মিঃ নিরামিষ😒😂পর্ব-১৪

0
937

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_14
তুলি -প্রেম করছেন তো করছেন,,উল্টা আমার উপরই হাত তুলতেছেন,,
তুলি ওড়না নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে গেলো
মা-কিরে নিবিড় তুলি কই যাচ্ছে??
নিবিড়-যেতে দাও
তুলি বাসায় এসে রুমের দরজা লাগিয়ে দিলো,,
ড্রয়ার থেকে চিপসের প্যাকেট নিয়ে খাচ্ছে আর নিজের ফুল গাছগুলোর দিকে তাকিয়ে দেখছে,,
রাত ৯টা বাজে
মা বাবা সবাই জিজ্ঞেস করতেছে তুলি কেন এসেছে
তুলি -আমার বাপের বাড়ি আমি আসতে পারি না??
বাবা-না যখন তখন পারো না, কি ঘটনা ঘটাইসো ঐ বাসায়??
তুলি-আমি??আমি কি ঘটাবো,,আমি কিছু করিনি,
বাবা-তাহলে হঠাৎ করে চলে আসলা কেন??নিবিড় ও তোমাকে নিতে আসছে না কেন?
তখনই কলিং বেল বাজলো
নিবিড় এসেছে,
মা বাবাকে সালাম জানিয়ে সোফায় বসলো নিবিড়,,
বাবা-নিবিড় বাবা,, তুলি হঠাৎ এখানে কিছু কি হয়েছে?
নিবিড়-কই কিছু হয়নি তো,আমি ভার্সিটিতে যাওয়ার আগে ওকে বলেছিলাম ওর মন খারাপ হলে আপনাদের বাসায় যেতে,তাই এসেছে,আর আমি এখন ওকে নিতে এসেছি,মা ওকে অনেক ভালোবেসে ফেলেছে,ওকে ছাড়া ডিনার করবে না বলেছে,
বাবা-ওহ, বেশ ভালো,তা এসেছো যখন নাস্তা করে যাও,তুলি নাস্তা বানিয়ে আনো
তুলি চোখ বড়বড় করে নিবিড়ের দিকে তাকাতে তাকাতে রান্নাঘরে চলে গেলো,,চা নাস্তা বানিয়ে ঠাস করে নিবিড়ের সামনে রাখলো
নিবিড় চা খেয়ে উঠে দাঁড়ালো
নিবিড়-চলো
তুলি অগ্নি চোখে তাকিয়ে বললো না যাব না
নিবিড়-আসসালামু আলাইকুম আন্টি আসি,,
নিবিড় তুলির হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেলো,,
তুলি-ছাড়ুন আমি যামু না
নিবিড় কোনো কথাই বলতেছে না,,
তুলিকে টেনে গাড়ীতে তুললো,,,
তুলিকে নিয়ে গেলো একটা নির্জন জায়গায়,,
ঘুটঘুটে অন্ধকার
বাগিচার মতন অনেকটা,,কিছুদূর পর একটা পিলারে লাইট জ্বলতেছে,,,দূরে একটা কবর,,
নিবিড় তুলির হাত ধরে কবরটার সামনে নিয়ে গেলো,,
চশমা খুলে হাতে নিলো নিবিড়
তুলি-এখানে এনেছেন কেন আমাকে?তাও এত রাতে,,?
নিবিড়-এটা তুমুর কবর
তুলি এক পা পিছিয়ে গেলো,বুকের ভেতর কেমন করে উঠলো
নিবিড়-৫বছর আগে একটা দূর্ঘটনায় তুমুর মৃত্যু হয়,,
তুলি-আই এম সরি,আমি জানতাম না এমন কিছু ঘটেছে,
নিবিড়-আমার দোষ, তোমার না, তুমি আমার স্ত্রী, তোমাকে জানানো আমার দরকার ছিল,,চলো রাত অনেক হয়েছে মা হয়ত তোমার জন্য বসে আছে,তোমাকে নিয়ে খাবে
তুলি -এক মিনিট,,
তুলি দৌড়ে গিয়ে গাড়ী থেকে মোমবাতি এনে লাইটার দিয়ে জ্বালিয়ে কবরের পাশে রেখে দিলো
তুলি-অন্ধকারে আমার ভয় লাগতেছে,তুমু আপুর ও তো ভয় লাগছে তাই না
নিবিড় কিছুক্ষনের জন্য স্তব্ধ হয়ে গেলো,
কারন প্রথম ৪বছরে প্রতি রাতে নিবিড় একটা বড় মোমবাতি জ্বালিয়ে রেখে যেতো তুমুর কবরের পাশে,
গত এক বছরে তা করা হয় না অনেক কাজের চাপে,,আর আজ সেটা তুলি করলো,,এত মিল কি করে হতে পারে,
তুলি-কি হলো?
নিবিড়-কিছু না চলো
গাড়ীতে♥
তুলি-আপনি উনাকে খুব ভালোবাসতেন তাই না?
