মোহঘোর”পর্বঃ২৪

0
465

#মোহঘোর
#পর্বঃ২৪
লেখনীতেঃতাজরিয়ান খান তানভি

শুভ্র ধোঁয়ার কুন্ডলি ঘুরপাক খাচ্ছে ইনজাদের চোখের দর্পণে। শ্রান্ত চোখের চাহনি মত্ত সেই দৃশ্য দেখাতে। দেয়ালের সাথে হেলান দিয়ে এক পা সোজা আর অন্য পা ভাঁজ করে বসে আছে সে। আঙুলের মাঝে কলুষিত শোভা বর্ধন করছে জ্বলন্ত সিগারেট। ইনজাদের পাশেই বসে আছে মেহমাদ। তার অন্তর্গূঢ় চাহনি। খরখরে গলায় বলে উঠে—

“ঘরে বউ রেখে আমার ঘরে বসে আছিস কেন?”

নেশাক্ত মনুষ্যের মতো ঘাড় ঘুরাল ইনজাদ। চোখের পাতা ভারী হয়েছে। জড়ানো গলায় বলল—

“রেহাংশী সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না।”

মেহমাদ তির্যক গলায় বলল—

“তো!”

“কিন্তু ও কিছু মুখে বলে না।”

“এই জন্য এখানে এসেছিস? আমার ঘর কী তোর ফাঁকা মাঠ মনে হয়? বের হ শালা!”

ডাসা এক লাথি বসাল মেহমাদ ইনজাদের পায়ের কাছে। আধ খাওয়া সিগারেটটা ছিনিয়ে নিয়ে নিজেই টানতে থাকে। সুখ সাগরে ডুবে গিয়ে বলল—

“বউ বিলাস করছিস উইথ আউট ট্রিট!”

ইনজাদ স্থবির গলায় বলল—

“বিয়েতে যাসনি কেন? আমার কী দোষ?”

মেহমাদ তিরস্কার করে বলল—

“পরতে গিয়েছিল তো গলায় নুপূর! রেহাংশীকে নিয়ে আসলি কেন?”

ইনজাদ ভাবনাহীন চোখে তাকাল। শীতল গলায় বলল—

“ভালোবাসি ওকে আমি।”

মেহমাদ হাসল। সেই হাসিতে প্রগাঢ় তৃপ্ততা। নেই কোনো শব্দ। ইনজাদ পিঠ টানটান করল। সরল গলায় বলল—

“ব্যাংকার তো হলি, এইবার বিয়েটা কর।”

সিগারেটে চূড়ান্ত টান মারল মেহমাদ। বাকি ফিল্টারটুকু বিছানার কাঠের অংশের সাথে চেপে ছুড়ে ফেলল। সপ্রতিভ গলায় বলল—

“কথা বলেছি আব্বার সাথে। আম্মা একটু খেচখেচ করছে আর কি! তবে মেনে নেবে। তিয়া ওর বাবা- মাকে জানিয়েছে। দেখা করেছি আমি। আপত্তি করার চান্স নেই।”

ইনজাদ স্বর ভার করে বলল—

“তাহলে আর কি! করে নে বিয়ে।”

“হুম।”

“বাড়িওয়ালার সাথে কথা বলেছি আমি। নতুন বাসাও দেখেছি। দুই বেডের রুম। ড্রয়িং-ডায়নিং একসাথে। আমার হয়ে যাবে। তোর সমস্যা নেই তো?”

মেহমাদ চিন্তাহীন গলায় প্রত্যুত্তর করে—

“আরে না। রিফাতের মেসে থাকব কয়েকদিন। সমস্যা নেই। তোর বিয়ের আগেই ভাবা উচিত ছিল। রেহাংশী এখানে কমফোর্টেবল নয়।”

ইনজাদ নত গলায় বলল—

“সরি ইয়ার!”

