মেঘবৃত্ত
পর্ব_১২
#আভা_ইসলাম_রাত্রি
সেদিনের পর কেটে গেছে আরো কটা দিন। নিজের ঘরেও মেঘা কেমন যেনো অপরিচিতদের মত। দরকার ছাড়া কেউই খুব একটা কথা-টথা বলে না। মাকে কিছু জিজ্ঞেস করলে, উত্তরে শুধু ‘ হু, হা ‘ করেন। মেঘা এসব দেখে প্রায় ভেঙেই পড়েছিলো।
ঐ তো, আজকের কথা। দুপুরের খাবার খাচ্ছে সবাই। মেঘার বাবা স্ত্রী সাথে ব্যবসার সম্পর্কিত কথা বলছিলেন। মেঘা মাথা নত করে চুপচাপ খাবার খাচ্ছে। এখন পর্যন্ত বাবার মুখের পানে তাকানোর সাহস হয়নি তার। বাবা অবশ্য তাকে এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেননি। তবে, বাবার মৌনতা মেঘাকে তিলেতিলে শেষ করে দিচ্ছে।
মেঘার প্লেটে ছিলো, রুই মাছের তরকারি আর ভাত। খাবার দেখেই মেঘার গা গুলিয়ে আসছে। মুখ ভর্তি করে বমি পাচ্ছে। এক মাসও হয়নি বাচ্চাটার। এখনি মেঘার অবস্থা করুন। একসময় মেঘা বমি আটকাতে পারলো না। তাড়াহু়োতে করে টেবিল ছেড়ে উঠে নিজের রুমে চলে গেল। মেঘার এমন তাড়াহুড়োয় টেবিলের একটা গ্লাস মাটিতে পড়ে গিয়ে ঝনঝন শব্দ তুলে ভেঙে গেলো। মেঘার বাবা-মা হতভম্ব হয়ে মেঘার যাওয়ার দিকে চেয়ে রইলেন। মেঘার বাবা মেয়ের এমন বেখেয়ালিপনা দেখে তেতে উঠলেন। হরহর কণ্ঠে বললেন,
— দেখেছো মেঘার মা? তোমার মেয়ের কাণ্ড দেখেছো। চার আনা রোজগার করার ধান্দা নেই। দুশো টাকা ক্ষতি করিয়ে ফেললো। ওকে বলে দিও, আমার ঘরে জিনিস-টিনিস ভাঙ্গা চলবে না। ভাঙতে হলে যেনো নিজের শ্বশুরবাড়ি গিয়ে ভাঙে।
মেঘার মা এখনো ফ্যালফ্যাল চোখে এখনো মেয়ের বন্ধ ঘরের দরজার দিকে তাকিয়ে আছেন। আজকাল মেয়ের হলোটা কি? আগের মত খাবারে রুচি নেই। মুখটাও কেমন যেনো শুকিয়ে, শুকিয়ে গেছে। কোনো অসুখ হলো কি? মেঘার মা আঁতকে উঠলেন। নাহ! মেয়েকে আজই একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
ঘরে এসেই মেঘা বাথরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে অনবরত বমি করছে। সকাল থেকে যেটুকু খেয়েছে, তার চেয়ে কয়েক গুণ বেশি বমি করেছে। শরীরের শক্তি একদম নিঃশেষের কোঠায়। একসময় বমি থামলো। মেঘা কিছুক্ষন থেমে হাতমুখ ধুয়ে ঘরে আসলো। পা চলছে না তার। খুব কষ্ট ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিলো। এত ক্লান্ত শরীর। তাও মেঘার চোখে ঘুম নেই। আজকাল মেঘার ঘুমগুলো বড্ড ফাঁকিবাজ হয়ে গেছে। সারাক্ষণ তাদের লুকোচুরি খেলা চলেই। মেঘার চোখে এখন ঘুমেরা ধরা দেয়না। মেঘা ঘুমুতে গেলে চোখে ভর করে রাজ্যের চিন্তা। সেই চিন্তায় হাবুডুবু খেয়ে মেঘার ঘুমগুলো হুরহুর করে পালিয়ে যায়। কি এক যন্ত্রনা!
