#মুহূর্তে
পর্ব-৪৬
নিলুফার ইয়াসমিন ঊষা
রোজ রোববার। কবিতা ইন্টারভিউ দিতে এসেছে অনুর অফিসে। বড় ম্যাডাম ডেকেছে তাকে। যদিও কবিতা চায় নি যে কেউ তাকে অসহায় মনে করে এভাবে কাজ দিক, তবুও তার কাছে কোনো উপায় নেই। সে যেখানেই যায় সেখানেই তাকে রিজেক্ট করা হয়। এমনকি দুই জায়গায় তাকে বাছাই করার পরও বাদ দেওয়া হয়েছে। এমনকি সে শোরুমে যেয়ে সেলসগার্লের জন্যও ইন্টারভিউ দিয়েছে। সেখানেও তাকে নেওয়া হয় নি। এখন সে অনুর আর বোঝা হতে চায় না। এভাবে সে সারা জীবন কাটাতে পারবে না। তাই বাধ্য হয়ে তার এখানে আসতে হলো। কাব্যকে স্কুলে দিয়ে কুহুকেও সাথে নিয়ে এসেছে। এই তার আরেক চিন্তা। সে কিছুক্ষণের জন্য বাহিরে গেলে কাব্যই কুহুকে সামলায়। কিন্তু কাব্যেরও স্কুল আছে। সে হাফ টাইম কাজ করলেও কুহুকে কীভাবে সামলাবে সে?
আপাতত তার মাথায় কিছু কুলাচ্ছে না। আগে এখানে ইন্টারভিউ দেওয়া হোক, তারপর দেখবে।
কুহুকে আনার সাথে সাথে সবাই তাকেই ঘিরে আছে। অনুর কোলে ছিল সে, বাচ্চা দেখে অন্য ডিপার্টমেন্টের সবাই তার সাথে খেলা শুরু করেছে।
কবিতার ডাক পড়লো। হঠাৎ করেই তার অস্থিরতা বাড়তে শুরু করে। বুকের ভিতর ধুক ধুক করতে থাকে। বড় ম্যাডাম না’কি সহজে কারও সাথে দেখা করে না। অন্যকারো ইন্টারভিউ ম্যাডাম নেয় না, ডিপার্টমেন্টের হেড নেয়। তাই তার কাছে ইন্টারভিউ দিতে যাওয়াটা ভয়ঙ্কর ব্যাপার বটে।
“মে আই কান ইন ম্যাম?” কবিতা দরজার কাছে যেয়ে জিজ্ঞেস করে।
বড় ম্যামের অফিস সবার উপরের তলায়। উপরের তলায় কেবল দুইটা মিটিং রুম, একটা সাধারণ রুম এবং মেডামের কেবিন। তাই এই তলাটা সম্পূর্ণ খালি বললেই চলে। বাহিরে দুইজন সিকিউরিটি গার্ড এবং পিয়ন ছাড়া কেউ নেই।
“কাম ইন।”
অনুমতি পেয়ে ভিতরে ঢুকে কবিতা। কেবিন দেখে অবাক হয়ে যায়। তার সম্পূর্ণ ফ্ল্যাটের সমান হবে এই ক্যাবিন। সেখানে সোফা থেকে শুরু করে বুকশেলফ, কফি মেশিন, মিনি ফ্রিজ, খাবারের আলাদা আয়োজন সবই আছে। এত কিছু দেখে কবিতা অবাক না হয়ে পারে না।
সে দেখলো সোফায় একটি মেয়েও বসা। বয়স হবে ষোল সতেরো। অসম্ভব সুন্দরী মেয়েটি। দেখতে অসম্ভব মিষ্টি। মেয়েটি প্যাজাল দিয়ে খেলছিলো। সে একপলক চোখ তুলে তাকাল কবিতার দিকে। কবিতা মিষ্টি হাসলো।৷ কিন্তু মেয়েটির কোন প্রতিক্রিয়া পাওয়া গেল না। সে হাসলও না। আবার চোখ নামিয়ে নিজের কাজ করতে শুরু করলো।
