মেঘবৃত্ত পর্ব_১৬

মেঘবৃত্ত
পর্ব_১৬
#আভা_ইসলাম_রাত্রি

বসার ঘরে চলছে গম্ভীর কথাবার্তা। মেঘা বৃত্তের বিপরীতে বড় সোফাটায় নত মুখে বসে আছে। খুব অদ্ভুত এক কারণে, মেঘা মাত্রাতিরিক্ত ভয় পাচ্ছে। সেই ভয় তার চেহারাকে ক্রমশ ঘর্মাক্ত করছে। নাকের উপর ফোঁটা-ফোঁটা ঘাম। কপাল, থুতনি ঘেমে নেয়ে একাকার। মেঘা কোলের উপর দু হাত রেখে শাড়ি খামচে ধরে আছে। মেঘা যেখানে ভয়ে মরে যাচ্ছে, সেখানে বৃত্তকে দেখো। বিন্দাস হয়ে একটা বাচ্চাকে কোলে নিয়ে তার সাথে হেসে হেসে কথা বলছে। বৃত্তের কোলে বসে থাকা বাচ্চাটা একবার বৃত্তের মাথার চুল এলোমেলো করছে তো আরেকবার বৃত্তের শার্টের কলার ধরে টানাটানি করছে। বৃত্তের মুখ দেখে মনে হচ্ছে, বাচ্চাটার এ ধরনের আচরন তার দারুন লাগছে। মেঘা আড়চোখে বৃত্তের দিকে তাকিয়ে সহসা চোখ সরালো।

কথার মাঝখানে বৃত্তের বাবা বললেন,
— জুয়েল ভাই, আমরা চাইছিলাম বিয়েটা যেনো আগামীকাল হয়ে যায়। মোটামুটি সাদামাটা ধরনের বিয়ের আয়োজন হবে। আপনার এতে কি মত?
মেঘার বাবা ভদ্রতার হাসি হেসে বললেন,
— আমার কোনো আপত্তি নেই। কিন্তু, মেঘার মায়ের ইচ্ছা ছিলো একটা মাত্র মেয়ের বিয়ে একটু ধুমধাম করে দিতে।
— আমি বুঝতে পারছি। আমরা কিন্তু স্বল্প আয়োজনের মধ্যে ধুমধাম করে বিয়েটা দিতে পারি। কি বলেন?
— জ্বি, অবশ্যই। আমার কোনো সমস্যা নেই।
— এবার কাবিনের কথায় আসি। কাবিনের বিষয়ে আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।
— আমি মনে করি, বিয়ে আল্লাহর প্রদত্ত এক নেয়ামত। তাই, মেঘার মা আর আমি দুজনেই চাইছিলাম ফাতেমী মহর ধার্য্য করতে। আপনি কি বলেন?
— এত অনেক ভালো এক কথা। তাহলে, তাই হবে।

দু পক্ষের মধ্যে আরো কিছু গুরুগম্ভীর কথাবার্তা চললো। অতঃপর সিদ্ধান্ত নেওয়া হলো, আগামীকাল বিয়ে সম্পন্ন হবে।
রাতে বাসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। মেঘা নিজের রুমে এসেছে অনেকক্ষণ হলো। এতক্ষণ বসে থাকার ফলে পায়ে ঝিম ধরে গেছে। পা আর কোমর মনে হচ্ছে, অবশ হয়ে গেছে। মেঘা হাঁটতে পারছে না। অতি কষ্টে পা চালিয়ে বিছানায় এসে শুয়ে পড়লো ও। আজকাল একটু কাজ করলেই মেঘার শরীরটা হার মেনে ফেলে। শরীরের আনাচে কানাচে শুরু হয় কি বিষাক্ত এক যন্ত্রনা! আর বমি? সে তো এখন মেঘার নিত্যদিনের অসুস্থতা।
এই মুহূর্তে মেঘার পরনের শাড়ি’টাকেও বিরক্ত লাগছে। ইচ্ছে করছে, গা থেকে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিতে। কিন্তু, মায়ের কড়া নিষেধ। শাড়ি-টারি খোলা যাবে না। বৃত্তরা যতক্ষণ আছে, ততক্ষণে মেঘার শাড়ি পড়ে সং সেজে বসে থাকতে হবে। মায়ের নিষেধাজ্ঞা অমান্য করার সাহস মেঘার এই জন্মে হয়নি। তাই, বাধ্য হয়ে শাড়িসহ বিছানায় গা এলিয়ে দিলো।

