মিঃ নিরামিষ😒😂পর্ব-৯

0
978

মিঃ নিরামিষ😒😂
Writer-Afnan Lara
#Part_9
নিবিড়ের খালাতো বোনেরা বউ বউ করতে করতে ভিতরে ঢুকে গেলো রুমের
ওদের আওয়াজ শুনে তুলি ভূত দেখার মতো লাফিয়ে উঠে বসে গেলো
একজন তো মুখের উপর বলেই বসলো বেলা এত বাজে বউ এখনও বিছানায়?
নিবিড় তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এসে দাঁড়ালো
নিবিড়-ওর জ্বরর,তোমরা সবাই এখন যাও,ও রেডি হয়ে আসবে, যাও
রিতু-থাক থাক আমরা এসেছি সাজানোর জন্য,এসে দেখি এই অবস্থা!
নিবিড়-তোমরা কেন সাজাবে?আমি পার্লারের লোককে টাকা দিয়ে রাখসি ওরা সাজাবে,আর ওরা এখনও আসেনি
রিতু-আমরা বউয়ের সাজ সাজাতে আসিনি,নতুন বউকে পাটায় হাত লাগাতে হবে একটু,তার জন্য হালকা সাজতে হবে,সেটাই সাজাবো
নিবিড়-তার ও কোনো দরকার নেই,সেই সাজ তুলি নিজেই সাজতে পারবে,তোমরা এখন যাও
রিতু-এক রাতেই কাবু করে ফেলছে তোমাকে?
নিবিড়-Just shut up ritu!!!অনেক বলসো,তোমাকে আসতে কে বলছে আমার বিয়েতে,এসব কথা বলার জন্য এসেছো?বেরিয়ে যাও বাসা থেকে,মা!!
নিবিড়ের মা আসলো,
নিবিড় মায়ের হাত ধরে নিয়ে তুলির সামনে গেলো
নিবিড়-ওর কপালে হাত দিয়ে দেখ
মা -কিরে ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে,ডাকসনি কেন?
নিবিড়-যাই হোক,রিতু রুমে এসে উল্টা পাল্টা কথা শুরু করে দিসে,ওরে এখান থেকে চলে যেতে বলো,সকাল সকাল মেজাজ করতে মানা করো
রিতু চোখ বড়বড় করে তাকিয়ে আছে তুলির দিকে,তুলি রোবট হয়ে তাকিয়ে আছে,এই নিরামিষটার অগ্নি রুপ এই প্রথম দেখলাম
মা-রিতু এসব কি শুনছি,কি বলসো তুমি??
রিতু চলে গেলো
মা-তুলি মা উঠে শাড়ী change করে আসো,কিছু খেয়ে ঔষুধ খেয়ে নিবা,
তুলি উঠলো,,নিবিড় ততক্ষনে রেডি হয়ে গেছে
তুলি মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে উঁকি মেরে নিবিড়কে খুঁজতেছে
নিবিড়-আমি বারান্দায়য়,কিছু লাগবে?
তুলি-আসলে কি পরবো??
নিবিড়-খাটে শাড়ী রাখা আছে ওটা পরো
তুলি-গোসল করবো কি?
নিবিড়-কেন?
তুলি-বিয়ের পর সব বউকে দেখি সকালে ঘুম থেকে উঠে গোসল করে,তো আমাকেও তো করতে হবে
নিবিড় চশমা নামিয়ে কিছুক্ষন তুলির দিকে চেয়ে রইলো রোবটের মতন,
তুলি-কি?
নিবিড়-আমি জানি না তোমার এই জ্ঞান আছে কি নাই,কিন্তু কথা বার্তায় মনে হচ্ছে নাই,সো চুপচাপ মুখ ধুয়ে শাড়ী পরে নাও
তুলি ভেংচি দিয়ে শাড়ী নিয়ে গিয়ে পরে আসলো
বাথরুম থেকে বেরিয়ে দুম করে পরলো ফ্লোরে,শাড়ী খুলে গেছে
নিবিড় কোমড়ে হাত দিয়ে তাকিয়ে আছে চোখ বড়বড় করে
তুলি শাড়ী ঠিক করার বৃথা চেষ্টা করতেছে
নিবিড় তুলির ফোন হাতে নিলো
তুলি-এই আমার ফোন ধরলেন কেন,রাখুন বলতেছি
নিবিড়-হ্যালো ভাবী আমি নিবিড়
ভাবী-আরে নিবিড়,তুলির কিছু লাগবে নাকি
নিবিড়-হ্যাঁ আপনি একটু আমার রুমে আসুন,তুলি শাড়ী পরতে পারতেছে না
ভাবী-আমরা তো এখনও তোমাদের বাসায় যায়নি,তুমি তোমার কোনো বোনকে বলো
নিবিড় ফোন রেখে তুলির দিকে তাকালো
তুলি উঠে শাড়ী নিয়ে চরকার মত ঘুরতেছে
নিবিড়- চুপ হয়ে দাঁড়িয়ে থাকো
নিবিড় শাড়ী হাতে নিয়ে ১০মিনিটে পরিয়ে দিলো,
তুলি-perfect,
নিবিড়-lipstick লাগিয়ে চলো,সবাই অপেক্ষা করতেছে
নিবিড় চলে গেলো
তুলি আয়নার সামনে এসে দাঁড়ালো
তুলি-আজ তো আমার বৌভাত,এত কম সেজে কি 1st entry নেওয়া ঠিক?উহু,একদম না,
নিবিড়-মা তাড়াতাড়ি খাবার দাও,আমি কিছুক্ষনের জন্য ভার্সিটি যাব,আমার একটা কাজ আছে
মা-তোকে কোথাও যেতে দিব না
নিবিড়-বেশি থাকবো না,দুপুরে চলে আসবো,খাবার দাও
টুলু-আরে দেখ দেখ বউ এসেছে
নিবিড় মুখে রুটি দিয়ে একটু ঝুঁকে তাকালো
তুলির অবস্থা দেখে কাশি উঠে গেলো নিবিড়ের,মা পানি এগিয়ে দিলেন
মাথায় টিকলি,চুল ছাড়া,গোমটা দেওয়া,,টকটকে লাল লিপস্টিক,, মডেলদের মত হেলেদুলে আসতেছে তুলি,,foundation highlighter দিয়ে নায়িকার মতন সেজেছে তুলি
নিবিড় চোখ ইয়া বড় করে তাকিয়ে আছে
টুলু-পার্লারের লোকরা এত তাড়াতাড়ি সাজিয়ে দিলো?
