মন গহীনের গল্প পর্ব-৭

0
1428

#মন_গহীনের_গল্প
পর্ব-৭
#রূবাইবা_মেহউইশ
__________________
বৃষ্টি বাদলের রাতে হাসপাতালে ডাক্তারের খোঁজে কাইয়ূমকে বিরক্ত হয়ে ঘুরতে হচ্ছে। তার জীবনে যত গ্রহ আছে তার মধ্যে বিপদজনক গ্রহের নাম ‘রিশাদ’। প্রতি রাতেই তার একটা ফোনকল বরাদ্দ থাকে কাইয়ূমের ফোনে৷ যখনই সে একটু আয়েশ করতে চায় তখনি সেই ফোন কল শনির দশা হয়ে সামনে দাঁড়ায়। আজও তাই ; বৃষ্টির রাত , ডিউটিও আজ দিনে ছিলো৷ আবহাওয়ার সাথে মুড চেঞ্জ হয়ে গেছে। এই শীতল আবহাওয়ায় বউয়ের উষ্ণ আদরের বিকল্প আর কিছুই নেই। কিন্তু কাইয়ূমের চার আঙ্গুল কপালে এত সুখ কই! মন যখন আদর আদর করছে রিশাদ তখন কল দিয়েই ঠিকানা দিলো। যত শিগ্রই সম্ভব সেখানে পৌঁছে একজন রোগী হাসপাতালে নিতে হবে। ‘শালা তোর কি কর্মচারী কম আছে?নাকি কাইয়ূম এম্বুলেন্স? কাইয়ূমকেই কেন লাগবে!’ মনে মনে এ কথা বললেও মুখে বলতে পারে নি সে। রিশাদের কথামতো ঠিকানায় গিয়ে ইভানকে হাসপাতালে নিয়ে এলো। মেহউইশের মা সঙ্গে যেতে চাইলেও তাকে নিতে নিষেধ করেছে রিশাদ। আর কালকের মধ্যেই মেহউইশের নামে দেওয়া বাড়িটিতে পৌঁছে দিতে বলা হয়েছে তাদের। আর সে বাড়ির ঠিকানা কেউ যেন না জানে। এমনকি মাইমুনাও না। চোখে বেঁধে নিয়ে যাবে তাদের।

নিঃশ্বাসে ঝরছে তপ্ত দুঃখ
দু চোখের পাতায় অনাকাঙ্ক্ষিত যাতনা,,

কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো মেহউইশের চোখের কোণ বেয়ে। সর্বস্ব কি এভাবেই হারায় একটা মেয়ে! রিশাদের দেহ সুখের ভেলায় চড়ে ভেসেছে অনেকক্ষণ এখন প্রশান্তির ঘুম দরকার তার। মেহউইশকে এখনও বুকের নিচে জড়িয়ে রেখেছে পাখির ছানার মত করে। অথচ মেহউইশ নিথর চাপা পড়ে আছে দানবের বুকে পিষ্ট হয়ে। গা ঘিনঘিন করছে তার। দেহের প্রতিটি অঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে। এ কেমন জ্বালা! স্বামীর স্পর্শ এতোটা ঘৃন্যও হয় বুঝি কোন নারীর কাছে? নাকি তার মনে ইভানের ছায়া রিশাদকে এতোটা ঘৃণিত করে দিচ্ছে তার নজরে! দলা পাকিয়ে কান্নারা আটকে রইলো গলায়। ফুপিয়ে ফুপিয়ে কান্না এবার দমক নিয়ে বেরিয়ে আসতে চাইছে ভেতর থেকে। শরীর কেঁপে কেঁপে উঠছে যা টের পাচ্ছে রিশাদ। কিন্তু এই মূহুর্তে সিমপ্যাথি দেওয়ার কোন ইচ্ছেই তার নেই। নগদ দেনমোহরে বিয়ে করা বউ তার। স্ত্রীর থেকে যতটুকু প্রাপ্য ছিলো স্বামী হিসেবে ততটুকু নিয়েছে এতে কান্নার কি আছে! যত্তসব ন্যাকামি! এমনটাই মনে হচ্ছে রিশাদের। সে ধমকে উঠলো কান্না বন্ধ করতে। উপায়ান্তর না পেয়ে মেহউইশ দাঁতে ঠোঁট চেপে কান্না আটকাতে চেষ্টা করলো। এটা এক দৈত্যপুরী। এখানে কেউ কাউকে বোঝে না, বুঝতে চায় না। বিয়ে তো হয়েই গেছে৷ আজ না হয় কাল মেহউইশ রিশাদকে মেনে নিতো তার আগে একটু তো সময় দিতে! এমন জোরজবরদস্তি করে কি সে অন্যায় করেনি? নাকি স্বামী চাইলেই জোর করতে পারে স্ত্রীকে হোক সেটা দৈহিক কোন ব্যপার কিংবা সাংসারিক৷ আর দৈহিক মিলনটাতে তো শুধু দেহের নয় মনেরও সায় লাগে এটা কেন বুঝলো না রিশাদ। মেহউইশ না হয় বেশি পড়াশোনা করেনি৷ কিন্তু রিশাদ! সে তো অনেক পড়াশোনা করেছে রাইমা বলেছিলো।শিক্ষিত মানুষ কেন এমন অশিক্ষিতের মত আচরণ করবে!