“ও আমার মেয়ে।” রুমের অন্যপাশ থেকে কন্ঠ শোনা যায়। কবিতা তাকিয়ে থাকে একজন মধ্যবয়স্ক মহিলা টেবিলে বসে আছেন। মহিলাটি এই বয়সে দেখতেও ভীষণ সুন্দর। চশমা পরা। চুলগুলো কিছুটা সাদা হয়ে গেছে। তিনিই বড় ম্যাডাম। অনু ঠিক এমনই বর্ণনা দিয়েছিল তার। তিনি আবারও বললেন, “তুমি কবিতা তাই না? আসো, এখানে বসো।”
টেবিলের অন্যপাশে ইশারা করলেন তিনি। কবিতা বাধ্য মেয়ের মতো সেখানে যেয়ে বসলো। কবিতার সব ফাইল সে দেখে বলল, “সত্যি বলছি তোমার ফাইল এতটা ইম্প্রেসিভ না। তোমার বোর্ডের রেজাল্টও এত ভালো না। এর উপর তুমি পড়াশোনাও কমপ্লিট করো না। কেন করো নি জানতে পারি?”
কবিতা অনেকটা সংকোচ বোধ করল। বলল, “আ..আমার স্বামীর অবস্থা তখন ভালো ছিলো না। আমি প্রেগনেন্টও হয়ে গিয়েছিলাম।”
“তোমার সে স্বামী যে অনুকে এবং আইদকে চাকরি থেকে বের করতে বলেছিলেন?”
কবিতা মাথা নামিয়ে নেয়। লজ্জা পায় সে। অস্বস্তি নিয়ে বলে, “জ্বি।”
বড় ম্যাডাম দীর্ঘনিঃশ্বাস ফেলে, “তোমার সম্পর্কে অনু আমাকে অনেক কিছু বলেছে। এখানে তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। যে তোমার সাথে এসব করেছে তার লজ্জা পাওয়া উচিত, তোমার না। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কেবল নিজের কথা চিন্তা করতে জানে। নিজের ক্ষমতা ব্যবহার করে অন্যকে নিচু করে রাখতে চায়। তোমার স্বামীও এমন। কিন্তু আমি তোমার ব্যাপারে জেনে অনেক খুশি হয়েছি। তুমি এত কিছুর পরও তার কাছে ফিরে যাও নি। আমি জানি সিঙ্গেল মাদার হওয়া কতটা কষ্টকর।”
কবিতা একটু অবাক দৃষ্টিতে তাকায় বড় ম্যাডামের দিকে।
বড় ম্যাডাম এমন প্রতিক্রিয়া দেখে নিজে আবার বললেন, “তবে আমার পরিস্থিতি তোমার মতো ছিলো না। তবে এতটুকু বলবো আমার থেকে এমন মেয়ের অবস্থা বেশি খারাপ ছিলো। আমার এবং আমার স্বামীর মাঝে ঝামেলাটার প্রভাব সবচেয়ে বেশি আমাদের মেয়ের উপর পড়েছে।”
কবিতা একবার পেছনে ফিরে তার মেয়ের দিকে তাকায়। বড় ম্যাডাম বললেন, “আমার মেয়ের নাম স্বর্ণালি। ও ছোটবেলায় অনেক দুষ্টু এবং স্বভাবের ছিলো। কিন্তু এখন কারো সাথে কথা বলে না ঠিকমতো। এমনকি আমারও খুব কম কথা হয় ওর সাথে।”
“এমনটা কেন?”
