মরিচাধরা_মনের_খাঁচা লেখনীতেঃ তাহমিনা তমা পর্বঃ ১২

#মরিচাধরা_মনের_খাঁচা
লেখনীতেঃ তাহমিনা তমা
পর্বঃ ১২

পিটপিটিয়ে চোখ খোলে তাকালো অয়ন। সব ঝাপসা লাগছে তাই চোখ বন্ধ করে আবার খুললো। ধীরে ধীরে এবার সব পরিষ্কার হয়ে এলো। আশপাশে তাকিয়ে বুঝতে পারলো সে হসপিটালে আছে। মাথা ব্যাথা করে উঠলে হাত দিয়ে বুঝলো ব্যান্ডেজ করা। গতরাতের সব মনে পরে গেলো ধীরে ধীরে। হাত ভারী মনে হলে তাকিয়ে দেখে কেউ হাত ধরে ঘুমিয়ে আছে।

অয়ন অবাক কণ্ঠে বললো, তয়ন ?

হালকা আওয়াজেই ঘুম ভেঙে গেলো তয়নের। অয়নকে তাকিয়ে থাকতে দেখে ব্যস্ত গলায় বললো, এখন কেমন লাগছে ভাইয়া ?

অয়ন আগের মতোই অবাক কণ্ঠে বললো, তুই এখানে ?

গতরাতেই এসেছি, ভেবেছিলাম তোকে, মাকে আর ভাবিকে সারপ্রাইজ দিবো। কিন্তু এসে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। মায়ের কাছে সব শোনে তোর রুমে গিয়ে দেখি সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছিস। আশপাশটা রক্তে ভেসে যাচ্ছে। তাড়াতাড়ি হসপিটালে আনা হয়েছে বলে বড় বিপদের হাত থেকে বেঁচে গেছিস।

অয়ন ছোট করে বললো, ওহ্।

তয়ন বললো, তুই এমন একটা ভুল কীভাবে করলি ভাইয়া ?

আবেগে অন্ধ হয়ে গিয়েছিলাম।

তোকে আমি আগেই বলেছিলাম নয়নাকে তুই কখনো ভালোবাসিসনি। হ্যাঁ নয়নার পার্সোনালিটি তোর ভালো লাগতো ব্যস এটুকুই। মানুষ যাকে ভালোবাসে তাকে কখনো অন্যের পাশে সহ্য করতে পারে না। আর সেখানে নয়না সারাদিন ছেলে ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াতো। তোর কোনো হেলদোল ছিল না তা নিয়ে।

অয়ন কিছু না বলে চুপ করে রইলো। তয়ন বুঝতে পারলো অয়নের মনের অবস্থা।

তাই কথা ঘুরিয়ে বললো, বাদ দে সেসব। এখন কেমন লাগছে সেটা বল ?

অয়ন বললো, ভালো।

তয়ন দীর্ঘ শ্বাস ছাড়লো অয়নের মুখের দিকে তাকিয়ে। মাত্র তিন দিনে কী হাল হয়েছে অয়নের।

মা কোথায় তনয় ?

মাকে অসুস্থ লাগছিলো দেখতে, তাই বাসায় পাঠিয়ে দিয়েছি। আর ডক্টর বলেছে সকালেই তোকে ডিসচার্জ করে দিবে, আঘাত খুব একটা গভীর না।

সকাল হবে কখন ? এখানে ভালো লাগছে না।

একটু আগেই ফজরের আযান হয়েছে। সকাল হতে দেরি নেই খুব একটা।

অয়ন ক্লান্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে নিলো আবার। তয়ন উঠে ওয়াশরুমে চলে গেলো ফ্রেশ হতে। সকালে ডক্টর ডিসচার্জ করে দিলো অয়নকে। বাড়ি গিয়ে অয়ন শাওয়ার নিয়ে নিলো। দু’দিন হয়ে গেছে শাওয়ার নেওয়া হয় না, খাবার খাওয়া হয় না। মাত্র কয়েক ঘন্টায় অয়নের জীবন পুরো পাল্টে গেছে। এভাবে চলতে থাকলে অয়ন আদৌও বাঁচবে কিনা কে জানে।

শাওয়ার নিয়ে বের হতেই দেখে তয়ন বসে আছে তার বেডে।

অয়নকে দেখে প্রায় চেঁচিয়ে বললো, তুই শাওয়ার নিয়েছিস কেন ভাইয়া ?