কাকডাকা ভোরে এসির ঠান্ডায় ভীষণ শীত শীত লাগছে রিশাদের। ঘুম ভেঙে গেছে এই ঠান্ডায় তাই আধখোলা চোখেই বিছানায় তার বামপাশে তাকালো৷ মেহউইশ নেই ; এত সকালে সে কোথায় গেল! আধখোলা চোখ এবার পুরোপুরি খুলে ফেলেছে তখনি দেখা গেল বাইরে থেকে ঘরে আসছে মেহউইশ। তার কোলে নির্জন খেলছে, খিলখিল করে হাসছে।সকালটা ঝলমল করে উঠলো রিশাদের চোখের সামনে। মেহউইশকে সে ঠিকঠাক খেয়াল করেছে কালই। হঠাৎ মনে হলো মেয়েটা একেবারে ছোটও নয়। নির্জনকে নিয়ে যেভাবে হাঁটছে দেখে বোঝার উপায় নেই নির্জনের মা সে নয়। কিন্তু মেয়েটা থাকবে তো! সুযোগ পেলে পালিয়ে যাবে না তো? নাহ, পালিয়ে আর যাবেই বা কোথায়? এক চিলতে হাসি রিশাদের ঠোঁটের কোণ ঘেঁষে ভেসে উঠলো।শহর জুড়েই রিশাদ রায়হানের রাজত্ব। নীলিমাও তো পালিয়েছিলো কতটুকু পেরেছে যেতে? আহ্! সোনালি রোদমাখা মিষ্টি সকালটা নীলিমার নামেই তিক্ত হয়ে গেল রিশাদের। তারপরই মনে পড়লো আরেক তিক্ত ব্যক্তির কথা। ‘ইভান’ একে এবার দেখতে হবে। আড়মোড়া ভেঙে বিছানা ছাড়লো রিশাদ। মেহউইশ দেখেও দেখলো না যেন তাকে । নির্জনকে তার ছোট্ট পালঙ্কে শুইয়ে বিছানাটাকে গুছিয়ে নিলো সে। এত ভোরে উঠে জেগে থাকার অভ্যেস তার ছিলো না কখনও। মায়ের কত বকুনি খেয়ে ফজরটা আদায় করেই আবার শুয়ে পড়তো। কিন্তু আজ আর তেমন হচ্ছে না। মন খারাপ করেই সে তার মত করে কাজ করছে। আজও হয়তো খবর পাবে না মা,ভাইয়ের।