“আমি তোমাকে একটা গল্প শুনাই। গল্পটা তোমার জীবনের সাথে কোন অংশটি মিল না থাকলেও আশা করি গল্পটা শোনার পর তুমি নিজের জীবনের লড়াই নিজে করতে পারবে। আমার এবং আমার স্বামীর অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিলো। সে বিয়ের আগের থকেই অন্যকাওকে ভালোবাসতো। এইকথা জানি আমি বিয়ের তিনবছর পর। তখনও মেয়েটার সাথে তার যোগাযোগ ছিলো। সে সময় আমি অনেক ঝগড়া করলেও তাকে ছেড়ে যায় নি। কেননা আমার কোলে ছিলো স্বর্ণালি। সে বাচ্চার জন্যই থেকে গেছি আমি তার সাথে। কিন্তু তার প্রতি ক্ষোভ মন থেকে বের করতে পারি নি। প্রায়ই ঝগড়া হতো আমাদের। রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতাম। সেও আমার উপর হাত তুলতো। তবুও তার সাথে থাকতাম। এর একমাত্র কারণ, আমি স্বর্ণালিকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাই নি। মিথ্যা বলব না, সে নিজেও খুব ভালোবাসতো স্বর্ণালিকে।আমরা দুইজনই একসাথে বাধ্য হয়ে থাকতাম কেবল স্বর্ণালির জন্য। অথচ কখনো ভাবি নি আমাদের এত ঝগড়ার জন্য এতটুকু বাচ্চার মানসিক কত চাপ পড়ছে। ধীরে ধীরে ও চুপ থাকতে শুরু করে। পড়ালেখায় আগে ভালো থাকলেও দিনদিন পড়াশোনায় মন উঠে যায় তার। তারপর একদিন আসে সে দিন আসে যার কল্পনাও কখনো করি নি। স্বর্ণালিকে স্কুল থেকে আনতে যেয়ে তাকে কোথাও পাই নি। সে না’কি সেদিন স্কুলেই যায় নি। অথচ ড্রাইভার নিজে তাকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে এসেছিলো।”
কবিতা আগ্রহ নিয়ে কথাগুলো শুনছিল। সে জিজ্ঞেস করে, “স্কুলের সামনে নামিয়ে দিলে কোথায় গিয়েছিলো?”
“সেদিন সকালে আমি এবং আমার বাবা ঝগড়া করেছিলাম। খুবই সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া। তখন আমাদের ঝগড়াগুলো বিষয় ভীষণ সামান্য ছিলো, অথচ পরিণতি ভয়ংকর। এসব আর সহ্য করতে না পেরে আমাদের মেয়ে স্কুলে গেইট থেকেই কোথায় চলে যেন গেল।”
“তারপর?”
“তারপর ওর বাবাকে জানাই। পুলিশে রিপোর্ট লেখাই। আশেপাশে খোঁজ নেওয়ার পরে একটি মেয়ের দেহ পাওয়া যায়। ধর্ষিত হওয়া দেহ।”
কথাটা শুনে কবিতা চমকে ওঠে। হাতের লোমগুলো দাঁড়িয়ে যায়।
বড় ম্যাডামের গলা কেঁপে উঠে, “তখন ওর বয়স সবে এগারো বছর। ওর এমন মর্মান্তিক অবস্থা দেখার জন্য আমরা কেউ উপস্থিত ছিলাম না।