মিনিট দশেক পর, মেঘার চোখ একটু লেগে এসেছিল। কিন্তু, পরক্ষণে বিশ্রামটা পন্ড হলো দরজার পাশে থেকে আসা বৃত্তের কথা শুনে। মেঘার কাজিন গুষ্ঠির সাথে বৃত্তের তুমুল আলোচনা চলছে। আলোচনার বিষয় বস্তু হলো, মেঘা স্বয়ং। মূলত বৃত্ত মেঘার ঘরে এসেছিল মেঘার সাথে দেখা করতে। কিন্তু মাঝপথে বাঁধ সাধলো, মেঘার কাজিন গুষ্টি। সেই থেকে শুরু হয়েছে, তাদের প্রশ্নঝুড়ি। তবে, বৃত্তও একজন চতুর ছেলে হিসেবে সেসব কথা বা প্রশ্ন খুব ভালো করেই সামলাচ্ছে।
একসময় বৃত্তের ছাড়া মিললো। মেঘার ঘরে প্রবেশ করতেই বাহির থেকে শিউলি চেঁচিয়ে বলে উঠলো,
— খবরদার ভাইয়া। মেঘা আপুর সাথে মোটেও অনাথ সনাথ করবে না। বিয়ে কিন্তু এখনো হয়নি। মাথায় থাকে যেনো।
কথাটা শুনে বৃত্ত মাথা চুলকে হাসলো। অতঃপর, ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকাতেই মেঘার ছিপছিপে গড়নের শরীর চোখে পড়লো। মেঘা চোখ দুটো মেলে বৃত্তের দিকে তাকিয়ে আছে। বৃত্ত মেঘার দিকে চেয়ে মুচকি হাসলো। মেঘা ততক্ষণে উঠে বসেছে। বৃত্ত এগিয়ে এসে মেঘার পাশে বসলো। মেঘা জিজ্ঞেস করলো,
— তুই এখানে কেনো?
বৃত্ত দেয়ালে টাঙানো মেঘার বিশাল ফ্রেমের ছবির দিকে তাকিয়ে ক্লান্তিমাখা নিঃশ্বাস ফেললো। বললো,
— বাবা আর আংকেলের সাথে বসে ছিলাম। ওদের মুখে সারাক্ষণ বোরিং বোরিং কথা। তাই ভাবলাম, তোর সাথে একটু গল্প করি। ঘুমাচ্ছিলি?
মেঘা মাথা হেলিয়ে না বোধক উত্তর দিলো। গরম লাগছে ওর। তাই হাত উঁচিয়ে খোলা চুল খোঁপা করতে লাগলো। মেঘা যতক্ষণ খোঁপা করছিল, বৃত্ত তখন হা করে মেঘার দিকে তাকিয়ে ছিলো। শাড়ি পড়া অবস্থায় কেমন যেনো লাগছে। কিন্তু এই কেমন বলতে বৃত্ত কি বুঝেছে, সেটা স্বয়ং বৃত্তও জানে না। শুধু জানে, মেঘাকে খুব অদ্ভুত লাগছে তার। মেঘা খোঁপা করে হাত নামালো। ছোট্ট করে এক নিঃশ্বাস ফেলে বললো,
— আর কি খবর? এক্সামের পড়া সব কমপ্লিট তোর?
বৃত্তের কানে যেনো কথাটা প্রবেশই করলো না। বৃত্ত হঠাৎ করেই মেঘার ঠোঁটের দিকে ঝুঁকে এলো। মেঘা ভরকে গেল। ঘনঘন চোখের পল্লব ফেলে বৃত্তের দিকে তাকালো। কম্পিত কণ্ঠে বললো,
— ক কি হয়েছে?
বৃত্ত শুনলো না। বরং, খুব সন্তর্পনে মেঘার ঠোঁটে মনোযোগ দিয়ে কি একটা লক্ষ্য করলো। হঠাৎ করেই খুব গম্ভীর সুরে বললো,
— তুই ঠোঁটে লিপস্টিক দিয়েছিস?
মেঘা ভ্রু কুঁচকে ফেললো। মাথাটা খানিক পিঁছিয়ে বললো,
— হুম, তো?
বৃত্ত সরে এলো। মেঘাকে রাগানোর জন্যে টিটকারীপূর্ণ হেসে বললো,
— পাখির গু’য়ের মত লাগছে দেখতে।
কথাটা বলেই বৃত্ত ঘর কাপিয়ে হু হা করে হাসতে লাগলো। এ হাসি যেনো থামছেই না। মেঘার বড্ড রাগ হলো। তার ঠোঁটে লাগানো লিপস্টিক পাখির গুয়ের মত? ছিঃ! এমন কেনো? সবাই তো বলে, মেঘার ঠোঁটে খয়েরী রঙের লিপস্টিক খুব মানায়! তবে, বৃত্তের কেনো ভালো লাগলো না। নাকি, সবাই মিথ্যে বলে? এখন মেঘার সেই সবার উপর রাগ করতে লাগলো। মনে মনে ভয়ংকর এক পণ করলো, সে আর কখনো পাখির গুয়ের মত লিপস্টিক লাগাবে না। একদম না।
