বিবর্ণ জলধর পর্ব: ৩৮

0
792

#বিবর্ণ_জলধর
#লেখা: ইফরাত মিলি
#পর্ব: ৩৮
_____________

চায়ের কেটলি হতে চা ঢেলে কাপ পূর্ণ করলো রুপালি। অতঃপর কাপটা এগিয়ে দিলো লায়লা খানমের দিকে। নিচু কণ্ঠে লায়লা খানমকে শুধালো,
“আপা, একটা কথা আছে আপনার সাথে।”

“বলো।”

রুপালি বসে পড়লো লায়লা খানমের পাশে। আগের মতো নিচু স্বরে বললো,
“শ্রাবণরে জ্বীনে ধরছে আপা।”

লায়লা খানম চমকে তাকায়। সম্মুখ সোফায় বসে পেপার পড়ছিলেন কবির সাহেব। তার পাশেই জুন। রুপালি নিচু স্বরে বললেও শুনতে পেয়েছে তারা দুজন। কবির সাহেব বললেন,
“কীসে ধরেছে শ্রাবণকে?”

“জ্বীনে স্যার, জ্বীনে।”

জুন হেসে ফেললো,
“কী বলছো রুপ খালা? জ্বীনে ধরেছে ভাইয়াকে?”

“হ।”

জুন যেন একটু ক্ষেপলো ভাইয়ের সম্পর্কে এমন বলায়,
“আজগুবি কথা বলো না রূপ খালা।”

“আজগুবি কথা কী? শ্রাবণরে সত্যিই জ্বীনে ধরছে। আমি নিজ চোখে দেখছি।” রুপালি লায়লার দিকে মনোনিবেশ করে বললো, “আপা, আমি সত্যি বলতেছি। শ্রাবণরে জ্বীনে ধরছে। গত রাত্রে শ্রাবণ কানে ফুল গুঁইজা বাগানে ঘুরছে। এমনকি ঘরে যখন ঢুকছে তখনও কানে ফুল ছিল। আমি ঘরে বসে সবই দেখছি। আপনিই বলেন, যদি জ্বীনেই না ধরবে তাইলে কানে ফুল গুঁজবে কেন?”

“কী বলছো রুপালি? শ্রাবণ কানে ফুল গুঁজবে কেন?”

“সেটাই তো, জ্বীনে না ধরলে কেউ এই কাজ করে?”

লায়লা খানম ঈষৎ চিন্তার ছাপ ফেললেন মুখে। শ্রাবণকে জ্বীনে ধরেছে এটা সে বিশ্বাস করেনি, কিন্তু শ্রাবণ কানে ফুল গুঁজে ঘুরেছে ব্যাপারটা একটু চিন্তারই বটে।
কবির সাহেব আর জুন নীরব তাকিয়ে আছে। রুপালি বললো,
“শুধু তো কানে ফুল গুঁজছে, ভবিষ্যতে যদি কাঁচা মাছ-মাংস খাওয়া শুরু করে তখন কী করমু আমরা? শেষ পর্যন্ত আমাগো বাড়ির পোলারে জ্বীনে ধরলো!”

কবির সাহেব কিঞ্চিৎ বিরক্তির সুরে বললেন,
“আন্দাজে ঢিল ছুঁড়ে মারা বুদ্ধিমানের কাজ নয় রুপালি। কানে ফুল গুঁজলেই কি তাকে জ্বীনে ধরেছে?”

রুপালি জবাব দিলো,
“মেয়ে হয়ে কানে ফুল গুঁজলে তো সমস্যা ছিল না, কিন্তু শ্রাবণ তো মেয়ে না। সে হইলো পোলা। পোলা মানুষ হয়ে ফুল কানে গোঁজা কী কোনো স্বাভাবিক ঘটনা স্যার? জীবনে কখনও আর শ্রাবণরে এমন কাজ করতে দেখি নাই। হঠাৎ করে কেন করবে এরকম কাজ? আমার মন বার বার কইতেছে শ্রাবণের উপর জ্বীনের আছড় হইছে। আমি শুনছিলাম, হারুনের মেয়েরে জ্বীনে ধরছিল গতমাসে। সেই একই জ্বীন বোধহয় শ্রাবণরেও ধরছে।”

রুপালির কথা বিশ্বাস করার ধারে কাছ দিয়েও গেল না কেউ। পরিবেশ ক্ষণিকের জন্য নীরবতা পালন করলো।
শ্রাবণের পদচারণ লিভিং রুমে পড়তে সেই নীরবতা ভাঙলো। কবির সাহেব সরাসরি প্রশ্ন করলেন,
“কাল রাতে কি তুমি কানে ফুল গুঁজে বাগানে ঘুরেছো শ্রাবণ?”