ওকে বাঁচানোটা কঠিন হয়ে যায় এত খারাপ অবস্থা ছিলো। ওকে বাঁচানোর পরও যেন মৃতদেহ পড়ে ছিল আমাদের সামনে। কোনো কথা বলতো না, কাঁদতো না, খাবারও খেত না। কোনো প্রতিক্রিয়াও দেখাতো না। ও প্রথম প্রতিক্রিয়া তখন দেখালো যখন ওর বাবার ওর সামনে এসেছিলো। উন্মাদের মতো ব্যবহার করেছিল তখন। এমনকি পুরুষ ডাক্তারকে দেখেও। কোনো পুরুষ ওর আশেপাশে এলে সহ্য করতে পারতো না ও। নিজের বাবাকেও না। নিজের বাবার খুব আদরের ছিলো স্বর্ণালী। ওর এমন ব্যবহারে খুব কাঁদতে দেখে উনাকে। সে কঠিন সময় প্রথমবার আমরা একে অপরের সাথে ভালোভাবে কথা বলেছি। কতবছর পর তা হয়েছে আমার জানা নেই। অপরাধীকে ধরা হয়েছে। তাকে শাস্তি দেওয়া হয়েছিলো। কিন্তু এ শাস্তির পরিবর্তে আমার মেয়েকে স্বাভাবিক জীবন ব্যয় করতে পারে নি। পড়াশোনা বাদ দিয়ে দিতে হলো ওর। আশেপাশে আজও কোনো পুরুষ আসতে দেওয়া হয় না। দোষটা কেবল সে অপরাধীর না, আমাদেরও। আমরা আমাদের মেয়ের জন্য কেবল একসাথে থাকার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমাদের একে অপরের প্রতি ব্যবহারে ওর উপর কি প্রভাব পড়বে তা কখনো ভাবেনি। হয়তো আমরা আলাদা হয়ে গেলে মেয়েটার জীবন আরেকটু ভালো হতে পাড়তো। হয়তো। এরপর আমার শ্বশুরবাড়ি থেকে প্রেশার আসতে থাকে আরেকটা বাচ্চা নেওয়ার। সবাই জানায় আমার মেয়েরা এখন আর কোনো ভবিষ্যত নেই। তাই আমাদের অন্য বাচ্চার উপর উচিত। প্রথমে না মানা সত্ত্বেও তিনমাস বাবা রাজি হয়ে যায়। আমি তাকে দোষ দিবো না। সন্তানের ভালোবাসা পাওয়ার অধিকার তার আছে। কিন্তু স্বর্ণালির সেই অবস্থা নেই। কিন্তু একজন মা হয়ে তো আমি এমনটা করতে পারিনা। আমার সব ধ্যান কেবল স্বর্ণালির উপর রাখতে হতো। তার প্রতি ধ্যান কমলে আমরা তাকে হারাতেও পারতাম। তারপর আমাদের তালাক হয়। আমি এরপর সব সময় আমার মেয়ে এবং বাবার ব্যবসার উপর দেই। আজ সাত বছর পর সে ছোট ব্যবসার ঢাকার সবচেয়ে বড় ব্যবসাটা পরিবর্তন করি। তোমাকে আমি এত কথা কেন শোনাচ্ছি জানো?”
কবিতা মাথা নাড়ায়। সে জানে না। মুখে উত্তর দিতে পারে না সে। এতোটুকু বাচ্চার সাথে এত বড় নির্মম ঘটনা ঘটেছে তা শোনার পর গলা দিয়ে শব্দ বের হচ্ছে না তার।
বড় ম্যাডাম জানায়, “যেন তুমি বুঝেশুনে সিদ্ধান্ত নেও। যদি তুমি নিজের বাচ্চাদের জন্য তার কাছে ফিরে যেতে চাও তাহলে এতটুকু জেনে রেখো তাদের মানসিক শান্তির দায়িত্ব তোমার। তবে কি জানো, তুমি আমার থেকে অনেক বেশি সাহসী। আমি তাকে ছাড়ার অনেক বছর পর বুঝতে পেরেছি আমি নিজে কখনো নিজের সম্মান করতে জানি নি। তাই সে কখনো আমার সম্মান করে নি। তাইতো উনার এত মারধরের এবং অন্যনারীর সাথে কথা বলার পরেও তার সাথে থেকেছি। যে মানুষ নিজের সম্মান রাখতে জানে না অন্যেরাও তাদের সম্মান করে না। আমি আশা রাখি তুমি নিজের সম্মান এভাবেই বজায় রাখবে। তাই তোমাকে এই চাকরিটা দিলাম। তুমি আমার আসার পূর্বে আমার সব কাজ গুছিয়ে রাখবে। আমার সব ফাইল তুমি সামলে এবং দেখে রাখবে। আমাকে মিটিং থাকলে তা মনে করিয়ে দিবে। আমি স্বর্ণালির জন্য সকল কাজ নিজে দেখতে পারি না কিন্তু আমি জানতে পেরেছি আমার নাকের নিচে অনেক অন্যায় কাজ করা হয় এই কোম্পানিতে। তাই আমি চাই যখন আমি থাকব না তুমি স্বর্ণালির খেয়াল রাখবে। আমি বিকেল চারটার মধ্যেই ঘরে চলে যাই। তখন তুমিও চলে যেতে পারো।”
