বাঁধিব হৃদয়ে তোমায় পর্ব-১৩

0
1147

#বাঁধিব_হৃদয়ে_তোমায়
#পর্ব_১৩
#সুমাইয়া মনি

বিশাল সাগরে কূলকিনারাহীন নৌকা যেমন দিনের পর দিন ভেসে বেড়ায় অজানা পথে। তেমনই মানুষের জীবনের সুখসাচ্ছন্দ্যের প্রতীক যখন মুছে যায়। বেঁচে থাকার আশা ভেতর থেকে দুমড়েমুচড়ে মরে যায়। বিভার জীবনের শ্রেষ্ঠ প্রদীপ দু’টি নিভে গেছে।
প্রিয় মানুষদের হারিয়ে আজ সে নিঃস্ব! বেঁচে থাকার আলোয় আঁধারের সঙ্গে সখ্য গড়ে উঠেছে। এক সপ্তাহের বেশি হলো নিজেকে ঘরবন্দী করে রেখেছে। আপাতত সে আবিরদের বাড়িতে আছে। সেদিনের পর থেকে তাদের বাড়িতে পা রাখে নি। আবির যেতে দেয় নি। আগের বিভা কোথায় যেন হারিয়ে গেছে। ঘুম, খাওয়াদাওয়া, কথা বলা টোটালি সব বন্ধ হয়ে গেছে। শুঁকিয়ে গেছে অনেকটা। আবির বহু কষ্টে জোর করে দু তিন লোকমা ভাত ছাড়া এর বেশি খাওয়াতে পারে নি। প্রিয় মামুষটির এমন দুঃক্ষে সে নিজেও মাঝেমধ্যে ডিপ্রেশনে থাকে। মোহনা কয়েকবার এসে দেখা করে গিয়েছে। ওর সঙ্গেও বিভা কথা বলে না। বান্ধবীর এমন অবস্থা দেখে হতাশ হয়ে ফিরে বাড়ি।

জানালার পানে এক দৃষ্টিতে চেয়ে আছে বিভা। ঘড়িতে রাত এগারোটা ছুঁই ছুঁই। বাহিরে কি যেন একটা নিঁখুত ভাবে দেখছে। আবির গায়ে সুয়েটার নেই দেখে চাদরটি কাঁধের ওপর জড়িয়ে দেয়। করুন চোখে তাকিয়ে পাশে বসে।
শীতল হাত জোড় নিজের গরম হাতের আয়াত্তে নেয়। গালের কাছের চুল গুলো কানে গুঁজে দিয়ে মাথাটা আবিরের কাঁধের ওপর রাখে। বিভা সেভাবেই বসে রয়। আবির কোমল স্বরে বলল,
‘বিভা! তুমি কি বুঝো? তোমার বিরহে আমাকে কতখানি পীড়া দেয়। তুমি কি দেখো? আমার ভালোবাসা কতটা গভীর তোমার প্রতি। আমি যে এভাবে তোমাকে আর দেখতে পারছি না। প্রতিনিয়তে সহ্যশক্তি হারিয়ে ফেলি। হারানোর কষ্ট আমি বুঝি। তবুও কি ফিরে আসা যায় না সেই ক্লেশিত দুনিয়া থেকে। আমি যে তোমাকে ফিরে পেতে চাই। ফিরে পেতে চাই সেই বিভাকে যার রাগ নাকের ডগায় আটকে থাকতো। সেই বিভা, যে কি-না বোনের স্বপ্ন পূরণ করার শপথ নিয়েছিল।’
নিরুত্তর থেকে কথা গুলো শুনে বিভা। না আছে মুখে জবাব, না আছে কথা বলার ইচ্ছে। সে তো এক পাথরে পরিনত হয়েছে। যে পাথর শুধু স্থিতিশীলতায় আবদ্ধ থাকে।
কোনো প্রানীর সংস্পর্শ ছাড়া নড়াচড়া করতে জানে না।
আবির আকাশের দিকে তাকিয়ে বড়ো নিঃশ্বাস টেনে নেয়।
প্রতিদিন এই সময়ে বিভার সঙ্গে খোশগল্প করতে আসে। বিভা চুপটি করে শুধু শুনে। কোনো কথা বলে না। আজও এসেছে এক বুক আশা নিয়ে। হয়তো আজ তার প্রেয়সী কথা বলবে। তার এই সুপ্ত আশাটুকু অপূর্ণ রয়ে গেল। বিভার দিকে নজর ফেলে গালে হাত রাখে। তারপর কোলে তুলে বিছানায় শুইশে গায়ে কম্বল টেনে দেয়। কঁপালে আলতো ঠোঁট ছুঁইছে স্লো ভয়েসে ‘গুড নাইট’ বার্তাটি বলে লাইট অফ করে রুম ত্যাগ করে। বাহিরে বেরোবার পর আফিনের কামবার ওপর নজর পড়ে।