সকালের নাশতায় ডাইনিংয়ে মেহউইশ আর রিশাদ ছাড়া কেউ ছিলো না। একজন মেইড খাবার সার্ভ করতে আসলে রিশাদ তাকে পাঠিয়ে দিলো। মেহউইশকে বলল সে যেন সার্ভ করে, মেহউইশও তাই করলো। নির্জন এখন রিশাদের কোলে। বাচ্চাটাও কেমন যেন বাপের কোল কেমন করে যেন টের পায়। কি আয়েশে বাপের বুকে চুপচাপ ঘুমায় আর মেহউইশের কোলে আসলেই কেমন নাক,মুখ ঘঁষে, হাত পা ছোঁড়ে। কি খোঁজে সে তার কাছে এমন করে? মেহউইশের গায়ে তো মা মা ঘ্রাণটাও নেই।

নাশতার জন্য রিশাদ রুটি খাবে বলেছিলো। মেইডও তাই দিয়ে গেল। প্লেটে রুটি সার্ভ করলো মেহউইশ মাত্র দুটো আর এক বাটিতে একটু সবজি দিলো। খাবারের পরিমাণ দেখে ভ্রু যুগল বাঁকিয়ে জানতে চাইলো ‘এটুকু খাবার জন্য!’

মেহউইশ জবাব দিলো, ‘আপনার।’

‘দুইটা রুটিতে কি হবে?’

অবাক হয়ে তাকালো মেহউইশ।সে বুঝতে পারেনি রিশাদের ঠিক কি পরিমাণ খাবার লাগতে পারে। বাড়িতে সে সবসময় এক অথবা দেড়টা পরোটা খেতো। মাকেও দেখেনি দুটোর বেশি খেতে। মিহাদ তো একটাই খায় কোনরকমে। রিশাদের দিকে ভয়ে ভয়ে তাকাতেই দেখলো সে হাসছে। তারমানে ভয়ের কোন কারণ নেই।

‘আমি রুটি পাঁচ থেকে আটটা খাই। আগে অবশ্য দশ থেকে পনেরোটা খেতাম।তখন জিমে যাওয়া হত রেগুলার। অফিস জয়েন করার পর আর এসবে সময় পাই নি। তখন থেকে খাওয়ার পরিমাণটাও কমে গেল। আবার শরীরটাও কেমন লুস….. কথাগুলো বলতে বলতে থেমে গেল রিশাদ। মেহউইশ কেমন হা করে তাকিয়ে আছে তার দিকে। কি এমন বলেছে সে যার জন্য এমন জংলীদের মত তাকাতে হবে! আর মেহউইশ ভাবছে এটা কি সত্যিই কোন দৈত্য, দানব? কই ইভানও তো বলে সে জিমে গেছে কখনও তো দেখিনি এত এত খাবার খেতে।

হাসপাতালে বসে বসে কাইয়ূমের পা বোধহীন হয়ে গেছে। রাত থেকে একটু ঘুমানোর জো নেই। প্রতি ঘন্টায় নার্সরা এসে এসে জ্বালিয়ে গেছে রোগীর কোন রিয়াক্ট হয়েছিলো কিনা, ঘুম থেকে জেগেছিলো কিনা! অসহ্যকর এক যন্ত্রণা এই রিশাদ। রিশাদকে দেওয়ার জন্য দুনিয়ার সব থেকে জঘন্যতম গালিটাই মুখে আসে কাইয়ূমের। কিন্তু এতে করে যথাযথ শান্তি মেলে না তার। সকালের নাশতা করে আবার বসেছে ইভানের বেডের পাশে তখনি রিশাদ উপস্থিত হয় সেখানে। ঠোঁট কুঁচকে আছে তার সাথে কপালটাও। বিরক্তি যেন সবসময়কার মত বাসা বেঁধেছে তার ওই সুকুমার মুখটাতে।

‘এখন কি অবস্থা এর?’ ইভানের দিকে ইশারা করে প্রশ্ন করলো রিশাদ।

‘স্যার, বিপদ কেটে গেছে। ডাক্তার বলেছে বিকেলের মধ্যে চলে যেতে পারবে। তবে রক্ত প্রচুর গেছে খাওয়াতে হবে খুব ওই আনার,দুধ,,,’