“আরে ধ্যাত! সরির কী আছে? এমনিও এত বড়ো ফ্লাটে আমরা দুইজন কী করব! ওরা যখন ছিল তখন না হয় পোষাত। কিন্তু এখন! ত্রিশ হাজার টাকা কী কম কথা! আমাদের আরো আগেই ভাবা উচিত ছিল। দুই মাস শুধু শুধু বাড়তি টাকা দিলাম….।”

“আজ সিন্ধুজা এসেছিল রেস্টুরেন্টে।”

ইনজাদের কথায় থেমে গেল মেহমাদ। প্রবল আগ্রহদীপ্ত হয়ে বলল—

“মানে? সত্যি ! ও ফিরল কবে?”

“জানি না। তবে আজ এসেছিল। মাই গড! শি ইজ ভেরি ডেঞ্জরাস!”

মেহমাদ ফিচেল হেসে রহস্য করে বলল—

“সাবধান! দূরে থাকিস ওর কাছে থেকে। বিলাতি হোয়াইট র্্যাট। ”

ইনজাদ মুচকি হাসল। তার চোখে সতেজতা। শূন্যে তাকিয়ে মায়াচ্ছন্ন হয়ে বলল—

“ডোন্ট ওয়ারি বন্ধু! যেই নেশা ধরেছে তা কাটাতে এই জীবন লেগে যাবে আমার। ডাইভ্রাট হওয়ার চান্স নাই।”

“কেন? রেহাংশী কী তোকে আফিম খাইয়েছে না কোকেন? না কি এলএসডি গিলিয়েছে?”

ইনজাদ অদ্ভুত শব্দ করে মাদকভরা কণ্ঠে বলল—

“বি প্র্যাকটিক্যাল। বলা যাবে না। বিয়ে কর, জেনে যাবি।”

মেহমাদ ফিক করে হেসে ফেলে। ইনজাদ অনুজ্জ্বল হেসে বলল—

“গেলাম, নেশা ধরেছে আমার।”

মেহমাদ ছোট্ট করে হাসল। ইনজাদ উঠে ওয়াশরুমে যায়। ভালো করে কুলকুচি করে ফিরে এসে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে প্রশ্ন ছুড়ে—

“সিন্ধুজা কী করে রে?”

“আপাতত কিছু না। বিজন্যাস ম্যানেজমেন্টের ওপর একটা কোর্স করেছে শুনেছি। ”

“আর কে আছে ওর?”

“আঙ্কলের একটা ছেলে আছে। সিক্সে পড়ে। তার ওয়াইফ…।”

মেহমাদ থেমে গেল। ইনজাদ তোয়ালে সরিয়ে ঔৎসুক্য দৃষ্টিতে চাইল। মেহমাদ আবার বলতে শুরু করল—

“এসব কিছুর মালিক আনটি। আঙ্কলের সাথে বিয়ে হওয়ার পর তিনি এসব দেখাশোনা করেন। পাওয়ার অফ অ্যাটর্নি তার নামে। আনটি এখন ঝামেলাহীন থাকতে চায়। সিন্ধুজা আনটির প্রথম স্বামীর সন্তান।”

“তোর সাথে ওদের পরিচয় হলো কী করে?”

“তিয়া পড়াত সৌরভকে।”

দীর্ঘশ্বাস ফেলল ইনজাদ। মেহমাদ বিছানা ছেড়ে উঠে এলো। আলমিরা থেকে একটা লাল রঙের প্যাকেট বের করল। তার মধ্যে ছোট্ট একটা বক্স। ইনজাদের কাছে এগিয়ে এসে প্রাণখোলা হেসে বলল—

” এইটা রেহাংশীর জন্য। বিয়েতে যেতে পারিনি তাই দেওয়া হয়নি। আর এখানে এসেও এত ঝামেলার মাঝে ভুলে গেছি। ফিটিং চাইলে ঠিক করে নিস।”