বুক যেন তার আরো ভার হয়ে এলো। আফিন নিজেও বিভার মতো আচরণ করেছিল চার-পাঁচদিন। বহু কষ্টে আবির আইরিন বেগম তাকে সামলিয়েছে। এখন কিছুটা স্বাভাবিক হলেও ববির কথা মনে পড়তেই কবরস্থানের পাশে গিয়ে বসে থাকে। আবির কয়েকবার মায়ের কথা অনুযায়ী সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল ভাইকে। রুমে প্রবেশ করে আফিনকে টেবিলের উপর একটি আংটির দিকে চেয়ে থাকতে দেখতে পায়।
এই আংটিটি দিয়ে ববিকে প্রপোজ করতে চেয়েছিল আফিন। কিন্তু তার এই ক্ষুদ্র ইচ্ছে পূর্নতা পেল না। সেই মানুষটিই এখন তার জীবনে স্বপ্ন হয়ে থেকে গেছে। না কখনো তাকে ছোঁয়া যাবে, না দেখা যাবে। আবির ভাইকে এমন অবস্থায় দেখতে পারছে না। প্রেয়সীর মতো তার ভাইও তার কাছে প্রিয় একজন ব্যক্তি। মৃদু আওয়াজ তুলে আফিনকে ডাকে,
‘ভাইয়া।’
‘হুম’ বলে ঘুরে তাকিয়ে বলল,
‘কিছু বলবি?’
‘আর কতদিন আপুর স্মৃতি বুকে নিয়ে কষ্ট পাবে?’
‘ববি আমার এমন এক স্মৃতি। যাকে পেয়েও হারিয়ে ফেলেছি। ভালোবাসা প্রকাশ না করেও ভালোবাসা যায়। এটা যে দ্বিগুণ কষ্টদায়ক হয়।’
‘তোমাদের জন্য আমার খুব কষ্ট হয়। একদিকে বিভা, আরেক দিকে তুমি।’ করুন কণ্ঠে বলল।
‘যে হারায়, সে বুঝি হারানোর যন্ত্রণা কতখানি বেদনাদায়ক! ভুলে যাওয়া এত সহজ নয়।’
‘আমি তোমাকে ভুলে যেতে বলছি না। তুমি যাতে আগের লাইফে ফিরে আসো এটাই চাই।’
আফিন নিরুত্তর রয়ে যায়। আবির আর কিছু বলে না। নিজের কক্ষে ফিরে।
_______
মারুফ, জামিলা বাদে আবির ও সামিম দু’জনে একটি টং দোকানে বসে আছে। সামিম ওঁকে ডেকেছে। একটি সাত বছরের ছেলে এসে দু’জনকে চা দিয়ে যায়। সামিম চা পান করছে। আবির অন্যমনস্কভাবে বসে আছে। সামিম চায়ের কাপ পাশে রেখে আবিরকে বলল,
‘চা ঠান্ডা হয়ে যাচ্ছে আবির।’
আবির চায়ের কাপের দিকে আড়চোখে তাকিয়ে বলল,
‘খেতে ইচ্ছে করছে না।’
সামিম বলল,
‘বিভা এখনো এক্সিডেন্ট থেকে বের হতে পারেনি?’