নিবিড়-না
তুলি-মিথ্যুক,ডায়রিতে লিখেছেন আমি দেখেছি
নিবিড়-এতই ভালোবেসে থাকলে বিধাতা আমার ভালোবাসার বাঁধন ভেঙে ওকে নিয়ে যেতো না
তুলি-😒সত্যি তুমু আপুর পিক নেই আপনার কাছে?
নিবিড়-না নেই,,মা ওগুলো india আমার ফুফুর ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে
তুলি -কেন?
নিবিড়-আমি ওর মারা যাওয়ার শোক ভুলতে পারতেছিলাম না তাই
তুলি-একটা কথা বলেন,আপনি আমাকে তাহলে জোর করে বিয়ে করলেন কেন??আজীবন single থেকে যেতেন,
নিবিড়-আমি তোমাকে জোর করতাম না,মা এই নিয়ে ১০০টা মেয়ে এনে হাজির করেছিল,আমাকে বিয়ে দেওয়ার জন্য,সব কয়টা মেয়ে আমাকে বিয়ে করার জন্য almost ready হয়েছিল,মানে বিয়ের দিন থেকে মেয়ে সেইসব করতে আমাকে বাধ্য করবে যা করতে আমার সময় লাগবে,তুমুর জায়গাটা আরেকজন কে দেওয়া আমার পক্ষে কবে পসিবল হবে জানি না,আর তোমাকে যেদিন দেখতে গিয়েছি,,দেখলাম তুমি নিজেই আমাকে বিয়ে করতে রাজি না আর তাই এত কিছু করার,
তুলি-আজব লোক আপনি,আমাকে আগে বললেই হতো
বাসায় এসে তুলি মায়ের কাছের গেলো,মা খুশি হয়ে গেলেন তুলিকে দেখে,,
সবাই একসাথে ডিনার করলো,নিবিড় একটা রুটি খেলো শুধু,,
তারপর উঠে চলে গেলো,,
তুলি চুল আঁচড়াচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে,,
নিবিড় বই পড়তেছে,,
নিবিড়-আমাকে empress করার try করবা না কোনোদিন
তুলি-করার দরকার পড়বে না কোনোদিন, আমি মাটিতে পা রাখলে পোলারা উষ্ঠা খাইয়া পড়ে যায়,হুহ😒😎😎😎😎💃💃💃💃💋
নিবিড়-আফসোস আমি পড়লাম না
তুলি-শীঘ্রই পড়বেন,নয়তো আমি ফেলবো
নিবিড়-কাল আমার ভার্সিটিতে বসন্ত বরণ অনুষ্ঠান আছে,,তুমি আমার সাথে রেডি হয়ে যাবা
তুলি-কেন.
নিবিড়-টিচারের ওয়াইফ হিসেবে যাবা
তুলি-কি পরবো?কেউ তো আমাকে কিছু কিনে দেয়নি
নিবিড়-আলমারি খুলে দেখো
তুলি এক দৌড়ে গেলো দেখতে,ওমা কিছুই তো নেই
তুলি মন খারাপ করে পিছনে তাকিয়ে নিবিড়ের সাথে এক ধাক্কা খেলো
নিবির-এই নেন
তুলি-আলমারির কথা কইলেন কেন?
নিবিড়-February 13তারিখে fool বানাইলাম
তুলি নিবিড়ের চুল টেনে এলোমেলো করে দিলো চোখ বড়বড় করে,,😈
নিবিড়-প্যাকেট খুলে দেখো
তুলি প্যাকেট খুলে দেখলো হলুদ শাড়ী, আর ornaments,
তুলি-নাইস চয়েস
নিবিড়-mention not,এখন ঘুমান
নিবিড় বই রেখে লাইট অফ করে দিলো
তুলি-বাহ কাল মনে হয় সূর্য উঠবে না,মিঃ নিরামিষ লাইট অফ করেছে😱😱😱😱😱
নিবিড়-আমার কথা আমাকেই ফেরত দিচ্ছো??
তুলি-আপনিও তো অনেকবার আমার dialogue ছাড়ছেন
নিবিড়-ওকে ওকে ফাইন,ঘুমাও
পরেরদিন ভোরে ৪:৩০ এ নিবিড় চা নিয়ে বারান্দায় বসে আছে,,
তুলি চোখ ডলতে ডলতে এসে পাশে বসলো নিবিড়ের
নিবিড়-তোমার অভ্যাস হয়ে গেছে?
তুলি-হ্যাঁ😒
নিবিড়-চা খাবে?
তুলি-নাহ,,আপনি খান
নিবিড়-এখন তো গিয়ে আবার মরার মত ঘুমাবে
তুলি-😒আপনি লাগে মরার মতন ঘুমান না
নিবিড়-তুমি জানো?কখনও আমি ঘুমে থাকতে উঠসো নাকি?
তুলি-ডায়রির চাবি চুরি করার আগে উঠেছিলাম
চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here