দ্বিরুক্তি করল না ইনজাদ। আংটির বক্সটা যত্নের সাথে নিল। মৃদু হাসল সে।
,
,
,
নিজের কক্ষে প্রবেশ করল ইনজাদ। বুকশেল্ফের কাঁচের ওপর আঙুল দিয়ে বিড়বিড় করছে রেহাংশী। ইনজাদ নিঃশব্দে পাশে দাঁড়াল। স্বামীর উপস্থিতি বুঝেও কোনো প্রতিক্রিয়া করল না রেহাংশী। আঙুল টপকে টপকে চলছে।
ইনজাদ ছোট্ট করে হাসল। নিরুদ্বেগ ভঙ্গিতে নিজের কাজ আওড়াল। রেহাংশীর শাড়ি ভেদ করে তার অসংবৃত উদরে গাঢ় স্পর্শ আঁকল। রেহাংশী নিরুত্তাপ। জিবের ডগায় তখন সংখ্যার আনাগোনা। ইনজাদ বুকে ঠেকাল রেহাংশীর পিঠ। পেলব, তুলতুলে উদরে বাড়ল গহন ছোঁয়া। নিজের ঘ্রাণেন্দ্রিয় ঠেকাল রেহাংশীর কানের কাছে। নীরব ঘর্ষণে আন্দোলিত হলো রেহাংশীর স্থবির কায়া। তবে সে বাঁধা দিলো। নিজের কাজে ব্যাঘাত না ঘটিয়ে স্বামীর ছোঁয়ায় বেড় লাগাতে প্রতিরোধ গড়ে তুলল। চোখের দৃষ্টি বুকশেল্ফের কাঁচে আবদ্ধ রেখেই ইনজাদকে থামানোর চেষ্টা করল। থামল না প্রেমিক পুরুষ। অপ্রতিরোধ্য, দুর্দমনীয় হয়ে উঠল জনান্তিক ছোঁয়া। রেহাংশী হার মানল। থমকে দিলো চেষ্টা। ইনজাদের সাহস বাড়ল। অপ্রমেয়, অনিরুদ্ধ, অতলান্ত সংসর্গে অসহায় হয়ে পড়ল রেহাংশী। প্রাণহারিণীর স্পর্শকাতরতায় বিগলিত দেহে আর তাপ বাড়াল না ইনজাদ। রেহাংশী কাছ থেকে সরে বিছানায় বসল। রেহাংশী তরল শ্বাস ফেলল। কলিজায় বিঁধে থাকা তীর তাকে এ যাত্রায় বাঁচতে দিলো!

ইনজাদ মোবাইল ফোনে মনোনিবেশ করল নিজেকে। গুনে শেষ করল বইয়ের বহর রেহাংশী। স্থির হলো সে। শ্বাস ভারী করে বলল—

“একশ পঞ্চাশটা বই! আপনি এত বই পড়েছেন?”

ইনজাদ স্বাভাবিক ভঙ্গিতে বলল—

“হ্যাঁ। আর ওগুলো বেশিরভাগ একাডেমিক বই। কিছু সাজেসন্স আর অলটারনেটিভ বই আছে। গোটা কতক গল্প- উপন্যাস আছে। পড়া হয়নি তেমন। ঢাকা আসার পর যত বই কিনেছি একটাও ফেলেনি। জমিয়েছি।”

রেহাংশী ফিক করে হেসে ফেলল। ভ্রূ বাঁকিয়ে তাকাল ইনজাদ। রেহাংশী হেসে হেসে বলল—

“আমি তো এক বছরের বই দিয়ে অন্য বছর সাদা কটকটি কিনে খেয়েছি।”

ইনজাদ নাকের উপরিভাগের ললাট কুঞ্চন করল। জিজ্ঞাসু গলায় বলল—

“সাদা কটকটি কী?”

“আরে সাদা কটকটি। এমন মোটা হয়। আপনি খাননি?”