‘নাহ! কারো সঙ্গে কথা বলে না। একা রুমে চুপচাপ বসে থাকে। না খাইয়ে দিলে খাবার খেতে চায় না। মানে একটা শক্ত পাথরে পরিনত হয়েছে বিভা। সামিম আমি যে পারছি না এভাবে বিভাকে দেখতে। কি করব বলতে পারিস? আমার কি করা উচিত?’
‘দোস্ত! তোর কষ্টটা আমি বুঝি রে। কিন্তু করবি কি বল? তুই বুঝতে পারছিস, বিভা ওর জীবনে কি হারিয়েছে? বোনের মৃত্যুর খবর শুনে মা মারা গেল। এ ভুবনে যে আপন বলতে কেউ নেই। এই এতিম মেয়েটিকে তোরই আগলে রাখতে হবে। ভালোবেসে ভুলিয়ে দিতে হবে মনের দুঃখ গুলো।’
‘তুই কি মনে করিস, আমি..আমি চেষ্টা করছি না। একা একা পাশে গিয়ে নিজের মনের ভাব গুলো প্রকাশ করি। ও তো চুপচাপ শুনে। অন্যদিনের মতো যদি হতো, এতক্ষণ অনেক বকা শুনতাম ওর কাছ থেকে। আমি যে সেই বিভাকে খুব মিস করছি।’
সামিম আবিরের কথার পিঠে কথা বলে না। আবিরের আর্তনাদ গুলো সে কাছ থেকে উপলব্ধি করতে পারছে।
বেশ কিছুক্ষণ নিরবতা কাঁটিয়ে সামিম আবার বলল,
‘আফিন ভাইয়ার খবর কি? সে কি পেরেছে ট্রমা থেকে বের হতে?’
‘কিছুটা পেরেছে। পুরোপুরি নয়।’
‘ববি আপুর খুনের তদন্ত কতদূর এগোলো? পুলিশ খুনির কোনো খোঁজ পেয়েছে?’
‘নাহ! এখনো সুরাহা মিলেনি। তদন্ত চলছে।’
‘বিকালে জামিলার বার্থডে পার্টিতে যাবি?’
‘ইচ্ছে তো নেই। কিন্তু যেতে হবে।’
‘বিভাকে নিয়ে আসিস। একা আর কতদিন বন্দী রবে রুমে। সবার মেলে থাকলে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে।’
আবির প্রতিত্তোরে কিছু বলে না। সামিম যা বলেছে, ঠিকিই বলেছে। এই বিষয় নিয়ে ভাবছে আবির।
.
সন্ধ্যার দিকে আইরিন বেগম তার একটি জামদানী শাড়ি পরিয়ে দেয় বিভাকে। তিনি নিজেই হালকা ভাবে সাজিয়ে দিয়ে পুরোপুরি রেডি করিয়ে দেয়। খাটের উপর বসিয়ে আবিরকে ডাকে। আবির বিভাকে দেখে মুগ্ধ হয়। তিনি বেরিয়ে যায়। আবির বিভাকে খুঁটিতে খুঁটিয়ে দেখছে। বিভা উদাস হয়ে বসে আছে। কঁপালে টিপ বিহীন সাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আবির কাজল হাতে নিয়ে ছোট্ট একটি টিপ এঁকে দেয় কঁপালে। এবার ঠিক আছে বলে ফোনে একটি ছবি ক্যাপচার করে রাখে বিভার। হাত ধরে বাহিরে নিয়ে আসে। রওয়ানা হয় তাদের গন্তব্যে।

