ভুলবশত প্রেম পর্ব-৪১

0
1397

#ভুলবশত_প্রেম
#লেখনীতে:সারা মেহেক

৪১

ইমাদ ভাইয়া মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়লেন। উনার দৃষ্টি হতবিহ্বল। মুখশ্রীতে তীব্র আতঙ্ক। ইমাদ ভাইয়া বিমর্ষ গলায় বললেন,
” আমার সব শেষ রে আদ্রিশ। সব শেষ। ”

আদ্রিশ ম্লান দৃষ্টিতে ইমাদ ভাইয়ার দিকে চাইলেন। স্বান্ত্বনা দেওয়ার প্রয়াস করে বললেন,
” চিন্তা করিস না ইমাদ। দেখিস সব ঠিক হয়ে যাবে। নাফিসা ভাবীর কিছু হবে না। ”

আদ্রিশের চাহনি ও কণ্ঠস্বর স্পষ্ট জানান দিচ্ছে উনি মন থেকে এসব বলতে পারেননি। ইমাদ ভাইয়াকে মিথ্যে স্বান্ত্বনা দিয়েছেন। কেননা কোথাও না কোথাও উনিও আপুকে নিয়ে দুশ্চিন্তায় আছেন। এদিকে আমি ভেতরে ভেতরে প্রচণ্ড দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়ছি। বারংবার আপুর চেহারা আমার দৃষ্টির সম্মুখে ভাসমান হলো। আমি কিছুতেই রোহান ভাইয়ার কণ্ঠে বলা শেষ কথাগুলো ভুলতে পারছি না। উনি যদি আপুর সাথে কিছু করে বসেন তখন কি হবে? সবচেয়ে বড় কথা আপু এখন কি অবস্থায় আছে তার কিছুই জানি না আমরা। আপুকে কিভাবে রেখেছে, কি করছে আপুর সাথে কিছুই জানা নেই আমাদের। শুধু এটুকু জানি, রোহান ভাইয়া মানুষটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড স্বার্থপর, প্রচণ্ড ভয়ংকর। উনি যদি আপুর সাথে কিছু করে বসে তখন আমাদের কিছুই করার থাকবে না৷ কিছুই না। আচ্ছা? আপুর ভিডিও পাওয়ার ব্যাপারটা আব্বু আম্মুর কান অব্দি পৌঁছালে কি হবে? আব্বু আম্মু সইতে পারবে তো তাদের মেয়ের এ অবস্থা? সবচেয়ে বড় কথা, আপুর শ্বশুর শাশুড়ী এ নিয়ে জানলে কি হবে! আপুকে তারা মেনে নিবে তো? এসব আমার ভাবনায় আসতেই আমার সম্পূর্ণ শরীর শিউরে উঠলো। আতঙ্কে দু হাত ঠাণ্ডা হওয়ার উপক্রম হয়ে এলো।
আমি ইমাদ ভাইয়া ও আদ্রিশের দিকে অসহায় চাহনিতে চাইলাম। নিস্তরঙ্গ গলায় ইমাদ ভাইয়াকে বললাম,
” ইমাদ ভাইয়া? আপুর এ ভিডিওর ব্যাপারটা শুধু আমাদের তিনজনের মাঝে রাখা যায় না?”

ইমাদ ভাইয়া চোখ তুলে চাইলেন আমার দিকে। মুহূর্তেই উনার দু চোখ দেখে চমকে উঠলাম আমি। উনার দু চোখ প্রায় রক্তলালের ন্যায় রঙ ধারণ করেছে। উনি স্থির দৃষ্টিতে চেয়ে শান্ত কণ্ঠে বললেন,
” এ নিয়ে বাইরে টু শব্দটুকুও হবে না। ”

ইমাদ ভাইয়ার জবাবে আমি ক্ষীণ স্বরে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম৷ যদিও জানি, ইমাদ ভাইয়া কখনোই এ ব্যাপারে অন্য কারোর সাথে আলোচনা করতেন না।

ক্ষণিক সময় বাদে আদ্রিশ উঠে দাঁড়ালেন। ব্যালকনির কাছে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন,
” এখন নাফিসা ভাবীকে কিভাবে বাঁচাবো তাই ভাবতে হবে। ইমাদ? তোর মাথায় কিছু আসছে?”