বৃত্তের হাসি থামলো। হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে বেচারা। জোরে জোরে শ্বাস ফেলছে সে। মেঘা মুখ ফুলিয়ে তাকালো বৃত্তের দিকে। বললো,
— সামান্য লিপস্টিকই তো দিয়েছি। এখানে এত হাসির কি হলো? পাগল হয়ে গেছিস, নাকি?
বৃত্ত এবার মুচকি হাসলো। বললো,
— কখনো তো সাজিস না। আজ হঠাৎ করে সাজতে দেখে ওয়াইর্ড লাগছে। আর সাজিস না তো। তোকে সাদামাটাই ভালো লাগে।
বৃত্তের এই অতি সামান্য কথা শুনে মেঘার মনটা জুড়িয়ে গেলো। ঠোঁটে ফুটলো মৃদু হাসি। সেই সাথে সিদ্ধান্ত নিলো, ও আর সাজবে না। বৃত্তের চোখে তার সাজবিহিন চেহারা ভালো লাগে তো তাই ভালো। বৃত্তের ভালো লাগার জন্যে মেঘা সম্পূর্ণ দুনিয়া জয় করতে পারে। আর সাজ? সে তো এক সামান্য কিছু।
_________________________
আজ মেঘবৃত্তের বিয়ে। সকাল থেকে বাড়িতে দারুন হৈ চৈ হচ্ছে। সবার ব্যস্ততার যেনো শেষ নেই। কারো হাতে দু দণ্ড বসার ফুরসত নেই। যেহেতু বিয়েটা বাড়িতেই হচ্ছে, তাই সম্পূর্ণ বাড়ি সাজানো হচ্ছে। মেঘার ঘরটাও সাদা আর লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। সুগন্ধে মৌ মৌ করছে সম্পূর্ণ ঘরটা। সে কি সুভাস! শ্বাসের সাথে নাকে প্রবেশ করে হৃদপিন্ড অব্দি শীতল করে তুলে।
মেঘাকে সাজানো হচ্ছে। মেঘা প্রথমে সাজতে চায়নি। গতকাল বৃত্তের ওমন কথা শুনে মেঘার সাজার প্রতি অদ্ভুত এক বিতৃষ্ণা জন্মেছে। কিন্তু, মেঘার এই বিতৃষ্ণাকে একপ্রকার অগ্রাহ্য করে কাজিনরা মিলে মেঘাকে সাজিয়ে দিচ্ছি। যখন ঠোঁটে লিপস্টিক দেওয়ার পালা এলো, মেঘা তৎক্ষণাৎ মানা করলো। বললো,
— এই, নুড কালার দে। খয়েরী না।
তিশা শুনলো না। বললো,
— ব্রাইডাল সাজে কে নুড কালার লিপস্টিক দেয়, মেঘা। খয়েরী কালার না দিলে মুখটা মরা মরা লাগবে। চুপচাপ বসে থাক। আমাকে আমার কাজ করতে দে।
মেঘা আর মানা করার ‘জো’ রইলো না। মুখ ফুলিয়ে বসে রইলো নিজ জায়গায়।
সম্পূর্ণ সাজ শেষ করার পর মেঘার সামনে আয়না ধরা হলো। আয়নায় মেঘার প্রতিবিম্ব ভেসে উঠলো। মেঘা চেয়ে রইলো সেই প্রতিবিম্বের দিকে। নিজেই নিজের কাছে প্রশ্ন করলো, ‘ শ্যামলা রংও এত সুন্দর হয়? ‘

#চলবে
নোট ১- যাদের কাছে পোস্টটা পৌঁছাবে রিয়েক্ট করার অনুরোধ। পেজের রিচ বাড়াতে আপনাদের এই ছোট্ট রিয়েক্টই সহায়ক। আশা করি, আপনারা আমাকে সাহায্য করবেন। ভালোবাসা।

নোট ২- নতুন যারা গল্পটা পড়ছেন তাদের জানিয়ে রাখা ভালো, আমি মেঘবৃত্ত গল্পটা একদিন পর পর দেই। অধিকাংশ সময়, আমি দুপুর ১ টা থেকে ২:৩০ এর ভিতরে গল্প দিয়ে থাকি।

আগের পর্ব
https://www.facebook.com/105343271510242/posts/266297768748124/?app=fbl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here