দশ মিনিট পর পৌঁছে যায় পার্টিতে। বিভাকে নিয়ে এসেছে দেখে জামিলা খুশি হয়। বিভাকে অনেক প্রশ্ন করে। কিন্তু কোনো উত্তর মিলে না। এক স্থানে বসিয়ে পাশেই বসে রয় আবির। সামিম, মারুফও কিছুক্ষণ বাদে উপস্থিত হয়। তারাও বিভার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। কিন্তু ফল শূন্য! বিভার মুখ থেকে টু শব্দও বের হয়নি।
জামিলা’রা দুই বোন, দুই ভাই। জামিলা সবার ছোট।
ফ্যামিলি, আত্মীয়দের সঙ্গে নিয়ে কেক কাঁটার পর্ব শুরু করে।
আবির, বিভাকে হাতের ইশারায় জামিলাকে দেখায়।
বিভা সেদিকে তাকায় ঠিকিই। কিন্তু কোনো রেসপন্স করে না।
জামিলা ওর বড়ো বোনকে এক পিস কেক খাইতে দিয়ে জড়িয়ে ধরে। এই দৃশ্যটি বিভার ভেতরটায় নাড়া দিকে উঠে।
দু’হাত, ঠোঁট কাঁপতে থাকে। যেন সে অনুভব করছে তার হারিয়ে যাওয়া বড়ো বোনের ভালোবাসা’কে। জামিলা সেখানে দাঁড়িয়ে আবিরকে ডাকে। আবির প্রথম না করে দিলেও, পরক্ষণে জামিলার মনঃক্ষুণ্ন হবে বলে বিভাকে সেখানে বসতে বলে এগিয়ে যায়। নিরবে দু চোখ বেয়ে পানি ঝড়ছে বিভার। চিৎকার করে কাঁদতে না পারলেও, বুকটা তার আর্তচিৎকারে ফেঁটে যাচ্ছে। জামিলার বোন এবং মায়ের ভালোবাসা দেখে হাহাকার বুকে কষ্ট গুলো এক বিশাল দলা পাকিয়ে গেছে ।
এক মুহূর্ত আর থাকতে পারে না। উঠে চারপাশে তাকিয়ে কিছু একটা খোঁজ করে। বাঁ দিকে সিঁড়ি দেখতে পেয়ে বড়োবড়ো পা ফেলে চার তলায় উঠতে আরম্ভ করে। চোখ দিয়ে তখনো পানি ঝড়ছে অনবরত। ছাদের রেলিঙহীন এক প্রান্তে এসে থামে সে। উঁকি দিয়ে নিচের দিকে তাকায়, তার ভয় করে না। এখন তার একটাই উদ্দেশ্য ‘আত্মহত্যা’। চোখের পানি মুছে আকাশের দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল,
‘হে রব! তাঁদের যখন কেড়ে নিলে আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? এখন আমার জীবন জিন্দা লাশের চেয়ে কম তো নয়। কি পাপ করেছিলাম? যার শাস্তি আমাকে এভাবে পেতে হলো।? বলো না তুমি? বলো?’ অঝরে অশ্রু বিসর্জন দিতে লাগলো বিভা। পরক্ষণেই পানি মুছে ফেলে বলল,
‘আপু, মা! আমিও আসছি। আসছি….’ বলেই ঝাঁপ দিতে নিলে পিছন থেকে একটি যুবকের কণ্ঠের স্বর ভেসে আসে,
‘না বিভা! তুমি ভুল পথে পা বাড়াচ্ছো। এত দ্রুত হেরে গেলে চলবে? আমি যতটুকু জানি, তুমি তো হেরে যাওয়া মেয়ে নও। আমি তোমাকে সাহসী মনে করতাম। কিন্তু তুমি এখন ভীতুর পরিচয় দিতে যাচ্ছো। তুমি হয়তো এটা ভুলে গেছো, তোমার বোন খুন হয়েছে। তোমার মা তার শোকে স্টোক করেছে। রবকে দায়ী করা মোটেও উচিত নয়। তিনি যা করেন, তার বান্দার ভালোর জন্যই করেন। এভাবে পৃথিবীর মায়া ত্যাগ না করে রহস্য উদঘাটন করো। বোনের খুনের রহস্য!’
.
.
.
#চলবে?

কার্টেসী ছাড়া কপি করা সম্পূর্ণ নিষেধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here