ইমাদ ভাইয়া তৎক্ষনাৎ কোনো জবাব দিলেন না। বরং উঠে দাঁড়িয়ে আদ্রিশের নিকটে গেলেন। উনার সম্মুখে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললেন,
” হ্যাঁ এসেছে। ”

আদ্রিশ ও আমার চক্ষুজোড়া মুহূর্তেই আশার আলোয় সপ্রতিভ হলো। আমি তৎক্ষনাৎ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলাম,
” কি? জলদি বলুন ইমাদ ভাইয়া। ”

ইমাদ ভাইয়া স্থির চাহনিতে আদ্রিশের দিকে চেয়ে বললেন,
” ঐ ফর্মূলা। ঐটাই নাফিসাকে ছাড়ানোর একমাত্র উপায়। ”

উনার এরূপ জবাবে অবিলম্বে আদ্রিশ তেঁতে উঠলেন। বললেন,
” পাগল হয়ে গিয়েছিস না কি? তোকে ওসব সম্পর্কে সবটা বলার পরও তুই এমন সল্যুউশন দিস কি করে?”

ইমাদ ভাইয়াও আদ্রিশের কথার পিঠে তেঁতে উঠে বললেন,
” তো আমি কি করবো আদ্রিশ? আর কোনো উপায় আছে তোর কাছে? ”
এই বলে উনি জবাবের অপেক্ষায় আদ্রিশের দিকে চাইলেন। স্বভাবতই আদ্রিশ জবাব দিতে ব্যর্থ হলেন। ইমাদ ভাইয়া পূর্ণ উদ্যমে রাগত স্বরে বললেন,
” জানতাম তোর কাছে কোনো উপায় থাকবে না। কারণ এসবের জন্য তুই দায়ী। তোর কারণেই নাফিসার আজ এ অবস্থা। ”

আদ্রিশ হতবাক হয়ে বললেন,
” আমি এসবে দায়ী হলাম কি করে? শুধু শুধু আমাকে দায়ী করিস না ইমাদ।”

” শুধু শুধু না। অবশ্যই কারণেই তুই দায়ী। তোর ঐ ফর্মূলার কারণেই আজ এতো কিছু। ”

” তুই এভাবে আমাকে দোষ দিতে পারিস না ইমাদ। ”

” অবশ্যই দোষ দিবো। তোর কারণে নাফিসার আজ এ অবস্থা। তুই ফর্মূলাটা ওকে দিয়ে দিলেই পারিস। তাহলেই ও নাফিসাকে ছেড়ে দিবে। ”

” তুই পাগল হয়ে গিয়েছিস না কি ইমাদ? রোহানকে এসব দিলে ও কি করতে পারে তা তুই আইডিয়াও করতে পারবি না৷ আমি মরে গেলেও ঐ ফর্মূলা দিবো না। ”

আচমকা ইমাদ ভাইয়া আদ্রিশের শার্টের কলার চেপে ধরে রাগত স্বরে বললেন,
” তোকে দিতেই হবে। তোর জন্যই আজ নাফিসা ওর কবলে। তুই ঐ ফর্মূলা দিবি মানে দিবি। আমি আর কিছু জানি না। ”

এ পর্যায়ে আদ্রিশও প্রচণ্ড ক্রোধে ইমাদ ভাইয়ার টিশার্টের কলার চেপে ধরে বললেন,
” আমি কখনোই রোহানকে ঐ ফর্মূলা দিবো না। এটা জেনে রাখ তুই। ”

ইমাদ ভাইয়া ও আদ্রিশের এহেন কাণ্ড দেখে আমি হতচকিত হয়ে গেলাম। তৎক্ষণাৎ উনাদের কাছে গিয়ে একে অপরের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু উনাদের শক্তির কাছে ব্যর্থ হলাম। আদ্রিশ ও ইমাদ ভাইয়া ঠাণ্ডা চাহনিতে একে অপরের দিকে চেয়ে আছেন। আমি পুনরায় উনাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বললাম,
” আপনাদের দুজনের মাথা ঠিক আছে তো? শুধু শুধু অকারণে নিজেদের মধ্যে লড়ছেন কেনো? ছাড়ুন প্লিজ। আপনাদের এ চিৎকার চেঁচামেচি নিচ অব্দি গেলে অনেক সমস্যা হয়ে যাবে। ”

সাথে সাথে আদ্রিশ ও ইমাদ ভাইয়া একে অপরের কলার ছেড়ে দাঁড়ালেন। ইমাদ ভাইয়া ক্লান্তশ্বাস ছেড়ে চেয়ার টেনে বিছানার কাছে বসলেন। আর আদ্রিশ আমার সামনে দাঁড়িয়ে রইলেন। ইমাদ ভাইয়ার দিকে নিমিষের জন্য চেয়ে আমার দিকে চাইলেন। নিরাধার কণ্ঠে আমায় জিজ্ঞেস করলেন,
” তোমারও এমনটা মনে হয় মিশমিশ যে এসবের জন্য আমি দায়ী?”