“ওগুলো সাদা নয় অফ হোয়াইট বা ক্রিম কালার বলে।”

“একটা হলেই হলো।”

ইনজাদ মুচকি হাসল। মৃদু গলায় বলল—

“এদিকে এসো।”

রেহাংশী কাছে এসে দাঁড়ায়। তাকে উরুর ওপর বসায় ইনজাদ। রেহাংশীর মুখটা ইনজাদের মুখ থেকে একটু ওপরে। বিনা দ্বিধায় তার তপ্ত শ্বাস আছড়ে পড়তে লাগল ইনজাদের চোখে-মুখে। ইনজাদ সরস গলায় বলল—

“সামনের মাসে আমরা নতুন বাসায় যাচ্ছি। তোমাকে নিয়ে যাব। দেখে আসবে।”

“মেহমাদ ভাইয়াকে বলেছেন?”

“হ্যাঁ। আর এক সপ্তাহ তো। বাড়িওয়ালাকে দুই মাস আগেই বলে রেখেছি। ভাগ্য ভালো যে অন্তিম মুহূর্তে বাসা পাওয়া গেছে। না হলে হোটেলে উঠতে হতো।”

“মেহমাদ ভাইয়া রাগ করেনি?”

ইনজাদ রেহাংশীর ডান হাত নিজের মুঠোয় নিয়ে ঠোঁট ছোয়াল। একটু অসচেতন হতেই ব্যালেন্স নষ্ট হয় রেহাংশীর। দ্রুতবেগে ইনজাদের কাঁধের দিকটা খামচে ধরে। ইনজাদ নরম গলায় বলল—

“আরে না। ও তো আগেই একবার বলেছিল।”

তৎক্ষণাৎ মোবাইল বেজে উঠে ইনজাদের। স্ক্রিনে ভেসে উঠে “বাবা” শব্দ। ইনজাদ রিসিভ করল। রেহাংশী গভীর মনোযোগে চেয়ে রইল ইনজাদের দিকে। সে উৎকর্ণ হয়ে শুনছে বাবা-ছেলের কথোপকথন, আর মুগ্ধ দৃষ্টি ইনজাদের স্নেহার্দ্র আননে। ইনজাদের কপালের ফ্যাকাশে তিল থেকে শুরু করে তার চিবুকের শেষ অব্দি প্রগাঢ়, প্রেমাত্মক চাহনিতে অবলোকন করছে রেহাংশী। ইনজাদের রেডিস ওষ্ঠাধরের কম্পনে গলা শুকিয়ে আসে তার। ঊষর গলায় কষ্টকর ঢোক, চোখের পাতায় লজ্জারা হুটোপুটি খাচ্ছে। রেহাংশী উঠে যেতে চাইলেও পারল না। তার কটিদেশ তখন ইনজাদের দৃঢ় হাতের বাধনে আবদ্ধ। নিজেকে ধাতস্থ করে ইনজাদের কানে কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল—

“আমি বাবার সাথে কথা বলব।”

মিনিট না যেতেই কল কাটল ইনজাদ। অধৈর্য গলায় বলে উঠে রেহাংশী—

“কাটলেন কেন? বললাম না আমি কথা বলব!
কতদিন হয়েছে কারো সাথে কথা বলি না। আপনি নাম্বারও দিলেন না আমাকে।”

ছো মেরে ইনজাদের হাত থেকে মোবাইল নিয়ে নেয় রেহাংশী। তাতে লাভ হলো না। মোবাইল লক। ইনজাদ নিজের জয়ে বাঁকা হাসল। বলল—

“এদিকে এসো।”

রেহাংশী নিচের ঠোঁট বাঁকিয়ে ফুলাল। বাচ্চা বাচ্চা চাহনিতে অসহায় গলায় বলল—

“এমন করলেন কেন?”

