হাতে। আস্তেধীরে মোবাইলে থাকা নিউজটায় চোখ বুলিয়ে নিলো প্রাপ্ত। রকস্টার ইনায়াত নিক্কন ইচ্ছে আর ইনিশা বিল্ডার্সের উত্তরসুরী রাকীন শাফায়াতের বিয়ের খবর। একটু চুপ থেকে হঠাৎই হেসে উঠলো প্রাপ্ত। শব্দ করে হাসতে হাসতে বিছানায় গিয়ে বসলো ও। মাহীম নির্বাক। ও বুঝে উঠতে পারছে না, ঠিক কি বলে প্রাপ্তকে সামলাবে। প্রাপ্ত হাসি থামালো। হাটুতে কনুই ঠেকিয়ে বসে আবারো কিছুক্ষন একধ্যানে মেঝের দিকে তাকিয়ে রইলো। তারপর বললো,

-এমনটাই তো হওয়ার ছিলো। তাইনা রে মাহীম?

-নিজেকে সামলা প্রাপ্ত।

-সামলানোর কি আছে এখানে মাহীম? কিছুই নেই তো সামলানোর। এমনটাই তো হওয়ার কথা ছিলো। দোষটা তো আমারই। যে মনটাকে সযত্মে গুছিয়ে রেখেছিলাম, তাকে দেখার পর, সে মনটাকে আমি আর সামলাতে পারি নি। যেখানে দুজনার মিল কোনোদিনও হবার নয়, সেটা ভুলেও‌ ভালোবেসে ফেলেছি তাকে। অনুভব হয়, বারবার, প্রতিবারের দেখায় প্রেমে পরেছি তার। আর তার চেয়েও বড় কথা, যাকে আমি ভালোবাসলাম, সে যে অন্য কাউকে ভালোবাসতে পারে এ কথাটা অবদিও ভুলে গিয়েছিলাম আমি। একবারও ভাবি নি, ইচ্ছে নিজে থেকে কখনো আমাকে অনুভব করায় নি, ও ভালোবাসে আমায়। বারবার দেখা হওয়াটা‌ তো শুধু কো-ইন্সিডেন্স ছিলো মাত্র! আর প্রতিবার সেই দেখা হওয়ায় ওর হাসিটা দেখার বদৌলতে ভুলে গেলাম, ওর মতো সেলিব্রিটির লাইফে আমার মতো অহরহ মানুষের আনাগোনা। অনেকেই আমার মতো এভাবে ভালোবেসে ফেলেছে ওকে। আর ওউ হয়তো সেই ভালোবাসাগুলোর একটাকে স্বীকৃতি দিয়ে ফেলেছে অনেক আগেই।

মাহীম এগিয়ে এসে প্রাপ্তর কাধে হাত রাখলো। কথাগুলো বলে মাথা নিচু করে‌ছিলো প্রাপ্ত। কাধে মাহীমের‌ হাতের স্পর্শ পেয়ে চোখ তুলে তাকালো ও। ওর‌ চোখ দেখে এতোক্ষনে আঁতকে উঠলো মাহীম। ছলছল করছে প্রাপ্তর চোখ। যখন তখন অস্রুবর্ষন হবে তুমুলভাবে। ওকে অবাক করে দিয়ে ঠোটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে প্রাপ্ত বললো,

-এতোটাই বেশি ভালোবেসেছি যে, শুধু ওকে ভেবে বাকিসব ভুলে গিয়েছি মাহীম। এমনকি আমার সে‌ কল্পকন্যাকেও। ও আমাকে নিজেরসত্ত্বাতেই আটকে নিয়েছে রে। প্রেমনোঙরে। আমি কি করবো বল? ওর ভালোবাসার জোয়ারে ভাসতে চাওয়ার লোভ সামলাতে পারিনি। দোষটা আমারই।

মাহীম কিছু বলতে যাচ্ছিলো। ওকে সুযোগ না দিয়ে উঠে দাড়ালো প্রাপ্ত। একফোটা চোখের‌ জলও পরতে দেয়নি নিজের চোখ থেকে। ঠিকঠাকমতো দাড়িয়ে গলা ঝেরে বললো,

-এখানে যা যা কথা হলো, ভুলে যা। কেউ‌ জানবে না এসব কিছু। মাথায় রাখিস‌ কথাটা।

-প্রাপ্ত?