বাবার প্রশ্নের সম্মুখে অপ্রস্তুত হয়ে পড়লো শ্রাবণ। কাল রাতের দৃশ্যটা মনে পড়লো। মিহিক কানে ফুল গুঁজে দেওয়ার পর আর সেই ফুল কান থেকে সরায়নি। ঘরেও প্রবেশ করেনি। অনেকক্ষণ যাবৎ বাগানে ছিল। এক রকম বলা চলে সে কানে ফুল গুঁজে ঘুরছিল। কিন্তু বাবা সেটা টের পেল কীভাবে? কালকে তো কোথাও কাউকে ওই সময় দেখতে পায়নি। শ্রাবণ এক মুহূর্তের জন্য মহা ঝামেলা জিনিসটার স্বাদ অনুভব করতে পারলো। স্ত্রী কানে ফুল গুঁজে দিয়েছে সেটা মা-বাবা, বোনের সামনে বলা অতি সহজ কোনো ব্যাপার নয়। এটা কঠিনের চেয়েও অধিক মজবুত বিষয়। শ্রাবণ ইতস্তত কণ্ঠে বললো,
“কানে ফুল গুঁজে ঘুরবো কেন? আমি কি পাগল?”

রুপালি অবাক। শ্রাবণ মিথ্যা কথা বলছে। সে আরও এক ভাগ নিশ্চিত হলো শ্রাবণকে আসলেই জ্বীনে ধরেছে। সে হা হয়ে দেখতে লাগলো জ্বীনে ধরা শ্রাবণকে।

“কানে ফুল গুঁজে ঘুরেছো কেন? জ্বীনে ধরেছে তোমায়?” কবির সাহেব বললেন।

শ্রাবণ হঠাৎ মুখ টিপে হেসে উঠলো,
“জ্বীন?”

“রুপালি তো সন্দেহ করছে তোমাকে জ্বীনে ধরেছে!”

শ্রাবণ রুপালির দিকে তাকিয়ে মজার ছলে বললো,
“হুম, আছে আমার সাথে জ্বীন। দশ-বারোটা পুরান ঢাকার জ্বীন ঘোরে আমার সাথে। সেদিন হাসিবের সাথে পুরান ঢাকা গিয়েছিলাম, সেখান থেকেই সাথে এসেছে বোধহয়।”

শ্রাবণ মুচকি হাসতে হাসতে সদর দরজার দিকে ধাবিত হলো।
এদিকে রুপালির চেহারা দেখার মতোন। ভয়ে তার মুখ শুকিয়ে একটুখানি। সে লায়লা খানমের দিকে তাকিয়ে বললো,
“দশ-বারোটা জ্বীন তাড়াবেন কীভাবে?”

বাইরে সোনালি রোদ্দুরের ছড়াছড়ি। সুন্দর একটি দিন আজকে। প্রতিটা দিনই নিজ সৌন্দর্য নিয়ে হাজির হয়। শ্রাবণের মেজাজ কিছুটা ফুরফুরা ধরণের। এর কোনো কারণ নেই। তবে ফুরফুরা লাগছে। গেট পেরিয়ে বের হওয়ার পর মিহিককে দেখতে পেল। মিহিক গিয়েছিল বান্ধবীদের আমন্ত্রণে দেখা করতে। শ্রাবণের মুখে একফালি হাস্য রশ্মি ছড়িয়ে পড়লো। সে এগিয়ে এসে বললো,
“আপনার জন্য তো আমাকে জ্বীনে ধরা লোক মনে করছে বাড়ির সবাই।”

মিহিক ভ্রু কুঞ্চিত করে বললো,
“কীসে ধরা লোক?”

“জ্বীনে ধরা। চেনেন না?”

“কেন মনে করছে?”

“সেটা জানতে হবে না, শুধু জেনে রাখুন আপনিই এর জন্য দায়ী।”

মিহিক মুখে বিরক্তির একটা ভঙ্গি করলো। শ্রাবণ হেসে বললো,
“নয়টা ত্রিশে ফেরার কথা ছিল আপনার, কিন্তু এখন দশটা বাজতে আর মাত্র চার মিনিট বাকি।”

“তো? এখন কি আমাকে সময় মেপে মেপে পা ফেলতে হবে?”

শ্রাবণ দুই পাশে মাথা নাড়িয়ে উত্তর দিলো,
“না।”

“আর কিছু বলবেন?”

“না।”

মিহিক গেটের দিকে পা বাড়ালো। গেট দিয়ে ঢুকতে যাবে এমন সময় আবার শ্রাবণ ডাকলো,
“শুনুন।”

“কী?”