“থ্যাঙ্কিউ ম্যাম। আমার ছেলেরও স্কুল ছুটি এই সময়ের আশেপাশেই হয়। ওকে কোচিং এ দিলে ছুটি হতে হতে এই সময়ই লাগবে।”
“তোমার না’কি একটা মেয়েও আছে? ইচ্ছা হলে এখানে আনতে পারো। এই তলায় এক্সট্রা একটা রুমও আছে। স্বর্ণালিরও বাচ্চা অনেক পছন্দ। আর ডোন্ট ওয়ারি, ও মানসিক অবস্থা স্বাভাবিক না হলেও ও কারও ক্ষতি করে না। ক্ষতি করে না বলতে, কোনো নারী, মেয়ে এবং বাচ্চাদের ক্ষতি করে না। আমি অনেকবছর ধরে ওর সামনে কোনো পুরুষ আনি নি।”
“অনেক ধন্যবাদ ম্যাম।”
তিনি একটি কাগজ কবিতার দিকে এগিয়ে দিয়ে বলল, “এইখানে তোমার সকল কাজ, বেতন, বোনাসের তথ্য দেওয়া। এখন তুমি আসতে পারো। তুমি আগামীকাল থেকে জয়েন করতে পারবে।”
কবিতা উঠে দাঁড়ায়। নম্র গলায় বলে, “ধন্যবাদ ম্যাম।” আবার সে স্বর্ণালির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, “আমি কি ওর সাথে একটু কথা বলতে পারি?”
“পারো।”
অনুমতি পেয়ে কবিতা স্বর্ণালির সামনে যায়, “হাই স্বর্ণালি।”
স্বর্ণালি তার দিকে তাকিয়েও চোখ নামিয়ে নেয়। কোনো উওর দেয় না। কবিতা বুঝতে পারে তার সঙ্কা। তাই বেশি কিছু বলে না আর। উঠে বিদায় নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে দেখে আরেক কান্ড। সবাই কুহুকে নিয়ে খেলতে ব্যস্ত। মানুষ এখন আরও বেশি। অনু কবিতাকে দেখে এসে জিজ্ঞেস করল, “চাকরি হয়েছে?”
“হয়েছে।”
উওর শোনার সাথে সাথে সে লাফিয়ে উঠে জড়িয়ে ধরে কবিতাকে। তারপর বলে, “আমি জানতাম তোর জীবনে আস্তে-ধীরে সব ঠিক হয়ে যাবে। জানিস এর মধ্যে কি হয়েছে? আমার ফোনে একজন কুহুর ছবি দেখছিলো। কুহুর সাথে তোর একটি ছবি ছিলো না সাদা শাড়ি পরা। ওই তাহিরা আপুর বিয়ের?”
“হুঁ”
“ওটা দেখে আমাকে জিজ্ঞেস করে এটা কোথা থেকে কিনেছিলো। আমিও বললাম আমার বান্ধবী এত গুণবতী যে নিজের হাতেই বানিয়েছে। ও তো আমাকে ধরে অনুরোধ করতে শুরু করল যেন তোকে বলে যেন ওর জন্যও একটা বানিয়ে দেওয়ার জন্য। ও খরচসহ মুনাফাও দিবে।”
“আমার এসবের ইচ্ছা নাই রে। শুন কুহুকে নিয়ে বাসায় যাই। সেখানে কাজ সেরে কাব্যকে স্কুলে নিতে যাব।”
“কুহু কিছুক্ষণ এখানেই থাক। সবাই অনেক আদর করছে ওকে। আমি সন্ধ্যায় বাসায় দিয়ে যাব।”
“তোর কাজে সমস্যা হবে না?”