তুলি-আরে কি বলো না,এটা আমি নিজে সেজেছি,
তুলি নিবিড়ের পাশে বসে পরলো,
নিবিড়-মা বাই,আমি যাচ্ছি
তুলি মুচকি হেসে নিবিড়কে টেনে আবার বসিয়ে দিলো
নিবিড় হতভম্ব হয়ে তাকিয়ে আছে
তুলি-আপনি খেয়েছেন স্বামী?
নিবিড়-হহহহহ্যাঁ
তুলি-একি প্লেট তো খালি হয়নি
তুলি নিজের হাতে নিয়ে নিবিড়ের মুখে ঢুকিয়ে দিলো রুটি
মা-কি আদর করে আমার ছেলেটারে,নজর না লাগে
তুলি মুচকি মুচকি হাসতেছে আর নিবিড়কে জোর করে ধরে খাওয়াচ্ছে
নিরব-ভাইয়া তো সকালবেলা এতকিছু খায় না, তাইলে আজ?
তুলি হিল দিয়ে নিবিড়ের পা চেপে রেখেছে
তুলি-এবার যান,সাবধানে যাইয়েন
নিবিড় দম ফেলে দৌড় দিলো
টুলু-ভাবী তুমি মেকআপ আর্টিস্ট নাকি
তুলি-তেমন না 🙈
মা-আচ্ছা তুলি মা পাটায় হাত লাগাও একটু তারপর উঠে আসিও,তোমার অসুখ কোনো কাজ করতে হবে না
তুলি নিচে বসলো, সাথে সাথে গোমটা খুলে গেলো
রিতু-এটা কেমন কথা,নতুন বউ ফরজ গোসল করে নাই,ছিঃ ছিঃ
তুলি মাথা ঘুরিয়ে রিতুর দিকে তাকালো
তুলি-আপু তোমার বাসায় hair dryer নেই??নাকি জীবনে দেখো নাই,,ওটা দিয়ে চুল শুকানো যায়,বুঝছো,,আমি তোমাকে দেখিয়ে দিব কিভাবে চুল শুকায়,কেমন??
রিতু চুপ হয়ে গেলো
মা-পাটা টা এক নাড়া দাও
তুলি মুচকি হেসে ২মিনিটে পুরো আদা বেটে দিলো
সবাই হা করে তাকিয়ে আছে
তুলি-আমি এসব পারি মা,সমস্যা নেই,,
তুলি উঠে হাত ধুয়ে নিলো,
তুলি-রিতু চলো।তোমাকে চুল শুকানো দেখাবো
রিতু-দরকার নেই
তুলি-ফাইন,,
কম সময়েই তুলি সবার সাথে মিশে গেলো,,হাসি মজা নিয়ে সবাই তুলিকে ঘিরে বসে আছে,,
মা-আমার ছেলেটা একদম চুপচাপ,,
তুলি-(চুপচাপ কি বলেন,নিরামিষ বলেন)
পার্লারের লোক এসে তুলিকে সাজিয়ে দিলো,,বেগুনি রঙের শাড়ী পরিয়ে চুলে খোঁপা করিয়ে দিলো তারা,,
তুলি stage এ বসে আছে,,
দুপুরে নিবিড় আসলো,,বাসায় ঢুকার আগে stage এর দিকে এক নজর তাকালো
তুলি সাথে সাথে চোখ মেরে দিলো
নিবিড় থমকে গেলো,তারপর চশমা ঠিক করতে করতে ভিতরে চলে গেলো,ওর জন্য ও বেগুনি শেরওয়ানি রাখা আছে,পরে এসে তুলির পাশে এসে বসলো
চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here