শ্রাবণ এগিয়ে এলো। মিহিকের মুখোমুখি দাঁড়িয়ে নিচু গলায় বললো,
“আমাকে জ্বীনে ধরেনি, তবে অন্য কিছুতে ধরেছে। কীসে ধরেছে সেটা বুঝতে পারছি না। শুধু বুঝতে পারছি এটার জন্যও আপনিই দায়ী।”

মিহিক কিছু মুহূর্ত তাকিয়ে রইল। তারপর আরও এক কদম সামনে এগিয়ে এসে মুখটা খানিক শ্রাবণের কানের কাছে নিয়ে বললো,
“আপনি না জানলেও আমি কিন্তু জানি কীসে ধরেছে আপনাকে।”

“কীসে?”

“বললে লজ্জা পাবেন। আপনার লজ্জা যে একটু বেশি সেটা এতদিনে বুঝতে পেরে গেছি।”

“আমি লজ্জা পাই না।”

“হ্যাঁ, আপনি যে নির্লজ্জ সে প্রমাণও আমাকে দিয়েছেন।”

শ্রাবণের সম্মানে আঘাত হানলো মিহিকের কথাটা। করলার মতো তেতো হয়ে গেল তার মুখ। তেতো মুখ রেখেই বললো,
“আমাকে কি প্রেমে ধরেছে?”

মিহিক কেমন এক ভঙ্গিমায় হেসে বললো,
“আসলেই আপনি নির্লজ্জ। লজ্জা তো আমি পাচ্ছি।”

“আপনি একা নন, আমিও লজ্জাবোধ করছি।”

বলে শ্রাবণ আর দাঁড়ালো না। যাওয়ার জন্য উল্টোদিকে পা বাড়িয়ে দিলো।
মিহিক দাঁড়িয়ে রইল যতক্ষণ না শ্রাবণ চোখের আড়াল হয়ে গেল। মানুষটা তার হৃদয় আরও শক্ত শিকড় দিয়ে আঁকড়ে ধরছে।

__________________

নোয়ানা কবির সাহেবের বাড়িতে যাবে না বলে বাহানা ধরেছে। আজ কবির সাহেবের বাড়িতে সপরিবারে নিমন্ত্রণ আছে। কবির সাহেব এরকম নিমন্ত্রণ মাঝে-সাঝেই করেন। নোয়ানা আগের পন্থা কাজে লাগাতে চেয়েছিল, মাথা ব্যথা করছে বলে বাড়িতেই থাকবে। কিন্তু হাফিজা শুনলেন না। নানান কিছু বলে শেষমেশ রাজি করালো।
ও বাড়িতে যেতেও নোয়ানার বুক ধুকপুক করছে। মনে মনে প্রার্থনা করছে যেন আষাঢ় আজ বাড়িতে না থাকে।
ইদ্রিস খান আর হাফিজা আগেই চলে এসেছিল। নোয়ানা আর তিন্নি এলো একটু পরে। মনে মনে যে প্রার্থনা করেছিল তা আর কবুল হলো না। বাড়িতে ঢুকেই প্রথমে দেখতে পেল আষাঢ়কে। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। নোয়ানার একবার চোখ পড়তেই বুক কেঁপে উঠলো। ভয় করছে তার। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এরকম অনুভূতি আগে কখনও হয়নি। ওরা যখন কাছে এসে গেল তখন আষাঢ় তিন্নির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লো,
“কেমন আছো?”

তিন্নি সহাস্যে উত্তর দিলো,
“জি, ভালো। আপনি?”

“হুম, আমিও ভালো। কখনোই খারাপ থাকি না।”
আষাঢ় নোয়ানার দিকে দৃষ্টি দিলো। নোয়ানা একবারও কি তাকিয়েছে তার দিকে? তাকিয়েছিল বোধহয় একবার। আষাঢ় দৃষ্টি নত করে রাখা নোয়ানার উদ্দেশ্যে বললো,
“আপনি ভালো আছেন তো?”

নোয়ানা খেয়াল করলো আষাঢ় তাকে আপনি সম্মোধন করেছে। যেটা বেমানান লাগলো আষাঢ়ের কণ্ঠে। হঠাৎ আপনি সম্মোধন করছে কেন? বিষয়টা যেন পছন্দ হলো না নোয়ানার। না তাকিয়েই উত্তর দিলো,
“হ্যাঁ।”

আষাঢ় শ্লেষের সুরে বললো,
“ভালো তো থাকবেনই, বিয়ে করতে চলেছেন না কিছুদিন পর!”

