ফিরে আসা পর্ব-৩

0
890

#ইসলামিক_গল্প #ISLAMIC_STORY
===========================

❝ ফিরে আসা ❞
———————-

লেখিকা :Umma Hurayra Jahan

পর্ব:০৩

আরমান সাহেব: তাহলে তো ফাতেমা মাকে একবার দেখতেই হয় । ডাকুন ওকে
রফিক :যাও ফাতেমার মা ফাতেমাকে নিয়ে এসো
খাদিজা বেগম: হ্যা নিয়ে আসছি ওকে ।
আর হে আরমান ভাই আমার
মেয়ে শুধু রান্নায় ভালো পারে না
এই যে এই বাসায় যা দেখছেন সব
ও নিজ হাতে সাজিয়েছে।
আমি ওকে ডেকে দিচ্ছি
খাদিজা বেগম: ফাতেমা …..মা ফাতেমা ……
ফাতেমা : জ্বি মা?
খাদিজা বেগম:নিচে তোর আরমান আংকেল এসেছে ।তোকে ডাকছে । চল নিচে চল
আর হে শুন ভালো পোষাক পরে আসবি । বুড়িদের মতো আসবি না কিন্তু । জানিস তো তোর বাবা এসব পছন্দ করে না
ফাতেমা : কিন্তু মা……
খাদিজা বেগম: কোন কিন্তু নয় । জলদি আয়…।
ফাতেমা : ঠিক আছে ।তুমি যাও আমি আসছি.।
ফাতেমা আল্লাহকে স্বরণ করছে আর বলছে “হে আল্লাহ তুমি তো পর্দাশীল নারীদের রক্ষা কর্তা ।
তুমি আমাকে রক্ষা করো
এই বলে ফাতেমা আল্লাহর নাম নিয়ে বড় খিমার পরে ,নিকাপ পরে, হাত মোজা পা মোজা পরে নিচে যায় সবার সামনে ।
মনে মনে ফাতেমা বলতে থাকে যা হবার হবে দেখা যাবে । আগে আমার আল্লাহর হুকুম তারপর বাকিসব.
ফাতেমা : আসসালামুআলাইকুম চাচা । কেমন আছেন ???
ফাতেমার বাবা ফাতেমাকে এ অবস্থায় দেখে রাগে কট মট করছে
আরমান সাহেব: ওয়ালাইকুম আসসালাম ।
ও কে রে রহমান
রফিক : আরে ওই তো আমাদের ফাতেমা । চিনতে পারছিস না????
আরমান: না রে চিনবো কি করে ওর তো শুধু চোখ ছাড়া আর কিছুই দেখতে পারছি না
.রফিক: ::হু মাঝে মাঝে তো আমিই ওকে চিনি না । [কিছুটা রেগে বললেন]
ও তো পর্দা করে তাই
আরমান: মাশাল্লাহ । খুব খুশি হলাম । তোর মতো এরকম মানুষের ঘরে এমন মেয়ে ভাবাই যায় না । বলতে হবে,মনে হয় জীবনে বড় কোন সওয়াবের কাজ করেছিলি ।
তাই ভাগ্য করে এমন একটা মেয়ে পেয়েছিস।
ইশ্…….. আমার মেয়েটাও যদি এমন হতো! !
নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম রে দোস্ত।
ভাগ্য করে এমন মেয়ে মিলে
আজকাল যে যুগ পড়েছে এমন মেয়ে পাওয়া দুস্কর
কথাগুলো শুনে মনের অজান্তেই কেমন জানি একটা আনন্দের বাতাস বয়ে গেলো ফাতেমার বাবার মনে
মেয়ের জন্য মনের কোণে গর্ব জেগে ওঠলো
রফিক::কি যে বলিস ..হাহাহা
আরমান : ঠিকি বলছি রে দোস্ত।
হসান :চাচা আপনি ওর কোরান তেলাওয়াত শুনলে আরো অবাক হবেন ।
আমাদের পুচকি জেনানেলে পড়লে কি হবে ওর কোরান তেলাওয়াত শুনলে মন জুড়িয়ে যায়
আরমান সাহেব::তাই নাকি?? মাশাল্লাহ…। তাহলে একদিন তোমার কোরান তেলাওয়াত শুনতেই হয় ।