আমি আদ্রিশের গালে এক হাত রেখে কোমল কণ্ঠে বললাম,
” উঁহু। আপনি কোনোদিক দিয়েই এসবের জন্য দায়ী নন। ইমাদ ভাইয়া রেগে আছেন এ মুহূর্তে। আপনার উচিত উনাকে সামলানো। কিন্তু আপনিও যদি রেগে যান তাহলে পরিস্থিতি সামলানোর খুব কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা?”

আদ্রিশ মন্থর গতিতে মাথা দুলালেন। ম্লান হেসে আমার পানে চাইতেই আমি উনাকে ছেড়ে দিয়ে কিঞ্চিৎ দূরে গিয়ে দাঁড়ালাম। উনি গিয়ে দাঁড়ালেন ইমাদ ভাইয়ার নিকটে। ইমাদ ভাইয়ার সম্মুখে বিছানায় বসে বললেন,
” ঠাণ্ডা মাথায় সবটা ভাবতে হবে ইমাদ। এভাবে রাগারাগি করলে কখনোই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না। আমরা যেহেতু পুলিশের সাহায্য নিতে পারছি না সেক্ষেত্রে আমাদের মধ্যেই কিছু না কিছু প্ল্যানিং করতে হবে। ”

ইমাদ ভাইয়া হতাশাব্যাঞ্জক কণ্ঠে বললেন,
” কিন্তু কি করবো আমরা? আমার মাথা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে আসছে। কিচ্ছুই মাথায় আসছে না। ”

আদ্রিশ ক্ষণিক সময় নিয়ে কিছু ভাবলেন। অতঃপর বিছানার উপর হতে ফোন নিয়ে ব্যস্ত ভঙ্গিতে কন্ট্যাক্ট লিস্ট হতে কারোর নাম্বার নিয়ে কল দিলেন। আমি এ দেখে কৌতূহলী হয়ে উনার পাশে গিয়ে বসলাম।
খানিক সময় নিয়ে ওপাশের ব্যক্তিটি কল রিসিভ করলেন। তৎক্ষণাৎ আদ্রিশ স্বাভাবিক কণ্ঠে সাধারণ হালচাল জিজ্ঞেস করলেন। অতঃপর বললেন,
” দিদার? আমাকে একটা হেল্প করতে পারবি?”

“……”

” আমি একটা নাম্বারের লোকেশন জানতে চাইছিলাম। আমাকে লোকেশনটা ট্রেস করে জানাতে পারবি? খুব আর্জেন্টলি দরকার।”

“…..”

” প্লিজ দিদার। হেল্পটা খুব দরকার। আর্জেন্ট না হলে বলতাম না। ”

“…..”

” আচ্ছা। একটু দ্রুত দেখে আমাকে জানা। রাখছি। ”

এই বলে আদ্রিশ ফোন রেখে রোহান ভাইয়ার নাম্বার ঐ ব্যক্তিটিকে দিয়ে বললেন,
” একটু সময় লাগবে। ওয়েট করি।”

দীর্ঘ সময়ের জন্য আমরা তিনজনে চুপচাপ বসে রইলাম। আচমকা আদ্রিশের ফোন বেজে উঠতেই আমি চমকে উঠলাম। আদ্রিশ ও ইমাদ ভাইয়াও কিঞ্চিৎ চমকে উঠলেন।
আদ্রিশ কল রিসিভ করেই লাউডস্পিকারে দিয়ে জিজ্ঞেস করলেন,
” হ্যাঁ দিদার, বল। ”

” তুই আমাকে যে নাম্বার দিলি তার লোকেশন দুইবার দু জায়গায় এসেছে। প্রথমবার যখন কল করেছিলো তখন ওর লোকেশন ছিলো ‘গ্রিন ভিউ’ রেস্টুরেন্টে। পরেরবার যখন কল করলো তখন লোকেশন ছিলো হাইওয়েতে। এখন ওর লোকেশন ভূইয়া রোডের একটা বাড়িতে।”

” আমাকে কল করার আগে ওর লোকেশন কোথায় ছিলো? ”

” সরি দোস্ত। ওটা বের করা যায়নি। কারণ গত দুদিন পর আজই এ নাম্বারটা ওপেন করা হয়। ”