কাইয়ূম কথা শেষ করার আগেই রিশাদ তাকে থামিয়ে দিলো। পকেট থেকে কিছু টাকা বের করে কাইয়ূমকে দিলো।’

-তুমি নাস্তা করে চলে যাও। আর হ্যাঁ বিকেলে আরেকবার আসবে এবং কিছু কাজ করবে। সে কাজের খবর যেন কেউ না জানে আর না এই ছেলের খবর।’

কাইয়ূম টাকা নিয়ে সত্যিই চুপচাপ চলে গেল। তার আপাতত থানায় গিয়ে ঘুম দেওয়া ছাড়া কোন কাজ নেই। আবার সন্ধ্যা আসলে কি কাজ বলবে কে জানে! রিশাদের কাজ মানেই আলাদারকম এক প্যারা।

কাইয়ূম চলে যেতেই রিশাদ আবার ডাক্তারকে খুঁজলো যে ইভানের ট্রিটমেন্ট করছে। নার্স জানালো রাতের ডাক্তার সকালেই চলে গেছে। এখন অন্য কেউ চেক আপ করবে সম্ভবত মহিলা কোন ডাক্তার। রিশাদ অপেক্ষা করলো সেই ডাক্তারের এবং ভীষনরকম এক চমকও পেল। সেই ডাক্তার তারই প্রাক্তন স্ত্রী নীলিমার আত্মীয়া। রিশাদ মেয়েটিকে আগেও কয়েকবার দেখেছিলো৷মেয়েটিও অবাক রিশাদকে দেখে তবে লজ্জিতই বেশি অবাকের চেয়ে৷ নীলিমা যা করেছে তা সত্যিই লজ্জাজনক তার পরিবারের কাছে আর মেয়েটিও হয়তো আত্মীয় বলেই লজ্জা পাচ্ছে। মেয়েটির চোখ,মুখে সংকোচ বুঝতে পেরে রিশাদই আগে কথা বলল, কেমন আছেন?’

জ্বী ভালো, আপনি?

আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি।

আপনার ছেলেটা?

খারাপ থাকার কথা নাকি?

না, না ভুল বুঝবেন না প্লিজ।

‘আচ্ছা! ভুল বুঝছি না। আমার ছেলে ভালো আছে তার মায়ের কাছে।’ এ কথায় যেন চমকালো মেয়েটা।

নীলিমা!

নাতো, নীলিমা আবার কে? আমার স্ত্রী মেহউইশ রায়হান। যাই হোক পরিবার পরিচিতির জন্য আসিনি আমি। এখানে আমার এক রোগী আছে তার সম্পর্কে জানার ছিলো কি অবস্থা এখন?

জ্বী! কি নাম রোগীর?

ইভান।

ওহ, একটু আগেই আমি তার রিপোর্ট চেক করেছি। হাতের একটা শিরা কেটেছে। ভোররাতে নাকি অপারেশন হয়ে গেছে। ভাগ্য ভালো আরো একটা শিরায় আচর লেগেছে কাটেনি৷

‘আর কতক্ষণ হাসপাতালে রাখতে হবে তাকে?’