“ডেকেছি তোমাকে আমি।”

ভাবাবেশ ছাড়া পূনরায় ইনজাদের উরুর ওপর বসল রেহাংশী। ইনজাদ মোবাইল নিয়ে নেয়। গাঢ় স্বরে বলল—

“এইটা শাস্তি। আমাকে কষ্ট দেওয়ার শাস্তি।”

রেহাংশীর চোখের আয়তন ছোটো করল। ক্ষুণ্ণ গলায় বলল–

“সেইটা তো অনেক আগের।”

“শাস্তি কঠোর হওয়া উচিত। যাতে পরবর্তীতে তার পূনরাবৃত্তি না ঘটে।”

রেহাংশী মনোকষ্ট নিয়ে বলল—-

“তাই বলে..।”

“কথা দাও আর কখনো এমন করবে না। ঝগড়া হলেও কথা বন্ধ করা যাবে না, বিছানা আলাদা করা যাবে না।”

রেহাংশীর ক্ষুদ্র পদ্মলোচনে জল জমা হলো। মাথা নাড়িয়ে বলল—

“করব না।”

রেহাংশীর বাজুতে চিবুক ঠুকে ইনজাদ। সশব্দে বলল—

“তাকাও আমার দিকে।”

রেহাংশীর অক্ষিকোটর প্রশস্ত হলো। নতমুখ উঁচু হলো।ভাবুক গলায় বলল—

“কী?”

“না ঘুমালে কী হয় জানো?”

রেহাংশীর চোখের পাতায় ভাবনার প্রজাপতি উড়তে লাগল। নানা রঙের প্রজাপতির ফাঁকে সে দেখত পেল একজোড়া গম্ভীর, মোহনীয়, ভরাট চোখ। রেহাংশীর অমীমাংসিত, সন্দিহান, ভীত চাহনি। ইনজাদ মৃদু হেসে বলল—

“না ঘুমালে ডার্ক সার্কেল হয়। এই যে দেখো এখানে। তোমার কারণে আমি কত রাত ঘুমাতে পারিনি।”

রেহাংশী ত্রস্ত কণ্ঠে বুকে পাথর চাপা অনুভব নিয়ে বলল—

” আমি কী করেছি?”

ইনজাদ হেয়ালি গলায় বলল—

“এই যে বিছানা আলাদা করেছ! তুমি কী জানো, তোমার সৌরভ ছাড়া আমার এখন ঘুম আসে না! মধ্য রাতের ঘুমকাতুরে দুই চোখও তোমায় খুঁজে! তোমার উষ্ণ শ্বাস যতক্ষণ না আমার গলা ছুঁয়ে দেয় ততক্ষণ আমার হৃৎকম্পন সচল হয় না। দম বন্ধ হয়ে আসে আমার বিষবাণ! ভুলেও আর এ ভুল কোরো না। পার্থিব নেশা তো আমি ছাড়তে পারব, কিন্তু তোমায় ছাড়তে পারব না। এই নেশা ছাড়লে মৃত্যু অনিবার্য।”

রেহাংশী আচমকা গলা জড়িয়ে ধরল ইনজাদের। নিরেট গলায় বলল—

“আর কখনো এমন করব না। আপনি আর এমন কথা বলবেন না। দোহাই লাগে আপনার।”

ইনজাদ নরম হাসল। হাতের বাঁধন দৃঢ় করতেই রেহাংশী পুরোদস্তুর পুরে গেল ইনজাদের বক্ষ পিঞ্জিরার ছায়াতলে।
হিসহিসিয়ে বলল—

“এমন করার সুযোগ দেবো না আমি। মনে রেখো, তোমার শ্বাস আমার থেকে যত দূর হবে, আমার নিঃশ্বাস এই পৃথিবীর হাওয়া থেকে তত দ্রুত বিলীন হবে।”

রেহাংশী ঝরঝর করে কেঁদে ফেলল। ভয়ে আড়ষ্ট, দুঃখে কাতর, প্রণয়ে দগ্ধ হয়ে দুই বাহুতে ডুবন্ত সায়রের শেষ আশ্রয়ের মতো আঁকড়ে ধরল ইনজাদকে।

চলবে,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here