নোয়ানার মুখ আরক্ত হয়ে উঠলো। আষাঢ়ের কথার ধরণটা অসহ্যকর ছিল। হঠাৎ এমন করে কথা বলার মানে কী? সে-ও কাঠ কাঠ গলায় প্রত্যুত্তর করলো,
“আপনিও তো বিয়ে করতে চলেছেন, আপনার ভালো থাকার কারণও কি সেটাই?”

“কারণ হিসেবে ধরা যেতে পারে এটাকে।”

নোয়ানার অসহ্য লাগলো। আষাঢ় নোয়ানার মুখ দেখেই উপলব্ধি করতে পারলো এটা। নোয়ানা তিন্নিকে ভিতরে প্রবেশের জন্য তাগাদা দিলো,
“চল।”

তিন্নি মান্য করলো। ঘরের অভ্যন্তরে প্রবেশ করলো। নোয়ানা ঢুকতে যাবে এমন মুহূর্তে আষাঢ় তার একটা হাত টেনে ধরলো। নোয়ানা ঘটনাটার বিমূঢ়তায় সঙ্গে সঙ্গে পিছন ফিরলো। এই সবে আর একবার তাকালো আষাঢ়ের দিকে। আষাঢ় বিনম্র কণ্ঠে বললো,
“বিয়ের জন্য অভিনন্দন!”

“আপনাকেও।”

আষাঢ় হাসলো। এই হাসি সোজা হৃদয়ে আঘাত করে। সেই আঘাতে কষ্টরা সব উন্মোচিত হওয়ার প্রতিবাদে নামে।
আষাঢ় হাসির রেশ ওষ্ঠ্যতে স্থায়ী রেখে বললো,
“তুমি আমার জীবনের একটা স্বার্থকতা!”

“এটা কি আমার মতো হার্টলেস মেয়ে আর দ্বিতীয়টি দেখেননি সে ব্যাপারে?”

“হুম।” আষাঢ়ের সরল স্বীকারোক্তি।

“তবে আপনি আমার জীবনের কোনো স্বার্থকতা নন। আমার নিরর্থক জীবনে একটা নিরর্থক বিষয় আপনি।”

“স্বার্থক কিন্তু হতে পারতাম, তুমিই বুঝলে না। ভীতু একটা! তোমাকে চাঁদ বলে ভুল করবো না আর, তুমি হলে সূর্য। যে সূর্য অনেক দূর থেকেও আমাকে ঝলসে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু তুমি কাছে এসেই খুব যত্ন করে ঝলসে দিচ্ছ আমার হৃদয়।”

“আমি এখানে দাঁড়িয়ে থাকতে আসিনি।”

“আমিও তোমাকে আটকে রাখিনি। হাত অনেক আগেই ছেড়ে দিয়েছি।”

নোয়ানার চোখ নিজের হাতের দিকে চলে গেল। কিছু না বলেই মর্ম বিদারক কষ্ট নিয়ে ঘরে প্রবেশ করলো।
আষাঢ় বিড়বিড় করলো,
“আমি পাগলামি করি তাই না টিউলিপ? আজ পাগলামিই দেখাবো তোমায়। আমি নিশ্চিত, এত সুন্দর পাগলামি তুমি আর কখনও দেখোনি।”

দুপুরে দুই বাড়ির সদস্যদের এক সাথে খাওয়া সম্পন্ন হলো। আষাঢ় বসেছিল ঠিক নোয়ানার চেয়ার বরাবর সম্মুখ চেয়ারটায়। খাওয়ার ফাঁকে ফাঁকে নোয়ানাকে শীতল দৃষ্টিতে দেখছিল। নোয়ানা না তাকিয়েও উপলব্ধি করতে পেরেছে এটা। অন্য সদস্যরা যদি কেউ বিষয়টা লক্ষ্য করে থাকে তাহলে কী ভেবেছে তারা? নোয়ানা জানে না, জানতেও চায় না। সব কিছু নিয়ে ভাবনা স্থগিত করে দিতে ইচ্ছা হয়।