-আমি বলেছি কেউ কিছু জানবে না মানে জানবে না।

মাহীম থামলো। প্রাপ্ত কি করে নিজেকে‌ সামলাবে সেটা ও‌ জানে না। তবে এই কথাগুলো কাউকে জানিয়েও যে কোনো লাভ নেই, তা ও বেশ ভালোমতোই‌ জানে। যেখানে ইচ্ছেরই‌ বিয়ে ঠিক হয়ে গেছে, সেটা অবশ্যই ওর‌ সম্মতিতেই হচ্ছে। প্রাপ্তকেই ওর একপাক্ষীক ভালোবাসা ভুলতে হবে। আর কথা বাড়ালো না মাহীম। রুম থেকে হনহনিয়ে বেরিয়ে আসলো প্রাপ্ত। ড্রয়িংরুমে ততক্ষনে খই‌ আর মিষ্টি এসে বসেছে সাদিক সাহেব আর পিয়ালীর সাথে। প্রাপ্তকে দেখে দাড়িয়ে গেলো খই। একপলক ওর দিকে তাকিয়ে, প্রাপ্ত সুস্পষ্ট গলায় বলে দিলো,

-এ মাসের পনেরো তারিখে আমার আর খইয়ের এনগেইজমেন্টের ব্যবস্থা করো‌ বাবা। পরের এক সপ্তাহের মধ্যেই চাকরি কনফার্ম করে ফেলবো আমি। বিয়েটা আমার এপয়েন্টমেন্ট লেটার পাবার‌ পরেই হবে। আমি খই-কেই বিয়ে করতে চাই।

পাথরের মতো দাড়িয়ে রইলো খই। ঠিক কি শুনেছে, তা বুঝে উঠতেই পারলো না যেনো। ঘাড় ঘুরিয়ে তাকালো সাদিক সাহেবের দিকে। তার চেহারার হাসিটা বলে দিলো, প্রাপ্তর সাথে ওর বিয়ে হোক, এমনটাই চান তিনিও। শ্বাস আটকে একপা দুপা করে পেছোতে লাগলো ও। সাদিক সাহেব ইশারা করতেই পিয়ালী আর মিষ্টি উঠে দাড়িয়ে গেলো। মিষ্টি খইয়ের কাধে হাত রেখে বললো,

-তোমাকে সবটা বুঝিয়ে বলছি আমি। চলো।

জলভরা চোখে মিষ্টির দিকে তাকালো খই। যন্ত্রমানবীর মতো চলে আসলো পিয়ালীর ঘরে। মিষ্টি মৃদ্যু হেসে বললো,

-আসলে পিয়ালীর মা ছিলেন গ্রামের মেয়ে। সাদিক আঙ্কেলের কোনো এক থেসিস চলাকালে তার সাথে দেখা হয়। প্রেমের বিয়ে ছিলো দুজনের। হয়তো এ কারনেই প্রাপ্তর বরাবরের ইচ্ছে ছিলো, গ্রামের প্রানবন্ত কোনো মেয়েকেই বিয়ে করার। ওর লাইফে তেমন করেই কেউ আসুক, যেমনটা ওর বাবা মায়ের সাথে হয়েছিলো। তোমাকে দেখার পর আমাদের সবারই মনে হয়েছে, প্রাপ্তর মনে সে জায়গাটা তুমিই করে নিতে পারবে। এমনকি তুমি করেও নিয়েছো। এখন তুমি নিজের মতো করে এ শহরে মানিয়ে নিতে শিখেছো খই। তোমার চেষ্টায় পড়াশোনাতেও তুমি অনেকদুর এগিয়েছো। সাদিক আঙ্কেল তো সবসময়ই তোমার পাশে ছিলেন। আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তবুও যেহেতু প্রাপ্তর তোমাকে পছন্দ, তাই উনি চান তোমাদের দুজনের বিয়েটা সেরে ফেলে তোমাকে এ বাসায় নিয়ে আসতে।