“আরে ধুর কিসের সমস্যা?”
“আচ্ছা, তাহলে আমি যাই।”
কবিতা যাওয়ার পূর্বে অনু থামায় তাকে, “দাঁড়া আরেকটা কথা আছে। তাহিরা আপুর কিছু হয়েছে বলে জানিস?”
“আপুর? না-তো। হঠাৎ এ প্রশ্ন করছিস যে?”
“আপু না’কি চাকরি ছেড়ে দিয়েছে।”
“কী!” চমকে ওঠে কবিতা।
“হ্যাঁ, গতমাসে ছেড়েছে। আইদ জানতে এসেছে। আজ না আসায় ওর বিভাগে তা বলা হয়েছে।”
“আচ্ছা, আমি আপুর সাথে কথা বলে দেখব।”
কবিতা অফিস থেকে সোজা কাব্যের স্কুলে গেল। ছুটি হওয়ার পর্যন্ত সেখানে অপেক্ষা করার সিদ্ধান্ত নিলো সে।
অনেকক্ষণ অপেক্ষা করল কবিতা। সকলের ছুটি হয়ে গেছে। তবুও আশেপাশে কোথাও কাব্যকে দেখতে পেল না। না পেয়ে ভিতর যেয়ে খোঁজ নিল। কাব্যের ক্লাসটিচার জানায় তার বাবা এসে তাকে সেকেন্ড পিরিয়ডেই নিয়ে গেছে। বুকের ভেতর কামড়ে ধরে তার।
তীর্থ!
আবার সে কেন? কী চায় সে? সে কী কখনো তাকে কিছু মুহূর্তের শান্তি দিতে পারে না?
কবিতা কিছু না বলেই বেরিয়ে যায় স্কুল থেকে। কল দেয় তীর্থকে। মুহূর্তও লাগে না তীর্থের কল ধরতে। যেন সে এই কলেরই অপেক্ষায় ছিলো।
“হ্যালো জান।”
“আমার ছেলে কোথায়?” কবিতা কঠিন গলায় প্রশ্ন করে। ফোনের ওপাশ থেকে তীর্থ হেসে বলে, “মানে আমাদের ছেলে।”
“যে মানুষ ওর জীবন মরণের সময় নিজের স্বার্থ নিয়ে ভেবেছে তাকে আমার ছেলের বাবা হিসেবে মান্য করি না।”
“তোমার মানা, না মানায় সত্য পালটে যায় না সুইটহার্ট।”
কবিতার প্রচন্ড রাগ উঠা সত্ত্বেও সে নিজেকে সামলায়। জিজ্ঞেস করে, “আমার ছেলে কোথায় তীর্থ?”