খাওয়া শেষে দুই পরিবার লিভিং রুমে বসেছে খোশগল্প করার জন্য। সবাই-ই এখানে উপস্থিত। শ্রাবণ মাত্রই রুমে চলে গেছে একটা কল আসায়।
কারিব আজ সকাল থেকে আষাঢ়কে লক্ষ্য করছে। আষাঢ়ের মাঝে সে আজ কেমন একটা ছায়া দেখতে পাচ্ছে যেন। ছায়াটা ভালোর পরিচয় বহন করছে, না কি খারাপের বুঝতে পারছে না। সে আর আষাঢ় বসার আসন থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। আষাঢ় দূর থেকে নোয়ানার দিকে তাকিয়ে হাসছে মিটিমিটি। এরকম হাসছে অনেকক্ষণ ধরে। এরকম ভাবে হাসার কারণে কিছুটা পাগল পাগল মনে হচ্ছে তাকে।
আষাঢ়ের এই বিষয়টা আর কেউ লক্ষ্য না করলেও সিনথিয়া করছে। আষাঢ়ের হাসিতে তার হৃদয়ে বিষাদের বৃষ্টিপাত হচ্ছে। ইন্ডিয়া ব্যাক করতে তার আর বেশিদিন বাকি নেই। অল্প কিছুদিন আছে বাংলাদেশ। জানে না আষাঢ় তার হৃদয়ে এত গভীরভাবে কীভাবে গেঁথে গেল। জীবনে কম ছেলে দেখেনি সে। সেসব ছেলেদের মাঝ থেকে আষাঢ়ের মতো এমন একটা ছেলেকে মনে লেগে যাওয়া আজব একটা ব্যাপার। আসলে ব্যাপারটা আজব নয়, আসল আজব ব্যাপারটা হচ্ছে মন। এই আজব মন ব্যাপারটা অতি সাংঘাতিক জিনিস। সিনথিয়া গোপনে দীর্ঘশ্বাস পরিত্যাগ করলো।

“কারিব, বাড়ির সবাই কি এখানে উপস্থিত আছে?”
অকস্মাৎ প্রশ্ন করলো আষাঢ়।

“কী করবেন সবাইকে দিয়ে?”

“আছে কি না একবার চক্ষু বুলিয়ে দেখো।”

কারিব আষাঢ়ের কথা মতো চক্ষু বুলিয়ে দেখে বললো,
“শ্রাবণ ভাই নেই। উনি তো উপরে গেলেন।”

“ডেকে আনো।”

“কেন?”

“দরকার আছে মাই ডিয়ার। যাও, ডাকো।”

“আপনি কী করতে চাইছেন বুঝতে পারছি না আমি।”

“এই কথা তোমার মুখে বেমানান। আমাকে তুমিই সবচেয়ে ভালো বোঝো।”

কারিব কথা বাড়ালো না। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল শ্রাবণকে ডাকতে।
শ্রাবণকে নিয়ে ফেরত এলো কিছুক্ষণের মধ্যেই।

“ডেকেছিস কেন?” প্রশ্ন করলো শ্রাবণ।

“পাগলামি করবো আমি। আর তুমি এবং তোমরা সবাই আমার সেই পাগলামি দেখবে। আমি চাইনি কেউ আমার এই পাগলামি মিস করুক।”

এই বলে আষাঢ় বসার আসনের দিকে পা বাড়ালো। সকলের সামনে এসে দাঁড়িয়ে উচ্চ গলায় ঘোষণা দিলো,
“আমি এখন অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় এনাউন্স করতে চলেছি।”

আষাঢ়ের এমন কথায় সবাই-ই একটু আধটু বিস্মিত। কবির সাহেব বললেন,
“অতি গুরুত্বপূর্ণ কী এনাউন্স করবে তুমি?”

আষাঢ় অধর কোণে বক্র হাসি ফুঁটিয়ে তেরছা চোখে তাকালো নোয়ানার দিকে।
ওই তাকানোয় আঁতকে উঠলো নোয়ানার বক্ষৎপঞ্জর। থমকে গেল যেন তার পুরো বিশ্ব। ডাগর ভয়ার্ত দুটি চোখ সবিস্ময়ে স্থির হয়ে রইল আষাঢ়ের উপর। আশঙ্কা খারাপ কিছুর ইঙ্গিত করছে। নোয়ানার হৃদয় থরথর করে কাঁপতে লাগলো। সে আষাঢ়ের দৃষ্টি পড়তে পারছে। নিজের দৃষ্টিতেও ঠিকরে ওঠাতে চাইছে সাবধান বাণী,
‘না হিমেল, না। একদমই করবেন না এটা।’

আষাঢ় যেন নোয়ানার চক্ষু ভাষা পড়তে পেরে তাচ্ছিল্য হাসলো। সে চোখ সরিয়ে আনলো নোয়ানার থেকে। সকলের উদ্দেশ্যে সে উচ্চ কণ্ঠে তার চূড়ান্ত ঘোষণাটা শোনালো,
“আমি কাল অথবা পরশুর ভিতরই বিয়ে করতে চলেছি।”

(চলবে)

গ্রুপ লিংক―https://facebook.com/groups/3087162301558677/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here