খই নির্বাক। সাদিক সাহেবের দায়িত্ববোধটা এতো বেশি হবে যে, নিজের ছেলে বউ করে ওকে নিজের কাছে রাখবেন উনি, এমনটা ধারনাতেও ছিলো না ওর। তবে যদি প্রাপ্ত ওকে ভালোবেসে ফেলে, সেদিক‌টাও ভাববেন উনি। এটাও স্বাভাবিক। কিন্তু তা বলে ওর মতো অনাথকে? অবশ্য ও যে অনাথ সেটা বিবেচনার মন মানসিকতা সাদিক সাহেবের নয়, ও এটাও জানে। প্রাপ্ত কি করে ওকে ভালোবাসে? কেউ আগে থেকেই কেমন মানুষকে ভালোবাসবে সেটা নিশ্চিত করে রাখতে পারে বুঝি? এই ভালোবাসার প্রতিত্তর কি হওয়া উচিত ওর? ও তো ভালোবাসে না প্রাপ্তকে। তাহলে কাকে? যার কথা ভেবে ভেবে ও নিজেকে সাজাচ্ছে, তাকে নয় তো? ওর নকশাদার! ওর? মাথার চুলগুলো উল্টে ধরলো খই। ওর দিশেহারা অবস্থা দেখে পিয়ালী আর মিষ্টি একে অপরের দিকে তাকালো। পিয়ালী এগিয়ে এসে বললো,

-তুমি কি চাও খই? তুমি চাওনা এই বিয়েটা হোক?

ওর জিজ্ঞাসুদৃষ্টির জবাব খুজে পেলো না খই। কিন্তু ওকে তো জবাব দিতেই হবে। মিষ্টি আবারো বললো,

-বলো খই? তোমার মতামত ছাড়া তো আর বিয়েটা সম্ভব না। তোমার মত নেই এই বিয়েতে?

মত নেই! কথাটা বলার কারন খুজতে লাগলো খই। কিন্তু খুজে পেলো না। যতোটা ভালোবাসা এখানে ও পেয়েছে, তার সীমা জানা নেই‌ ওর। অমক করবে কার জন্য? যে মানুষটার সাথে কিছুটা সময়ের সাক্ষাৎ ওকে নতুন করে বাচতে শিখিয়েছে, তার জন্য? কিন্তু সে তো আপনজন হওয়ার কোনো আশ্বাস দেয়নি ওকে। সেদিনের পর আর দেখা পর্যন্ত করতে আসেনি সে মানুষটা। তবে তার জন্য কেনো ও ভাবছে? কেনো তার জন্য এই পরিবারটাকে অস্বীকার করবে ও? তা কি করে হয়? একটা শ্বাস ছেড়ে খই চোখ বন্ধ করে বললো,

-আমি রাজি।

পিয়ালী জড়িয়ে ধরলো খইকে। মিষ্টি কি বুঝে কিছুক্ষন অনুভবের চেষ্টা করলো ওর কথাটা। বললো,

-সত্যিই কি তুমি রাজী খই?

-হ্যাঁ। অমতের তো কোনো কারন নেই আমার মিষ্টি আপু। আমি রাজি।

-কিন্তু খই…

-আজ মা থাকলে…

কথা শেষ না করে তাচ্ছিল্যে হাসলো খই। মুলত মিষ্টির সন্দিহান কথাগুলো থামাতে মায়ের কথাটাকেই মনে করিয়ে দিলো ও। মিষ্টি মৃদ্যু হেসে ওর কাধে হাত রেখে বললো,

-উনি যেখানেই আছেন, ভালো আছেন খই। তোমার সিদ্ধান্তে খুশিই হয়েছেন। প্রাপ্ত অনেক ভালো রাখবে তোমাকে। অনেক ভালোবাসবে।

খই নিমীলিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। ও তো ভালোবেসে ভালোবাসার আশা করেছিলো। সে সৌভাগ্য হলো না। এবার ভালোবাসাকেই ভালোবাসার চেষ্টা করবে না হয়!