‘কতক্ষণ না বলুন ক’দিন। দু তিনদিন রাখা জরুরি। নির্দিষ্ট সময়ে চেকআপ চলবে আর ড্রেসিং এরও ব্যপার আছে তৃতীয়দিন।’ মেয়েটা বলে থামতেই রিশাদ ধপ করে সামনে থাকা চেয়ারটায় বসে পড়লো। সে চাইছে যত দ্রুত সম্ভব ইভানকে শহর ছাড়া করতে৷ সে বসা থেকে উঠে ডাক্তারের কেবিন ছেড়ে রিসেপশনে গেল। খুব শিগ্রই সে টাকা ঢেলে ইভানকে সরিয়ে নিলো হাসপাতাল থেকে আর ডাক্তার হিসেবে নীলিমার সেই কাজিনকেই রাখা হলো। হাসপাতাল কতৃপক্ষ টাকার পরিমাণেই সব রিশাদের মনমতো করে দিলো৷ দুপুর গড়াতেই ইভানের পরিবারও খবর জানলো তারাও রিশাদের ঠিক করা জায়গায় গিয়ে ইভানকে দেখতে পেল। আপাতত রিশাদের এক ভাবনা দূর হলো বিকেলে কাইয়ূমকে তার কাজ বুঝিয়ে ইভান রিলেটেড দ্বিতীয় কাজটিও শেষ করবে। তারপরই মোটামুটি রিলাক্স হওয়ার মত একটা সুযোগ পাবে। তার মধ্যেই একটা ট্যুর মুড ফ্রেশ করবে সাথে মেহউইশের পরিবর্তন। ভাবনা গুলো যে দিকে মোড় নিচ্ছে কাজগুলোও সেভাবে এগুলেই হবে।

নতুন নতুন কাপড়ের ভীড়ে মেহউইশ বুঝে উঠতে পারছে না কোন জামাগুলো বাড়িতে পরবে! এত এত কাপড় কি একসাথে সব বাসায় পড়া সম্ভব? এখন না হয় চারটা রেখে বাকিগুলো তুলে রাখবে। কোথাও বেড়াতে গেলে পরা যাবে৷ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে বাইরে৷ এখন কাপড় গুছিয়ে আগে নির্জনকে খাওয়াতে হবে। খাওয়ার সময় হয়ে গেছে তার তাই দ্রুত হাত চালাচ্ছিলো কাপড় গুছাতে। তখনি কানে এলো রিশাদের কথা যা সে নির্জনের সাথে বলছে৷

‘ আমরা আজকে বেড়াতে যাবো তাই না বাবা? তুমি কোন ড্রেসটা পরবে বলো তো?’ রিশাদ এমন করে কথাগুলো বলছিলো যেন সে নিজেই তিন চার বছর বয়সী কোন বাচ্চা । মেহউইশের সে কথা কানে আসতেই হাসি পেয়েছে। আবার ভাবছে এইটুকুনি তো পুঁচকো এর আবার কোন ড্রেস? হুহ

‘এ্যাই মেবিশ, সুন্দর করে সেজেগুজে তৈরি হও তো। আমরা এখন বেড়াতে যাবো।’ রিশাদ এমন করে কথা বলছে যেন তার আর মেহউইশের সম্পর্কটা কতোটা স্বাভাবিক। মেহউইশ এ নিয়ে অবাক নয় সে অসহ্যবোধ করছে তার নামকে এমন বিকৃত করার কারণে। মেহউইশের অর্থই পাল্টে দিচ্ছে এই লোক। কিন্তু কিছু বলারও সাহস হয় না। নিজের কি এক নাম তার নামকে এমন বিকৃত করলে কেমন লাগবে! রিশাদ, রশিদ, রশি! ধ্যাৎ, এই শয়তানের দাদার তো নামও বিকৃত করা যায় না। রিশাদের নামের ব্যঙ্গ করতে না পেরে খুব যেন মনঃক্ষুন্ন হলো মেহউইশের । তার মুখের বিষন্নতা দেখে রিশাদ এসে তার কাঁধ ছুঁলো।