বিকেল ছটা বেজে দশ মিনিট পেরিয়ে গেছে। মেঘার ঘুম ধীরে ধীরে চোখ থেকে নামছে। মেঘা দুবার পলক ঝাপটালো। অতঃপর, আস্তে আস্তে চোখ খুললো। ঘড়িতে সময় দেখেই মেঘার চক্ষু চড়কগাছ। এত বেলা হয়ে গেছে। ইশ! আজকের আসরের নামাজটা কাযা হয়ে গেলো। মেঘা হুড়মুড়িয়ে বিছানা ছাড়লো। বাথরুমে থেকে ফ্রেশ হয়ে নামাজ আদায় করলো। কদিন পরেই ফাইনাল এক্সাম। বাচ্চার কথাটা ফাইনাল এক্সাম অব্দি লুকিয়ে রাখতে হবে। যেভাবেই হোক। আজকাল মেঘার মাথায় সারাক্ষণ বাচ্চার কথাই ঘুরে। বাচ্চাটা কেমন আছে, কত বড় হলো, বাচ্চার ভবিষ্যৎ কী? এসবই মেঘার মাথায় পাজলের মত ঘুরঘুর করে। মেঘা বাচ্চার কথা ভেবেই মিটমিট করে হাসলো। অতঃপর, ঘর ছেড়ে বেরিয়ে গেলো। এই মুহূর্তে এক কাপ চা সবচেয়ে প্রয়োজন।
রান্নাঘরে যাওয়ার আগে মেঘা মায়ের ঘরে একবার উঁকি দিলো।মা তজবিহ পড়ছেন। মেঘা দরজার সামনে থেকে আস্তে করে ডাক দিলো,
— মা?
মেঘার মা অনিচ্ছাসত্তে তাকালেন। চোখের ইশারায় জিজ্ঞেস করলেন,
— কি?
— চা খাবে?
মেঘার মা তজবিহ ধরে রাখা হাত উঁচিয়ে মানা করলেন। মেঘা পুনরায় জিজ্ঞেস করলো,
— তুমি তো মাগরিবের পরে চা খাও। আজ খাবে না?
মেঘার মা মৌন হয়ে গেলেন। মেঘা বুঝলো, মা চা খাবেন। তবে, তা মুখে বলবেন না। বাহ! কি রাগ!
মেঘা চলে গেলো।
দুকাপ চা বানিয়ে মায়ের ঘরে এলো। টি টেবিলের উপর মায়ের চা রেখে চলে যেতে উদ্যত হলে পিছন থেকে মেঘার মা ডাক দেন,
— শোন?
মেঘা তাকালো। মেঘার মা চোখ বুজে তাজবিহ পড়তে পড়তে বলেন,
— চা খাওয়ায় পর রেডি থাকিস। তোকে নিয়ে ডাক্তারের কাছে যাবো।
মেঘার মাথায় যেনো বজ্রপাত হলো। মা আজ ডাক্তারের কাছে যাবেন, মানে? মেঘা বললো,
— কিন্তু, কেনো? আমি তো সুস্থ আছি। তবে?
— আমি কি একবারও বলেছি, তুই অসুস্থ। আমার মনে কু ডাকছে। তাই নিয়ে যাবো। তাই বেশি কথা না বলে চা খেয়ে রেডি হ।
মেঘা আর কথা বাড়ানোর সুযোগ পেলো না। চুপচাপ নিজের চা নিয়ে রুমে চলে এলো।
রুমে এসেই বৃত্তের ফোনে কল দিলো মেঘা। দুবার রিং হলো। তিনবারের সময় কল কেটে দিলো বৃত্ত। মেঘা যেনো তেলেবেগুনে জ্বলে উঠলো তাতে। কল ছেড়ে মেসেজ লিখলো, ‘ ma amake doctorer kache niye jachen test korate. tui kichu ekta kor.. ‘
মেসেজ লিখে মেঘা কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইলো। নাহ! বৃত্ত এখনো কোনো কল করেনি।
— মেঘা? এই মেঘা? রেডি হয়েছিস? দেরি হলে পরে ডাক্তার তো চলে যাবে। মেঘা?