মায়ের পুরোনো একটা গয়না খুজতে খুজতে নিজের পুরো রুমটা তছনছ করে দিয়েছে ইচ্ছে। যেখানে আর কিছু হোক বা না হোক, মায়ের জিনিসগুলো সবসময় নখদর্পনে থাকে ওর। মাথার চুলগুলো উল্টে চেপে ধরে ধপ করে বিছানায় বসে পরলো ও। বিয়েতে রাজী কথাটা রাকীনকে বলার পর থেকেই মাথা কাজ করছে না ওর। টমি মুখ দিয়ে মেঝেতে পরে থাকা দুটো ফাইল খানিকটা সাইডে রেখে দিলো। কিছু জামাকাপড়ও একপাশে টেনে রাখলো। ঘর গোছানোর চেষ্টা হয়তোবা। অতঃপর ইচ্ছের কাছে এগোলো। ওর পায়ে প্যাঁচ লেগে গেছে কিছু একটা। ইচ্ছের অস্থিরতা বুঝে ওকে নিজের দিকে মনিযোগী করার চেষ্টা শুরু করলো টমি। ওর গা ঘেষা, পা মুড়িয়ে থাকা। ইচ্ছেও বুঝলো, টমি ওর পা মুড়িয়ে থাকা জিনিসটা ছাড়িয়ে দিতে বলছে ও। কিছুক্ষন পাত্তা না দিয়ে মাথা ধরে বসে রইলো নিজের মতো। টমি হার মানতে নারাজ। যেনো ইচ্ছের মনোযোগ এখন ওর চাইই চাই! পেরে না উঠে ইচ্ছে একসময় চেচিয়ে বলে উঠলো,

-ওটা প্রাপ্তর ছেড়া স্কার্ফ না‌ টমি! সো‌ প্লিজ স্টপ এনোয়িং মি!

বলে দিয়ে নিজেই আটকে গেলো ইচ্ছে। টমি ওর ধমক শুনে নুইয়ে বসে গেলো মেঝেতে। ঠোট কামড়ে ধরে আশেপাশে তাকালো ইচ্ছে। আজ বাদে কাল রাকীনের সাথে ওর বিয়ে। বাকিসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মতো, আজ এই মুহুর্তেও প্রাপ্তর নামটাই ওর মাথায় ঘুরছে। নিজের ওপর প্রচন্ডরকমের বিরক্ত হলো ও। একটা অচেনা মানুষকে নিয়ে কখনো এতোটা ভেবেছে কিনা মনে পরলো না ওর। মাথা থেকে এসব ভাবনা সরানো জরুরি ভেবে বাটন ফোনটা হাতে নিলো ইচ্ছে। ডাবল ট্যাপে লাস্ট ডায়ালড্ নম্বরে না দেখেই কল লাগালো ও। ওপাশ থেকে শান্তশিষ্ট এক আওয়াজ,

-হ্যালো কে বলছেন?

গলার স্বর শুনেই চমকে উঠলো ইচ্ছে। কান থেকে ফোন নামিয়ে নম্বরটার দিকে তাকালো। আননোন নম্বর। অথচ ওই ফোনে ওর বাবা আর রাকীনের ছাড়া অন্যকারো নম্বর থাকার কথা না। আর রাকীনকেই কল করতে‌ চেয়েছিলো ও। কিন্তু এই অচেনা নম্বরধারীর স্বর চেনা ওর। এটা প্রাপ্ত। মনে পরলো, এই ফোন থেকে লাস্ট কল ও প্রাপ্তকেই করেছিলো। হুট করেই চোখ ভরে উঠতে লাগলো ইচ্ছের। ওপাশ থেকে আবারো প্রাপ্ত বলে উঠলো,

-হ্যালো?

চোখের পানিকে বেরিয়ে আসার সুযোগ দিলো না ইচ্ছে। কল কেটে দিয়ে মোবাইলটা ঢিল ছুড়লো বিছানায়। তারপর সোজা ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দিলো ও। বসেবসে ওর অবস্থাটা দেখলো টমি। উঠে গিয়ে বিছানায় থাকা বাটন ফোনটা মুখে নিয়ে কামড়াতে লাগলো। তবে নষ্ট করার মতো করে না। ওটা ইচ্ছের কাজের জিনিস। তবে এর জন্য রাগ উঠেছে ইচ্ছের। তাই ওকে শাস্তি দেওয়াই চলে। টমির কামড়ে আবারো কল চলে গেছে। ওপাশ থেকে হ্যালো শব্দটা শুনতেই টমি আরো জোরে শব্দ করে উঠলো এবার। ও বুঝে গেছে। ফোনের ওপাশে থাকা মানুষটা অন্য কেউ‌ না, ওর সেই চরম অপছন্দের মানুষ। প্রাপ্ত!

#চলবে…

[ দু দুটো জুটির বিয়ে! শাদী মুবারাক বলে চারজনকে দোয়া করে যেতে ভুলবেন না পাঠকমহল। দাওয়াত রইলো😌
গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here