ফাতেমা : জ্বি চাচা অবশ্যই । আল্লাহ যদি চায় অবশ্যই শোনাবো ইনশাল্লাহ
আচ্ছা মা তুমি তোমার ঘরে যাও । তোমাকে এভাবে দেখে খুব খুশি হয়েছি মা ।
তুমি আমাদের পরিবারের সকলের জন্য দোয়া করো আমরা যাতে তোমার মতো আল্লাহর হেদায়াতের পথে আসতে পারি
ফাতেমা : অবশ্যই চাচা ।আমি দোয়া করি
আল্লাহ সকলকে হেদায়েত দান করুক
আসাসালামুআলাইকুম চাচা
আরমান : ওয়ালাইকুমআসসালাম
ফাতেমা নিজের ঘরে চলে গেল আর আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য শুকরিয়া সিজদায় লুটিয়ে পড়লো
ফতেমা: হে আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া । আমার পর্দা তুমি আজ রক্ষা করেছো ।
আলহামদুলিল্লাহ।।
আরমান : দোস্ত তোর ঘরে এমন মেয়ে ভাবাই যায় না ।
তুই তো মনে হয় কোন দিন ঠিক করে ৫ ওয়াক্ত নামায পড়িশ নি ।
মসজিদের আশে পাশেই তোকে কোন দিন দেখা যায় নি । আর তোর এমন মেয়ে????
ভাবাই যায় না
রফিক : সবি আল্লাহর ইচ্ছা রে…।
তা তোর ছেলে মেয়ের কি খবর? ??
আরমান : আর বলিশ না রে
আমিও তো সারা জীবন ব্যবসা টাকা পয়সা আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ছেলে মেয়ে দুটোকে দ্বীনি শিক্ষা দিতে পারি নি ।।।।
তোর ভাবিও আল্ট্রা মর্ডান ।
সে রকমি বানিয়েছে ছেলে মেয়েকে ।
কিন্তু যখনি মৃত্যুর কথা ভাবি খুব ভয় হয় রে
কি হবে বাড়ি গাড়ি দিয়ে
তাই এখন মাঝে মাঝে নামায পড়ি । কাজের জন্য ৫ ওয়াক্ত পড়া হয়ে ওঠে না
রফিক::
তোর ছেলে তো মনে হয় অনেক বড় হয়ে গেছে ??কি যেন নাম ওর? ?
আরমান:::হুম বড় হয়ে গেছে । আমার থেকেও লম্বা হয়ে গেছে ।
ওর নাম মাহিন
টুকটাক ব্যবসার দায়িত্বও নিয়েছে । পড়ালেখা তো প্রায় শেষ তাই
ও তো আজ ময়মনসিংহে এসেছিলো । কোন এক বন্ধু বাসায় । ওর বন্ধুর নাকি আজ জন্মদিন ।
রফিক:: তাই নাকি ?? তা ওকে নিয়ে এলি না কেন ??? কত দিন ওকে দেখি না
আরমান::হাহাহাহা…
ও আসবে তোর বাসায় । বন্ধুদের বাসা ছাড়া জীবনে কোন আত্মীয়র বাড়ি মুখো হয়েছে বলে আমার মনে হয় না ।
হাহাহাহ
মর্ডান হলে কি হবে বেটা একটু লাজুকও বটে. হাহাহা…
আচ্ছা দোস্ত একটা কথা বলবো? ???
রফিক :::হুম বল না, কি বলবি? ??
আরমান ::: ইয়ে মানে কি করে যে বলি? ?
রফিক::: আরে সংকুচ করছিস কেন বল না কি বলবি? ??
আরমান : না মানে………………

[চলবে ইনশাআল্লাহ],,,,,,,,……..

বন্ধুরা আপনাদের মূল্য বান, মতামত অবশ্যই জানাবেন!!

কেউ কমেন্ট না করে যাবেন না!!🙃

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here