লোকটির তথ্যগুলো শোনার পর আমরা একে অপরের দিকে নিমিষের জন্য তাকালাম। আদ্রিশ লোকটিকে ধন্যবাদ বলে কল কেটে দিলেন। অতঃপর কিঞ্চিৎ উদ্বিগ্ন কণ্ঠে বললেন,
” দ্যাট মিনস ও এখন বাসায়।
রোহান কম চালাক নয়। ও হয়তো আইডিয়া করেছে আমরা ওর লোকেশন ট্রেস করবো। এজন্য নাফিসা ভাবীকে যে জায়গায় কিডন্যাপ করে রেখেছে সেখান থেকে আমাকে কল করেনি। হয়তো ঐ জায়গা থেকে বেরিয়ে আসার পর ফোন অন করে আমাদের কল করে। ”

আমি ও ইমাদ ভাইয়া আদ্রিশের সাথে সায় দিলাম। ইমাদ ভাইয়া জিজ্ঞেস করলেন,
” তাহলে ও কোথায় নাফিসাকে লুকিয়ে রাখতে পারে?”

আদ্রিশ বললেন,
” অবশ্যই ওর চেনাপরিচিত কোনো জায়গায়। কিন্তু সমস্যা হলো, ওর সেই চেনাপরিচিত জায়গা আমরা কিভাবে খুঁজে পাবো?”

” আচ্ছা? এমন পরিস্থিতিতে রোহান নাফিসাকে কোথায় লুকিয়ে রাখতে পারে বলে তোর মনে হয়?”

” যতদূর মনে হয় ও এমন কোনো জায়গায় নাফিসা ভাবীকে লুকিয়ে রেখেছে যেখানে পৌঁছানো হয়তো সহজ। কিন্তু আমাদের চিন্তাভাবনা সেখানে পৌঁছাবে না। ”

এই বলে আদ্রিশ ভাবুক চাহনিতে ইমাদ ভাইয়ার দিকে চাইলেন। ইমাদ ভাইয়া ক্ষণিক বাদে চট করে বললেন,
” ওদের বাড়িতে? কারণ কেউ নিশ্চয়ই ভাববে না যে নরমালি কিডন্যাপ করলে কেউ তার বাড়িতে লুকিয়ে রাখবে।”

আমি তৎক্ষনাৎ বিরোধিতা করে বললাম,
” নাহ। রোহান ভাইয়া কখনোই উনার বাড়িতে আপুকে লুকিয়ে রাখবেন না। কারণ উনাদের বাড়ির প্রায় সব জায়গায় উনার বোন ও মা প্রায়ই যায়। এমনকি উনাদের বাড়ির পিছনের সাইডে গোডাউন মতো যে জায়গা আছে সেখানেও রিতু মাঝে মাঝেই যাওয়া আসা করে। আগে আমি যখন রিতুদের বাসায় যেতাম তখন রিতু প্রায়ই আমাকে সেখানে নিয়ে যেতো। এজন্য, আমার মনে হয় না রোহান ভাইয়া বাড়িতে আপুকে লুকিয়ে রেখেছে।”

আদ্রিশ ও ইমাদ ভাইয়া পুনরায় ভাবতে লাগলেন। খানিক বাদে আদ্রিশ অনুসন্ধানী কণ্ঠে বললেন,
” তাহলে নাফিসা ভাবীকে কোথায় লুকিয়ে রাখতে পারে ও?”

আদ্রিশের প্রশ্নের জবাবে আমি ক্ষণিকের জন্য এ নিয়ে ভাবলাম। ভাবনার মাঝে একটা জায়গার ব্যাপারে মাথায় আসতেই আমি চট করে বললাম,
” আমার মনে হয় আমি জানি, রোহান ভাইয়া আপুকে কোথায় রেখেছে।”

আদ্রিশ ও ইমাদ ভাইয়া প্রজ্জ্বলিত চাহনিতে আমার দিকে চাইলেন। ইমাদ ভাইয়া ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন,
” কোথায়? কোথায় রেখেছে ওকে?”

” আমার মনে হয়……..”
®সারা মেহেক

#চলবে
(দেরিতে দেওয়ার জন্য দুঃখিত। আমার কি হয়েছিলো কে জানে। একটুও লিখতে মন চাচ্ছিলো না। এজন্য লেখা হয়নি। দুঃখিত। তবে আপনাদেরকে আর খুব বেশিদিন অপেক্ষায় রাখবো না আমি। অতি দ্রুতই গল্পটার সমাপ্তি পর্ব আনবো।
হ্যাপি রিডিং।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here