দু’দিন ধরে শাওয়ার নেওয়া হয় না। নিজের গায়ের গন্ধে নিজেরই বমি পাচ্ছে।

অয়নের কথা শুনে মুখ টিপে হাসলো তয়ন। অয়ন বরাবরই একটু খুঁতখুঁতে স্বভাবের মানুষ।

অয়ন ভ্রু কুঁচকে বললো, হাসছিস কেনো তুই ?

তয়ন শব্দ করে হেসে উঠে বললো, তোর মতো খুঁতখুঁতে মানুষ দু’দিন পর গোসল করলো। সত্যি ভাবা যায় এটা, তুই বল ?

তোর সাথে মজা করার মতো ইচ্ছে আমার একটুও নেই। এখানে কেনো এসেছিস সেটা বল ?

মা ব্রেকফাস্ট করতে ডাকছে।

আমি খাবো না তুই যা। আমাকে এখন বের হতে হবে।

আজ না খেলে তিনদিন হবে তোর পেটে কিছু পড়েনি। সারারাত স্যালাইন চলেছে তাই এখনো দাঁড়িয়ে থাকতে পারছিস। তবে আবার মাটিতে লুটিয়ে পড়তে খুব একটা সময় লাগবে না।

অয়ন কিছু না বলে মাথার ব্যান্ডেজ চেঞ্জ করতে গেলে তয়ন এগিয়ে গেলো।

দে আমি করে দিচ্ছি।

ব্যান্ডেজ চেঞ্জ করে ব্রেকফাস্ট করতে চলে গেলো দু’জনে। অয়ন কোনোমতে একটু খেয়ে উঠে গেলে অহনা বললো, কোথায় যাচ্ছো ?

নিঝুমকে খুঁজতে।

তোমার শরীর ঠিক নেই এখন। রুমে গিয়ে রেস্ট নাও কোথাও যেতে হবে না।

আমি ঠিক আছি।

অহনা এবার রেগে বললো, তোমার কী মনে হয়, এমন উদভ্রান্তের মতো খুজলে ওকে তুমি পেয়ে যাবে ?

অয়ন রেগে বললো, তাহলে কী করবো আমি ? তুমি জানা সত্বেও বলছো না ও কোথায় আছে। এখন কী করতে পারি আমি, তুমি বলো ?

তয়ন খাবার নাড়তে নাড়তে বেশ শান্ত গলায় বললো, অতিরিক্ত চাপে তোর বুদ্ধি লোপ পেয়েছে ভাইয়া।

অয়ন ভ্রু কুঁচকে বললো, মানে ?

ভাবি নিশ্চয়ই বাতাসে মিলিয়ে যায়নি। আর এই শহরে নেই সেটাও তুই নিশ্চিত হয়েছিস। এই শহর থেকে বের হতে সে নিশ্চয়ই বাস, ট্রেন, প্লেন কোনো একটা অবশ্যই ব্যবহার করেছে। সেদিনের সব জায়গার যাত্রী লিস্ট চেক করতে পারিস। অথবা আঙ্কেলের অফিসে খোঁজ নিতে পারিস তার টান্সফার কোথায় হয়েছে। সেটা জানতে পারলে সব আরো সহজ হয়ে যাবে। তুই এসব না করে রাস্তায় রাস্তায় ঘুরে ভাবিকে খুঁজছিস।

অয়ন আজ বুঝতে পারলো তারাহুরো করে মানুষ সহজ পথটাও কঠিন করে ফেলে।

তয়নের দিকে তাকিয়ে বললো, ধন্যবাদ।

অয়ন আবার বাইরের দিকে যেতে থাকলে তয়ন বলল, দাঁড়া আমিও আসছি, তোর সাথে।

তয়নও খাবার ফেলে ছুটলো অয়নের পেছনে। অহনা নিরব দর্শকের ভূমিকা পালন করলো কেবল। অয়ন আগে নিঝুমের বাবার অফিসে চলে গেলো। কোথায় বদলি হয়েছে জানতে চাইলে প্রথমে মানা করতে দেয় বলতে। অয়নের পরিচয় জানার পর আর একটু পকেট গরম হতেই গরগর করে সব বলে দিলো।

মিস্টার চৌধুরী হঠাৎ করে বদলি কেনো নিলেন বুঝতে পারছি না। আর এটাও বলে গেছে উনি কোথায় আছে এটা যেনো কাউকে বলা না হয়।

অয়ন কাঁপা গলায় বললো, কোথায় আছেন উনি ?