“আমার সাথে। ওকে নিতে হলে তোমার বাসায় আসা লাগবে।”
কবিতা সাথে সাথে ফোন কেটে দিলো। রওনা দিলো বাসার উদ্দেশ্যে।
বারবার কলিংবেল বাজাচ্ছে কবিতা। কেউ দরজা খুলছে না। তার মোবাইলে মেসেজ আসে, “দরজা খোলা।”
কবিতা ভেতরে ঢুকে কাব্যকে ডাকতে থাকে। সে কাব্যের রুমে খুঁজেও তাকে পায়। ড্রইংরুম, ডাইনিংরুম কোথাও নেই সে। তাকে না পেয়ে সে যায় বেডরুমে। সেখানে যেয়ে সে কেবল পায় তীর্থকে। সে কালো স্যুট পরে বসে আছে বিছানায়। তার একহাতে জ্বলন্ত সিগারেট, অন্যহাতে মদ ভর্তি এক গ্লাস। দৃশ্যটা দেখে চমকে উঠে উঠে কবিতা। পরের মুহূর্তে সিগারেটের ধোঁয়ায় কাশতে শুরু করে। সিগারেটের গন্ধ তার সহ্য হয় না।
তীর্থ উঠে দাঁড়ায়। তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, “তুমি বলেছিলে আমাকে কালো স্যুটে অনেক হ্যান্ডসাম দেখায়। দেখো তোমার অপেক্ষায় আমি হ্যান্ডসাম সেজে বসে আছি।”
তীর্থ কাছে আসতে আসতে তার একদম কাছে এসে পড়ে। কবিতা দূরে সরে সোজা প্রশ্ন করে, “কাব্য কোথায়?”
“কাব্য? ওকে রহমতের সাথে আইস্ক্রিম খাওয়ার জন্য পাঠিয়েছে। এখন ওর মা এবং আমি একটু একা সময় কাটাব। এখানে ওর কী কাজ?”
কবিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তীর্থর দিকে। এরপর কিছু না বলে চলেছে তো নিলেই তীর্থ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে।
“এটা কোন ধরনের বেয়াদবি?” কবিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে। কিন্তু পারে না। তীর্থে শক্তির সাথে পেরে উঠে না। তীর্থ চুমু খায় তার কাঁধে। তার কাঁধে নাক ঘেঁষে গভীর নিশ্বাস ফেলে বলে, “তোমার এই সুরভিকে আমি খুব মিস করেছি। তোমাকেও। তোমার কাছে মদের নেশাও তুচ্ছ।”
ঘৃণা লাগে কবিতা। তীর্থের প্রতিটি স্পর্শে তার শরীর ঘিনঘিন করে উঠছে। তার বলা কথাগুলো আরও বাজে লাগতে শুরু করে তার। সে নিজেকে ছাড়ানোর চেষ্টায় অনুভব করে তীর্থ তার পোশাকের নিচে হাত দিচ্ছি। তার পেটের কাছে হাত নিতেই কবিতা আরও বেশি নড়াচড়া করতে শুরু করে। বারবার ছাড়তে বলে তীর্থকে। তীর্থ তাকে ছাড়ে না। উল্টো বলে, “সুইটহার্ট এত নড়াচড়া করছ কেন? এমন তো না যে আমি তোমাকে এই প্রথমবার স্পর্শ করছি। আমি তোমাকে অসংখ্যকবার ছুঁয়েছি। তোমার মনে আছে আমার স্পর্শে কেমন দিশেহারা হয়ে যেতে তুমি। লজ্জায় মেখে যেতে। কী সুন্দর দেখাতো তোমার লজ্জামাখা মুখখানি।”
“এখন তোমার স্পর্শে আমার ঘৃণা ছাড়া কোনো অনুভূতি হয় না। তোমায় দেখলে, তোমার কন্ঠ শুনলে, তুমি ছুঁলে আমার কেবল ঘৃণা হয়। কেবল ঘৃণা।”
কথাটুকু শেষ হতে না হতেই তীর্থ তার হাতের জ্বলন্ত সিগারেট তার উন্মুক্ত পেটে লাগিয়ে দিলো। ব্যাথায় কুঁকড়ে উঠে সে। চিৎকার করে উঠে। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে।
তীর্থ আবারও তার কানের কাছে মুখ এনে রাগান্বিত স্বরে বলে, “তাহলে কার স্পর্শ ভালো লাগে? সে কথনের? যার সাথে আমাকে ছেড়ে যাবার পরদিন তুমি ঘুরে বেড়াচ্ছিলে?”
চলবে…
[বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমা করবেন। গল্পটা কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ।]
সকল পর্ব
https://m.facebook.com/story.php?story_fbid=381227816949915&id=100051880996086