মায়ের রুম থেকে আওয়াজ শুনে মেঘা এখন চোখে সরষে ফুল দেখতে লাগলো। কি করবে এখন? এদিকে বৃত্তের কোনো খবর নেই। এই বৃত্তকে মন চাচ্ছে, ড্রেনের নদীতে চুবিয়ে কালো করে দিতে। উফ! দরকারের সময় এরে পাওয়া যায়না। অসহ্য!
অতঃপর, মেঘা কিছুই করতে পারলো না। মেঘার মা মেয়েকে বগলদাবা করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন।
মেঘা গাড়িতে বসেও বৃত্তকে হাজারখানা কল দিয়েছে। তবুও বৃত্ত ধরেনি। রাগে দুঃখে মেঘার চুল ছিঁড়তে মন চাচ্ছে। বৃত্তকে একবার সামনে পেলে মেঘা তার গালে দু-চার ঘা বসিয়ে দিবে নিশ্চিত।
একটু পর মেঘার সিরিয়াল এলো। ভয়ে মেঘার আত্মা মনে হয় বেরিয়ে আসছে। মেঘার মা মেয়েকে এমন ঘামতে দেখে ব্যাগ থেকে টিস্যু বের করে এগিয়ে দিলেন। বললেন,
— ঘামছিস কেনো এতো? টিস্যু ধর।
মেঘা টিস্যু হাতে নিয়ে ঘাম মুছলো। তবে, মনের মধ্যে যে এক বিরামহীন ঘাম ছুটছে তার বেলায়?
মেঘার মা, মেয়েকে নিয়ে চেম্বারে ঢুকলেন। ডাক্তার মূলত মেয়ে। সামনে কার্ড ঝোলানো, গাইনোকলজিস্ট। তবে কি মেঘার মা কোনো কিছু সন্দেহ করেছেন? মেঘা অনবরত ঘেমেই যাচ্ছে। ডাক্তার খুব সফট কণ্ঠে জিজ্ঞেস করলো,
— রোগী কে?
মেঘার মা মেয়ের কাধে হাত রেখে বললেন,
— আমার মেয়ে।
— ওহ। কি সমস্যা?
— কদিন ধরেই কিছু খেতে পারছে না। মুখখানা কেমন যেনো শুকিয়ে গেছে।
ডাক্তার মেয়েটা পালে ভাঁজ ফেলে চশমা উপরে তুললো। বললো,
— বমি হয়?
মেঘার মা চিন্তিত হলেন। বমি হয় কিনা, সেটা তো উনি জানেন না। তিনি মেয়েকে প্রশ্ন করলেন,
— বমি হয় তোর?
মেঘা তড়িৎ গতিতে মাথা নেড়ে মানা করলো। ডাক্তার মেয়েটা আবারও জিজ্ঞেস করলো,
— বিয়ে হয়েছে মেয়ের?
মেঘার মা এবার থতমত খেয়ে গেলেন। কি বলবেন ভেবে পেলেন না। নিজেকে ধাতস্থ করে বললেন,
— হুম।
— স্বামীর সাথে মিল আছে?
— হ-হ্যাঁ।
— ওহ। আচ্ছা, আমি কিছু টেস্ট দিয়েছি। সেগুলো করিয়ে নিবেন। আর রিপোর্ট আগামীকাল দেওয়া হবে। রিপোর্টটা আমাকে দেখাবেন। আর রিপোর্ট দেখাতে মেয়ের স্বামী আসতে হবে। ঠিক আছে?
— কেনো? মেয়ের স্বামী আসতে হবে কেনো?
— কারণ, আপনার মেয়ের মধ্যে প্রেগন্যান্সি লক্ষণ দেখা দিয়েছে। আর প্রেগন্যান্ট সিওর হলে, আমরা মেয়ের স্বামীকেও প্রথম এই খবরটা জানাই। স্বামীর সাথে বনিবনা না হলে অন্য ব্যাপার। সেক্ষেত্রে আপনাদের যেহেতু মিল আছে। তাই স্বামীকেই সাথে নিয়ে আসতে হবে। ক্লিয়ার?
মেঘার মায়ের মাথা ঘুরতে লাগলো। তার মেয়ে প্রেগন্যান্ট? সে কি করে সম্ভব? ইয়া আল্লাহ! ধৈর্য্য দাও আমাকে।
#চলবে
আগের পর্ব
https://www.facebook.com/105343271510242/posts/261630262548208/?app=fbl