লোকটা টাকার দিকে তাকিয়ে হলদেটে দাঁত বের করে হেসে বললো, সিলেট জেলায় আছে। সিলেটে আমাদের অফিসে খোঁজ নিলেই সব জানতে পারবেন।

অয়ন যেনো অমাবস্যার রাতে এক চিলতে আলো খোঁজে পেলো। তয়নের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি দিলো। অয়ন লোকটাকে ছোট করে ধন্যবাদ বলে অফিস থেকে বের হয়ে এলো।

বাইরে এসে তয়ন বললো, এবার কী করবি ?

অয়ন হাসি মুখে বললো, সিলেট যাবো আর সেটা আজই। তোকে অসংখ্য ধন্যবাদ ভাই।

তয়ন বাঁকা হেসে বললো, ঠান্ডা মাথায় ভাবলে এটা অনেক আগেই তোর মাথায় আসতো। কিন্তু তুই তো বউ হারানোর শোকে দেবদাস হয়ে গিয়েছিলি।

অয়ন ভ্রু কুঁচকে তাকালো তয়নের দিকে। তা দেখে তয়নের হাসি বন্ধ হয়ে গেলো। তয়নকে ভয় পেতে দেখে অয়ন নিজেই হেসে ফেললো।

তয়ন বললো, চল আগে বাড়ি চল।

তার আগে এক জায়গায় যেতে হবে।

তয়ন অবাক হয়ে বললো, কোথায় ?

ডিভোর্স ক্যান্সেল করতে।

আর একবার ভেবে নে ভাইয়া। নিঝুম ভাবি কিন্তু কখনোই মা হতে পারবে না। পরে আবার যদি আফসোস করিস তাহলে ভাবি অনেক কষ্ট পাবে।

অয়ন মুচকি হেসে বললো, আমার আর কাউকে প্রয়োজন নেই। আমার পাশে শুধু নিঝুম থাকলেই হবে।

তয়ন মুগ্ধ হয়ে তাকালো অয়নের দিকে। সব জানার পর অয়নের উপর যতটা রাগ হয়েছিলো এখন ততটাই গর্ব হচ্ছে নিজের ভাই বলে। অয়ন আগে এডভোকেটের কাছে গিয়ে ডিভোর্স ক্যান্সেল করার সব ব্যবস্থা করে ফেললো৷ পেপার যেনো নিঝুমের কাছে পাঠানোর না হয় সেটা নিশ্চিত করে বাসায় ফিরে গেলো। বাসায় গিয়েই নিজের ব্যাগ গুছানো শুরু করে দিলো।

অহনা তয়নকে বললো, অয়নকে এতো খুশিখুশি মনে হচ্ছে কেনো ?

ভাবির খোঁজ পেয়ে গেছে তাই।

কোথায় আছে নিঝুম ?

তয়ন অবাক হয়ে বললো, তার মানে তুমি সত্যি জানো না ভাবি কোথায় আছে ?

অহনা মলিন হেসে বললো, জানি না। জানতে চাওয়ার সাহস বা অধিকার কোনোটাই ছিলো না।

সিলেট আছে ভাবি।

সত্যি বলছো তুমি তয়ন।

হ্যাঁ মা একদম সত্যি। উনার বাবা সিলেট আছে মানে উনিও সিলেট আছে এটা সিউর।

অহনাকে কথাটা বলে তয়ন অয়নের রুমের দিকে এগিয়ে গেলো।

অয়নকে জামাকাপড় গোছাতে দেখে বললো, আমি এতবড় উপকার করলাম এখন আমাকেই ফেলে চলে যাচ্ছিস ?

অয়ন অবাক হয়ে বললো, তুই যাবি ?

না নিলে কীভাবে যাবো বল ?

নিবো না কেনো ? তুইও তাড়াতাড়ি সব গুছিয়ে নে।

কীভাবে যাবি গাড়িতে নাকি ফ্লাইটে ?