‘ কি হলো! বললাম না বেড়াতে যাবো তৈরি হও। কথা কি একবার বললে কানে যায় না?’ শেষের বাক্য বলার সময় রিশাদের চেহারা কঠিন হয়ে এলো হঠাৎ করেই। মেহউইশ ভয় পেল সে দ্রুত ছড়িয়ে ছিটিয়ে রাখা কাপড় থেকে একটা উঠিয়ে বাথরুমের দিকে যাচ্ছিলো। রিশাদ বাঁধা দিলো এবং একটা শাড়ি কিনেছিলো কাল সেটা পরতে বলল। এখানে আর কথা বলার জো নেই ভেবে মেহউইশ সেই শাড়ির পুরো সেট উঠিয়ে বাথরুমে ঢুকলো। শাড়ি পরা হয়ে গেলে আর বাথরুম থেকে বের হতে পারলো না সে৷ এ কেমন ব্লাউজ! স্লিভলেস পোশাক সে জীবনে পরেনি আর এ শাড়ি তো, ছিহ! মেহউইশ বাথরুমে যাওয়ার পরই রিশাদ আয়াকে ডেকেছিলো নির্জনকে তৈরি করতে। নির্জনকে তৈরি করে আয়া নিচে নিয়ে যেতেই রিশাদও তৈরি হয়েছে। চুল পরিপাটি করতে করতে হাতের ঘড়ির দিকে তাকালো। এক ঘন্টারও বেশি হলো মেহউইশ বাথরুমে ঢুকেছে। এতক্ষণ সে করছে ওখানে? চিন্তা হলো নাকি ভয় কে জানে শুধু মনে হলো মেয়েটা পালানোর সুযোগ না পেয়ে বাথরুমে সুইসাইড করলো নাতো!

‘এ্যাই মেয়ে দরজা খোল। বাইরে এসো।’ রিশাদের ডাকে সাড়া দিলো না মেহউইশ। রিশাদ দরজায় ঠক ঠক করে শব্দ করলো তবুও নিঃশব্দ ওপাশ। এবার ভয়ই শুরু হলো রিশাদের যেন সে অস্থির হয়ে ডাকতে লাগলো।

মেবিশ, এ্যাই মেবিশ! এতক্ষণ ধরে বাথরুমে কি করো? দরজা খোল জলদি। এ্যাই মেয়ে, হোয়াই ডোন্ট ইউ কাম আউট ড্যাম! ওপেন দ্য ডোর ফাস্ট। দরজা খোল বলছি কি হলো শুনতে পাও না? ভয় থেকে এবার রাগ চড়াও হলো আর তখনি মনে পড়লো বাথরুমের দরজারও চাবি আছে। ভেতর থেকে লক হয়ে গেলে ওটা ওই চাবির মাধ্যমে খোলা সম্ভব । চট করেই চাবি নিয়ে বাথরুমের দরজা খুলল রিশাদ ততক্ষণে রাইমা আর অন্য কাজের লোকেরাও চিৎকার শুনে দোতলায় উঠে এসেছে। কিন্তু কেউ ঘরে ঢোকার সাহস করেনি। বাথরুমের দরজা খুলেই রিশাদের রাগের গতি দ্বিগুণ হারে বেড়ে গেল। চুপচাপ শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে মেহউইশ। কোথাও কোন সুইসাইড করার মত সরঞ্জাম চোখে পড়লো না রিশাদের। বিষম ক্রোধে প্রশ্ন করলো, ‘এত যে ডাকলাম জবাব দিস নি কেন?’

মেহউইশ নিরুত্তর তাই রিশাদ আবারও প্রশ্ন করলো, ‘তৈরি তো হয়েছিসই তবুও বের হচ্ছিলি না কেন?’ ধমকে উঠলো রিশাদ। এবার আর ভয়ে চুপ থাকতে না পেরেই বলল, ‘ব্লাউজে স্লিভ নেই আমি এমন কাপড় পরতে পারি না।’ কাঁপা আর ভাঙা ভাঙা উচ্চারণে মেহউইশ কথাটা বলতেই রাগে রিশাদ মেহউইশের সামনে দাঁড়িয়ে এক হাত পেছনে নিলো। মেহউইশের পিঠের ওপর থাকা ব্লাউজের কাপড়টা খুব জোরে টেনে ছিঁড়ে সে সোজা বাথরুমে থেকে বেরিয়ে গেল। আর মেহউইশ তো রিশাদের কাজে ভয় ভুলে অবাক হয়ে তাকিয়ে রইলো।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here