আমার এতো সময় সহ্য হবে না তাই ফ্লাইটে যাবো।

তয়ন মুখ ফুলিয়ে বললো, গাড়ি নিয়ে চল না। লং-ড্রাইভে
যাওয়াও হয়ে যাবে। আর তাছাড়াও সবুরের ফল নাকি মিষ্টি হয়।

তয়নের দিকে তাকিয়ে রাজি হয়ে গেলো অয়ন।

তয়ন বললো, তাহলে এখন না। রাতে রওনা হয়ে যাবো আর সকালের মধ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এখন চল কিছু শপিং করে আসি। ভাবির রাগ ভাঙানোর জন্য কিছু তো লাগবে তাই না।

এটা কিন্তু ঠিক বলেছিস।

তয়ন বেশ স্টাইল নিয়ে বললো, ইমদাদুল আহমেদ তয়ন কখনো ভুল কিছু বলে না।

অয়ন একটা থাপ্পড় মারলো তয়নের মাথার পিছনে আর তারপর দুইভাই চললো শপিং করতে।

২৩.
কী হলো আপু, এতো তাড়াতাড়ি চলে এলে যে ?

সাথীর কথায় চমকে উঠলো নিঝুম। ভার্সিটি গিয়েছিলো কিন্তু একটা ক্লাস করেই ফিরে এলো। গতরাতে অয়নকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে সেটা নিয়ে দুশ্চিন্তায় আছে সকাল থেকে। বারবার ইচ্ছে করছে একটা কল দিয়ে অয়নের খোঁজ নিতে। কিন্তু কিছুতেই করে উঠতে পারছে না। যদি তার ফোন করা নিয়ে নয়না আর অয়নের মাঝে কোনো ঝামেলা হয় সেটা ভেবে। ভার্সিটিতে এমনিতেই সে নতুন, কাউকে চিনে না। তাই আরো বেশী বিরক্ত লাগছিলো সবকিছু।

কী হলো আপু কিছু বলছো না যে ?

নিঝুম ক্লান্ত গলায় বললো, ভালো লাগছিলো না তাই চলে এলাম। মা কোথায়, মাকে দেখছি না যে ?

মায়ের মাথা ব্যাথা করতাছে তাই মেডিসিন খাইয়া ঘুমাইছে একটু আগে।

নিঝুম ভ্রু কুঁচকে বললো, তোর এই জগাখিচুরির কথা ঠিক হবে কবে ?

সাথী বোকা হেসে বললো, চেষ্টা করছি তো।

তিথি কোথায় ?

বেডে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি। রান্না করতে হবে তো তাই।

নিঝুম বড় বড় চোখে তাকিয়ে বললো, তুই ওকে রুমে একা রেখে, কিচেনে কাজ করছিলি ?

সাথী মুখ কাচুমাচু করে বললো, হ্যাঁ।

নিঝুম রেগে বললো, তোর একটু জ্ঞান বুদ্ধি কবে হবে বলতো সাথী ? যদি বেড থেকে নিচে পরে যায়।

নিঝুম তাড়াতাড়ি সাথীর রুমে গিয়ে দেখে তিথি ভদ্র মেয়ের মতো পুতুল দিয়ে খেলছে। নিঝুম তাকে কোলে তুলে কপালে চুমু খেলো। বুকে জড়িয়ে নিলো শক্ত করে।

দরজায় দাঁড়িয়ে সাথী সবটা দেখে বিড়বিড় করে বললো, আমার থেকে তুমি হয়তো ভালো মা হতে পারবে। আমার যদি বেঁচে থাকার একটা সম্বল থাকতো তাহলে ওকে তুলে দিলাম তোমার হাতে ।

নিঝুম তিথিকে নিয়ে বেলকনিতে চলে গেলো আর সাথী দীর্ঘ শ্বাস ছেড়ে আবার কিচেনের দিকে গেলো। তিথিকে কোলে নিয়ে নিঝুমের অস্থিরতা যেনো অনেকটাই কমে গেলো। আজকাল তিথিকে বুকে নিলে খালি বুকটা ভরা ভরা মনে হয়। মাঝে মাঝে ইচ্ছে করে সাথীর কাছে তিথিকে চেয়ে নিতে। কিন্তু সাহস হয়ে উঠে না কখনো।

চলবে,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here